ব্লগে 'টুইটার আপডেট' স্থাপন করুন

আজকাল অনেকেই জনপ্রিয় মিনিব্লগিং (Miniblog) প্লাটফর্ম টুইটারে (Twitter) টুইট টুইট করেন। তারা নিজেদের ব্লগে টুইটারের টুইট টুইটের মুর্ছনা ছড়িয়ে দিতে পারেন। ব্লগার.কম এ একটি গেজেট আছে যা ব্যবহার করে টুইটার ব্লগে করা সাম্প্রতিক পোস্টসমূহকে (Recent Posts) ব্লগার.কম (Blogger.com) এর ব্লগের কোন একটি সাইডবারে (Sidebar) প্রদর্শন করতে পারেন।
আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগে "টুইটার আপডেট (Twitter Updates)" দেখানো যায়?
  • ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout অংশের Page Elements পাতায় চলে আসুন।
  • এখানে যে কোন সাইডবারের (Sidebar) Add a Gadget লেখাতে ক্লিক করুন।
  • Page Elements এর তালিকা খুলে যাবে।
  • এখানে Featured লেখাতে ক্লিক করুন।
  • নতুন ও আকর্ষণীয় কিছু গেজেট (Gadget) এই গ্রুপে রয়েছে।
  • এখানেই খুঁজে পাবেন Twitter Updates নামক গেজেটটিকে।
  • উপরের ছবিটি দেখুন। পাশের + চিহ্নটিতে ক্লিক করুন।
  • এই গেজেটটির সেটিংস (Settings) পরিবর্তন করুন এই ছবিটির মতো অংশে।

  • Title লেখার পাশের টেক্সটবক্সে (Textbox) গেজেটটির একটি নাম দিন। বাংলা বা ইংরেজি যে কোন ভাষাতে লেখা যাবে।
  • Height: গেজেটটির উচ্চতা (Height) কত দেখাতে চান তা এখানে লিখে দিন। ডিফল্টভাবে আছে 200 , তবে আপনি অন্য সংখ্যাও নির্বাচন (Select) করতে পারবেন।
  • Twitter Username: এখানে টুইটারে আপনার ইউজারনেমটি লিখে দিন। যেমন আমার লিংক হল: http://twitter.com/aeroriver
  • Number of updates to display: কতগুলো টুইট টুইট প্রদর্শন করতে চান, তা লিখে দিন।
  • আপনি কি আপনার টুইটার পাতার লিংক জানাতে চান, তাহলে "Display link to your Twitter Page?" লেখার পাশে টিক চিহ্ন দিয়ে দিন।
  • Preview - Update লেখার মধ্যে Update লেখাতে একবার ক্লিক করে গেজেটটির সেটিংস ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। আপডেটটির ব্যাকগ্রাউন্ড কালো রঙের দেখালেও মূল ব্লগে সাইডবারের রঙ থাকবে।
  • এবার Save করুন।
  •  
  • আপনার টুইটার ব্লগে লেখা সাম্প্রতিক পোস্টগুলো ব্লগার.কম এ খোলা ব্লগের সাইডবারে প্রদর্শিত হচ্ছে।
আমার টুইটার ব্লগ ভিজিট করুন। আমাকে ফলো করুন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger