আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগে "টুইটার আপডেট (Twitter Updates)" দেখানো যায়?
- ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
- Layout অংশের Page Elements পাতায় চলে আসুন।
- এখানে যে কোন সাইডবারের (Sidebar) Add a Gadget লেখাতে ক্লিক করুন।
- Page Elements এর তালিকা খুলে যাবে।
- এখানে Featured লেখাতে ক্লিক করুন।
- নতুন ও আকর্ষণীয় কিছু গেজেট (Gadget) এই গ্রুপে রয়েছে।
- এখানেই খুঁজে পাবেন Twitter Updates নামক গেজেটটিকে।
- উপরের ছবিটি দেখুন। পাশের + চিহ্নটিতে ক্লিক করুন।
- এই গেজেটটির সেটিংস (Settings) পরিবর্তন করুন এই ছবিটির মতো অংশে।
- Title লেখার পাশের টেক্সটবক্সে (Textbox) গেজেটটির একটি নাম দিন। বাংলা বা ইংরেজি যে কোন ভাষাতে লেখা যাবে।
- Height: গেজেটটির উচ্চতা (Height) কত দেখাতে চান তা এখানে লিখে দিন। ডিফল্টভাবে আছে 200 , তবে আপনি অন্য সংখ্যাও নির্বাচন (Select) করতে পারবেন।
- Twitter Username: এখানে টুইটারে আপনার ইউজারনেমটি লিখে দিন। যেমন আমার লিংক হল: http://twitter.com/aeroriver
- Number of updates to display: কতগুলো টুইট টুইট প্রদর্শন করতে চান, তা লিখে দিন।
- আপনি কি আপনার টুইটার পাতার লিংক জানাতে চান, তাহলে "Display link to your Twitter Page?" লেখার পাশে টিক চিহ্ন দিয়ে দিন।
- Preview - Update লেখার মধ্যে Update লেখাতে একবার ক্লিক করে গেজেটটির সেটিংস ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। আপডেটটির ব্যাকগ্রাউন্ড কালো রঙের দেখালেও মূল ব্লগে সাইডবারের রঙ থাকবে।
- এবার Save করুন।
- আপনার টুইটার ব্লগে লেখা সাম্প্রতিক পোস্টগুলো ব্লগার.কম এ খোলা ব্লগের সাইডবারে প্রদর্শিত হচ্ছে।