Showing posts with label Graphics. Show all posts
Showing posts with label Graphics. Show all posts

উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর অফিসিয়াল ওয়েববাটন

আমরা এর আগে একটি পোস্ট প্রকাশ করেছিলম, ব্লগার ব্লগে উবুন্টুর কাউন্টডাউন বোতাম লাগানোর পদ্ধতি। কিন্তু তখন পর্যন্ত উবুন্টু'র কোন অফিসিয়াল ওয়েববাটন উবুন্টু ওয়েবসাইটে ছিল না। আমি শুধু পদ্ধতি ও কোথায় পাওয়া যাবে, তার ঠিকানা জানিয়েছিলাম। আজ আপনাদের জানাই যে উবুন্টুর ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য অফিসিয়াল ওয়েববাটন প্রকাশিত হয়েছে। ব্যাপক প্রতিযোগিতা শেষে, অন্য অনেক সুন্দর ও আকর্ষণীয় বাটনের মধ্য থেকে অবশেষে চারটি ডিজাইন বাছাই করা হলো। পছন্দের ছবির নিচে বর্ণিত কোড ব্লগের যে কোন একটি HTML/ Javascript গেজেটে স্থাপন করুন। আর ওপেন সোর্সের ধারণাকে সমর্থন করুন। রুদ্ধ দুয়ারের বন্দীশালা থেকে মুক্তির আনন্দকে উপভোগ করুন।
Ubuntu contdown webbanner
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display.js"></script>
Ubuntu contdown webbanner
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display1.js"></script>
Ubuntu contdown webbanner
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display2.js"></script>
ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী কিংবা যাদের ব্লগে/ ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট প্রদর্শনে বাধা বা নিষেধাজ্ঞা আছে তারা নিচের ছবিটি ব্যবহার করুন।
Ubuntu contdown webbanner
<a href="http://www.ubuntu.com/"><img src="http://www.ubuntu.com/files/countdown/static.png" width="180" height="150" alt="Ubuntu: For Desktops, Servers, Netbooks and in the cloud" border="0" /></a>
উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য এই নতুন ওয়েববাটনের খবরটা প্রকাশিত হয়েছে Help spread the word about Ubuntu এই পাতাটিতে।
উবুন্টু লিনাক্স ব্যবহার করুন। ভাইরাস মুক্ত থাকুন। সফটওয়ারের স্বাধীনতাকে সমর্থন করুন। একটি জ্ঞানভিত্তিক মুক্ত বিশ্বের ধারণাকে জোরালো করে গড়ে তুলুন।

# লিনাক্স বিষয়ক আরও কয়েকটি ওয়েববাটন পাবেন উবুন্টু আর মিন্ট লিনাক্সকে প্রচার করুন পোস্টে।

ব্লগার ব্লগে উবুন্টুর কাউন্টডাউন বোতাম লাগানোর পদ্ধতি

উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙক্স) এই এপ্রিল মাসের ২৯ তারিখে প্রকাশ হতে যাচ্ছে। ইতিমধ্যে সারা পৃথিবীর ওপেন সোর্স প্রেমীদের মধ্যে এই নিয়ে সাড়া পড়ে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে উবুন্টু'র এই নতুন রিলিজটির জন্য।

আশা করি আপনিও নতুন উবুন্টু'র রূপ দেখার জন্য বেশ উত্তেজনা বোধ করছেন। অন্যান্য রিলিজের চাইতে এই রিলিজটি নিয়ে আলোচনা, সমালোচনার ঝড় একটু বেশি দেখা যাচ্ছে। এর কারণ শুধু যে উবুন্টু ১০.০৪তে দীর্ঘ মেয়াদী সাপোর্ট রয়েছে সে জন্য নয়। এটা ছাড়াও এবার বেশ কিছু নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। কি কি পরিবর্তন আসতে যাচ্ছে, তার সংক্ষিপ্তাসার জানতে "বাংলা হ্যাকস" ব্লগের উবুন্টু লেবেলটিতে একবার চোখ বুলিয়ে দেখতে পারেন।

আগামী ২৯ তারিখে উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) প্রকাশিত হবে এটা পুরনো খবর। কিন্তু ঠিক কখন এটা ডাউনলোডের জন্য অনলাইনে ছাড়া হবে, তার নির্দিষ্ট কোন সময় নেই। তাই হয়তো যখন আপনি খবরটা জানলেন, তখন হয়তো ইতিমধ্যে অনেকের হাতে পৌঁছে যাবে। আপনি পিছনে পড়ে যাবেন। তাছাড়াও নির্দিষ্ট সময়ক্ষণটি হয়তো আপনি আপনার ব্লগের পাঠকদেরকে জানাতে চান। কিন্তু কিভাবে? সেই উপায়টিই আজ আমি আপনাদের জানাবো।

উল্লেখ্য যে এখনও উবুন্টু ১০.০৪ এর জন্য কোন কাউন্টডাউন ব্যানার/ ওয়েববাটন প্রকাশ করা হয়নি। আগামী দু'একদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে নিচের কোডটিই বসিয়ে দিতে পারেন। একই কোড দিয়ে ১০.০৪ এর ওয়েববাটন কাজ করবে।

ব্লগের HTML/ Javascript গেজেটে নিচের ডিজাইন তিনটির মধ্যে যেটা পছন্দ হয়, সেটার সংশ্লিষ্ট কোড কপি করে পেস্ট করে দিন। একটি ওয়েব বাটন দিনক্ষণ ও সময় প্রতিদিন পরিবর্তন হয়ে ঠিক ঠিক ভাবে জানিয়ে দেবে। আপনি ও আপনার ব্লগ পাঠক সঠিক সময়টি তাৎক্ষণিকভাবে জেনে নিতে পারবেন।

উবুন্টুর মূল সাইট থেকে তিনপ্রকার ডিজাইনের বাটন পাওয়া যাচ্ছে। আপনার যেটা পছন্দ হয়, তার ঠিক নিচের কোডটি ব্লগের HTML/ Javascript Gadget এর মধ্যে স্থাপন করুন।

ডিজাইন ০১:
Ubuntu countdown banner
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display.js"></script>
ডিজাইন ০২:
Ubuntu countdown button
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display2.js"></script>
ডিজাইন ০৩:
Ubuntu countdown static button
<a href="http://www.ubuntu.com/"><img src="http://www.ubuntu.com/files/countdown/static.png" width="180" height="150" alt="Ubuntu: For Desktops, Servers, Netbooks and in the cloud" border="0" /></a>
যাদের ব্লগ বা সাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, (বিশেষতঃ ফ্রি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী ব্লগারদের জন্য এই বাটনটি) তারা এই কোডটি ব্যবহার করুন।

আপনি ইচ্ছে করলে উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য আনফিসিয়াল বাটন ব্যবহার করতে পারেন। এর জন্য ভিজিট করুন এই লিংক। এখানে জার্মান ও ইংরেজি দুইভাষার বাটন রয়েছে। বাটনটি দেখতে নিচের ছবির মতোঃ
Ubuntu 10.04 Lucid Lynx countdown webbuttonএই সাইটে থাকা তিনরকম বাটনের কোড নিচে দেয়া হল।
205x135 আকারের, ভাষা: ইংরেজি:

<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php" />
205x135 আকারের, ভাষা: জার্মান:

<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php?lang=de" />

180x150 আকারের, ভাষা: ইংরেজি:
<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php?type=smallrect" />

আপনার পছন্দ ও ব্লগের সাইডবারের আকার অনুযায়ী যে কোন একটা ব্যবহার করুন।

# বাটনগুলি নেয়া হয়েছে উবুন্টু সাইটের এই পাতা থেকে।
# যেসব বাটন প্রস্তাব করা হয়েছে, সেগুলো দেখতে ভিজিট করুন এই পাতাটি

প্রথম থেকে উবুন্টুর কোডনাম ও মাসকটগুলোর ছবি

উবুন্টু লিনাক্স তার প্রথম রিলিজ থেকে দুইটি শব্দের নামকে কোডনাম হিসেবে প্রকাশ করে আসছে। প্রত্যেকবার কোন না কোন একটি প্রাণীকে উবুন্টুর মাসকট হিসেবে গ্রহণ করেছে। দুইটি শব্দের মধ্যে প্রথমটি থাকছে একটি বিশেষণ এবং পরেরটি বিশেষ্য; সেই রিলিজের জন্য গৃহিত প্রাণীর নাম। এভাবে নামকরণ করার মাধ্যমে উবুন্টু আসলে একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গী ও নিজস্ব বৈশিষ্ট্য অন্যদের সামনে তুলে ধরতে চায়। প্রথম দুইবার বাদ দিয়ে পরেরগুলো থেকে ইংরেজি বর্ণের ক্রম অনুসারে নাম নেয়া হচ্ছে। সেই হিসেবে তৃতীয় রিলিজ শুরু হয়েছে B বর্ণটি দিয়ে বর্তমানের উবুন্টু ৯.১০ রিলিজটির নাম K দিয়ে Karmic Koala আর আগামী ১০.০৪ রিলিজটির নাম হতে যাচ্ছে M দিয়ে। সে খবর আপনারা আগেই জেনেছেন। আপনারা জানেন উবুন্টু ১০.১০ এর কোডনাম "ম্যাভেরিক মিরক্যাট" হিসেবে ফাইনাল করা হয়ে গেছে।

আজকের পোস্টে আমি আপনাদের সামনে উবুন্টুর প্রথম রিলিজ থেকে আজ এবং আগামী পর্যন্ত যে কটি কোডনাম এবং মাসকট হিসেবে যে প্রাণীগুলোকে ব্যবহার করেছে, তার সবকটির ছবি উপহার দেব। উল্লেখ্য যে উবুন্টুর প্রত্যেকটি রিলিজ ছয় মাস পরপর নিয়মিতভাবে প্রকাশ করা হয়। এবং তার সময়ক্ষণ নির্দিষ্ট আছে। বৎসরের এপ্রিল ও অক্টোবার মাসকে উবুন্টুর নতুন ভার্সনের প্রকাশের মাস বলে ঠিক করে রাখা আছে।

Ubuntu warty warthog 4.10Ubuntu 4.10 Warty Warthog

Ubuntu 5.04 Hoary HedgehogUbuntu 5.04 Hoary Hedgehog
ubuntu 5.10 Breezy BadgerUbuntu 5.10 Breezy Badger
Ubuntu 6.06 Dapper DrakeUbuntu 6.06 Dapper Drake
এই রিলিজটি দুইমাস পরে প্রকাশ হয়েছে। কিন্তু এটাতে ৫ বৎসরের সাপোর্ট ছিল।

Ubuntu 6.10 Edgy EftUbuntu 6.10 Edgy Eft
 Ubuntu Feisty FAWN 7.04Ubuntu 7.04 Feisty Fawn
Ubuntu 7.10 Gutsy GibbonUbuntu 7.10 Gutsy Gibbon
Ubuntu 8.04 Hardy HeronUbuntu 8.04 Hardy Heron
Ubuntu 8.10 Intrepid IbexUbuntu 8.10 Intrepid Ibex
Ubuntu 9.04 Jaunty JacalopeUbuntu 9.04 Jaunty Jackalope
Ubuntu 9.10 Karmic KoalaUbuntu 9.10 Karmic Koala

এই এপ্রিল মাসের ২৯ তারিখে উবুন্টুর লং টার্ম সাপোর্টযুক্ত রিলিজ প্রকাশিত হতে যাচ্ছে। এর কোড নাম Lucid Lynx (লুসিড লিংক্স)
Ubuntu 10.04 Lucid LynxUbuntu 10.04 Lucid Lynx

সময়ের ধারাবাহিকতা মেনে এই বৎসরের অক্টোবর মাসে প্রকাশিত হবে উবুন্টু ১০.১০ রিলিজ। এর কোড নাম নির্বাচন করা হয়েছে Maverick Meerkat
Ubuntu 10.04 Maverik Meerkatআপনারা উবুন্টুর কোডনামগুলোর সংক্ষিপ্ত বর্ণনা ও আগামীর উবুন্টু রিলিজগুলোর কোডনামের বিস্তারিত খবরাখবর পাবেন উবুন্টু উইকি থেকে।
আপনি কি আগামী রিলিজগুলোর ( ১১.০৪, ১১.১০, ১২.০৪, ১২.১০) জন্য কোন নাম প্রস্তাব করতে চান? তাহলে তাও করতে পারেন। বিস্তারিত দেখুন উবুন্টু উইকির পাতাটিতে।
পোস্টটি লিখতে এই লেখাটির সাহায্য নেয়া হয়েছে।

ব্লগের কোণগুলোকে বাঁকা করার পদ্ধতি

rounded or curvy corner with simple css codeউপরেরর ছবিটি দেখুন। হেডারের কোনাগুলো গোলাকার হয়ে গেছে। খেয়াল করেছেন কি "বাংলা হ্যাকস" ব্লগের বর্ডারের কোনাগুলোও গোলাকার দেখাচ্ছে। এটা করা কিন্তু খুব সহজ। খুব সামান্য পরিমাণ CSS কোড ব্লগের HTML কোডের মধ্যে বসিয়ে দিয়ে কোন ব্লগ বা ওয়েবসাইটের কর্ণারকে এইরকম বাঁকা করার কাজটি করা যায়। আমরা এই সামান্য একটি বৈশিষ্ট্য যোগ করে নিজের ব্লগের চেহারাকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে পাঠকের সামনে উপস্থাপন করতে পারি। কিভাবে তা সম্ভব? আপনি কি আপনার ব্লগার.কম ব্লগের বিভিন্ন অংশের কোণাগুলো এরকম করে গোলাকার করতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে নিচে লেখা পরামর্শ অনুসরণ করুন।

# আমাদেরকে এই কাজটি করার জন্য ব্লগের ড্যাশবোর্ডে লগইন হয়ে Layout> Edit HTML ট্যাবে কাজ করতে হবে। Make your blogger/ blogspot blog's corner round or curve with css code.
আপনার ব্লগের কোন অংশের কর্ণারকে গোলাকার করতে চান? তা আগে চিন্তা করে ঠিক করে নিন। তাহলে কাজ করা সহজ হবে।
১। মূল ব্লগশরীরের বাহিরের অংশকে বাঁকিয়ে ফেলার পদ্ধতিঃ
এরকম বাংলা হ্যাকস ব্লগে রয়েছে। #outer-wrapper লেখাটিকে খুঁজে বের করুন। এই লেখাটির ঠিক নিচে বিভিন্ন কোড রয়েছে। শেষে একটি দ্বিতীয় ব্রাকেট } রয়েছে। এই দ্বিতীয় ব্রাকেটের ঠিক উপরে নিচের কোডটি লিখে দিয়ে PREVIEW দেখুন। পছন্দ হলে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন।
-moz-border-radius: 10px;
-webkit-border-radius: 10px;
border-radius: 10px;
এখানে 10px মানটি পরিবর্তন করে 15, 20 ইত্যাদি করে নিয়ে পরীক্ষা করে দেখুন।

সাইডবারের কোণগুলিকে বাঁকা করার পদ্ধতিঃ
তাহলে #sidebar-wrapper1 লেখাটি খুঁজে বের করুন। এখানে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 যে কোন নম্বরের সাইডবার হতে পারে। এখানে থাকা কোডগুলোর নিচে দ্বিতীয় ব্রাকেট শেষ হবার আগে একই কোড বসিয়ে দিন।
-moz-border-radius: 10px;
-webkit-border-radius: 10px;
border-radius: 10px;
এখানে 10px মানটি পরিবর্তন করে দেখুন কোনটা পছন্দ হয়।

৩। পোস্ট পাতার কোণগুলিকে গোলাকার করার পদ্ধতিঃ
তাহলে #main-wrapper { অংশের নিচে দ্বিতীয় ব্রাকেট শেষ হবার আগে একই কোড বসাতে হবে।

# যদি নির্দিষ্ট কোন একটি কোণকে বাঁকা করতে চান, তাহলে নিচের কোড ব্যবহার করুন।
-moz-border-radius-topleft: 10px;
-webkit-border-top-left-radius: 10px;

এই কোড ব্যবহার করলে উপরের বামপাশের কোন গোলাকার হয়ে যাবে। এভাবে শুধুমাত্র উপরের ডানপাশ, কিংবা নিচের ডান অথবা বামপাশ গোলাকার করতে পারবেন।

ব্লগবডির বিভিন্ন অংশের কোনগুলিকে বাঁকা করার পরে আরও একটি ইফেক্ট যোগ করা যায়। আপনি ইচ্ছে করলে "ছায়া" (Shadow) দিতে পারেন। এর জন্য উপরের কোডের নিচেই আবারো কিছু কোড যোগ করতে হবে।
-moz-box-shadow:0 0 15px #FFFF00;-webkit-box-shadow:0 0 15px #FFFF00;
এখানে 15px মানটিকে এবং #FFFF00; কালার কোডের মানটিকে পরিবর্তন করে দেখতে মনমতো একটি বৈশিষ্ট্য বেছে নিতে পারবেন। (বিভিন্ন রঙের কোড "কালার চার্ট" থেকে সংগ্রহ করুন)

# বিশেষভাবে উল্লেখ্য যে ব্লগের শরীরের এই গোলাকার বৈশিষ্ট্যটি সবচাইতে ভাল দেখা যায় মজিলার ফায়ারফক্স থেকে। আপনার কাছে কি ফায়ারফক্স ব্রাউজার নেই? তাহলে এক্ষুনি এখানে ক্লিক করে লেটেস্ট ভার্সনের ফায়ারফক্স ডাউনলোড করে নিন।

Blogger.com ব্লগের টেমপ্লেট রঙ HTML দিয়ে পরিবর্তন করা

আমরা এর আগে কিভাবে ব্লগার.কম ব্লগের টেমপ্লেটের বিভিন্ন অংশের আকার পরিবর্তন করতে হয় তা শিখেছি। আজ ব্লগ শরীরের বিভিন্ন অংশের রঙ পাল্টানো শিখবো। এজন্য প্রথমে একটু প্রস্তুতি নিতে হবে।
  1. ব্রাউজারের অন্য ট্যাবে কালার চার্ট পোস্টটি খুলে নিন।
  2. ওয়েব ডিজাইনের প্রয়োজনীয় টুল 'কালার কোডার' ডাউনলোড করুন, অথবা
  3. যে কোন জায়গা থেকে এবার রঙ তুলে নিন পোস্টের সফটওয়ারটি ডাউনলোড করে নিন
  4. একটি ডেমো ব্লগ ব্রাউজারের অন্য ট্যাবে খুলে নিন। এই ডেমো ব্লগটিতে ব্লগারের minima টেমপ্লেট সেট করা থাকতে হবে। এই টেমপ্লেটটি বুঝতে এবং পরিবর্তন করা সহজ।
  5. আমরা এই ডেমো ব্লগে ব্লগের বিভিন্ন অংশের রঙ পরিবর্তন করা শিখবো
আচ্ছা, এবার কাজে আসি-
  1. যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে blogger.com এ লগইন হয়ে নিন।
  2. এবার Layout> HTML ট্যাবে চলে যান।
  3. এখানে খুব সাবধানে কাজ করতে হবে। কোনরকম ভুল হলে কাজ করবে না।
  4. প্রথমে body { অংশে যান। এর নিচে লেখা রয়েছে background:$bgcolor;
  5. এই লাইনের $bgcolor; লেখাটুকু মুছে দিন। এখানে লিখুন #000000;। এখানে #000000; কোডটি কাল রঙের। এই কোড ছাড়াও অন্য যে কোন রঙের কোড ব্যবহার করতে পারবেন।
  6. HTML ট্যাবের নিচে লেখা PREVIEW লেখাতে ক্লিক করে প্রিভিউ দেখুন।
  7. সম্পূর্ণ ব্লগটি কাল রঙের হয়ে গেছে।
  8. এবার /* Outer-Wrapper অংশে যান।
  9. দেখুন #outer-wrapper { লেখা রয়েছে। এর ঠিক ডান পাশে লিখুন background-color: #FF0000; এটা লাল রঙের কোড।
  10. প্রিভিউ দেখুন। ব্লগের যে অংশটা মূল অংশ সেটা সম্পূর্ণ লাল রঙের হয়ে গেছে। আর বাকী অংশটুকু কাল রয়ে গেছে।
  11. এবার আমরা পোস্ট লেখার জায়গার রঙ পরিবর্তন করব।
  12. এর জন্য HTML ট্যাবের একটু নিচে #main-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color: #FFFFFF; এটা সাদা রঙের কোড।
  13. এবার আমরা সাইডবারের রঙ পরিবর্তন করব।
  14. HTML ট্যাবের মধ্যেই #main-wrapper { একটু নিচে লেখা রয়েছে #sidebar-wrapper {
  15. #sidebar-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color:#8AFB17;
  16. এবার প্রিভিউ দেখুন। আপনার ব্লগের চেহারা দেখতে নিচের ছবির মতো হবে।
  17. How to change blogger blog color-colour with html code
  18. হেডারের রঙ পাল্টাতে চান? তাহলে #header { লেখাটি খুঁজে বের করুন (উপরের দিকে আছে)। এই অংশের নিচে লেখা আছে color:$pagetitlecolor; এই লাইনের $pagetitlecolor; কোডটুকু মুছে দিন। তার বদলে # এবং ; এর মাঝখানে পছন্দের রঙের কোড বসান। যেমন #FFFFFF;
  19. পরিবর্তিত রঙের ব্লগ কি পছন্দ হয়েছে, তাহলে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন।
  20. মনে রাখুন: প্রত্যেকটা পরিবর্তনের পর PREVIEW লেখাতে ক্লিক করে পরিবর্ততিত চেহারাটা দেখে নিবেন। কোনরকম ভুল হলে CLEAR EDITS লেখাতে ক্লিক করলে পূর্বরূপ ফিরে পাবেন।
  21. খেয়াল করেছেন কি যে বিভিন্ন জায়গায় মার্জিনে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে।

'ব্লগার ডিজাইনার' দিয়ে নিজের টেমপ্লেট নিজেই সম্পাদনা করুন

এবার নিজের ব্লগ নিজেই ডিজাইন করুন। হ্যাঁ, বন্ধুরা এতদিন ব্লগার.কম এর দেয়া ডিফল্ট টেমপ্লেটগুলো নিয়ে যাদের মনক্ষুন্নতা ছিল, তাদের জন্য আনন্দের খবর নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি। এখন থেকে নিজের ব্লগের টেমপ্লেট নিজেই ডিজাইন করতে পারবেন। অত্যাধুনিক সব ডিজাইন নিয়ে গুগল আপনার সেবার জন্য প্রস্তুত হয়েছে। আর এইসব ডিজাইন পরিবর্তন করার জন্য কোন xml ফাইল আপলোড করতে হবে না, কোথাও কোন HTML এডিট করতে হবে না।
  • সাধারণত আপনি www.blogger.com এ লগইন করেন, তাই না? এবার www.draft.blogger.com এ গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • ড্যাশবোর্ডের Layout ট্যাবে গেলে একেবারে ডানপাশে একটি নতুন লিঙ্ক দেখতে পারবেন।
  • নাম Template Designer
blogger new template designer

  • এক অন্যভুবনে প্রবেশ করবেন।
  • এখানে স্ক্রিন দুটি অংশে বিভক্ত। উপরের অংশটি টেমপ্লেট ডিজাইনার এবং নিচে আপনার ব্লগের প্রিভিউ।

  • templates menu in blogger new template designer panel
  • উপরের ডিজাইনার অংশের বামপাশের মেনুটি খুব শক্তিশালী। এখানে চারটি প্রধান মেনু আছে। সেগুলো হল: Templates, Background, Layout এবং Advanced
  • প্রয়োজনীয় সব কমান্ড এখান থেকেই প্রয়োগ করা সম্ভব।
  • Templates মেনু থেকে আপনি মোট চার রকমের টেমপ্লেট ডিজাইন এখান থেকে পাবেন। নাম: Simple, Picture window, Awesome এবং Watermark, তবে একটির তিনটিসহ বাকীগুলোর চারটি করে ভিন্নতা আছে। অতএব আপনি মোট ১৫ রকমের ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার ব্লগের টেমপ্লেট কাস্টমাইজ করা হয়, তাহলে প্রথমে স্ক্রিণের মাঝামাঝি থাকা You've customized this template. Remove customizations লেখাতে ক্লিক করে কাস্টমাইজেশনগুলো মুছে ফেলুন।
  • Background মেনু থেকে ব্লগের কালার থীম পরিবর্তন করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে বিভিন্নরকমের ছবি নির্বাচন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড থীম পরিবর্তন করার জন্য Background Image লেখার নিচের ছবিতে ক্লিক করুন।
  • Background menu in blogger template designer
  • Abstract, The Arts, Business, Celebrations, Entertainment, Family, Food & Drink, Health & Beauty, Hobbies & Crafts, Home & Garden, Nature, Patterns, Recreation, Science, Shopping, Technology, Textures এবং Travel শিরোনামের অসংখ্য ছবি থেকে যে কোন একটাকে ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে বেছে নিতে পারবেন।
  • Layout menu in blogger template designer
  • Layout মেনু থেকে ব্লগের কলাম সংখ্যা পরিবর্তন করতে পারবেন। এতকাল যারা ডিফল্ট দুইটি কলাম নিয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য এই সুবিধাটি সত্যিই কাজে দেবে। এখান থেকে কয়টি কলাম দিয়ে ব্লগ সাজাতে চান, তা নির্বাচন করুন। এই Layout মেনুটি তিনটি সাবমেনুতে বিভক্ত। Body layout, Footer layout এবং Adjust width, ফুটার লেআউট দিয়ে ফুটারে কয়টি কলাম রাখতে চান, তা নির্বাচন করতে পারবেন। Adjust width দিয়ে ব্লগ ও সাইডবারের কলামগুলোর আকার বড়-ছোট করতে পারবেন।
  • Advanced menu in blogger new template designer
  • Advanced মেনু দিয়ে আপনার ব্লগের বিভিন্ন অংশের টেক্সট কালার ও ফন্ট পরিবর্তন করতে পারবেন।
  • স্ক্রিণের নিচে থাকা ব্লগ প্রিভিউতে পরিবর্তনগুলো খেয়াল রাখুন। যদি পছন্দ হয়, তাহলে উপরে ডানপাশে থাকা APPLY TO BLOG লেখা বোতামে ক্লিক করে পরিবর্তনগুলো ব্লগে প্রয়োগ করুন।
  • একটু লক্ষ্য করে দেখুন যে স্ক্রিণের ঠিক মাঝামাঝি অংশে Reset post to template default, যদি কোনরকম ভুলত্রুটি হয়ে যায়, তাহলে এখানে ক্লিক করে ডিফল্ট অবস্থায় ফিরে যেতে পারবেন।
এই Template Designer অংশে টেমপ্লেটের সৌন্দর্য পরিবর্তন করার পর উপরে ডানে থাকা Back to Blogger লেখাতে ক্লিক করে ব্লগের নিয়মিত ড্যাশবোর্ডে প্রবেশ করুন। যথারীতি Layout অংশের Page Elements ট্যাবে ব্লগের বিভিন্ন কলামে প্রয়োজনীয় গেজেটগুলো স্থাপন করতে পারবেন।
Redesign your blogger template with blogger new template designer.
আমার কাছে এই নতুন টেমপ্লেট ডিজাইনগুলি সত্যিই ভাল লেগেছে। দিনে দিনে প্রযুক্তি পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের রুচি, সৌন্দর্যবোধ পাল্টাচ্ছে। সময়ে সাথে সাথে মানুষ নতুন কিছু পাবার জন্য উন্মুখ হয়ে উঠেছে। মানুষের এই নতুন চাহিদার প্রতি সম্মান করে ব্লগার তাদের ডিজাইনেও যে পরিবর্তন এনেছে, তা সত্যি প্রশংসার দাবীদার। ব্লগের বর্ডার, পোস্ট অংশ, সাইডবারের গোলাকার কর্ণার, ব্লগ বডির অর্ধস্বচ্ছ ভাব ব্লগলিখিয়েদেরকে সন্তুষ্ট করবে এ আমি জোর গলায় বলতে পারি। নতুন ওয়েব দুনিয়ায় আপনার পরিচিতিকে অন্যভাবে উপস্থাপন করতে এই বৈশিষ্ট্যগুলো সহায়তা করবে। তবে সার্বিকভাবে ব্লগ লোডিং টাইম একটু বেশি লাগছে বলেই আমার কাছে মনে হয়েছে (এটা আমার ধীরগতির ইন্টারনেট কানেকশনের জন্যও হতে পারে)।

# মনে রাখুন যে এটা blogger.com এ পাওয়া যাবে না। পাওয়া যাবে draft.blogger.com সাইটে। অর্থাৎ এখনও এই সুবিধাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কোনরকম সমস্যা হয়ে গেলে ব্লগার কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দায়িত্ব নেবে না।
নিচের ছবিটি একটি ডেমো ব্লগের। আপনাদের উদ্দেশ্যে নমুনা হিসেবে উপস্থাপন করছি।

demo blog design by draft.blogger.com template designer

প্রথম থেকে আজ পর্যন্ত উবুন্টু'র ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার

লিনাক্সকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল "উবুন্টু" লিনাক্সের। সাধারণ ব্যবহারকারীর জন্য আরো সহজ, আরো সুবিধাজনক করে তৈরি করার জন্য উবুন্টু ক্রমাগত নিজেকে উন্নত থেকে উন্নততর করে চলেছে। শুরু হয়েছিল ২০০৪ সালের অক্টোবর মাস থেকে। সেই থেকে প্রত্যেক ছয় (৬) মাস পরপর উবুন্টুর এক একটি রিলিজ বের হচ্ছে। আরো বেশি সফটওয়ার, ড্রাইভার নিয়ে উবুন্টু ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। ফলে সারা বিশ্বের সাধারণ ব্যবহারকারীদের মনোযোগ আকৃষ্ট হতে দেরী হয়নি। "মানুষের জন্য লিনাক্স" - এই শ্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলা 'উবুন্টু' লিনাক্স তার অগ্রযাত্রায় প্রত্যেক নতুন রিলিজে বিভিন্ন এপ্লিকেশন, ড্রাইভার ও সুবিধার সাথে ব্যবহারকারীকে একটি নতুন ওয়ালপেপার উপহার দিয়েছে। উবুন্টু ৪.১০ থেকে আজ পর্যন্ত যে সব ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে সেইগুলো একত্রিত করে আজকের লেখাটি প্রকাশ করলাম।

Ubuntu 4.10 Warty WarthogUbuntu 4.10 Warty Warthog
প্রথম উবুন্টুর ডিফল্ট ওয়ালপেপার। খুব গাঢ় বাদামী রঙের এই ওয়ালপেপারের ডানপাশে নিচে ততোধিক গাঢ় রঙে উবুন্টুর লোগো লেখা আছে।
Ubuntu 5.04 Hoary HedgehogUbuntu 5.04 Hoary Hedgehog
উবুন্টু ৫.০৪ এ এসে ডিফল্ট ওয়ালপেপারের মাঝে একটি আলোর ঝলক চোখে পড়ছে। চারপাশের আঁধারের মাঝে উবুন্টু একটি আলোর আশা নিয়ে সূর্যের মতো উদিত হতে চলেছে- এরকম আশাবাদ এতে প্রতিফলিত হয়েছে।
Ubuntu 5.10 Breezy BadgerUbuntu 5.10 Breezy Badger
উবুন্টু ৫.১০ তে এসে আলোর রোশনাই একটু বেশি উজ্জ্বল। মাঝখান থেকে আলোর উৎস চারপাশে রশ্মি ছড়িয়ে দিচ্ছে এরকমই বোধহয় দর্শনটি ছিল। মাঝে যথারীতি উবুন্টুর লোগো লেখা আছে। তবে এটাই শেষ। এর পর ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপারে আর কখনও উবুন্টুর লোগো লেখা হয়নি।
Ubuntu 6.06 Dapper DrakeUbuntu 6.04 Dapper Drake
উবুন্টু ৬.০৪ এ এসে আবার গাঢ় কালচে বাদামী রঙ চারপাশ ছেয়ে ফেলেছে। মনে হচ্ছে কোন অশনী সংকেত যেন। কিন্তু তার মধ্যেও আলোর ছটা হারিয়ে যায়নি। বরং নিজেকে তীব্রভাবে প্রকাশ করার একটা বাসনা রয়েছে যেন।
Ubuntu 6.10 Edgy EftUbuntu 6.10 Edgy Eft
উবুন্টু ৬.০৬ এর ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপারে আলো উজ্জ্বলতা বেড়ে গেছে অনেকগুণ। মনে হয় মানুষের মুখের উজ্জ্বলতার একটা প্রতিফলন।
These are Ubuntu Linux's default desktop wallpaper since 4.10.
Ubuntu 7.04 Feisty FawnUbuntu 7.04 Feisty Fawn
উবুন্টু ৭.০৪ এর ওয়ালপেপারের উজ্জ্বলতা পূর্ববর্তী রিলিজের মতোই। এবারে আলোর রশ্মিগুলো একটু এদিক ওদিক দিক পরিবর্তন করেছে মাত্র।
Ubuntu 7.10 Gutsy GibbonUbuntu 7.10 Gutsy Gibbon
উবুন্টু ৭.১০তে গাঢ় রঙের ব্যাকগ্রাউন্ডে তীব্র আলোর ঝলকানি স্পষ্টভাবে লক্ষ্যনীয়।

Ubuntu 8.04 Hardy HeronUbuntu 8.04 Hardy Heron
উবুন্টু'র প্রত্যেকটা রিলিজের নাম আফ্রিকার কোন না কোন প্রাণীর নামে রাখা হয়। কিন্তু সেইসব প্রাণীর কোন ছবি ডেস্কটপ ওয়ালপেপারে এই প্রথম উবুন্টু ৮.০৪ এ ব্যবহার করা হল। এবারের সারস পাখিটি শিরদাঁড়া সোজা করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ডেস্কটপ কম্পিউটারের জগতে লিনাক্স এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, এ বোধহয় তারই নিদর্শন।
Ubuntu 8.10 Intrepid IbexUbuntu 8.10 Intrepid Ibex
পোড়া মাটির রঙে সাজানো উবুন্টু ৮.১০ এর ডেস্কটপ ওয়ালপেপার। আফ্রিকার তীব্র রোদে পোড়া মাটির স্পষ্ট প্রতিচ্ছবি যেন এবারের ওয়ালপেপারটি।

Ubuntu 9.04 Jaunty JackalopeUbuntu 9.04 Jaunty Jackalope
উবুন্টু ৯.০৪ লিনাক্সের ডেস্কটপ ওয়ালপেপারটি আগের ওয়ালপেপারগুলির ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। এবারেরটি কেমন যেন হতাশার রঙে ডোবানো।
Ubuntu 9.10 Karmic Koala
বাদামী রঙের রাজত্ব যেন শেষ হয়ে গেছে উবুন্টু ৯.১০তে এসে। আমি নিজেও প্রথমবার বুট করে অবাক হয়ে গেছি। প্রথম কয়েক মিলিসেকেন্ড বুঝতেই পারছিলাম না এটা উবুন্টু নাকি অন্য কোন ডিস্ট্রো। এক উজ্জ্বল কমলা রঙে রাঙানো এবারের ডেস্কটপ ওয়ালপেপার। তাকিয়ে থাকতে থাকতে নিমেষেই মন ভালো হয়ে যায়।

এই রিলিজটিই বর্তমানে চলছে। আগামীতে আসছে উবুন্টু ১০.০৪। এই রিলিজের ডেস্কটপ ওয়ালপেপার কেমন হবে, তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলেছিল। শেষে একটি সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। এবং তা সবার সামনে প্রকাশও করা হয়ে গেছে। দেখতে কেমন সেই আগামী এপ্রিল মাসের ২৮ তারিখে প্রকাশ হওয়া উবুন্টুর ডেস্কটপ ওয়ালপেপার? তা জানতে উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার শীর্ষক পোস্টটি একবার পড়ে দেখুন।

(পোস্টে ব্যবহৃত এই ছবিগুলো ছোট আকারের, তাই ডেস্কটপ হিসেবে ব্যবহার উপযোগী নয়।)

উবুন্টু ১০.০৪ এর জন্য আরো কিছু ডেস্কটপ ওয়ালপেপার

এর আগে আমরা উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার দেখেছি। জানা গেছে যে, এর সারা শরীর জুড়ে বাদামী রঙের ছটা অনেকেরই পছন্দ হয়নি। তাই আগ্রহী ওয়ালপেপার ডিজাইনাররা আরও কিছু ওয়ালপেপার তৈরি করেছেন। এগুলো উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) (Ubuntu 10.04 Lucid Lynx) এর জন্য তৈরি করা। কিন্তু অফিসিয়াল সাপোর্ট নেই। আজ উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য তৈরি করা আনঅফিসিয়াল ওয়ালপেপারগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি।
Blue_Warty_Final_Ubuntuআগামী উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য তৈরি করা ডিফল্ট ওয়ালপেপারের নীলাভ রঙের ভার্সন। ডাউনলোড করুন এখান থেকে।

আরও একটি প্রস্তাবিত ওয়ালপেপার ডিজাইন হল এটাঃ
এই ছবিটাকে দিনের বিভিন্ন সময় অনুযায়ী একাধিক রঙে রাঙানো হয়েছে। নিচে নমুনাগুলো দেখুন।

Night of UbuntuNight of Ubuntu
Dusk of UbuntuDusk of Ubuntu
Dawn of UbuntuDawn of Ubuntu

Noon of UbuntuNoon of Ubuntu
উপরের ছবিগুলো .deb ফাইলেও পাওয়া যাচ্ছে। এখানে ক্লিক করে ২.৮ মেগাবাইট আকারের ডেব ফাইলটি ডাউনলোড করে নিন। (সূত্র) Download this nice wallpapers for your linux and windows desktop.
Fox ubuntu desktop wallpaper by rubmyubuntuআর একটি শান্ত ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার। এই ছবিটি ১৯২০×১২০০ পিক্সেলের। মূল ছবিটি আপলোড করা হয়েছে। ছবিতে ক্লিক করলে বড় ছবি ওপেন হবে। সেই বড় ছবিটিতে মাউসের ডান বোতামে ক্লিক করে Save as করে কম্পিউটারে সেভ করে নিন। ওয়ালপেপারটির ডাইরেক্ট লিঙ্ক। তৈরি করেছে Rubmyubuntu

তবে শেষে একটা কথা বলতে চাই। উবুন্টুর জন্য তৈরি করা বলে উইন্ডোজ ব্যবহারকারীরা এই ওয়ালপেপারগুলো ব্যবহার করতে পারবে বলে কোন শর্ত কিন্তু আরোপ করা নেই। অতএব যে কেউ এই ছবিগুলো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

ফেসবুকের ডিফল্ট অবতারের বিকল্প কিছু ছবি

default facebook avatarফেসবুকের ডিফল্ট অবতার

ফেসবুকে অনেকেরই একাউন্ট আছে। বিভিন্ন প্রয়োজনে আমরা প্রতিনিয়ত ফেসবুকের দ্বারস্থ হই। ফেসবুকের প্রোফাইলে নিজের একটি ছবি দেখানোর ব্যবস্থা আছে। নতুন একাউন্ট খোলামাত্র সেখানে উপরের ছবিটি স্থাপিত হয়ে যায়। "মাথার উপরে হালকা একটু চুল উপরে উঠে গেছে" এই ধরণের ডিফল্ট অবতার ইমেজটি আমাদের অনেকেরই পছন্দ নয়। তাই হয়তো আপনি তা পাল্টিয়ে নিজের সত্যিকারের ছবিই অবতার হিসেবে আপলোড করেছেন। কিন্তু আপনি যদি তা না করে থাকেন, অর্থাৎ সরাসরি নিজের ছবি দেখাতে না চান, তাহলে একটু অন্যরকম ছবি ব্যবহার করছেন না কেন?
একটু অন্যরকম কিন্তু আকর্ষণীয় রহস্যময় ছবি যদি ফেসবুকের প্রোফাইলের অবতার ইমেজ হিসেবে লাগাতে পারতেন, তাহলে কতই না মজা হত তাই না? ঠিক সেরকমের কিছু ছবি নিয়ে আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি।

নিচের ছবিগুলো দেখুন। পছন্দ না হয়ে যাবে কোথায়? এরকম মোট ৬৯টি ছবি প্রকাশ করেছে "Instafunda" ব্লগ তার 69 alternatives to default facebook image পোস্টটিতে। এই বিশাল রহস্যময় ভান্ডার থেকে আমি আপনাদের জন্য বাছাই করে ১০টি অবতার ছবি নিয়ে এসেছি। দেখুন তো পছন্দ হয় কি না?

_________


ব্যবহার করুন এবং ফেসবুক বন্ধুদের সামনে নিজেকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করুন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger