Showing posts with label ডিজাইন. Show all posts
Showing posts with label ডিজাইন. Show all posts

টেমপ্লেট ডিজাইনার সবাই ব্যবহার করতে পারবেন

নতুন ব্লগার টেমপ্লেট ডিজাইনারআমরা এর আগে মার্চ মাসে 'ব্লগার ডিজাইনার' দিয়ে নিজের টেমপ্লেট নিজেই সম্পাদনা করার কথা জেনেছিলাম। তখন সুবিধাটি শুধুমাত্র draft.blogger.com ঠিকানায় পাওয়া যেত। কিন্তু এখন এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে ব্লগার টেমপ্লেট ডিজাইনার সুবিধাটি blogger.com ঠিকানাতেও পাওয়া যাবে।ব্লগার টেমপ্লেট ডিজাইনার
  • গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Blogger.com এ লগইন করুন।
  • দেখতে পারবেন যে, আগের Layout ট্যাবটির নাম পরিবর্তন করা হয়েছে।
  • এখন এর নাম Design, এখানে 'Template Designer' নামক নতুন একটি ট্যাব দেখা যাচ্ছে।
ইতিমধ্যে এই সুবিধাটিতে বেশ কিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। যেসব পরিবর্তন ইতিমধ্যে করা হযেছে সেগুলো হলঃ
  • সর্বমোট ১৯টি নতুন টেমপ্লেট
  • ডিজাইনকে লেআউট থেকে আলাদা করা হয়েছে। ফলে শুধুমাত্র CSS পাল্টিয়েই ব্লগের ডিজাইন পরিবর্তন করা যাবে। লেআউটের কোনরকম পরিবর্তন করতে হবে না।
  • একশয়ের বেশি উচুমানের ব্যাকগ্রাউন্ড ছবি বিনেপয়সাতে ব্যবহার করা যাবে।
  • একটিমাত্র জায়গা থেকে ডিজাইনের সব জায়গার রঙ পাল্টানো যাবে।
  • লেআউটের আকার ঠিক রাখতে পিক্সেল পর্যন্ত পরিবর্তন করা যাবে। ফলে নির্দিষ্ট মাপ পাওয়ার জন্য কষ্ট করতে হবে না।
  • রিয়াল টাইম প্রিভিউ ডিজাইন কন্ট্রোল প্যানেলের নিচে তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।
  • সহজ এবং ঝামেলামুক্ত। ফলে সামান্য ধারণা থাকলেই এটা ব্যবহার করতে কোন সমস্যা হবে না।
  • Advanced ট্যাব ব্যবহার করে ডিজাইনারদের তৈরি CSS পাল্টে নিজের লেখা CSS ব্যবহার করতে পারেন। একই সাথে নিচের প্রিভিউ উইন্ডোতে তাৎক্ষণিক প্রিভিউ দেখতে তো পারবেনই।
  • সবরকমের ব্রাউজারে সাপোর্ট করে। যেমন যদি গোলাকার কর্ণার চান, তাহলে তার জন্য প্রয়োজনীয় কোড ব্লগার বসিয়ে দেবে। ফলে ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার এবং ক্রোমের জন্য আলাদা আলাদা কোড আপনাকে বসাতে হবে না।

নিজের ব্লগটিকে যদি অনন্য ডিজাইনে পাঠকদের সামনে উপস্থাপন করতে চান, তাহলে এখনি বসে পড়ুন। আর মনের মতো করে নিজের ব্লগের ডিজাইন এবং লেআউট সাজিয়ে নিন।

এই বিষয়ক খবর প্রকাশিত হয়েছে ব্লগার বাজ এর Blogger Template Designer Now Available To Everyone নামক পোস্টে।

ব্লগার ব্লগে উবুন্টুর কাউন্টডাউন বোতাম লাগানোর পদ্ধতি

উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙক্স) এই এপ্রিল মাসের ২৯ তারিখে প্রকাশ হতে যাচ্ছে। ইতিমধ্যে সারা পৃথিবীর ওপেন সোর্স প্রেমীদের মধ্যে এই নিয়ে সাড়া পড়ে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে উবুন্টু'র এই নতুন রিলিজটির জন্য।

আশা করি আপনিও নতুন উবুন্টু'র রূপ দেখার জন্য বেশ উত্তেজনা বোধ করছেন। অন্যান্য রিলিজের চাইতে এই রিলিজটি নিয়ে আলোচনা, সমালোচনার ঝড় একটু বেশি দেখা যাচ্ছে। এর কারণ শুধু যে উবুন্টু ১০.০৪তে দীর্ঘ মেয়াদী সাপোর্ট রয়েছে সে জন্য নয়। এটা ছাড়াও এবার বেশ কিছু নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। কি কি পরিবর্তন আসতে যাচ্ছে, তার সংক্ষিপ্তাসার জানতে "বাংলা হ্যাকস" ব্লগের উবুন্টু লেবেলটিতে একবার চোখ বুলিয়ে দেখতে পারেন।

আগামী ২৯ তারিখে উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) প্রকাশিত হবে এটা পুরনো খবর। কিন্তু ঠিক কখন এটা ডাউনলোডের জন্য অনলাইনে ছাড়া হবে, তার নির্দিষ্ট কোন সময় নেই। তাই হয়তো যখন আপনি খবরটা জানলেন, তখন হয়তো ইতিমধ্যে অনেকের হাতে পৌঁছে যাবে। আপনি পিছনে পড়ে যাবেন। তাছাড়াও নির্দিষ্ট সময়ক্ষণটি হয়তো আপনি আপনার ব্লগের পাঠকদেরকে জানাতে চান। কিন্তু কিভাবে? সেই উপায়টিই আজ আমি আপনাদের জানাবো।

উল্লেখ্য যে এখনও উবুন্টু ১০.০৪ এর জন্য কোন কাউন্টডাউন ব্যানার/ ওয়েববাটন প্রকাশ করা হয়নি। আগামী দু'একদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে নিচের কোডটিই বসিয়ে দিতে পারেন। একই কোড দিয়ে ১০.০৪ এর ওয়েববাটন কাজ করবে।

ব্লগের HTML/ Javascript গেজেটে নিচের ডিজাইন তিনটির মধ্যে যেটা পছন্দ হয়, সেটার সংশ্লিষ্ট কোড কপি করে পেস্ট করে দিন। একটি ওয়েব বাটন দিনক্ষণ ও সময় প্রতিদিন পরিবর্তন হয়ে ঠিক ঠিক ভাবে জানিয়ে দেবে। আপনি ও আপনার ব্লগ পাঠক সঠিক সময়টি তাৎক্ষণিকভাবে জেনে নিতে পারবেন।

উবুন্টুর মূল সাইট থেকে তিনপ্রকার ডিজাইনের বাটন পাওয়া যাচ্ছে। আপনার যেটা পছন্দ হয়, তার ঠিক নিচের কোডটি ব্লগের HTML/ Javascript Gadget এর মধ্যে স্থাপন করুন।

ডিজাইন ০১:
Ubuntu countdown banner
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display.js"></script>
ডিজাইন ০২:
Ubuntu countdown button
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display2.js"></script>
ডিজাইন ০৩:
Ubuntu countdown static button
<a href="http://www.ubuntu.com/"><img src="http://www.ubuntu.com/files/countdown/static.png" width="180" height="150" alt="Ubuntu: For Desktops, Servers, Netbooks and in the cloud" border="0" /></a>
যাদের ব্লগ বা সাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, (বিশেষতঃ ফ্রি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী ব্লগারদের জন্য এই বাটনটি) তারা এই কোডটি ব্যবহার করুন।

আপনি ইচ্ছে করলে উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য আনফিসিয়াল বাটন ব্যবহার করতে পারেন। এর জন্য ভিজিট করুন এই লিংক। এখানে জার্মান ও ইংরেজি দুইভাষার বাটন রয়েছে। বাটনটি দেখতে নিচের ছবির মতোঃ
Ubuntu 10.04 Lucid Lynx countdown webbuttonএই সাইটে থাকা তিনরকম বাটনের কোড নিচে দেয়া হল।
205x135 আকারের, ভাষা: ইংরেজি:

<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php" />
205x135 আকারের, ভাষা: জার্মান:

<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php?lang=de" />

180x150 আকারের, ভাষা: ইংরেজি:
<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php?type=smallrect" />

আপনার পছন্দ ও ব্লগের সাইডবারের আকার অনুযায়ী যে কোন একটা ব্যবহার করুন।

# বাটনগুলি নেয়া হয়েছে উবুন্টু সাইটের এই পাতা থেকে।
# যেসব বাটন প্রস্তাব করা হয়েছে, সেগুলো দেখতে ভিজিট করুন এই পাতাটি

Blogger.com ব্লগের টেমপ্লেট রঙ HTML দিয়ে পরিবর্তন করা

আমরা এর আগে কিভাবে ব্লগার.কম ব্লগের টেমপ্লেটের বিভিন্ন অংশের আকার পরিবর্তন করতে হয় তা শিখেছি। আজ ব্লগ শরীরের বিভিন্ন অংশের রঙ পাল্টানো শিখবো। এজন্য প্রথমে একটু প্রস্তুতি নিতে হবে।
  1. ব্রাউজারের অন্য ট্যাবে কালার চার্ট পোস্টটি খুলে নিন।
  2. ওয়েব ডিজাইনের প্রয়োজনীয় টুল 'কালার কোডার' ডাউনলোড করুন, অথবা
  3. যে কোন জায়গা থেকে এবার রঙ তুলে নিন পোস্টের সফটওয়ারটি ডাউনলোড করে নিন
  4. একটি ডেমো ব্লগ ব্রাউজারের অন্য ট্যাবে খুলে নিন। এই ডেমো ব্লগটিতে ব্লগারের minima টেমপ্লেট সেট করা থাকতে হবে। এই টেমপ্লেটটি বুঝতে এবং পরিবর্তন করা সহজ।
  5. আমরা এই ডেমো ব্লগে ব্লগের বিভিন্ন অংশের রঙ পরিবর্তন করা শিখবো
আচ্ছা, এবার কাজে আসি-
  1. যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে blogger.com এ লগইন হয়ে নিন।
  2. এবার Layout> HTML ট্যাবে চলে যান।
  3. এখানে খুব সাবধানে কাজ করতে হবে। কোনরকম ভুল হলে কাজ করবে না।
  4. প্রথমে body { অংশে যান। এর নিচে লেখা রয়েছে background:$bgcolor;
  5. এই লাইনের $bgcolor; লেখাটুকু মুছে দিন। এখানে লিখুন #000000;। এখানে #000000; কোডটি কাল রঙের। এই কোড ছাড়াও অন্য যে কোন রঙের কোড ব্যবহার করতে পারবেন।
  6. HTML ট্যাবের নিচে লেখা PREVIEW লেখাতে ক্লিক করে প্রিভিউ দেখুন।
  7. সম্পূর্ণ ব্লগটি কাল রঙের হয়ে গেছে।
  8. এবার /* Outer-Wrapper অংশে যান।
  9. দেখুন #outer-wrapper { লেখা রয়েছে। এর ঠিক ডান পাশে লিখুন background-color: #FF0000; এটা লাল রঙের কোড।
  10. প্রিভিউ দেখুন। ব্লগের যে অংশটা মূল অংশ সেটা সম্পূর্ণ লাল রঙের হয়ে গেছে। আর বাকী অংশটুকু কাল রয়ে গেছে।
  11. এবার আমরা পোস্ট লেখার জায়গার রঙ পরিবর্তন করব।
  12. এর জন্য HTML ট্যাবের একটু নিচে #main-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color: #FFFFFF; এটা সাদা রঙের কোড।
  13. এবার আমরা সাইডবারের রঙ পরিবর্তন করব।
  14. HTML ট্যাবের মধ্যেই #main-wrapper { একটু নিচে লেখা রয়েছে #sidebar-wrapper {
  15. #sidebar-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color:#8AFB17;
  16. এবার প্রিভিউ দেখুন। আপনার ব্লগের চেহারা দেখতে নিচের ছবির মতো হবে।
  17. How to change blogger blog color-colour with html code
  18. হেডারের রঙ পাল্টাতে চান? তাহলে #header { লেখাটি খুঁজে বের করুন (উপরের দিকে আছে)। এই অংশের নিচে লেখা আছে color:$pagetitlecolor; এই লাইনের $pagetitlecolor; কোডটুকু মুছে দিন। তার বদলে # এবং ; এর মাঝখানে পছন্দের রঙের কোড বসান। যেমন #FFFFFF;
  19. পরিবর্তিত রঙের ব্লগ কি পছন্দ হয়েছে, তাহলে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন।
  20. মনে রাখুন: প্রত্যেকটা পরিবর্তনের পর PREVIEW লেখাতে ক্লিক করে পরিবর্ততিত চেহারাটা দেখে নিবেন। কোনরকম ভুল হলে CLEAR EDITS লেখাতে ক্লিক করলে পূর্বরূপ ফিরে পাবেন।
  21. খেয়াল করেছেন কি যে বিভিন্ন জায়গায় মার্জিনে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে।

'ব্লগার ডিজাইনার' দিয়ে নিজের টেমপ্লেট নিজেই সম্পাদনা করুন

এবার নিজের ব্লগ নিজেই ডিজাইন করুন। হ্যাঁ, বন্ধুরা এতদিন ব্লগার.কম এর দেয়া ডিফল্ট টেমপ্লেটগুলো নিয়ে যাদের মনক্ষুন্নতা ছিল, তাদের জন্য আনন্দের খবর নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি। এখন থেকে নিজের ব্লগের টেমপ্লেট নিজেই ডিজাইন করতে পারবেন। অত্যাধুনিক সব ডিজাইন নিয়ে গুগল আপনার সেবার জন্য প্রস্তুত হয়েছে। আর এইসব ডিজাইন পরিবর্তন করার জন্য কোন xml ফাইল আপলোড করতে হবে না, কোথাও কোন HTML এডিট করতে হবে না।
  • সাধারণত আপনি www.blogger.com এ লগইন করেন, তাই না? এবার www.draft.blogger.com এ গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • ড্যাশবোর্ডের Layout ট্যাবে গেলে একেবারে ডানপাশে একটি নতুন লিঙ্ক দেখতে পারবেন।
  • নাম Template Designer
blogger new template designer

  • এক অন্যভুবনে প্রবেশ করবেন।
  • এখানে স্ক্রিন দুটি অংশে বিভক্ত। উপরের অংশটি টেমপ্লেট ডিজাইনার এবং নিচে আপনার ব্লগের প্রিভিউ।

  • templates menu in blogger new template designer panel
  • উপরের ডিজাইনার অংশের বামপাশের মেনুটি খুব শক্তিশালী। এখানে চারটি প্রধান মেনু আছে। সেগুলো হল: Templates, Background, Layout এবং Advanced
  • প্রয়োজনীয় সব কমান্ড এখান থেকেই প্রয়োগ করা সম্ভব।
  • Templates মেনু থেকে আপনি মোট চার রকমের টেমপ্লেট ডিজাইন এখান থেকে পাবেন। নাম: Simple, Picture window, Awesome এবং Watermark, তবে একটির তিনটিসহ বাকীগুলোর চারটি করে ভিন্নতা আছে। অতএব আপনি মোট ১৫ রকমের ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার ব্লগের টেমপ্লেট কাস্টমাইজ করা হয়, তাহলে প্রথমে স্ক্রিণের মাঝামাঝি থাকা You've customized this template. Remove customizations লেখাতে ক্লিক করে কাস্টমাইজেশনগুলো মুছে ফেলুন।
  • Background মেনু থেকে ব্লগের কালার থীম পরিবর্তন করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে বিভিন্নরকমের ছবি নির্বাচন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড থীম পরিবর্তন করার জন্য Background Image লেখার নিচের ছবিতে ক্লিক করুন।
  • Background menu in blogger template designer
  • Abstract, The Arts, Business, Celebrations, Entertainment, Family, Food & Drink, Health & Beauty, Hobbies & Crafts, Home & Garden, Nature, Patterns, Recreation, Science, Shopping, Technology, Textures এবং Travel শিরোনামের অসংখ্য ছবি থেকে যে কোন একটাকে ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে বেছে নিতে পারবেন।
  • Layout menu in blogger template designer
  • Layout মেনু থেকে ব্লগের কলাম সংখ্যা পরিবর্তন করতে পারবেন। এতকাল যারা ডিফল্ট দুইটি কলাম নিয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য এই সুবিধাটি সত্যিই কাজে দেবে। এখান থেকে কয়টি কলাম দিয়ে ব্লগ সাজাতে চান, তা নির্বাচন করুন। এই Layout মেনুটি তিনটি সাবমেনুতে বিভক্ত। Body layout, Footer layout এবং Adjust width, ফুটার লেআউট দিয়ে ফুটারে কয়টি কলাম রাখতে চান, তা নির্বাচন করতে পারবেন। Adjust width দিয়ে ব্লগ ও সাইডবারের কলামগুলোর আকার বড়-ছোট করতে পারবেন।
  • Advanced menu in blogger new template designer
  • Advanced মেনু দিয়ে আপনার ব্লগের বিভিন্ন অংশের টেক্সট কালার ও ফন্ট পরিবর্তন করতে পারবেন।
  • স্ক্রিণের নিচে থাকা ব্লগ প্রিভিউতে পরিবর্তনগুলো খেয়াল রাখুন। যদি পছন্দ হয়, তাহলে উপরে ডানপাশে থাকা APPLY TO BLOG লেখা বোতামে ক্লিক করে পরিবর্তনগুলো ব্লগে প্রয়োগ করুন।
  • একটু লক্ষ্য করে দেখুন যে স্ক্রিণের ঠিক মাঝামাঝি অংশে Reset post to template default, যদি কোনরকম ভুলত্রুটি হয়ে যায়, তাহলে এখানে ক্লিক করে ডিফল্ট অবস্থায় ফিরে যেতে পারবেন।
এই Template Designer অংশে টেমপ্লেটের সৌন্দর্য পরিবর্তন করার পর উপরে ডানে থাকা Back to Blogger লেখাতে ক্লিক করে ব্লগের নিয়মিত ড্যাশবোর্ডে প্রবেশ করুন। যথারীতি Layout অংশের Page Elements ট্যাবে ব্লগের বিভিন্ন কলামে প্রয়োজনীয় গেজেটগুলো স্থাপন করতে পারবেন।
Redesign your blogger template with blogger new template designer.
আমার কাছে এই নতুন টেমপ্লেট ডিজাইনগুলি সত্যিই ভাল লেগেছে। দিনে দিনে প্রযুক্তি পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের রুচি, সৌন্দর্যবোধ পাল্টাচ্ছে। সময়ে সাথে সাথে মানুষ নতুন কিছু পাবার জন্য উন্মুখ হয়ে উঠেছে। মানুষের এই নতুন চাহিদার প্রতি সম্মান করে ব্লগার তাদের ডিজাইনেও যে পরিবর্তন এনেছে, তা সত্যি প্রশংসার দাবীদার। ব্লগের বর্ডার, পোস্ট অংশ, সাইডবারের গোলাকার কর্ণার, ব্লগ বডির অর্ধস্বচ্ছ ভাব ব্লগলিখিয়েদেরকে সন্তুষ্ট করবে এ আমি জোর গলায় বলতে পারি। নতুন ওয়েব দুনিয়ায় আপনার পরিচিতিকে অন্যভাবে উপস্থাপন করতে এই বৈশিষ্ট্যগুলো সহায়তা করবে। তবে সার্বিকভাবে ব্লগ লোডিং টাইম একটু বেশি লাগছে বলেই আমার কাছে মনে হয়েছে (এটা আমার ধীরগতির ইন্টারনেট কানেকশনের জন্যও হতে পারে)।

# মনে রাখুন যে এটা blogger.com এ পাওয়া যাবে না। পাওয়া যাবে draft.blogger.com সাইটে। অর্থাৎ এখনও এই সুবিধাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কোনরকম সমস্যা হয়ে গেলে ব্লগার কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দায়িত্ব নেবে না।
নিচের ছবিটি একটি ডেমো ব্লগের। আপনাদের উদ্দেশ্যে নমুনা হিসেবে উপস্থাপন করছি।

demo blog design by draft.blogger.com template designer

প্রথম থেকে আজ পর্যন্ত উবুন্টু'র ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার

লিনাক্সকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল "উবুন্টু" লিনাক্সের। সাধারণ ব্যবহারকারীর জন্য আরো সহজ, আরো সুবিধাজনক করে তৈরি করার জন্য উবুন্টু ক্রমাগত নিজেকে উন্নত থেকে উন্নততর করে চলেছে। শুরু হয়েছিল ২০০৪ সালের অক্টোবর মাস থেকে। সেই থেকে প্রত্যেক ছয় (৬) মাস পরপর উবুন্টুর এক একটি রিলিজ বের হচ্ছে। আরো বেশি সফটওয়ার, ড্রাইভার নিয়ে উবুন্টু ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। ফলে সারা বিশ্বের সাধারণ ব্যবহারকারীদের মনোযোগ আকৃষ্ট হতে দেরী হয়নি। "মানুষের জন্য লিনাক্স" - এই শ্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলা 'উবুন্টু' লিনাক্স তার অগ্রযাত্রায় প্রত্যেক নতুন রিলিজে বিভিন্ন এপ্লিকেশন, ড্রাইভার ও সুবিধার সাথে ব্যবহারকারীকে একটি নতুন ওয়ালপেপার উপহার দিয়েছে। উবুন্টু ৪.১০ থেকে আজ পর্যন্ত যে সব ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে সেইগুলো একত্রিত করে আজকের লেখাটি প্রকাশ করলাম।

Ubuntu 4.10 Warty WarthogUbuntu 4.10 Warty Warthog
প্রথম উবুন্টুর ডিফল্ট ওয়ালপেপার। খুব গাঢ় বাদামী রঙের এই ওয়ালপেপারের ডানপাশে নিচে ততোধিক গাঢ় রঙে উবুন্টুর লোগো লেখা আছে।
Ubuntu 5.04 Hoary HedgehogUbuntu 5.04 Hoary Hedgehog
উবুন্টু ৫.০৪ এ এসে ডিফল্ট ওয়ালপেপারের মাঝে একটি আলোর ঝলক চোখে পড়ছে। চারপাশের আঁধারের মাঝে উবুন্টু একটি আলোর আশা নিয়ে সূর্যের মতো উদিত হতে চলেছে- এরকম আশাবাদ এতে প্রতিফলিত হয়েছে।
Ubuntu 5.10 Breezy BadgerUbuntu 5.10 Breezy Badger
উবুন্টু ৫.১০ তে এসে আলোর রোশনাই একটু বেশি উজ্জ্বল। মাঝখান থেকে আলোর উৎস চারপাশে রশ্মি ছড়িয়ে দিচ্ছে এরকমই বোধহয় দর্শনটি ছিল। মাঝে যথারীতি উবুন্টুর লোগো লেখা আছে। তবে এটাই শেষ। এর পর ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপারে আর কখনও উবুন্টুর লোগো লেখা হয়নি।
Ubuntu 6.06 Dapper DrakeUbuntu 6.04 Dapper Drake
উবুন্টু ৬.০৪ এ এসে আবার গাঢ় কালচে বাদামী রঙ চারপাশ ছেয়ে ফেলেছে। মনে হচ্ছে কোন অশনী সংকেত যেন। কিন্তু তার মধ্যেও আলোর ছটা হারিয়ে যায়নি। বরং নিজেকে তীব্রভাবে প্রকাশ করার একটা বাসনা রয়েছে যেন।
Ubuntu 6.10 Edgy EftUbuntu 6.10 Edgy Eft
উবুন্টু ৬.০৬ এর ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপারে আলো উজ্জ্বলতা বেড়ে গেছে অনেকগুণ। মনে হয় মানুষের মুখের উজ্জ্বলতার একটা প্রতিফলন।
These are Ubuntu Linux's default desktop wallpaper since 4.10.
Ubuntu 7.04 Feisty FawnUbuntu 7.04 Feisty Fawn
উবুন্টু ৭.০৪ এর ওয়ালপেপারের উজ্জ্বলতা পূর্ববর্তী রিলিজের মতোই। এবারে আলোর রশ্মিগুলো একটু এদিক ওদিক দিক পরিবর্তন করেছে মাত্র।
Ubuntu 7.10 Gutsy GibbonUbuntu 7.10 Gutsy Gibbon
উবুন্টু ৭.১০তে গাঢ় রঙের ব্যাকগ্রাউন্ডে তীব্র আলোর ঝলকানি স্পষ্টভাবে লক্ষ্যনীয়।

Ubuntu 8.04 Hardy HeronUbuntu 8.04 Hardy Heron
উবুন্টু'র প্রত্যেকটা রিলিজের নাম আফ্রিকার কোন না কোন প্রাণীর নামে রাখা হয়। কিন্তু সেইসব প্রাণীর কোন ছবি ডেস্কটপ ওয়ালপেপারে এই প্রথম উবুন্টু ৮.০৪ এ ব্যবহার করা হল। এবারের সারস পাখিটি শিরদাঁড়া সোজা করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ডেস্কটপ কম্পিউটারের জগতে লিনাক্স এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, এ বোধহয় তারই নিদর্শন।
Ubuntu 8.10 Intrepid IbexUbuntu 8.10 Intrepid Ibex
পোড়া মাটির রঙে সাজানো উবুন্টু ৮.১০ এর ডেস্কটপ ওয়ালপেপার। আফ্রিকার তীব্র রোদে পোড়া মাটির স্পষ্ট প্রতিচ্ছবি যেন এবারের ওয়ালপেপারটি।

Ubuntu 9.04 Jaunty JackalopeUbuntu 9.04 Jaunty Jackalope
উবুন্টু ৯.০৪ লিনাক্সের ডেস্কটপ ওয়ালপেপারটি আগের ওয়ালপেপারগুলির ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। এবারেরটি কেমন যেন হতাশার রঙে ডোবানো।
Ubuntu 9.10 Karmic Koala
বাদামী রঙের রাজত্ব যেন শেষ হয়ে গেছে উবুন্টু ৯.১০তে এসে। আমি নিজেও প্রথমবার বুট করে অবাক হয়ে গেছি। প্রথম কয়েক মিলিসেকেন্ড বুঝতেই পারছিলাম না এটা উবুন্টু নাকি অন্য কোন ডিস্ট্রো। এক উজ্জ্বল কমলা রঙে রাঙানো এবারের ডেস্কটপ ওয়ালপেপার। তাকিয়ে থাকতে থাকতে নিমেষেই মন ভালো হয়ে যায়।

এই রিলিজটিই বর্তমানে চলছে। আগামীতে আসছে উবুন্টু ১০.০৪। এই রিলিজের ডেস্কটপ ওয়ালপেপার কেমন হবে, তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলেছিল। শেষে একটি সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। এবং তা সবার সামনে প্রকাশও করা হয়ে গেছে। দেখতে কেমন সেই আগামী এপ্রিল মাসের ২৮ তারিখে প্রকাশ হওয়া উবুন্টুর ডেস্কটপ ওয়ালপেপার? তা জানতে উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার শীর্ষক পোস্টটি একবার পড়ে দেখুন।

(পোস্টে ব্যবহৃত এই ছবিগুলো ছোট আকারের, তাই ডেস্কটপ হিসেবে ব্যবহার উপযোগী নয়।)

ফিডবার্ণার গেজেট বক্সকে সাজিয়ে নিন

feedburner default gadget designআমরা ব্লগের পাঠকদের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য তাদেরকে ফিড গ্রহণে উৎসাহিত করি। ইমেইলে ব্লগের নিয়মিত পোস্টগুলো নেবার জন্য ফিডবার্ণার থেকে কোড ব্লগের গেজেটবক্সে স্থাপন করি। ফিডবার্ণার থেকে দেয়া ডিফল্ট ডিজাইনটি সাধারণত এরকম হয়। কিন্তু এই ডিজাইনটা একেবারে সাদামাটা। চোখে পরে কি পরে না। তেমন আকর্ষণীয় লাগে না। (উপরের ছবি দেখুন)। কিন্তু যদি এমন হয় যে ইমেইলে ফিড গ্রহণ করার আবেদনওয়ালা গেজেটটি একটু অন্যভাবে সাজিয়ে দিলাম। তাহলে দেখতে যেমন সুন্দর হয়। পাঠকও হয়তো একটু বেশি উৎসাহী হয়ে উঠতে পারে। নিচের ছবিটি দেখুন।
customized feedburner gadget design কেমন লাগছে? আকর্ষণীয় তো বটেই। এছাড়াও এ পর্যন্ত কতজন পাঠক আপনার ব্লগের ফিড গ্রহণ করেছেন, সেই সংখ্যাটাও একসাথে দেখানো যাচ্ছে। এরকম একটা ফিডগেজেট আপনার চাই, তাইনা? তাহলে আর দেরী কেন, ব্লগার.কম এ লগইন করে Layout> Page elements ট্যাবে গিয়ে Add Gadget বোতামে ক্লিক করে একটি HTML/ Javascript গেজেট নিন। সেখানে নিচের কোডটি স্থাপন করুন।

<div style="background: transparent url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCEqiYpqNHOwt8lzTsKrhxnl2v_vCz_04GriIKJcukDlpcX4kIOH4WE-N0sNZpZul44rbPOjoHL2X78Mmf27LsO8w1glNgTztFflKSrm1flTsg9UVnYuDLoQCTs57Q0hiiZ_JCmc3mhF1Q/s320/feedsicon.png) no-repeat scroll left top; text-align: center; -moz-background-clip: border; -moz-background-origin: padding; -moz-background-inline-policy: continuous;"><form action="http://feedburner.google.com/fb/a/mailverify" style="border: 0px solid rgb(204, 204, 204); padding: 3px; text-align: center;" target="popupwindow" method="post" onsubmit="window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri=YOURFEEDNAME', 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true"><input value="en_US" name="loc" type="hidden" /><input value="YOURFEEDNAME" name="uri" type="hidden" /><p>Enter your email address:</p>

<p> <input style="width: 140px;" name="email" size="20" type="text" /><input value="Subscribe" type="submit" /></p></form><p><a href="http://feeds.feedburner.com/YOURFEEDNAME"><img style="border: 0pt none ;" alt="" src="http://feeds.feedburner.com/%7Efc/YOURFEEDNAME?bg=330066&fg=FFFFFF&anim=0" height="26" width="88" /></a></p></div>
  • গেজেটটি সেভ করুন
  • সেভ করার আগে YOURFEEDNAME লেখাটি পাল্টে আপনার ব্লগের ফিডনামটি লিখে দিন।

প্রয়োজনে একের বেশি ব্রাউসারের ট্যাব চোখের সামনে খোলা রেখে কাজ করুন

ফায়ার ফক্সে আলাদা আলাদা ট্যাব অনেকগুলো খুলে কাজ করবার সুবিধে ছিলই। ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন সংস্করণেও আছে। ক্রোমীতেতো শুরু থেকেই ব্যাপারটা ছিল। কিন্তু নিচের ছবিটা দেখুনঃ
split browser

এমনটি নিশ্চয়ই এর আগে দেখেননি। এটা ফায়ারফক্সের নতুন সংযোজন। অনেক সময়েই আমাদের একাধিক সাইট খুলে রেখে এটা থেকে ওটা দেখে কাজ করতে হয়। ব্লগ সাজানোর বেলাতেই এটা দরকার পড়ে অনেক সময়। অথবা ধরুন, আপনি কোনো নিবন্ধ লিখছেন, প্রাসঙ্গিক অন্য তথ্য সূত্র চোখের সামনে খোলা রেখে লিখতে সুবিধে। এই সুবিধেটা আপনাকে দিচ্ছে ফায়ার ফক্সের নতুন এড-অন Split Browser .একে খোঁজে পেতে আপনি ব্রাউসারের টুল মেনুতে গিয়ে Add on খুলুন। Get Add on এ ক্লিক করুন। আপনি এটা পেয়ে যাবেন। না পেলে এখান থেকেও নামিয়ে যোগ করতে পারেন।

আপনার ইচ্ছে মতো ট্যাব খোলা রেখে আপনি কাজ করতে পারেন। পাশাপাশি ডানে বাঁয়ে, উপরে, নিচে যেখানে খুশি রেখে কাজ করতে পারেন। ইচ্ছে মতো, ছোট বড়ও করতে পারেন সবগুলোকে.
split more site
এখানে দেখুনঃ

ফায়ারফক্সে এই Add onটা ইনস্টল করা হয়ে গেলে যথারীতি আপনাকে ব্রাউজার রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট হয়ে গেলে আপনি উপরে মেনু বারে টুল (Tool) এর ঠিক বাম পাশে দেখবেন Split নামে আরেকটা মেনু যুক্ত হয়ে গেছে। সেখান থেকে আপনি কীভাবে ট্যাবগুলো দেখতে চান তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
আশা করছি এই নতুন ব্যবস্থা আপনার কাজকে আরেকটু সহজ করে দেবে।

উবুন্টু ১০.০৪ এ হিউম্যান থীম বাদ যাচ্ছে

গত ১৯ ফেব্রুয়ারি ২০১০ তারিখে দেয়া এক সাক্ষাৎকারে উবুন্টু লিনাক্সের প্রতিষ্ঠাতা Mark Shuttleworth জানিয়েছেন যে উবুন্টু ১০.০৪ থেকে এতদিন থেকে চলে আসা ডিফল্ট হিউম্যান থীমটি পাল্টানো হবে। উবুন্টু তার জন্মলগ্ন থেকে Human theme ব্যবহার করে আসছে। এবার এই ঐতিহ্যবাহী থীমটিকে পাল্টিয়ে এক নতুন থীম দিয়ে উবুন্টু ১০.০৪'র ডেস্কটপ সজ্জিত হবে। সাক্ষাৎকারে Mark বলেছেন:
আমরা আগামী পাঁচ বৎসরের জন্য এক নতুন স্টাইল দিয়ে (উবুন্টুকে) শুরু করতে চাই। গত পাঁচ বৎসর হিউম্যান থীম নিয়ে ছিলাম। এবার আগামী পাঁচ বৎসর হালকা কিছু নিয়ে থাকতে চাই।
জোর গুজব রয়েছে যে, মার্ক Elementary theme এর কথাই বলেছেন। তাকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল Lucid Linx এর আর্ট ওয়ার্ক নিয়ে। তিনি তেমন কোন তথ্য দিতে চাননি। শুধু বলেছেন যে উইন্ডোর বর্ডারগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে এবং কিছু নতুন আইকন যোগ করা হয়েছে।

ঠিক কি কি পরিবর্তন ঘটে তা জানার জন্য আমাদেরকে আসলে এখনও আরো দুইমাস অপেক্ষা করতে হবে।

নিচে তাঁর সাক্ষাৎকারের ভিডিওটি যোগ করা হল:

দারুণ দারুণ আকর্ষণীয় ওয়ালপেপারের সাইট

দারুণ দারুণ আকর্ষণীয় ডেস্কটপ ওয়ালপেপার দিয়ে আমরা সবাই নিজেদের কম্পিউটার সাজাতে পছন্দ করি। আর এর জন্য এই সাইট সেই সাইট কত জায়গায় না ঘুরে বেড়াই। কিন্তু মনের মতো ওয়ালপেপার খুঁজে পাওয়া কি যে কঠিন, তা আমরা সবাই জানি।

আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের খোঁজ দিচ্ছি, যেখানে অসাধারণ ও প্রচন্ড সুন্দর সুন্দর ডেস্কটপ ওয়ালপেপার (Desktop Wallpaper) আপনার ডাউনলোডের (Download) জন্য অপেক্ষা করছে। আর এর সবগুলো ছবিই একেবারে বিনেপয়সায় ডাউনলোড (Free to download) করা যাবে।
____________________

উপরে আমি মাত্র ২০টি থাম্পনেইল দিলাম। কোনটাতে লিঙ্ক নেই। বাকী শত শত ওয়ালপেপারে মধ্যে পছন্দেরটি ডাউনলোড করার জন্য মূল GNOME Backgrounds সাইটে ভ্রমণ করুন।
Download cute, beautiful and attractive wallpapers from" Gnome background".
GNOME Desktop Environment এর নিজস্ব উদ্যোগে এই ওয়ালপেপারগুলো লিনাক্স ব্যবহারকারীদেরকে উপহার দেয়া হয়েছে। উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের (Microsoft) এমন কোন উদ্যাগ বা অবদান নেই। তাই লিনাক্স (Linux) ব্যবহারকারীরা এই মজার ও আকর্ষণীয় ওয়ালপেপারগুলো ব্যবহারের সুখ একাই অনুভব করেন। আজ আমি এই দারুণ ওয়েবসাইটটির লিঙ্ক সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। সব অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা এখান থেকে ওয়ালপেপারগুলো একেবারে বিনেপয়সায় ডাউনলোড করে নিজের কম্পিউটারের ডেস্কটপটিকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন।
ওয়েব ঠিকানাঃ http://art.gnome.org/backgrounds

'রবীন্দ্র রচনাবলী' পড়ুন অনলাইনে

Rabindra rachanabali
রবীন্দ্র রচনাবলী এখন অনলাইনে। জীবনের প্রতিটি পর্বে, প্রতিটি দুঃখ-হাসি-কান্নায় যাকে পাশে পাওয়া যায়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর অনলাইন সংস্করণ প্রকাশিত হয়েছে। ইউনিকোড ৫ শব্দবিন্যাসে এই রচনাবলীর প্রতিটি লেখা তৈরি করা হয়েছে।
  • এই অনলাইন রচনাবলীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে। ফলে উৎসাহী পাঠকের পক্ষে তার উদ্দিষ্ট রচনাটি খুঁজে পাওয়া খুব সহজ হবে।
  • ইচ্ছে করলে বন্ধুকে ইমেইল করে নির্দিষ্ট রচনাটি পাঠাবার সুবিধা এর সঙ্গে যোগ করা হয়েছে।
  • এছাড়া প্রিন্ট করার সহজ অপশন তো রয়েছেই।
  • একটি শক্তিশালী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট শব্দ বা শব্দাবলী ইনপুট দিয়ে সেই শব্দগুলো কোন কোন রচনায় রয়েছে, তা খুব সহজে বের করা যায়।
  • এছাড়াও রয়েছে বর্ণানুক্রমিক সূচী। এর মাধ্যমে 'অ' থেকে শুরু করে 'ঢ়' পর্যন্ত বর্ণগুলো দিয়ে তৈরি শব্দ খুঁজে বের করা খুব সহজ।
রবীন্দ্র রচনাবলীর ঠিকানা http://www.rabindra-rachanabali.nltr.org
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger