সাধারণত অপারেটিং সিস্টেম (Operating System) বলতে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমকেই (Windows Operating System) চিনি। বাংলাদেশ সহ সারা বিশ্বের বেশিরভাগ ডেস্কটপ পিসি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে। ধীরে ধীরে মানুষের মধ্যে যত সচেতনতা বাড়ছে, ততই লিনাক্স সম্পর্কে সমাজে আগ্রহের পরিমাণও বাড়ছে। আপনারা জানেন আমি "বাংলা হ্যাকস" ব্লগে এর আগে "পাপি লিনাক্স" (Puppy Linux) নিয়ে আলোচনা করেছি। আগামীতে সময়সুযোগ পেলে আরও করবো। এছাড়াও "উবুন্টু লিনাক্স" (Ubuntu Linux) নিয়েও মাঝেমধ্যে আলোচনা করে থাকি। মানুষের মধ্যে উইন্ডোজের প্রতি নির্ভরতা কমুক, ওপেন সোর্সের (Open Source) ধারণা ছড়িয়ে পড়ুক। মেধার বাস্তব ও সঠিক মূল্যায়ন হোক এইটুকু শুধু প্রত্যাশা আমার। উইন্ডোজ, পাপি লিনাক্স বা উবুন্টু লিনাক্স ছাড়াও আরও অনেক অনেক অপারেটিং সিস্টেম আছে যা মানুষ নিজেদের বিভিন্নরকম প্রয়োজনে ব্যবহার করে চলেছে। আজ আমরা জানবো কিছু কম বা অপরিচিত অপারেটিং সিস্টেমের কথা।
DSL (Damn Small Linux)
এটা খুব ছোট সাইজের একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। মাত্র ৬৪ মেগাবাইট আকারের এই অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ বা লিনাক্স এনভায়রনমেন্টের মধ্য থেকেও চালানো সম্ভব। আপনি ইচ্ছে করলে একটি ইউএসবি কার্ডের মধ্যে একে ইনস্টল করে নিয়ে অনায়াসে পুরনো কম্পিউটারগুলো থেকে বুট করতে পারেন। মূলত পুরনো এবং কম শক্তিশালী হার্ডওয়ারের মেশিনকে টার্গেট করে এই "ড্যাম স্মল লিনাক্স"কে বানানো হয়েছে।
মূল ওয়েবসাইটঃ http://www.damnsmalllinux.org
This is damn small linux run easily on any usb stick.
Minix3
মিনিক্স ৩ তার পূর্ববর্তি ভার্সনগুলোর চাইতে এখন অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। আগের মিনিক্স ১ এবং মিনিক্স ২ তে যেসব সমস্যা ছিল, সেসব সমস্যা দূর করে মিনিক্স ৩ এখন অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠেছে।
নতুন এই সংস্করণটিতে বিভিন্নরকম ড্রাইভারগুলো আলাদা আলাদাভাবে কাজ করে। ফলে কোন একটি ড্রাইভারের ত্রুটির জন্য সম্পূর্ণ সিস্টেমটি ডাউন হয়ে যায় না।
কম শক্তির পুরনো পেন্টিয়াম কম্পিউটারে এটা খুব ভালভাবে চলবে। মাত্র ১৬ মেগাবাইট RAM হলেই এর ক্ষুধা মিটে যায়। ইনস্টলের জন্য মাত্র ৫০ মেগাবাইট জায়গা প্রয়োজন। কিন্তু যদি সব এপ্লিকেশন ইনস্টল করা হয়, তাহলে হার্ডডিস্কের ৬০০ মেগাবাইট জায়গা প্রয়োজন হতে পারে। মিনিক্স এর উন্নয়ন কাজ এখনও চলছে। আপনি যদি আগ্রহী হন, তাহলে আপনার জন্য দ্বার সম্পূর্ণ খোলা আছে।
ওয়েবসাইটঃ http://www.minix3.org/
Minix OS is perfect for educational system. Students can learn and play with it.
Mona OS
মোনা অপারেটিং সিস্টেম সম্পর্কে তার ওয়েবসাইটে খুব অল্প তথ্য দেয়া হয়েছে। এটাও ওপেন সোর্স এবং সুন্দরভাবে সাজানো গোছানো একটি অপারেটিং সিস্টেম। শিক্ষামূলক কাজে এর বিদ্যালয়ে এর ব্যবহার করা যেতে পারে।
ওয়েবসাইটঃ http://monaos.org
Mona OS came from Japan. It also targeted for educational work.
React OS
ReactOS® উইন্ডোজ এক্সপি/ ২০০৩ এর স্ক্র্যাচ এর উপর দাঁড় করানো একটি আধুনিক ও বিনেপয়সার অপারেটিং সিস্টেম। উইন্ডোজ এনটি'র আর্কিটেকচারকে ফলো করে একে ডিজাইন করা হয়েছে। এটা কোন লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম নয়। আবার ইউনিক্সের কোন কিছু এতে ব্যবহার করা হয়নি।
ReactOS® এর মূল উদ্দেশ্য হল উইন্ডোজ এর একটি কমপ্যাটিবল তৈরি করা। ফলে এতে উইন্ডোজের জন্য তৈরি করা সফটওয়ারগুলো সব কাজ করবে। উইন্ডোজ ব্যবহার করতে গিয়ে যেমন অনুভব করতেন, তেমনই স্বাচ্ছন্দ্যবোধ করবেন। কোন অপরিচিত প্লাটফরম মনে হবে না।
তবে এটা এখনও আলফা অবস্থায় রয়েছে। বর্তমান ভার্সন ০.৩.১১। এর উন্নয়ন কাজ এখনও চলছে। তাই প্রাত্যাহিক কাজের জন্য এটা এখনও উপযুক্ত হয়ে উঠেনি।
ওয়েবসাইটঃ http://www.reactos.org/
React OS want to replace windows operating system.
Slax
Slax একটি আধুনিক, বহনযোগ্য, ছোট আকারের দ্রুততর লিনাক্স অপারেটিং সিস্টেম। এর সুন্দর নজরকাড়া ডিজাইন সহজে সবার আগ্রহ তৈরি করবে। স্লাক্স এর মধ্যে প্রতিদিনের ব্যবহারযোগ্য বেশ কিছু সফটওয়ার আগে থেকেই দিয়ে দেয়া আছে। এর গ্রাফিকাল ইউজার ইন্টারফেস বেশ সহজ। মাউস দিয়েই বেশিরভাগ কাজ সারা যায়। তবে যদি পছন্দের কোন সফটওয়ার বাদ থেকে যায়, তাহলে সহজে এর মডিউলটি ডাউনলোড করে শুধুমাত্র কপি করে রেখে দিলেই হল। কোনরকম ইনস্টল বা কনফিগার করতে হবে না।
এটা এত সহজ ও কাজের অপারেটিং সিস্টেম যে একে সিডি, ইউএসবি ড্রাইভ, এমপিথ্রি প্লেয়ার, ডিজিটাল ক্যামেরা এবং হার্ডডিস্ক যে কোন মাধ্যম থেকেই রান করতে পারবেন। ফাইল সাইজ মাত্র ২০০ মেগাবাইট।
স্লাক্স অপারেটিং সিস্টেমের সবচাইতে বড় সুবিধা হচ্ছে যে অনলাইন থেকে আপনি পছন্দমতো এপ্লিকেশন সিলেক্ট করে নিয়ে একটিমাত্র ISO ফাইল হিসেবে সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটিকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ নিজের প্রয়োজনমতো করে একটি অপারেটিং সিস্টেম আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। অবশ্য এর জন্য সাইটে লগইন করে নিতে হবে।
ওয়েবসাইটঃ http://www.slax.org