আমার নিজের নামে গোগোলের সার্চ ইঞ্জিন

Create a search engine with your own nameপাশের ছবিটি দেখুন! আজই আমি এই সার্চ ইঞ্জিনের মালিক হলাম। গোগোলের সঙ্গে এক বোঝা পড়াতে গিয়ে এটি সম্ভব হলো। শুনেছি, প্রত্যাহবানের মুখে পড়ে বিল গেট আবারো মাইক্রোসফটে যোগ দিয়ে সক্রিয় হবার কথা ভাবছেন! বিশ্বাস হচ্ছে না ?!
আপনার গোগোল নিউস সাইটে গিয়ে দেখুন ইতিমধ্যে কয়েক হাজার সংবাদ শিরোনামে এ নিয়ে হৈ চৈ পড়ে গেছে?
পেলেন?
না পেলে এখানে ক্লিক করুন। আপনার নাম লিখতে বলবে। লিখে নিচের বোতামে ক্লিক করুন। তবেই, জানবেন, আমি ঠাট্টা করতে পারি, কিন্তু মিথ্য বলি না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 সেরেছে! নিজের নামে সার্চ ইঞ্জিন তৈরি করার এই প্রকল্পটি চালু করার পরের দিনই এর যেরকম জনপ্রিয়তা দেখা যাচ্ছে তাতে বিল গেটস তাঁর বিল-মিরাণ্ডা ফাউণ্ডেশনতো ভুলেই গেছেন, উলটে শোনা গেছে গেল, কালই  মাইক্রসফটের এক জরুরি সভাতে বকুনি দিতে গিয়ে বর্তমান কর্মকর্তাদের সঙ্গে এক জটিল আইনি বিবাদে জড়িয়ে  পড়েছেন। তিনি এখন গোগোলের প্রতিদ্বন্দ্বি প্রায় সমস্ত তথ্য প্রযুক্তি কোম্পানীগুলোর সঙ্গে গাঁটছড়া বেঁধে হলেও মাইক্রোসফটকে বাঁচাবার জন্য আদাজল খেয়ে লেগে গেছেন! শোনা গেছে বিষয়টি আগামী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামেও আলোচনার জন্যে উঠবে।
             ওদিকে হাইতির সরকার এই বিপদের দিনে ওদের ছেড়ে না যাবার জন্যে বিলমিরাণ্ডা গেট ফাউন্ডেশনের কাছে আবেদন জানালে বিল জানিয়েছেন, তিনি নেই।  ওদেকের ব্যপারটা মিরাণ্ডা নিজেই সামলাতে পারবেন। এ নিয়ে হাইতির সরকারে ভাববার কিছু নেই। কিন্ত বিশেষ সূত্রে জানা গেছে, টাল সামলাতে না পারলে তিনি ফাউণ্ডেশনের সব তহবিলও মাইক্রোসফটে খাটাবার উপায় খুঁজে চলেছেন। গোগোল জানিয়েছে যে অবস্থাতে ওরা নিজেরাই এখন বিল-মিরাণ্ডা ফাঊণ্ডেশনের দায়িত্ব নেবার জন্যে আগ্রহী। এমন হতে পারে আমাদের যাদের নামে সার্চ ইঞ্জিন তৈরি হবে তাদের সব্বাইকে হাইতি যাবার ডাক পড়তে পারে !



 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger