Make your blogger.com mobile friendly in a easy and short way.
না বন্ধুরা, ভয় পাবার কিছু নেই। এর জন্য আপনাকে কোনপ্রকার কোড জানতে হবে না, ব্লগের HTML অংশে কোনরকম পরিবর্তন করতে হবে না। কিংবা কোন প্লাগইন বা গেজেট ইনস্টল করতে হবে না। সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আমরা নিজেদের ব্লগার.কম এ থাকা ব্লগকে অনায়াসে মোবাইলবান্ধব করে নিতে পারি।
নিচের লিংকটি ব্রাউজারের এড্রেসবারে লিখে দিন (কপি পেস্ট করুন)। এবার MYBLOGGERBLOG.blogspot.com লেখাটিকে পাল্টে আপনার ব্লগের ওয়েব ঠিকানা (URL) লিখে দিন। এবার কিবোর্ডের এন্টার চাপুন। দেখুন কেমন সহজে আপনার ব্লগটি মোবাইলে দেখার উপযোগী হয়ে গেছে।
http://www.google.com/reader/m/view/feed/http://MYBLOGGERBLOG.blogspot.com/feeds/posts/default?orderby=updatedএবার কোন URL Shortening Service দিয়ে এই লম্বা লিংকটির একটি সংক্ষিপ্ত লিংক তৈরি করে ফেলুন। সেই লিংকটিই মোবাইলে ব্রাউজ করুন। বন্ধুদেরকে জানান, ব্লগের এককোনে লিখে রাখুন।You should use any url shortening service to track your mobilefriendly blogger.com blog.
URL Shortening Service হিসেবে http://bit.ly ব্যবহার করতে পারেন। তাহলে এই লিংক দিয়ে কতটি ভিজিট হল তা জানতে পারবেন। এই ব্যাপারটি জানতে দেখুন "ক্লিক ট্রাকিং করুন bit.ly দিয়ে পোস্টটি।
যেমন "বাংলা হ্যাকস" ব্লগের মোবাইলবান্ধব সাইটটির ঠিকানাঃ