Showing posts with label Update. Show all posts
Showing posts with label Update. Show all posts

প্রয়োজনে একের বেশি ব্রাউসারের ট্যাব চোখের সামনে খোলা রেখে কাজ করুন

ফায়ার ফক্সে আলাদা আলাদা ট্যাব অনেকগুলো খুলে কাজ করবার সুবিধে ছিলই। ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন সংস্করণেও আছে। ক্রোমীতেতো শুরু থেকেই ব্যাপারটা ছিল। কিন্তু নিচের ছবিটা দেখুনঃ
split browser

এমনটি নিশ্চয়ই এর আগে দেখেননি। এটা ফায়ারফক্সের নতুন সংযোজন। অনেক সময়েই আমাদের একাধিক সাইট খুলে রেখে এটা থেকে ওটা দেখে কাজ করতে হয়। ব্লগ সাজানোর বেলাতেই এটা দরকার পড়ে অনেক সময়। অথবা ধরুন, আপনি কোনো নিবন্ধ লিখছেন, প্রাসঙ্গিক অন্য তথ্য সূত্র চোখের সামনে খোলা রেখে লিখতে সুবিধে। এই সুবিধেটা আপনাকে দিচ্ছে ফায়ার ফক্সের নতুন এড-অন Split Browser .একে খোঁজে পেতে আপনি ব্রাউসারের টুল মেনুতে গিয়ে Add on খুলুন। Get Add on এ ক্লিক করুন। আপনি এটা পেয়ে যাবেন। না পেলে এখান থেকেও নামিয়ে যোগ করতে পারেন।

আপনার ইচ্ছে মতো ট্যাব খোলা রেখে আপনি কাজ করতে পারেন। পাশাপাশি ডানে বাঁয়ে, উপরে, নিচে যেখানে খুশি রেখে কাজ করতে পারেন। ইচ্ছে মতো, ছোট বড়ও করতে পারেন সবগুলোকে.
split more site
এখানে দেখুনঃ

ফায়ারফক্সে এই Add onটা ইনস্টল করা হয়ে গেলে যথারীতি আপনাকে ব্রাউজার রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট হয়ে গেলে আপনি উপরে মেনু বারে টুল (Tool) এর ঠিক বাম পাশে দেখবেন Split নামে আরেকটা মেনু যুক্ত হয়ে গেছে। সেখান থেকে আপনি কীভাবে ট্যাবগুলো দেখতে চান তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
আশা করছি এই নতুন ব্যবস্থা আপনার কাজকে আরেকটু সহজ করে দেবে।

Featured Post নির্বাচন করুন

vote for top postsপ্রিয় বন্ধু, নিশ্চয় খেয়াল করেছেন যে, বাংলা হ্যাকস ব্লগের ডানপাশের সাইডবারে একটি নতুন গেজেট লাগিয়েছি। এই গেজেটের একটি অংশ হচ্ছে Featured Posts, এখানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন পোস্ট রেখে দেয়া হবে। আর এই পোস্টগুলো বাছাই করবেন আপনারা।

প্রথম অবস্থায় আমি নিজে কিছু বাছাই করা পোস্ট রেখে দিয়েছি। আগামীতে এই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আপনারাই প্রত্যেক সপ্তাহে কিছু পোস্ট নির্বাচন করবেন। যেগুলো পরবর্তি সপ্তাহে এই গেজেটে রেখে দেয়া হবে। এই সপ্তাহের বাছাই পোস্টগুলো নিচে উল্লেখ করলাম। আশা করি আপনারা নিজেদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে বাধিত করবেন
ধন্যবাদ I encourage you to vote for featured post.
  1. খুব সহজে 'বিস্তারিত পড়ুন' লিংক স্থাপন করুন
  2. কিভাবে হেডারের ছবি পরিবর্তন করা যায়
  3. কিভাবে গ্রুপ ব্লগিং করা যায়
  4. ইমেইল করে নতুন লেখা পোস্ট করুন
  5. টেমপ্লেট পরিবর্তনের পদ্ধতি
  6. ব্লগে শেয়ার করার বোতাম স্থাপন করুন
আপনার পরামর্শ আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।
Your suggestion is highly appreciate for my on going activity.
আপনার মতে আগামী সপ্তাহে কোন পোস্টগুলো Featured Posts হিসেবে নির্বাচিত হবার যোগ্য তা এই পোস্টের মন্তব্যঘরে উল্লেখ (লিংকসহ হলে ভালো হয়) করার জন্য অনুরোধ করছি।

গুগলপেজ ক্রিয়েটরে থাকা ফাইলগুলো সরিয়ে নিন

আমাদের অনেকেই Google page Creator (Google pages) অনেকদিন থেকেই ব্যবহার করে আসছি। মনের মতো করে স্ট্যাটিক ওয়েব সাইট তৈরির এই দারুণ ওয়েবটুলটি গুগল বন্ধ করে দিচ্ছে একথা ২০০৮ সাল থেকে শোনা যাচ্ছে। বহুবার বিভিন্নভাবে সতর্ক করে দেয়া সত্ত্বেও ব্যবহারকারীরা গুগল পেজ ক্রিয়েটর ব্যবহার করা বন্ধ করছেন না। কিন্তু এবার বোধহয় গুগল একেবারে শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আর কোন সুযোগ দেয়া হবে না।

গুগল আগেই বলে দিয়েছিল যে Google page creator এর মধ্যে যাদের ওয়েবসাইট খোলা আছে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব Google Sites এ তাদের পেজ ও হোস্ট করা ফাইলগুলো সরিয়ে নেয়। আমরা অনেকেই পেজক্রিয়েটরে বিভিন্ন ছবি ও জাভাস্ক্রিপ্ট ফাইল হোস্ট করে রেখে দিয়েছি এবং সেই ফাইলগুলোর লিংক ব্লগারের ব্লগ সাজানোর জন্য ব্যবহার করছি। গুগল এর আগেও বলেছিল যে এই ফাইলগুলোকে গুগল সাইটে সরিয়ে নিয়ে আসতে। কিন্তু আমরা গুগল পেজ ব্যবহার বন্ধ করতে চাইনি, এই প্রতিবাদ হিসেবে এবং ঝামেলা মনে করে ফাইলগুলো সরাইনি। এবার গুগল একটি নতুন টুল তৈরি করেছে। এই টুল দিয়ে অতিসহজে Google page creator এ থাকা ফাইলগুলোকে Google sites (sites.google.com)এ নিয়ে আসা যাবে।

ব্লগার.কম এ লগইন করতে গিয়ে নিচের সতর্কবার্তাটি দেখেছেন কি?
Update your template linksএখানে লেখা রয়েছে
Update your templates

Your templates include links to files hosted on Google Page Creator, a service that is soon migrating to Google Sites. Do you want Blogger to update those links now? Learn more

Update and review Dismiss
এই বার্তার মাধ্যমে গুগলপেজেস ব্যবহারকারীকে গুগল একটা শেষ সুযোগ দিতে চাচ্ছে বলে মনে হয়। এখনই Update and review লেখাতে ক্লিক করুন। http://bloggerhosting.appspot.com এ আপনি একাউন্টে রেজিস্টার করা ব্লগগুলির আইডিসহ রিডাইরেক্ট হয়ে যাবেন। সেখানে নিচের ছবির মতো একটি নতুন পেজ আসবে। সেখানে Grant Access বোতামে ক্লিক করুন।
Blogger hostingখুলে যাওয়া পরের পাতায় আপনার একাউন্টে থাকা ব্লগগুলির একটি তালিকা দেখা যাবে।
Blogger Hosting Update pageআপনার কোন ব্লগ আপডেট করতে হবে কিনা তা এই পাতায় চিহ্নিত করা থাকবে। উপরের ছবিতে দেখুন 'বাংলা হ্যাকস' ব্লগের কোন ফাইল গুগলপেজেস এর সাথে লিংক করা নাই। তাই লেখা রয়েছে No references to Page Creator.

কিন্তু যদি কোন ফাইল কোন ব্লগের সাথে লিংক করা থাকে, যা আপনাকে সরিয়ে আনতেই হবে, তাহলে সেই ব্লগের পাশে লেখা থাকবে Found 3 references to Page Creator. নিচের ছবি দেখুন।
Found some references in your blogএক্ষেত্রে Update references লেখা লিংকে ক্লিক করুন। পরের পাতায় চলে আসবেন।
Backup your templatesএখানে Download your blog template লেখাতে ক্লিক করে আপনার ব্লগের টেমপ্লেটটি ডাউনলোড করে নিন। এবং Next লেখা বোতামে ক্লিক করে এগিয়ে যান।

আরেকটি পাতায় দেখা যাবে যে, গুগল নিজে থেকেই গুগল পেজ ক্রিয়েটরে থাকা ফাইলগুলোকে নিজস্ব হোস্টিং এ নিয়ে নিচ্ছে।
Update templates referencesএই পাতায় Update লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন। সংরক্ষণ হয়ে গেলে আবার ব্লগ তালিকায় চলে আসবেন। আরও কোন ব্লগে যদি একই সমস্যা থাকে, তাহলে আবার একই পদ্ধতিতে এই সমস্যার সমাধান করতে হবে।

# যদি আপনি জানেন যে গুগল পেজ ক্রিয়েটরে আপনি কোন সাইট তৈরি করেননাই, কিংবা কোন ফাইল আপলোড করেন নাই। তাহলে ব্লগারে প্রবেশ করার সাথে সাথে যদি কোন সতর্কবার্তা দেখা যায়, সেখানে লেখা Dismiss লিংকটিতে ক্লিক করে দিন। আপনি যেহেতু নিশ্চিত যে এর ফলে আপনার কোন ক্ষতি হবে না, সেহেতু অযথা দুঃশ্চিন্তিত হবার কোন কারণ নেই।

আরও তথ্যের জন্য ব্লগারের এই হেল্প পাতাটি একবার দেখে নিতে পারেন।

আমার নিজের নামে গোগোলের সার্চ ইঞ্জিন

Create a search engine with your own nameপাশের ছবিটি দেখুন! আজই আমি এই সার্চ ইঞ্জিনের মালিক হলাম। গোগোলের সঙ্গে এক বোঝা পড়াতে গিয়ে এটি সম্ভব হলো। শুনেছি, প্রত্যাহবানের মুখে পড়ে বিল গেট আবারো মাইক্রোসফটে যোগ দিয়ে সক্রিয় হবার কথা ভাবছেন! বিশ্বাস হচ্ছে না ?!
আপনার গোগোল নিউস সাইটে গিয়ে দেখুন ইতিমধ্যে কয়েক হাজার সংবাদ শিরোনামে এ নিয়ে হৈ চৈ পড়ে গেছে?
পেলেন?
না পেলে এখানে ক্লিক করুন। আপনার নাম লিখতে বলবে। লিখে নিচের বোতামে ক্লিক করুন। তবেই, জানবেন, আমি ঠাট্টা করতে পারি, কিন্তু মিথ্য বলি না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 সেরেছে! নিজের নামে সার্চ ইঞ্জিন তৈরি করার এই প্রকল্পটি চালু করার পরের দিনই এর যেরকম জনপ্রিয়তা দেখা যাচ্ছে তাতে বিল গেটস তাঁর বিল-মিরাণ্ডা ফাউণ্ডেশনতো ভুলেই গেছেন, উলটে শোনা গেছে গেল, কালই  মাইক্রসফটের এক জরুরি সভাতে বকুনি দিতে গিয়ে বর্তমান কর্মকর্তাদের সঙ্গে এক জটিল আইনি বিবাদে জড়িয়ে  পড়েছেন। তিনি এখন গোগোলের প্রতিদ্বন্দ্বি প্রায় সমস্ত তথ্য প্রযুক্তি কোম্পানীগুলোর সঙ্গে গাঁটছড়া বেঁধে হলেও মাইক্রোসফটকে বাঁচাবার জন্য আদাজল খেয়ে লেগে গেছেন! শোনা গেছে বিষয়টি আগামী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামেও আলোচনার জন্যে উঠবে।
             ওদিকে হাইতির সরকার এই বিপদের দিনে ওদের ছেড়ে না যাবার জন্যে বিলমিরাণ্ডা গেট ফাউন্ডেশনের কাছে আবেদন জানালে বিল জানিয়েছেন, তিনি নেই।  ওদেকের ব্যপারটা মিরাণ্ডা নিজেই সামলাতে পারবেন। এ নিয়ে হাইতির সরকারে ভাববার কিছু নেই। কিন্ত বিশেষ সূত্রে জানা গেছে, টাল সামলাতে না পারলে তিনি ফাউণ্ডেশনের সব তহবিলও মাইক্রোসফটে খাটাবার উপায় খুঁজে চলেছেন। গোগোল জানিয়েছে যে অবস্থাতে ওরা নিজেরাই এখন বিল-মিরাণ্ডা ফাঊণ্ডেশনের দায়িত্ব নেবার জন্যে আগ্রহী। এমন হতে পারে আমাদের যাদের নামে সার্চ ইঞ্জিন তৈরি হবে তাদের সব্বাইকে হাইতি যাবার ডাক পড়তে পারে !



ব্লগে 'টুইটার আপডেট' স্থাপন করুন

আজকাল অনেকেই জনপ্রিয় মিনিব্লগিং (Miniblog) প্লাটফর্ম টুইটারে (Twitter) টুইট টুইট করেন। তারা নিজেদের ব্লগে টুইটারের টুইট টুইটের মুর্ছনা ছড়িয়ে দিতে পারেন। ব্লগার.কম এ একটি গেজেট আছে যা ব্যবহার করে টুইটার ব্লগে করা সাম্প্রতিক পোস্টসমূহকে (Recent Posts) ব্লগার.কম (Blogger.com) এর ব্লগের কোন একটি সাইডবারে (Sidebar) প্রদর্শন করতে পারেন।
আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগে "টুইটার আপডেট (Twitter Updates)" দেখানো যায়?
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout অংশের Page Elements পাতায় চলে আসুন।
  • এখানে যে কোন সাইডবারের (Sidebar) Add a Gadget লেখাতে ক্লিক করুন।
  • Page Elements এর তালিকা খুলে যাবে।
  • এখানে Featured লেখাতে ক্লিক করুন।
  • নতুন ও আকর্ষণীয় কিছু গেজেট (Gadget) এই গ্রুপে রয়েছে।
  • এখানেই খুঁজে পাবেন Twitter Updates নামক গেজেটটিকে।
  • উপরের ছবিটি দেখুন। পাশের + চিহ্নটিতে ক্লিক করুন।
  • এই গেজেটটির সেটিংস (Settings) পরিবর্তন করুন এই ছবিটির মতো অংশে।

  • Title লেখার পাশের টেক্সটবক্সে (Textbox) গেজেটটির একটি নাম দিন। বাংলা বা ইংরেজি যে কোন ভাষাতে লেখা যাবে।
  • Height: গেজেটটির উচ্চতা (Height) কত দেখাতে চান তা এখানে লিখে দিন। ডিফল্টভাবে আছে 200 , তবে আপনি অন্য সংখ্যাও নির্বাচন (Select) করতে পারবেন।
  • Twitter Username: এখানে টুইটারে আপনার ইউজারনেমটি লিখে দিন। যেমন আমার লিংক হল: http://twitter.com/aeroriver
  • Number of updates to display: কতগুলো টুইট টুইট প্রদর্শন করতে চান, তা লিখে দিন।
  • আপনি কি আপনার টুইটার পাতার লিংক জানাতে চান, তাহলে "Display link to your Twitter Page?" লেখার পাশে টিক চিহ্ন দিয়ে দিন।
  • Preview - Update লেখার মধ্যে Update লেখাতে একবার ক্লিক করে গেজেটটির সেটিংস ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। আপডেটটির ব্যাকগ্রাউন্ড কালো রঙের দেখালেও মূল ব্লগে সাইডবারের রঙ থাকবে।
  • এবার Save করুন।
  •  
  • আপনার টুইটার ব্লগে লেখা সাম্প্রতিক পোস্টগুলো ব্লগার.কম এ খোলা ব্লগের সাইডবারে প্রদর্শিত হচ্ছে।
আমার টুইটার ব্লগ ভিজিট করুন। আমাকে ফলো করুন।

এবার ব্লগারে ডিফল্টভাবে 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি ব্যবহার করুন

আপনারা জানেন ব্লগার.কম (Blogger.com) তাদের ১০ বৎসর বয়স পূর্ণ হবার উৎসব করছে। আর এই উপলক্ষ্যে ব্লগ লিখিয়েদেরকে (Blogger) নানারকম সুবিধা উপহার (Gift) দেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার দিয়েছে সবচাইতে বেশি চাহিদা ও দাবী তোলা হয়েছে যে সুবিধাটির জন্য সেই 'বিস্তারিত পড়ুন' (Read More) সুবিধাটি। ওয়ার্ডপ্রেসে আগে থেকেই থাকা এই সুবিধাটি ব্লগার.কম এ ছিল না। আমরা যারা এই সুবিধাটি ব্লগার.কম এ পেতে চাইতাম তারা এর আগে HTML অংশে বিভিন্ন রকম (Various method) কোড (Code) স্থাপন করে (পদ্ধতি ০১, পদ্ধতি ০২) নিজেদের ব্লগে 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি স্থাপন করেছি। কিন্তু এখন আর সেইসব পদ্ধতির কোনটারই প্রয়োজন নেই। এখন ব্লগের নিজস্ব সেটিংস (Settings) থেকেই ওয়ার্ডপ্রেসে (Wordpress) ডিফল্টভাবে থাকা এই সুবিধাটি পাওয়া সম্ভব। তবে এখনও এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তাই এই অপশনটি (Option) পাওয়া যাবে শুধুমাত্র Blogger in Draft এ। আমরা যারা blogger.com এ লগইন (Login) করি তাদের জন্য এই সুবিধাটি (Feature) এখনও উন্মুক্ত করা হয় নাই।

ব্লগার.কম এ তৈরি করা ব্লগে কিভাবে ডিফল্ট (Default) পদ্ধতিতে 'বিস্তারিত পড়ুন' (Read More...) পদ্ধতিটি যুক্ত করবেন/ স্থাপন করবেন / যোগ করবেন তা এখন আলোচনা করি:
  • প্রথমেই draft.blogger.com এ আপনার গুগল আইডি (Google ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন (Login) করুন।
  • এবার Layout পেজের Page Elements পাতায় চলে যান।
  • এখানে Blog Posts অংশটির নিচে ডানপাশে Edit লেখাতে ক্লিক করুন।

  • একটি নতুন অপশন (New Option) যোগ হয়েছে। যার নাম 'Post page link text', এখানে ডিফল্টভাবে "Read More >>" লেখা রয়েছে। আপনি এই লেখাটিতে ক্লিক করে তা পাল্টিয়ে যে কোন বাংলা শব্দ যেমন 'বিস্তারিত পড়ুন', 'আরও পড়ুন', 'বাকীটুকু পড়ুন' ইত্যাদি লিখে দিতে পারবেন। লিখে দিয়ে তা সেভ (Save) করুন।
  • এবার নতুন পোস্ট লেখার জন্য New Post লেখাতে ক্লিক করুন। পোস্ট এডিটরে (Post Editor) চলে আসবেন।

  • উপরের ছবিটি লক্ষ্য করুন। পোস্ট এডিটরের মেনুর (Post Editor Menu) ডানপাশে (Right Side) একটি নতুন বোতাম (New Button) দেখা যাচ্ছে।
  • যে বাক্যটির পরের লেখাগুলি লুকিয়ে রাখতে চান, তার পূর্বে মাউসের কার্সারটি (Mouse Cursor) রেখে এই বোতামটিতে ক্লিক করুন।
  • একটি লম্বা ধূসর দাগ বসে যাবে। এই দাগটিকে মাউস দিয়ে চেপে ধরে এক লাইন থেকে অন্য লাইনে সরিয়ে (Drag) আনতে পারবেন। এখানে আসলে <!-- more --> লেখাটি বসে যায়। এই কোডটি Edit HTML Mode এ দেখা যায়। আপনি পোস্টের কোন লাইনের পরে <!-- more --> লেখাটি হাতে লিখেও এই 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি স্থাপন করতে পারবেন।
  • এবার পোস্টের বাকীটুকু লিখে প্রকাশ (Publish) করুন।
  • অন্য ট্যাবে থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করুন।
  • নতুন প্রকাশিত পোস্টটি 'বিস্তারিত পড়ুন' সুবিধাযুক্ত হয়ে প্রকাশিত হয়েছে।
  • বিশেষভাবে উল্লেখ্য যে, এই সুবিধাটি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে, তাই ঠিকমতো কাজ নাও করতে পারে।
  • ব্লগারের এই সুবিধাতে ছবিকে (Image) কিন্তু ছোট করে প্রকাশ করা হবে না। অর্থাৎ এই পোস্টে লেখা পদ্ধতিতে ব্লগে 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি যোগ করলে পোস্টে থাকা ছবিটি যেমন ছোট সাইজের হয়ে যায়, তেমন হবে না। মূল সাইজেই ছবিটি প্রদর্শিত হবে।
  • এছাড়াও একটি অতিরিক্ত ফাঁকা লাইন (Gap) পোস্টের মাঝে চলে আসে। ফলে পূর্ববর্তী ভুমিকা ও বাকীলেখাটুকুর মাঝে একটু বেশি ফাঁকা জায়গা দেখা যায়। এই ফাঁকা অংশটুকু অনেকের কাছে দৃষ্টিকটু লাগতে পারে।
মূল ঘোষণাটি রয়েছে Blogger in Draft এর এই পোস্টে। আরও তথ্য পাবেন ব্লগারের সাহায্য ফোরামের এই পাতায়। আমার স্থাপিত নমুনা দেখতে পারেন এই ব্লগের নিচের পোস্টটিতে।

'বাংলা হ্যাকস' ব্লগের বর্ণ বৈচিত্র্য পরিবর্তন করলাম

নতুন ঋতুর (New Season) আগমনে প্রকৃতিতে যে পরিবর্তন আসছে, তার অনুভূতিকে উস্কে দিতে 'বাংলা হ্যাকস' ব্লগের কিছু কিছু জায়গার রঙ পরিবর্তন করলাম (Change Color)। সেই সাথে ব্লগের বিভিন্ন গেজেটেও (Blog Gadget) কয়েকটি পরিবর্তন আনা হল। রঙের পরিবর্তন শুধুমাত্র দৃষ্টিনন্দন সৌন্দর্য সৃষ্টি করার জন্য। দেখতে একটু অন্যরকম লাগছে, প্রতিদিন একই টেমপ্লেট (Template) দেখতে দেখতে পুরনো হয়ে যাচ্ছিল। তাই একটু অন্যরকম ঝলক দেয়ার জন্য রঙগুলো পরিবর্তন করেছি। কিন্তু গেজেটে যে পরিবর্তন তা করেছি ব্লগটিকে একটু দ্রুততর (Faster) সময়ে লোড (Load) হবার জন্য। আমার মনে হচ্ছে এই পরিবর্তনগুলোর কারণে ব্লগের লোডিং টাইম (Loading Time) একটু হলেও উন্নতি হয়েছে। আমি যেসব পরিবর্তন করলাম, তা একে একে বর্ণনা করছি।

ব্লগের শরীরের যেসব জায়গায় রঙ পরিবর্তন করেছিঃ
১।

মেনুবারের রঙ (Menubar Color) পরিবর্তন হয়েছে। আগেরটি ছিল একটু গাঢ় রঙের। কিন্তু এখন হালকা নীল রঙ দিয়ে মেনুবারটিকে ঢেকে দিয়েছে।

২। পোস্ট টাইটেলের ব্যাকগ্রাউন্ড রঙ (Post Title Background Color) পরিবর্তন করেছি।

৩।
ডানপাশের প্রধান মেনু যেখানে সূচীপত্র (Index) রয়েছে। তার ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করেছি।

৪। নিচের কলামের টেক্সট রঙ আগে গাঢ় খয়েরি ছিল। এখন তা পরিবর্তন করে কাল করেছি।
আগের রঙ
 
পরিবর্তিত রঙ

৫। নিচের কলামের লিংক রঙ ও তার উপর মাউস নিয়ে গেলে যে রঙগুলো হতো (Hover Color) তা পরিবর্তন করেছি।
 

উপরের ছবিটি আগের। আর নিচের ছবিটি পরিবর্তিত রঙের।
  

রঙ পরিবর্তন করার পর লিংকগুলোর উপরে মাউস নিয়ে গেলে তা হালকা নীল রঙের হয়ে যায়।

ব্লগের গেজেটগুলোতে যেসব পরিবর্তন করলাম:

১। আগে লেবেল ক্লাউড (Label Cloud) ডানপাশের বড় কলামটিতে ছিল।
কিন্তু এখন তা সরিয়ে এনে একেবারে ব্লগের নিচে বসিয়ে দিয়েছি।
ব্লগের একেবারে নিচে গেলে ব্লগের 'লেবেল ক্লাউড'টিকে খুঁজে পাওয়া যাবে। এতে সুবিধা হলো, কেউ কেউ হয়তো ব্লগের নিচের দিক দেখার পর আর কিছু দেখার নেই বলে মনে করতে পারে। সেক্ষেত্রে তিনি যদি অন্তত একবার ব্লগের লেবেল ক্লাউড অনুযায়ী তার প্রয়োজনীয় কোন তথ্য খুঁজতে যান, তাহলে হয়তো তার ভ্রমণটি একেবারে বৃথা যাবে না।

২। আগে ডান কলামে 'সাম্প্রতিক পোস্ট' (Recent Post) প্রদর্শনের জন্য এই পোস্টে লেখা গেজেট ব্যবহার করতাম। কিন্তু আমি নিজের ধীরগতির ইন্টারনেট লাইনে এটার কারণে ব্লগকে অনেক দেরীতে লোড হতে দেখেছি। সবসময় এই গেজেটটির কারণে ব্লগ লোডের সময় বেড়ে যেত। এখন সেটা বাদ দিয়েছি। তার বদলে ব্লগের ডিফল্ট 'ব্লগ আর্কাইভ'কে (Blog Archive) সূচীর মতো করে ব্যবহার করছি।

৩। ব্লগ তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে এলাম।

আগে ব্লগের পরিসংখ্যান আলাদা একটি HTML Gadget এর মধ্যে ছিল। সাইটমিটার ও ভিজিটর তথ্যের গেজেট ছিল আর একটি HTML Gadget এর মধ্যে। এবার দুটোকে একটিমাত্র HTML Gadget এর মধ্যে স্থাপন করলাম। এতে আমার ব্লগের গেজেট সংখ্যা একটি কমে গেল। এতে লোড হবার সময় একটু বাড়বে বলে আমার বিশ্বাস।

৪। ইমেইল সাবস্ক্রিপশন (Email Subscription) অংশে পরিবর্তন করা হলো।


পূর্বে 'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ফিড (Feed) গ্রহণের আহ্বান আলাদাভাবে একটি কলামে ছিল। ফায়ারফক্স ডাউনলোড করার অনুরোধের নিচে তা স্থাপন করেছিলাম। কিন্তু এখন আলাদাভাবে আর ফিড গ্রহণ করার আহ্বান জানানো বন্ধ করে দিলাম। একবারে ইমেইল সাবস্ক্রিপশন অংশে মুল ফিড লিংকটি রেখে দিলাম। এতে কিছু জায়গা বেচে গেল। ব্লগটির আকার ছোট হল। এতে ব্লগ লোডের দ্রুততা একটু হলেও বাড়বে।

এত কিছু পরিবর্তনকে আপনারা কি চোখে দেখছেন, তা জানতে পারলে আমার ভালো লাগত। আমি নিজেও বুঝতে পারতাম আমি যেসব কারণে ব্লগের রঙ ও গেজেটগুলোতে পরিবর্তন এনেছি, তা আপনাদের কাছেও গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা।

ফায়ারফক্সের জন্য পরশমণি ডাউনলোড সমস্যার সমাধান

আপডেট: প্রথম আলো সহ অন্যান্য আসকি পদ্ধতিতে লেখা পত্রিকাগুলোর অনলাইন ভার্শন ফায়ারফক্সে (Firefox) দেখা যেত না। এই সমস্যাটির সমাধান দিয়ে আমি একটি পোস্ট লিখেছিলাম। সেই পোস্টের মন্তব্য ঘরে একজন মন্তব্য করেছেন যে 'পরশমণি' এডঅন'টি (Addons) তিনি ডাউনলোড (Download) করতে পারছেন না। কি কারণে তিনি ডাউনলোড করতে পারেননি, তা অবশ্য জানাননি। যাহোক আমার কাছে থাকা ফাইলটি বক্স.নেট সাইটে (Site) আপলোড (Upload) করে আপনাদের জন্য উপস্থাপন করলাম। আশা করি এবার 'পরশমণি' ডাউনলোড করতে কোনরকম সমস্যা হবে না।

ব্লগার.কম এর ব্লগে লেবেল ক্লাউড ব্যবহার করুন

সম্প্রতি ব্লগার.কম (Blogger.com) তাদের ১০ বৎসর পূর্তি উৎসব করছে। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে তারা ব্লগার.কম এ ব্লগলিখিয়েদেরকে নানারকম সুবিধা উপহার দেয়ার অঙ্গীকার করেছিল। তার অংশ হিসেবে ব্লগের লেবেল গেজেটটিকে (Label Gadget) এখন আরও আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে। এতদিন যে কাজটি ওয়ার্ডপ্রেসে (Wordpress) ডিফল্টভাবে করা সম্ভব ছিল, এখন তা ব্লগারেও ডিফল্টভাবে করা সম্ভব। একজন নতুন ব্লগলিখিয়েকে কোনরকম Html এডিট করতে হবে না। ব্লগার.কম ব্যবহারকারীও এখন থেকে তাঁর ব্লগে লেবেল ক্লাউড ব্যবহার করতে পারবেন।

বিষয়টি পরিষ্কার করে ব্যাখ্যা করি:

ব্লগ লিখতে গিয়ে আমরা নানারকম লেবেল (Label) ব্যবহার করি। একটি পোস্ট বিভিন্ন লেবেলের অন্তর্ভুক্ত হতে পারে। উদাহরণ দেই, ধরি আমি একটি 'ই বই' (E book) এর খবর পোস্ট করলাম। এই 'ই বই'টি ডাউনলোড (Download) করার লিংক দিলাম। বইটি উবুন্টু লিনাক্স সম্পর্কে। এখন এই পোস্টটিকে আমি Download, কোনরকম পরিশ্রম করতে হবে না। এভাবে লেবেল ব্যবহার করতে করতে ব্লগের বয়স যত বাড়বে, ততই লেবেলের সংখ্যা (Label count) বাড়তে থাকে। পাশাপাশি একই লেবেলের অন্তর্ভূক্ত পোস্টের সংখ্যাও বাড়তে থাকে।

ওয়ার্ডপ্রেসের একটি গেজেট (Gadget) রয়েছে, যাতে যে লেবেলের মধ্যে পোস্ট সংখ্যা (Post count) বেশি, সেই লেবেলটি বেশ বড় করে দেখানোর ব্যবস্থা করা আছে। এভাবে বেশি পোস্টযুক্ত লেবেল বড় করে আর কম পোস্টযুক্ত লেবেল ছোট করে দেখানো হয়। একে লেবেল ক্লাউড (Label Cloud) বলে।

এতদিন ব্লগার.কম এর মধ্যে এই সুবিধাটি ডিফল্টভাবে ছিল না। নানারকম HTML কোড (Code) ব্যবহার করে এই কাজটি ব্লগারে করতে হতো। আমার 'আকর্ষণীয় টেমপ্লেট'টি যাঁরা ব্যবহার করছেন, তারা নিশ্চয় খেয়াল করেছেন যে আমি সেই টেমপ্লেটটিতে (Template) 'লেবেল ক্লাউড' (Label Cloud) কোডটি স্থাপন করে প্রকাশ করেছি।

এছাড়াও আর একটি বিষয় রয়েছে। এমনও হয় যে কোন লেবেল দিয়ে ২/১টি পোস্ট, আবার কোন লেবেল দিয়ে ৪০/৫০টি পোস্ট লেখা হয়। ডিফল্টভাবে লেবেলের পাশে পোস্ট সংখ্যা (Post Number) প্রদর্শিত হয়। এবার যে লেবেলটিতে কম পোস্ট থাকে সেটার পাশে সেই সংখ্যাটি দেখে পাঠক তা পড়তে উৎসাহী হন না। আর যে লেবেলটির পাশে বড় সংখ্যা থাকে পাঠক সেই পোস্টগুলো একবার হলেও চোখ বুলিয়ে দেখে নেন। ফলে ব্লগের অনেক পোস্ট অপঠিত (Unread) থেকে যায়। শুধুমাত্র পোস্ট সংখ্যার কারণে পাঠক হয়তো তাঁর প্রয়োজনীয় পোস্টটি খুঁজে পাননা। এই বিষয়টি এড়িয়ে চলার জন্য আমরা HTML কোডে আংশিক পরিবর্তন করে লেবেলের পাশে প্রদর্শিত পোস্ট সংখ্যাটি ঢেকে রাখি। ব্লগার.কম বিষয়টি জানতো, তাই কিছুদিন আগে তাদের সিস্টেমে পরিবর্তন করে ডিফল্টভাবেই পোস্টসংখ্যা না দেখানোর পদ্ধতিটি উন্মুক্ত করেছে।

ব্লগার.কম এর ১০ বৎসর পূর্তি উপলক্ষে এখন থেকে ব্লগারে ব্লগ লিখিয়েরাও 'লেবেল ক্লাউড' (Label Cloud) ব্যবহার করতে পারবেন। আমার ব্লগে এটা স্থাপন করেছি। (শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্যই এটা কয়েকদিনের জন্য এটা রাখবো।)
ছবি - ১, সংখ্যাসহ লেবেল ক্লাউড।
যে লেবেলের অন্তর্ভুক্ত পোস্ট সংখ্যা বেশি, তা বড় করে দেখানো হচ্ছে।


ছবি-২, সংখ্যাবিহীন লেবেল ক্লাউড

কিভাবে এই লেবেল ক্লাউড স্থাপন করা যায় তা ধারাবাহিকভাবে বর্ণনা করছি:
  • ব্লগার.কম (Blogger.com) এ গুগল আইডি (Google ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন (Login) করুন।
  • Page Elements পাতায় Add a Gadget লেখাতে ক্লিক (Left Click) করে একটি নতুন গেজেট (New Gadget) নিন।
  • Page Elements তালিকায় Label নির্বাচান করুন।
  • Page Elements তালিকায় উপরের ছবির মতো Labels লেখার পাশের যোগ (+) চিহ্নটিতে মাউসের বাম বোতাম ক্লিক (Left Click) করে একটি নতুন লেবেল গেজেট (New Label Gadget) নিন।
  • এই অংশে লেবেল গেজেটের সেটিংস (Settings) আপনি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন।
  • প্রথমে Title: এখানে লেবেলটির নাম লিখুন। ডিফল্টভাবে Labels লেখা থাকে। আপনি পরিবর্তন করে 'বিষয়সূচী' বা অন্য কোন বাংলা শব্দ লিখতে পারেন।
  • Show লেখার পাশে All Labels এবং Selected Labels লেখা রয়েছে। আপনি সবগুলো বা বাছাইকৃত লেবেল প্রদর্শন করতে পারেন। একটু পরে তা ব্যাখ্যা করছি।
  • Sorting লেখাটির পাশে লেবেলগুলোকে কিভাবে প্রদর্শন করবেন, তা নির্বাচন (Select) করা যায়। 'বর্ণানুক্রমিক'ভাবে (Alphabetic) নাকি 'বেশি থেকে কম' (Frequent) তা নির্বাচন করা যাবে।
  • Display অংশে List নাকি Cloud কিভাবে দেখাবেন তা চিহ্নিত করুন। আমরা Cloud হিসেবে দেখাতে চাই। তাই Cloud নির্বাচন করেছি।
  • Show number of posts per label লেখার পাশে টিক চিহ্ন (Tick Sign) থাকলে লেবেলের পাশে পোস্ট সংখ্যা (Post number) দেখাবে, আর টিক চিহ্ন না থাকলে পোস্ট সংখ্যা দেখাবে না। উপরে দেয়া লেবেল ক্লাউডের ছবি-১ এবং ছবি-২ নামক ছবিদুটো পর্যবেক্ষণ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
  • আপনি কি লেবেল তালিকায় সবগুলো লেবেল প্রদর্শন করতে চান নাকি বাছাইকৃত লেবেলগুলোই শুধু পাঠকদেরকে দেখাতে চান, তা এবার ব্যাখ্যা করি। উপরের ছবিটি লক্ষ্য করুন। ডিফল্টভাবে All Labels সিলেক্ট করা থাকে। আমি বোঝানোর সুবিধার্থে এবার Selected Labels লেখার পাশের রেডিও বোতামে মাউসের বাম বোতাম দিয়ে ক্লিক করেছি। সঙ্গে সঙ্গে নিচে আর একটি অপশন (Option) চলে এসেছে। তার পাশে মোট লেবেল সংখ্যা প্রদর্শিত হচ্ছে এবং পাশে Edit লেখা রয়েছে। Edit লেখাটিতে মাউসের বাম বোতাম ক্লিক করলে নিচের ছবির মতো একটি সিলেকশন বক্স (Selection box) ওপেন (Open) হয়।
  • এই সিলেকশন বক্সে আপনি যেসব লেবেল পাঠককে দেখাতে চান সেগুলো রেখে বাকীগুলোর পাশ থেকে টিকচিহ্ন উঠিয়ে দিন। তারপর DONE লেখাতে মাউসের বামক্লিক করুন।
  • সবশেষে লেবেলটি সংরক্ষণ করুন।
  • এবার অন্যট্যাবে থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) আপনার ব্লগটি একবার রিফ্রেশ করুন। পরিবর্তনগুলো স্পষ্ট দেখতে পারবেন।
সত্যিকারের ব্লগারদের জন্য খুবই উপকারী এই গেজেটটি উন্মুক্ত করার খবর প্রকাশিত হয়েছে এই পাতায়

ব্লগার.কম ১০ বৎসর পূর্তি উৎসব করছে

এক বছর দুই বছর করে একে একে ব্লগার.কম এর বয়স এই আগস্ট মাসে দশ বৎসর হয়ে গেল। এই উপলক্ষ্যে ব্লগার.কম তাদের গ্রাহকদেরকে সাথে নিয়ে উৎসব পালন করছে। এই আনন্দে ব্লগার.কম (Blogger.com) ব্লগ লিখিয়েদেরকে (Blogger) বিভিন্নরকম ওয়েবওয়ার উপহার (Gift) হিসেবে দিতে পারে। এর মধ্যে বিভিন্নরকম গেজেট, নতুন ডিজাইন বিশেষ করে তিন কলামের টেমপ্লেট, নতুন কিছু ফিচার ইত্যাদি থাকার সম্ভাবনা খুব বেশি। এছাড়া বিশেষ বিশেষ ব্লগলেখকরা ব্যক্তিগতভাবে কিছু মজার পুরস্কার পেতেও পারেন।

সারাবিশ্বের বিভিন্ন বয়সী মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উদ্দেশ্যে ব্লগার.কম এ ব্লগ খুলেছে। কেউ বিদেশে থেকে পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছে, কেউ ব্যক্তিগত ডায়রি লিখছে, কেউ সাহিত্য চর্চা করছে, কেউ রাজনৈতিক মতাদর্শ প্রচার করছে, কেউ ভ্রমণ কাহিনী লিখছে, কেউ তার অর্জিত জ্ঞান তা সে যে বিষয়েই হোক না কেন, অন্যদের সাথে শেয়ার করছে, কেউ বা অন্যদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশ করছে আবার কেউ বা শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে ব্লগ খুলে বসেছে। সবার উদ্দেশ্য সাধনে ব্লগার.কম গুরুত্বপূর্ণ সাহায্য করে চলেছে। কাউকেই নিরাশ করছে না। আসলে ব্লগার.কম এর সাফল্য এই সবার সাফল্যের সক্রিয়তার সাথে একই সূত্রে গাঁথা।

কয়েকটি সাধারণ তথ্য:
  • ব্লগার.কম শুরু হয় ১৯৯৯ সালের আগস্ট মাসে।
  • আজ পর্যন্ত এখানে ৩০ কোটিরও বেশি ব্লগ খোলা হয়েছে।
  • প্রতিদিন প্রত্যেক মিনিটে ২৭০,০০০টি শব্দ লেখা ব্লগারের ব্লগে লেখা হয়।
  • ব্লগারের তিনভাগের দুইভাগ ট্রাফিক (Traffic) আসে উত্তর আমেরিকার বাইরে থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিজিটর আসে ব্রাজিল (Brazil) থেকে, এর পর ধারাবাহিকভাবে রয়েছে তুরস্ক (Turkey), স্পেন (Spain), ক্যানাডা (Canada) এবং যুক্তরাজ্য (U.K.)।
  • ব্লগারদের মধ্যে সবচাইতে প্রিয় খেলা হল ফুটবল (Football)।
আপনি কেন ব্লগার.কম ব্যবহার করছেন? আপনার গল্প কি? আপনার ব্লগটি কি আপনাকে কোন চাকরি পেতে সাহায্য করেছে? নতুন ভাষা শিখতে উদ্বুদ্ধ করেছে? ব্লগ ব্যবহার করে নতুন কোন দক্ষতা অর্জন করেছেন? অথবা যা ছিল শখ তা কি আপনার অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। অন্যদেরকে জানান। আপনার ব্লগে একটি পোস্ট লিখুন। এই ফরমটি ব্যবহার করে গুগলকে জানান। ব্লগার.কম আপনার সাফল্যের কাহিনী অন্যদের সাথে শেয়ার করতে ইচ্ছুক।

এই বিষয়ে আরও কিছু জানার জন্য অফিসিয়াল গুগলব্লগে প্রকাশিত এই ঘোষণাটি একবার পড়ে দেখতে পারেন। অবশ্য একই ঘোষণা ব্লগারবাজ'তেও প্রকাশিত হয়েছে।

ব্লগার.কম কেন ব্যবহার করি সে বিষয়ে আমি নিজেও একটা লেখা পোস্ট করবো বলে ভাবছি। কিন্তু তেমন ভালো লেখক নই বলে কিছুটা দ্বিধাগ্রস্থ। কেমন হয় হোক, হয়তো একটা কিছু লিখেই ফেলবো।

উবুন্টুর এত আপডেট নিয়ে কি যে করি?

উইন্ডোজের সার্ভিস প্যাক (Windows Service Pack) এর মতো উবুন্টুতে (Ubuntu Linux) তেমন কিছু নেই। কিছুদিন পরপর উবুন্টু প্রোগ্রামাররা যে আপডেট (Update) অনলাইনে প্রকাশ (Publish) করেন, সেগুলো সঙ্গে সঙ্গে উবুন্টুর ডিফল্ট Update Manager এর মাধ্যমে ব্যবহারকারীর কাছে অনেকগুলো ফাইল (File) বা সফটওয়ার প্যাচ (Software patch) ডাউনলোডের প্রস্তাব হিসেবে আসে। এর মধ্যে বেশিরভাগ আপডেটের পরিচিতি বা বৈশিষ্ট্য আমার মতো সাধারণ ব্যবহার কারীদের কাছে জটিল মনে হয়। কোনটা কতটুকু প্রয়োজনীয় (Essential) তা বুঝতে না পেরে আমরা অনেকেই সবগুলো আপডেট ডাউনলোড (Download) করে ফেলি। এর মধ্যে অবশ্যই কিছু আপডেট রয়েছে যেগুলোর আমার আদৌ কোন প্রয়োজন নেই। অযথা ডাউনলোড করে হার্ডডিস্কের (Harddisk) মূল্যবান জায়গা ভর্তি করে ফেলি। আবার হয়তো না বুঝে কোন আপডেট ডাউনলোড করলাম না, সেক্ষেত্র প্রয়োজনীয় সুবিধাটুকু থেকেও বঞ্চিত হয়ে যেতে হবে। এই সমস্যা থেকে পরিত্রাণের পথ খুঁজছি।
আজ ২৪ জুলাই, উবুন্টু ৯.০৪ এর Update Maganer নিচের আপডেটগুলো প্রস্তাব করছে। এতগুলো আপডেটের মধ্যে ঠিক কোনগুলো আমার প্রয়োজন বুঝতে পারছিনা। প্রত্যেকটা ফাইলের পাশে তার আকার (Size) দেয়া আছে। যেগুলো দেখা যায়নি, সেগুলোর পাশে ডট ডট (.......) দেয়া আছে।

Important security updates
  1. dbus- simple interprocess messaging system (size: 185KB)
  2. dbux-x11- simple ineterprocess messaging system (x11 deps) (size: 39 KB)
  3. dhcp3-client- DHCP client (size: 248 KB)
  4. dhcp3-common- common files used by all the dhcp3* packages (size: 308 KB)
  5. libdbus-1-3- simple interprocess messaging system (size: 121 KB)
  6. libpulse-browse0- PulseAudio client libraries (zeroconf support) (size: 30 KB)
  7. libpulse0- PulseAudio client libraries (size: 177 KB)
  8. libpulsecore9- PulseAudio sound server core (size: 221 KB)
  9. libpurple-bin- multi-protocol instant messaging library-extra utilities (size: 95 KB)
  10. libpurple0- multi-protocol instant messaging library (size: 1.0 MB)
  11. libruby1.8- Libraries necessary to run Ruby 1.8 (size: 1.0 MB)
  12. libtiff4- Tag Image file Format (TIFF) library (size: 123 KB)
  13. pidgin- graphical multi-protocol instant messaging client for X (size: 507 KB)
  14. pidgin-data- multi protocol instant messaging client - date files (size: 1.0 MB)
  15. pulseaudio- Pulseaudio sound server (size: 402 KB)
  16. pulseaudio-esound-compat- Pulseaudio ESO compativility layer (size: 29 KB)
  17. pulseaudio-module-gconf- GConf module for PulseAudio sound server (size: 12 KB)
  18. pulseaudio-module-hal- HAL device detection module for PulseAudio sound server (size: 19 KB)
  19. pulseaudio-module-x11- X11 module for PulseAudio sound server (size: 17 KB)
  20. pulseaudio-utils- Command line tools for the PulseAudio sound server (sze 172 KB)
  21. ruby1.8- Interpreter of object-oriented scripting language Ruby 1.8 (size 230 KB)

Recommended Updates
  1. app-install-date- Ubuntu applications (data files) (size 6.0 MB)
  2. compiz-core- OpenGL window and compositing manager (size: 232 KB)
  3. compiz-gnome- OpenGL window and compositing manager - GNOME window decoration (size: ....)
  4. compiz-plugins- OpenGL window and compositing manager -  plugins (size: 466 KB)
  5. compiz-wrapper- OpenGL window and compositing manager. wrapper script (size: 435 KB)
  6. cups- Common UNIX Printing System(tm) - server (size: 2.0 MB)
  7. cups-bsd- Common UNIX Printing System(tm) - BSD commands (size: 35 KB)
  8. cups-client- Common Unix Printing System(tm) - client programs (sysV) size: ....)
  9. cups-common- Common UNIX Printing system(tm) - common files (size: 1.0 MB)
  10. hal- Hardware Abstraction Layer (size: 385 KB)
  11. icedtea-6-jre-cacao- Alternative JBM for OpenJDK, using Cacao (size: 387 KB)
  12. icedtea6-plugin- web browser plugin based on OpenJDK and Icedtea to execute Java......
  13. libcups2- Common UNIX Printing System(tm) - libs (size 169 KB)
  14. libcupsimage2- Common UNIX Pringint System(tm) - image libs (size: 50 KB)
  15. libhal-storage1- Hardware Abstraction Layer - shared library for storage devices (size......)
  16. libhal1- Hardware Abstraction Layer - shared library (size: 91 KB)
  17. libpoppler4- PDF rendering library (size: 669 KB)
  18. libudev0- udev library (size: 99 KB)
  19. libvolume-id1- volume identification library (size: 99 KB)
  20. libxcb-render0- X C Binding, render extension (size: 9 KB)
  21. libxcb-shape0- X C Binding, shape extension (size: 5 KB)
  22. libxcb-shm0- X C Binding, shm extension (size: 5 KB)
  23. libxcb-xv0- X C Blinding, xv extension (size: 8 KB)
  24. libxcb1- X C Binding (size: 43 KB)
  25. libxcb1-dev- X C Binding, development files (size: 67 KB)
সব ফাইলগুলো সহ আকার হয়েছে 47.9 MB, এতবেশি ফাইল ডাউনলোড করতে আমার আপত্তি নেই। কিন্তু আমি শুধু নিশ্চিত হতে চাই যে ঠিক কোনগুলো আমার প্রয়োজন। একটি উদাহরণ দেয়া যেতে পারে, যেমন আমার কম্পিউটারে (Computer) কোন ভাল গ্রাফিক্স কার্ড (Graphics Card) লাগানো নেই। আমি মাদারবোর্ডের (Motherboard) বিল্টইন গ্রাফিক্স কার্ড (Built in Graphics card) ব্যবহার করি। সেক্ষেত্রে compiz ব্যবহার করা সম্ভব নয়। কিন্তু তবুও কি আমি compiz update টি ডাউনলোড করবো? সাধারণভাবে বলা যায় যে - 'না'। অতএব সেই ডাউনলোডটির বামপাশের টিক চিহ্নটি উঠিয়ে দিলেই হল। আবার আমার কম্পিউটারে প্রিন্টার (Printer) লাগানো নেই। সেক্ষেত্রে cups ডাউনলোডটিও নামাবো না। কিন্তু বাকীগুলো তো বুঝতে পারছি না। বর্ণনা এত সংক্ষিপ্ত যে তা থেকে ডাউনলোডটির পরিচিতি ঠিক পরিষ্কার হয় না। দেখা গেল আমি না জেনেই হয়তো কোন প্রয়োজনীয় ডাউনলোড গ্রহণ করলাম না। ফলে আমার সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী হলো না। এ ধরণের সমস্যাও আমি তৈরি করতে চাই না।

তাই আমি এ বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ প্রত্যাশা করছি।

আপডেট ০৩ আগস্ট ২০০৯: উবুন্টুবিডি মেইলিং লিস্টে এই সমস্যাটি জানিয়েছিলাম। সেখান থেকে খুব প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি। পরামর্শগুলো হলো:-
Tarin Mahmood বলেছেন:

Updates are only offered for the packages that are already installed on your
system. so you'll not save any space by not installing these updates, also
there might be fat chances to cause havoc to your system by not updating
some important packages.

এর উত্তরে আমি বলেছিলাম:
ধন্যবাদ। কিন্তু আমি compiz এবং cups চাই না। কি করতে পারি? Hal এরও কি
দরকার আছে?

Dark Lord বললেন:
আপনি প্রয়োজন মনে না করলে আপডেট করবেন না তবে সিকিউরিটি বিষয়ক যেসব আপডেট
বা প্যাচ ছাড়া হয় সেগুলো আপডেট করা ভালো

খুব সহজে পোস্টের শেষে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করুন

আমরা এর আগে কিভাবে ব্লগের প্রতিটি পোস্টের (post) শেষে "বিস্তারিত পড়ুন" (Read More) হটলিংক (Hotlink) লাগানো যায় তা জেনেছি। আমার কোন কোন পাঠক এই পদ্ধতিটিকে খুব জটিল বলে মন্তব্য করেছেন। আসলে HTML এর Code বিষয়ক কাজগুলো একটু জটিলই। তবে "বিস্তারিত পড়ুন" বসানোর জন্য এবার যে পদ্ধতিটি আপনাদেরকে জানাচ্ছি, তা আগেরটার তুলনায় অনেক সহজ। একটু চেষ্টা করলে আপনি নিজেই ব্লগে তা স্থাপন করতে পারবেন। চেষ্টা করে দেখুন। না পারলে জানাতে দ্বিধা করবেন না।

নতুন পদ্ধতিটি ইতিমধ্যেই প্রখ্যাত ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। ব্লগার.কম (Blogger.com) টিম এই পদ্ধতিটিকে ডিফল্ট (Default) হিসেবে গ্রহণ করার কথা ভাবছে বলেও গুঞ্জন শোনা গেছে। এই অসাধারণ কাজটির খবর প্রথম প্রকাশিত হয় BloggerSphera ব্লগে। ইংরেজি ভাষায় খবরটি প্রকাশিত হয় Quite Random ব্লগে। জাভাস্ক্রিপ্ট (Java Script) দিয়ে তৈরি করা এই পদ্ধতিটি আগের সমস্ত পদ্ধতির চাইতে বেশি সুবিধাজনক। এতে কোন পোস্টে যদি ছবি থাকে তাহলে ছবিটির একটি স্বয়ংক্রিয় (Automatic) থাম্বনেইল (Thumbnail) পোস্টের সূচনায় দেখাবে। কতটুকু সারাংশ দেখাবে, থাম্বনেইল ভিউ (Thumbnail view) এর সাইজ (Size) পরিবর্তন করা যাবে ইত্যাদি কাজগুলো আপনি নিজেই করতে পারবেন। এছাড়াও ড্যাশবোর্ডের (Dashboard) Setting এর Formatting অংশে আপনাকে কোনরকম পরিবর্তন করতে হবে না। আমার BD Nature ব্লগে এই পদ্ধতিতি প্রয়োগ করা হয়েছে, আপনি ইচ্ছে করলে ভ্রমণ করে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। এই ব্লগেও এটা স্থাপন করা হয়েছে।

নতুন পদ্ধতিতে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করার উপায়:

ড্যাশবোর্ডে (Dashboard) লগইন (Login) করে Layout অংশের Edit HTML অংশে যান। সেখানে Expand Widget Templates এ ক্লিক করে টিক (Tick) চিহ্ন দিয়ে দিন। ব্লগের টেমপ্লটের (Blog Template) সমস্ত কোড (Code) Expand হয়ে যাবে।
  • এবার </head> অংশের ঠিক আগে / উপরে নিচের কোডটি স্থাপন করুন।
  • <script src='http://sites.google.com/site/banglahacks/tools/post-summary.js' type='text/javascript'/>
    <script type='text/javascript'>
    var thumbnail_mode = "float" ;
    summary_noimg = 250;
    summary_img = 250;
    img_thumb_height = 120;
    img_thumb_width = 120;
    </script>
  • উপরের প্রতিটি ভ্যালুকে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন। যদি ছবি বাদে লেখার সারাংশর পরিমাণ কমবেশি করতে চান, তাহলে summary_noimg তে 250 এর বদলে আরও বেশি বা কম সংখ্যা দিতে পারেন। এভাবে অন্য সংখ্যাগুলোকেও কমবেশি করে নিজের মনমতো ভ্যালু খুঁজে নিন।

  • এবার <data:post.body/> লেখাটি খুঁজে বের করুন।
  • এটাকে সম্পূর্ণ সিলেক্ট (Select) করে নিচের কোডটি (Code) দিয়ে প্রতিস্থাপন (Replace) করুন।
  • <b:if cond='data:blog.pageType != "item"'>
    <div expr:id='"summary-" + data:post.id'><data:post.body/></div>
    <script type='text/javascript'>createSummaryAndThumb("summary-<data:post.id/>");</script>
    <a class='readmore' expr:href='data:post.url'>Read More ... »</a>
    </b:if>
    <b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
    এই অংশের Read More ... লেখাটি আপনি ইচ্ছে করলে পাল্টাতে (Change) পারবেন। এটা পাল্টিয়ে 'বিস্তারিত পড়ুন', 'বিস্তারিত দেখুন', 'আরও পড়ুন', 'বাকীটুকু পড়ুন' ইত্যাদি লিখে দিতে পারেন।
  • SAVE TEMPLATE বোতামে ক্লিক করে আপনার ব্লগের টেমপ্লটের পরিবর্তনকে (Change) সংরক্ষণ (Save) করুন।
  • অন্য ট্যাবে (Download Firefox) থাকা আপনার ব্লগটিকে একবার রিফ্রেশ করুন।
  • আশা করি সমস্ত কাজগুলো সঠিকভাবে করতে পেরেছেন।
* মূল জাভাস্ক্রিপ্টটির লিংক: http://quiterandom.com/js/summary/summary-posts.js
উপরে দেয়া স্ক্রিপ্টটির বদলে এই স্ক্রিপ্টটিও স্থাপন করতে পারেন।

উবুন্টু লিনাক্স ৯.০৪ (জন্টি জ্যাকালোপ) সহায়িকা এর সার্চ রেজাল্ট

১৫ জুলাই প্রকাশিত হওয়া উবুন্টু লিনাক্স ৯.০৪ (জন্টি জ্যাকালোপ) সহায়িকা সম্পর্কে ১৭ জুলাই দুপুর ৪.১২ মিনিটে গুগলে সার্চ দিলামগতরাতে একবার 'উবুন্টু লিনাক্স ৯.০৪ (জন্টি জ্যাকালোপ) সহায়িকা' লিখে গুগলে সার্চ দিয়েছিলাম। দেখা গেল এখনও গতরাতের মতো ২,৪১০টি ফলাফল পাওয়া যাচ্ছে। প্রথম লিংকটি অবশ্যই আমাদের প্রযুক্তি ফোরামের আর দ্বিতীয়টি প্রজন্ম ফোরামের, তৃতীয়টি "বাংলায় টেকনোলজি" ব্লগের।

সার্চ রেজাল্টের শুধুমাত্র প্রথম পেজের কয়েকটি লিংক ভিজিট করে যা পেয়েছি সে সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করছি।

আমাদের প্রযুক্তি ফোরামে উবুন্টু সহায়িকা প্রকাশিত হবার খবর জানানো হয়েছে ১৫ জুলাই ২০০৯, ৫:১৮ পূর্বাহ্নে, লিংক। এ পর্যন্ত পোস্ট পড়েছে ১১টি। এই ফোরামের পোস্টগুলো প্রাণবন্ত, তথ্যবহুল। এখানে "উবুন্টু লিনাক্স সহায়িকা ৯.০৪ আপনার কেমন লেগেছে" নামে একটি ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত মোট ভোট পড়েছে ৬টি। এর মধ্যে 'বেশ ভালো' পড়েছে ৩টি, 'ভালো' ভোট পড়েছে ১টি, 'চলে' ভোট পড়েছে ২টি আর 'একদম ভালো নয়' ভোট পড়েছে ০টি। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ১৩ অক্টোবর ২০০৯ মঙ্গলবার, ১২:০১ অপরাহ্ন পর্যন্ত।

সামহোয়ারইনব্লগ সাইটে (লিংক) পঠিত হয়েছে ৯৯ বার, এবং মন্তব্য রয়েছে ৮টি। পোস্ট করা হয়েছে ১৫ জুলাই, ২০০৯ এর বিকাল ৫:৫১ মিনিটে। পোস্টটি ৫ জনের ভাল লেগেছে।
প্রজন্ম ফোরামে এই খবরটি জানানো হয়েছে ১৫.০৭.২০০৯ এর ০২.০০ সময়ে (লিংক)। আজ পর্যন্ত পোস্ট পড়েছে মোট ৫চি।

প্রথম আলো ব্লগে পোস্ট করা হয়েছে (লিংক) ১৫ জুলাই তারিখে। সেদিন থেকে আজ পর্যন্ত মাত্র একজন মন্তব্য করেছেন।
টেকটিউনস বিডিতে খবরটি প্রকাশ করা হয়েছে ১৫ জুলাই ২০০৯ এ (লিংক)। আজ পর্যন্ত কেউ মন্তব্য করেনি।

পোস্টটি পাপি লিনাক্স থেকে লেখা হয়েছে। ছবিগুলো সব বড় সাইজের। ক্লিক করলে বড় ছবি দেখা যাবে।

পাপি লিনাক্সে ইউনিকোড বাংলা ফন্ট ইনস্টল করার পদ্ধতি

পাপি লিনাক্স একটি অসাধারণ ডিস্ট্রো। হোম ইউজারদের জন্য এই Puppy Linux একটি আদর্শ অপারেটিং সিস্টেম হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়ে গেছে। Puppy Linux এর বর্তমান ভার্সন চলছে 4.2। এই ভার্সনে পূর্ববর্তী সব সুবিধা ছাড়াও বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে। এছাড়া নতুন কিছু প্রোগ্রাম যেমন বিভিন্ন মোবাইল ফোন সহজে কানেক্ট হয় এই ভার্সনে, যা পূর্বের ভার্সনগুলোতে হতো না। মাত্র ৯৪ মেগাবাইট আকারের এই অপারেটিং সিস্টেমটি একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমর কাজ করতে পারে।

সাধারণত বাড়িতে ব্যবহার করা হয় যে পিসি, তাতে গান শোনা, মুভি/ সিনেমা দেখা, বিভিন্ন ডকুমেন্ট তৈরি, ছোটখাট দুএকটি গেম চালানো ইত্যাদি কাজগুলো করা হয়। ঠিক এই কাজগুলি পাপি লিনাক্স সহজেই করতে পারে। অনেকের বাড়িতে পুরনো মডেলের পিসি পরে আছে। তারা এই পাপি লিনাক্স দিয়ে সেগুলোকে আবার কর্মক্ষম করে তুলতে পারেন। পাপি লিনাক্সের একটি মনোজ্ঞ আলোচনা করেছেন হাসিনুজ্জামান তার খিচুড়ী ব্লগে। ইচ্ছে করলে এই পেজটি এক ফাঁকে পড়ে নিতে পারেন। হাসিনুজ্জামান ভাই এই পেজটিতে পাপি লিনাক্সকে কিভাবে বাংলা লেখা ও দেখার জন্য প্রস্তুত করে নেয়া যায়, তা আলোচনা করেছেন। আমি একই আলোচনাটিকে নিজের মতো করে ছবিসহ উপস্থাপন করছি।

পাপি লিনাক্সে SCIM ব্যবহার করে ৪১ টি ভাষায় পড়া ও লেখা যায়। বাংলা ভাষা দেখার জন্য আমাদেরকেও SCIM ইনস্টল করতে হবে। তবে প্রথমে আপনাকে করতে হবে বাংলা ফন্ট ইনস্টল।

বাংলা ফন্ট ইনস্টল
  • পাপি লিনাক্সে ফন্টগুলো থাকে usr\share\fonts ফোল্ডারে। এখানে কিছু ইউনিকোড ফন্ট ইনস্টল করুন। আমার আপলোড করা ফন্টগুলি (জিপ ফাইল, ৫৩৯.৪ Kb, ৪টি ফন্ট আছে) ব্যবহার করতে পারেন। অথবা এই লিংক থেকে Banglahelp এর upload করা ২৮টি ফন্টের একটি প্যাকেজ ডাউনলোড করতে পারেন (File type: Zip File, Size: 4.2 MB)। অবশ্য বর্তমানে প্রায় সবার কাছেই ইউনিকোড ফন্টের সংগ্রহ থাকে।
  • পাপির Home ফোল্ডারে ঢুকে usr ফোল্ডারটি দেখা যাবে না। এটা একটি Hidden ফোল্ডার। ফোল্ডারের মেনুবারে চোখের ছবির মতো আইকনটিতে একবার ক্লিক করতে হবে। তাহলে Hidden ফোল্ডারগুলি Unhide হয়ে যাবে।
  • ফন্ট ইনস্টল করার জন্য কপি-পেস্ট (copy paste) পদ্ধতি ব্যবহার করা উত্তম। যে ফোল্ডারটিকে আপনি ফন্টের গুদাম বানিয়েছেন, তা খুলুন। এবার পাশে Puppy Linux এর Font ফোল্ডারটি খুলুন। এবার আপনার গুদাম থেকে প্রয়োজনীয় ফন্টগুলো সিলেক্ট করে Font ফোল্ডারে উপরে ড্রাগ করে এনে ছেড়ে দিন।
  • বিভিন্নরকমের অপশন নিয়ে উপরের ছবির মত একটি ছোট পপ-আপ মেনু আসবে। Copy লেখার উপরে একবার ক্লিক করুন।
  • এবার shutdown মেনু থেকে X window restart করুন। আপনার পাপি লিনাক্স বাংলায় লেখা যেকোন রকমের ফাইল তা সে অফিস ফাইল বা ওয়েব পেজ যাই হোকনা কেন, তা দেখার জন্য তৈরি।
  • বিজয় এর ফন্টগুলো একই পদ্ধতিতে পাপিতে ইনস্টল করে ফেলুন। তাহলে উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা ফাইলগুলোর বাংলা লেখাগুলি স্পষ্টভাবে দেখতে পারবেন।
মনে রাখতে হবে যে, পাপির ডিফল্ট ব্রাউজার Seamonkey'তে বাংলা ভালোভাবে দেখা যায় না। এজন্য ফায়ারফক্স ব্যবহার করুন। পাপির জন্য বিশেষভাবে তৈরি করা ফায়ারফক্স ডাউনলোড করা যাবে এই লিংক অথবা এই লিংক থেকে।

কৃতজ্ঞতা: Bangla Help

উবুন্টুতে বাংলা দেখা ও লেখার পদ্ধতি

অনলাইনের (Online) বিভিন্ন ব্লগে উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে (Ubuntu Linux Operating System) কিভাবে বাংলা (Bangla) লেখা যাবে (Write) কিংবা কিভাবে বাংলা ব্লগ/ সাইটগুলোকে স্পষ্টভাবে দেখা (View) যাবে তার বর্ণনা রয়েছে। তারপরও আমি একই বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, কারণ অন্য ব্লগ বা ওয়েবসাইটের বর্ণনাগুলো একটু জটিল। আর ওয়েব বিশ্বের কোটি কোটি সাইটের ঠিক কোন সাইটে লেখা রয়েছে তা খুঁজে পাওয়া কখনও কখনও কঠিন হয়ে পড়ে। উবুন্টুতে বাংলা লেখার পদ্ধতি নিয়ে এর আগে আর একটি পোস্ট লিখেছিলাম। সেই পদ্ধতিতে শুধুমাত্র 'প্রভাত' লেআউট ব্যবহার করা যেত। নতুন পদ্ধতিতে আপনি ইউনিজয় পদ্ধতিতে লিখতে পারবেন।

## উবুন্টু ৯.০৪ ভার্সনকে (Ubuntu 9.04) ভিত্তি ধরে এই টিউটোরিয়ালটি লেখা হয়েছে। আশা করি উবুন্টুর পূর্ববর্তী ও পরবর্তী ভার্সনগুলোতে এই পদ্ধতিটি কাজ করবে।

বাংলা দেখার পদ্ধতি
উবুন্টুতে ডিফল্টভাবে বাংলা ফন্ট ইনস্টল করা থাকে। তাই দেখার জন্য আপনাকে কিছুই করতে হবে না। তবে যদি আপনি নিজের পছন্দের ফন্টে বাংলা দেখতে চান, তাহলে কিছু আলাদা ফন্ট ইনস্টল করতে হবে। প্রথমে আপনাকে কয়েকটি ইউনিকোড বাংলা ফন্ট ইনস্টল করতে হবে।

এখানে ক্লিক করে (ফাইলের আকার: 539.4 KB, জিপ ফাইল) কয়েকটি ইউনিকোড বাংলা ফন্ট ডাউনলোড করুন (বর্ণনা পড়ুন)। আপনার নিজের কাছেও অবশ্য এই ফন্টগুলো থাকতে পারে।

উবুন্টুর Home Folder এ গিয়ে View> Show Hidden Files এ ক্লিক করে .fonts নামে (বড় হাতের F নয়, অর্থাৎ Fonts লেখা যাবে না) একটি ফোল্ডার তৈরি করুন। Fonts নামের আগে একটি .(Dot) থাকবে। ইউনিকোড ফন্টগুলো এই নতুন ফোল্ডারে paste করে দিন। কম্পিউটার একবার রিস্টার্ট করুন। আপনার সিস্টেম বাংলা দেখার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। উবুন্টুতে ফন্ট ইনস্টল করার পদ্ধতি নিয়ে আমার আগের আর একটি পোস্ট আছে। কিন্তু কখনও কখনও সেই পদ্ধতিটি কাজ নাও করতে পারে।

বাংলা লেখার পদ্ধতি
আপনাকে প্রথমে উবুন্টু থেকে অনলাইনে কানেক্ট (Connect online) অবস্থায় থাকতে হবে। এবার সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার চালু করুন। (System>Administration>Synaptic package manager)। পাসওয়ার্ড (Password) দিয়ে প্রবেশ করুন।

Search লেখা জায়গাটিতে Scim লিখে সার্চ দিন। Scim লেখাতে ক্লিক করে (যে কোন) Mark for install সিলেক্ট করুন। প্রয়োজনীয় অন্যান্য ফাইলও (Dependency) একইসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার scim-m17n লিখে সার্চ করুন। এই শব্দটিকেও ক্লিক করে Mark for install নির্দিস্ট করুন। এবার Apply বোতামে ক্লিক করুন।

উবুন্টুর সিনাপ্টিক ম্যানেজার অনলাইন থেকে নিজে থেকেই প্রয়োজনীয় ফাইলসহ (Dependency) SCIM ইনস্টল করবে। আপনাকে অতিরিক্ত কোনরকম পরিশ্রম করতে হবে না। ইনস্টল শেষ হলে কম্পিউটার রিস্টার্ট (Restart) করুন। কম্পউটারে ইনস্টল থাকা SCIM নিজে থেকে পরবর্তী বুটআপের (Bootup) সময় চালু হয়ে যাবে।

এবার বাংলা লিখতে হলে আপনাকে কম্পিউটারের সেটিং এ একটু পরিমার্জনা (Modify) করতে হবে।
উপরের ছবিটি লক্ষ্য করুন। System>Preferences> SCIM input method system চালু করুন। এবার উপরের ছবির মতো করে Global Setup অংশে যান। সেখানে Disable All ক্লিক করুন। সব সিলেকশন বন্ধ হয়ে যাবে। এবার মাউস দিয়ে bn-unijoy লেখাতে একটি টিক চিহ্ন দিয়ে দিন। Apply করে OK করুন। কম্পিউটারকে একবার রিস্টার্ট করে নিন। এবার যেকোন টেক্ট এডিটর যেমন Open office বা Gedit বা Leafpad খুললে একবার একসাথে Ctrl+Spacebar চাপুন। নীচে ডানপাশে Scim চালু হবার বার্তা দেখা যাবে।
এই চিহ্নটি দেখার জন্য আপনাকে একটি Keyboard Indicatior Applet লাগাতে হবে। তার জন্য নিচের প্যানেলে Right Click করুন। Add to Panel এ ক্লিক করে Keyboard Indicator সিলেক্ট করে +Add বোতাম চাপুন।

উবুন্টুতে বাংলা লেখার এই পদ্ধতিতে আপনি ইউনিজয় কিবোর্ড পদ্ধতিতে টাইপ করতে পারবেন। ইউনিজয় (Unijoy) পদ্ধতির সাথে বিজয় (Bijoy) এর টাইপিং পদ্ধতির খুব একটা পার্থক্য নেই। শুধু এ-কার, োকার, হ্রস্ব ইকার ' ি' ইত্যাদি টাইপ করতে হবে বর্ণের পরে।

একই পদ্ধতিতে ওয়েবসাইটে (Website) বা ব্লগের (Blog) মন্তব্য (Comment) ঘরে অনায়াসে বাংলা লিখতে করতে পারবেন। কোন সমস্যা হবার কথা নয়। কোন সমস্যা হলে মন্তব্য আকারে কিংবা ই-মেইল করে জানাতে দ্বিধা করবেন না।


×× অনলাইনে সংযুক্ত থেকেই Scim Setup চালু করতে হবে।
×× ইউনিকোড ফন্ট ইনস্টল থাকতে হবে।
×× উবুন্টু ৯.০৪ লিনাক্সে এই পদ্ধতিতে সুন্দরভাবে কাজ করছি। এই লেখাটি লিখছি উবুন্টু থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger