উবুন্টুতে ফন্ট

উবুন্টুতে ফন্ট ইনস্টল করার পদ্ধতি নিম্নরূপ:-

Place>my computer> এখানে এক্সপ্লোরার বার আছে। উপরে বাম পাশে পেনসিলের মতো ছোট একটা আইকন। সেখানে ক্লিক করলে এক্সপ্লোরার বার চলে আসবে। এর আরেক নাম নটিলাস


উবুন্টুতে ফন্ট ফোল্ডার হচ্ছে fonts:///
এক্সপ্লোরারের লোকেশন বারে fonts:/// লিখে এন্টার চেপে ফন্ট ফোল্ডারে প্রবেশ করতে পারবেন।
কোন ফন্ট ইন্সটল করতে চাইলে প্রথমে fonts:/// ফোল্ডারে ফন্টটি কপি করুন। এরপর টার্মিনাল থেকে

উক্তি: সব গুলো নির্বাচন করুন
sudo fc-cache -f -v

কমান্ডটি চালান এবং কমান্ড সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করুন। তাহলেই ফন্টটি ইন্সটল হয়ে যাবে।
সাপোর্টটি দিয়েছেন আলোকিত
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger