বিষয়টি পরিষ্কার করে ব্যাখ্যা করি:
ব্লগ লিখতে গিয়ে আমরা নানারকম লেবেল (Label) ব্যবহার করি। একটি পোস্ট বিভিন্ন লেবেলের অন্তর্ভুক্ত হতে পারে। উদাহরণ দেই, ধরি আমি একটি 'ই বই' (E book) এর খবর পোস্ট করলাম। এই 'ই বই'টি ডাউনলোড (Download) করার লিংক দিলাম। বইটি উবুন্টু লিনাক্স সম্পর্কে। এখন এই পোস্টটিকে আমি Download, E Book, Info, Linux, News, Ubuntu, খবর, তথ্য, লিনাক্স, সহায়িকা এই কয়েকটি লেবেলের অন্তর্ভুক্ত করেছি। এতে বিভিন্নভাবে পোস্টটিকে খুঁজে পাওয়া যাবে। পাঠককে উবুন্টু লিনাক্স (Ubuntu Linux) সম্পর্কে 'ই বই' এর খোঁজ পেতে কোনরকম পরিশ্রম করতে হবে না। এভাবে লেবেল ব্যবহার করতে করতে ব্লগের বয়স যত বাড়বে, ততই লেবেলের সংখ্যা (Label count) বাড়তে থাকে। পাশাপাশি একই লেবেলের অন্তর্ভূক্ত পোস্টের সংখ্যাও বাড়তে থাকে।
ওয়ার্ডপ্রেসের একটি গেজেট (Gadget) রয়েছে, যাতে যে লেবেলের মধ্যে পোস্ট সংখ্যা (Post count) বেশি, সেই লেবেলটি বেশ বড় করে দেখানোর ব্যবস্থা করা আছে। এভাবে বেশি পোস্টযুক্ত লেবেল বড় করে আর কম পোস্টযুক্ত লেবেল ছোট করে দেখানো হয়। একে লেবেল ক্লাউড (Label Cloud) বলে।
এতদিন ব্লগার.কম এর মধ্যে এই সুবিধাটি ডিফল্টভাবে ছিল না। নানারকম HTML কোড (Code) ব্যবহার করে এই কাজটি ব্লগারে করতে হতো। আমার 'আকর্ষণীয় টেমপ্লেট'টি যাঁরা ব্যবহার করছেন, তারা নিশ্চয় খেয়াল করেছেন যে আমি সেই টেমপ্লেটটিতে (Template) 'লেবেল ক্লাউড' (Label Cloud) কোডটি স্থাপন করে প্রকাশ করেছি।
এছাড়াও আর একটি বিষয় রয়েছে। এমনও হয় যে কোন লেবেল দিয়ে ২/১টি পোস্ট, আবার কোন লেবেল দিয়ে ৪০/৫০টি পোস্ট লেখা হয়। ডিফল্টভাবে লেবেলের পাশে পোস্ট সংখ্যা (Post Number) প্রদর্শিত হয়। এবার যে লেবেলটিতে কম পোস্ট থাকে সেটার পাশে সেই সংখ্যাটি দেখে পাঠক তা পড়তে উৎসাহী হন না। আর যে লেবেলটির পাশে বড় সংখ্যা থাকে পাঠক সেই পোস্টগুলো একবার হলেও চোখ বুলিয়ে দেখে নেন। ফলে ব্লগের অনেক পোস্ট অপঠিত (Unread) থেকে যায়। শুধুমাত্র পোস্ট সংখ্যার কারণে পাঠক হয়তো তাঁর প্রয়োজনীয় পোস্টটি খুঁজে পাননা। এই বিষয়টি এড়িয়ে চলার জন্য আমরা HTML কোডে আংশিক পরিবর্তন করে লেবেলের পাশে প্রদর্শিত পোস্ট সংখ্যাটি ঢেকে রাখি। ব্লগার.কম বিষয়টি জানতো, তাই কিছুদিন আগে তাদের সিস্টেমে পরিবর্তন করে ডিফল্টভাবেই পোস্টসংখ্যা না দেখানোর পদ্ধতিটি উন্মুক্ত করেছে।
ব্লগার.কম এর ১০ বৎসর পূর্তি উপলক্ষে এখন থেকে ব্লগারে ব্লগ লিখিয়েরাও 'লেবেল ক্লাউড' (Label Cloud) ব্যবহার করতে পারবেন। আমার ব্লগে এটা স্থাপন করেছি। (শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্যই এটা কয়েকদিনের জন্য এটা রাখবো।)
কিভাবে এই লেবেল ক্লাউড স্থাপন করা যায় তা ধারাবাহিকভাবে বর্ণনা করছি:
- ব্লগার.কম (Blogger.com) এ গুগল আইডি (Google ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন (Login) করুন।
- Page Elements পাতায় Add a Gadget লেখাতে ক্লিক (Left Click) করে একটি নতুন গেজেট (New Gadget) নিন।
- Page Elements তালিকায় Label নির্বাচান করুন।
- Page Elements তালিকায় উপরের ছবির মতো Labels লেখার পাশের যোগ (+) চিহ্নটিতে মাউসের বাম বোতাম ক্লিক (Left Click) করে একটি নতুন লেবেল গেজেট (New Label Gadget) নিন।
- এই অংশে লেবেল গেজেটের সেটিংস (Settings) আপনি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন।
- প্রথমে Title: এখানে লেবেলটির নাম লিখুন। ডিফল্টভাবে Labels লেখা থাকে। আপনি পরিবর্তন করে 'বিষয়সূচী' বা অন্য কোন বাংলা শব্দ লিখতে পারেন।
- Show লেখার পাশে All Labels এবং Selected Labels লেখা রয়েছে। আপনি সবগুলো বা বাছাইকৃত লেবেল প্রদর্শন করতে পারেন। একটু পরে তা ব্যাখ্যা করছি।
- Sorting লেখাটির পাশে লেবেলগুলোকে কিভাবে প্রদর্শন করবেন, তা নির্বাচন (Select) করা যায়। 'বর্ণানুক্রমিক'ভাবে (Alphabetic) নাকি 'বেশি থেকে কম' (Frequent) তা নির্বাচন করা যাবে।
- Display অংশে List নাকি Cloud কিভাবে দেখাবেন তা চিহ্নিত করুন। আমরা Cloud হিসেবে দেখাতে চাই। তাই Cloud নির্বাচন করেছি।
- Show number of posts per label লেখার পাশে টিক চিহ্ন (Tick Sign) থাকলে লেবেলের পাশে পোস্ট সংখ্যা (Post number) দেখাবে, আর টিক চিহ্ন না থাকলে পোস্ট সংখ্যা দেখাবে না। উপরে দেয়া লেবেল ক্লাউডের ছবি-১ এবং ছবি-২ নামক ছবিদুটো পর্যবেক্ষণ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
- আপনি কি লেবেল তালিকায় সবগুলো লেবেল প্রদর্শন করতে চান নাকি বাছাইকৃত লেবেলগুলোই শুধু পাঠকদেরকে দেখাতে চান, তা এবার ব্যাখ্যা করি। উপরের ছবিটি লক্ষ্য করুন। ডিফল্টভাবে All Labels সিলেক্ট করা থাকে। আমি বোঝানোর সুবিধার্থে এবার Selected Labels লেখার পাশের রেডিও বোতামে মাউসের বাম বোতাম দিয়ে ক্লিক করেছি। সঙ্গে সঙ্গে নিচে আর একটি অপশন (Option) চলে এসেছে। তার পাশে মোট লেবেল সংখ্যা প্রদর্শিত হচ্ছে এবং পাশে Edit লেখা রয়েছে। Edit লেখাটিতে মাউসের বাম বোতাম ক্লিক করলে নিচের ছবির মতো একটি সিলেকশন বক্স (Selection box) ওপেন (Open) হয়।
- এই সিলেকশন বক্সে আপনি যেসব লেবেল পাঠককে দেখাতে চান সেগুলো রেখে বাকীগুলোর পাশ থেকে টিকচিহ্ন উঠিয়ে দিন। তারপর DONE লেখাতে মাউসের বামক্লিক করুন।
- সবশেষে লেবেলটি সংরক্ষণ করুন।
- এবার অন্যট্যাবে থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) আপনার ব্লগটি একবার রিফ্রেশ করুন। পরিবর্তনগুলো স্পষ্ট দেখতে পারবেন।