উবুন্টুতে ফন্ট ইনস্টল করার পদ্ধতি নিম্নরূপ:-
Place>my computer> এখানে এক্সপ্লোরার বার আছে। উপরে বাম পাশে পেনসিলের মতো ছোট একটা আইকন। সেখানে ক্লিক করলে এক্সপ্লোরার বার চলে আসবে। এর আরেক নাম নটিলাস।
উবুন্টুতে ফন্ট ফোল্ডার হচ্ছে fonts:///
এক্সপ্লোরারের লোকেশন বারে fonts:/// লিখে এন্টার চেপে ফন্ট ফোল্ডারে প্রবেশ করতে পারবেন।
কোন ফন্ট ইন্সটল করতে চাইলে প্রথমে fonts:/// ফোল্ডারে ফন্টটি কপি করুন। এরপর টার্মিনাল থেকে
উক্তি: সব গুলো নির্বাচন করুন
sudo fc-cache -f -v
কমান্ডটি চালান এবং কমান্ড সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করুন। তাহলেই ফন্টটি ইন্সটল হয়ে যাবে।
সাপোর্টটি দিয়েছেন আলোকিত।