এবার ব্লগারে ডিফল্টভাবে 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি ব্যবহার করুন

আপনারা জানেন ব্লগার.কম (Blogger.com) তাদের ১০ বৎসর বয়স পূর্ণ হবার উৎসব করছে। আর এই উপলক্ষ্যে ব্লগ লিখিয়েদেরকে (Blogger) নানারকম সুবিধা উপহার (Gift) দেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার দিয়েছে সবচাইতে বেশি চাহিদা ও দাবী তোলা হয়েছে যে সুবিধাটির জন্য সেই 'বিস্তারিত পড়ুন' (Read More) সুবিধাটি। ওয়ার্ডপ্রেসে আগে থেকেই থাকা এই সুবিধাটি ব্লগার.কম এ ছিল না। আমরা যারা এই সুবিধাটি ব্লগার.কম এ পেতে চাইতাম তারা এর আগে HTML অংশে বিভিন্ন রকম (Various method) কোড (Code) স্থাপন করে (পদ্ধতি ০১, পদ্ধতি ০২) নিজেদের ব্লগে 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি স্থাপন করেছি। কিন্তু এখন আর সেইসব পদ্ধতির কোনটারই প্রয়োজন নেই। এখন ব্লগের নিজস্ব সেটিংস (Settings) থেকেই ওয়ার্ডপ্রেসে (Wordpress) ডিফল্টভাবে থাকা এই সুবিধাটি পাওয়া সম্ভব। তবে এখনও এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তাই এই অপশনটি (Option) পাওয়া যাবে শুধুমাত্র Blogger in Draft এ। আমরা যারা blogger.com এ লগইন (Login) করি তাদের জন্য এই সুবিধাটি (Feature) এখনও উন্মুক্ত করা হয় নাই।

ব্লগার.কম এ তৈরি করা ব্লগে কিভাবে ডিফল্ট (Default) পদ্ধতিতে 'বিস্তারিত পড়ুন' (Read More...) পদ্ধতিটি যুক্ত করবেন/ স্থাপন করবেন / যোগ করবেন তা এখন আলোচনা করি:
  • প্রথমেই draft.blogger.com এ আপনার গুগল আইডি (Google ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন (Login) করুন।
  • এবার Layout পেজের Page Elements পাতায় চলে যান।
  • এখানে Blog Posts অংশটির নিচে ডানপাশে Edit লেখাতে ক্লিক করুন।

  • একটি নতুন অপশন (New Option) যোগ হয়েছে। যার নাম 'Post page link text', এখানে ডিফল্টভাবে "Read More >>" লেখা রয়েছে। আপনি এই লেখাটিতে ক্লিক করে তা পাল্টিয়ে যে কোন বাংলা শব্দ যেমন 'বিস্তারিত পড়ুন', 'আরও পড়ুন', 'বাকীটুকু পড়ুন' ইত্যাদি লিখে দিতে পারবেন। লিখে দিয়ে তা সেভ (Save) করুন।
  • এবার নতুন পোস্ট লেখার জন্য New Post লেখাতে ক্লিক করুন। পোস্ট এডিটরে (Post Editor) চলে আসবেন।

  • উপরের ছবিটি লক্ষ্য করুন। পোস্ট এডিটরের মেনুর (Post Editor Menu) ডানপাশে (Right Side) একটি নতুন বোতাম (New Button) দেখা যাচ্ছে।
  • যে বাক্যটির পরের লেখাগুলি লুকিয়ে রাখতে চান, তার পূর্বে মাউসের কার্সারটি (Mouse Cursor) রেখে এই বোতামটিতে ক্লিক করুন।
  • একটি লম্বা ধূসর দাগ বসে যাবে। এই দাগটিকে মাউস দিয়ে চেপে ধরে এক লাইন থেকে অন্য লাইনে সরিয়ে (Drag) আনতে পারবেন। এখানে আসলে <!-- more --> লেখাটি বসে যায়। এই কোডটি Edit HTML Mode এ দেখা যায়। আপনি পোস্টের কোন লাইনের পরে <!-- more --> লেখাটি হাতে লিখেও এই 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি স্থাপন করতে পারবেন।
  • এবার পোস্টের বাকীটুকু লিখে প্রকাশ (Publish) করুন।
  • অন্য ট্যাবে থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করুন।
  • নতুন প্রকাশিত পোস্টটি 'বিস্তারিত পড়ুন' সুবিধাযুক্ত হয়ে প্রকাশিত হয়েছে।
  • বিশেষভাবে উল্লেখ্য যে, এই সুবিধাটি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে, তাই ঠিকমতো কাজ নাও করতে পারে।
  • ব্লগারের এই সুবিধাতে ছবিকে (Image) কিন্তু ছোট করে প্রকাশ করা হবে না। অর্থাৎ এই পোস্টে লেখা পদ্ধতিতে ব্লগে 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি যোগ করলে পোস্টে থাকা ছবিটি যেমন ছোট সাইজের হয়ে যায়, তেমন হবে না। মূল সাইজেই ছবিটি প্রদর্শিত হবে।
  • এছাড়াও একটি অতিরিক্ত ফাঁকা লাইন (Gap) পোস্টের মাঝে চলে আসে। ফলে পূর্ববর্তী ভুমিকা ও বাকীলেখাটুকুর মাঝে একটু বেশি ফাঁকা জায়গা দেখা যায়। এই ফাঁকা অংশটুকু অনেকের কাছে দৃষ্টিকটু লাগতে পারে।
মূল ঘোষণাটি রয়েছে Blogger in Draft এর এই পোস্টে। আরও তথ্য পাবেন ব্লগারের সাহায্য ফোরামের এই পাতায়। আমার স্থাপিত নমুনা দেখতে পারেন এই ব্লগের নিচের পোস্টটিতে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger