গুগল আগেই বলে দিয়েছিল যে Google page creator এর মধ্যে যাদের ওয়েবসাইট খোলা আছে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব Google Sites এ তাদের পেজ ও হোস্ট করা ফাইলগুলো সরিয়ে নেয়। আমরা অনেকেই পেজক্রিয়েটরে বিভিন্ন ছবি ও জাভাস্ক্রিপ্ট ফাইল হোস্ট করে রেখে দিয়েছি এবং সেই ফাইলগুলোর লিংক ব্লগারের ব্লগ সাজানোর জন্য ব্যবহার করছি। গুগল এর আগেও বলেছিল যে এই ফাইলগুলোকে গুগল সাইটে সরিয়ে নিয়ে আসতে। কিন্তু আমরা গুগল পেজ ব্যবহার বন্ধ করতে চাইনি, এই প্রতিবাদ হিসেবে এবং ঝামেলা মনে করে ফাইলগুলো সরাইনি। এবার গুগল একটি নতুন টুল তৈরি করেছে। এই টুল দিয়ে অতিসহজে Google page creator এ থাকা ফাইলগুলোকে Google sites (sites.google.com)এ নিয়ে আসা যাবে।
ব্লগার.কম এ লগইন করতে গিয়ে নিচের সতর্কবার্তাটি দেখেছেন কি?
এখানে লেখা রয়েছে
Update your templatesএই বার্তার মাধ্যমে গুগলপেজেস ব্যবহারকারীকে গুগল একটা শেষ সুযোগ দিতে চাচ্ছে বলে মনে হয়। এখনই Update and review লেখাতে ক্লিক করুন। http://bloggerhosting.appspot.com এ আপনি একাউন্টে রেজিস্টার করা ব্লগগুলির আইডিসহ রিডাইরেক্ট হয়ে যাবেন। সেখানে নিচের ছবির মতো একটি নতুন পেজ আসবে। সেখানে Grant Access বোতামে ক্লিক করুন।
Your templates include links to files hosted on Google Page Creator, a service that is soon migrating to Google Sites. Do you want Blogger to update those links now? Learn more
Update and review Dismiss
খুলে যাওয়া পরের পাতায় আপনার একাউন্টে থাকা ব্লগগুলির একটি তালিকা দেখা যাবে।
আপনার কোন ব্লগ আপডেট করতে হবে কিনা তা এই পাতায় চিহ্নিত করা থাকবে। উপরের ছবিতে দেখুন 'বাংলা হ্যাকস' ব্লগের কোন ফাইল গুগলপেজেস এর সাথে লিংক করা নাই। তাই লেখা রয়েছে No references to Page Creator.
কিন্তু যদি কোন ফাইল কোন ব্লগের সাথে লিংক করা থাকে, যা আপনাকে সরিয়ে আনতেই হবে, তাহলে সেই ব্লগের পাশে লেখা থাকবে Found 3 references to Page Creator. নিচের ছবি দেখুন।
এক্ষেত্রে Update references লেখা লিংকে ক্লিক করুন। পরের পাতায় চলে আসবেন।
এখানে Download your blog template লেখাতে ক্লিক করে আপনার ব্লগের টেমপ্লেটটি ডাউনলোড করে নিন। এবং Next লেখা বোতামে ক্লিক করে এগিয়ে যান।
আরেকটি পাতায় দেখা যাবে যে, গুগল নিজে থেকেই গুগল পেজ ক্রিয়েটরে থাকা ফাইলগুলোকে নিজস্ব হোস্টিং এ নিয়ে নিচ্ছে।
এই পাতায় Update লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন। সংরক্ষণ হয়ে গেলে আবার ব্লগ তালিকায় চলে আসবেন। আরও কোন ব্লগে যদি একই সমস্যা থাকে, তাহলে আবার একই পদ্ধতিতে এই সমস্যার সমাধান করতে হবে।
# যদি আপনি জানেন যে গুগল পেজ ক্রিয়েটরে আপনি কোন সাইট তৈরি করেননাই, কিংবা কোন ফাইল আপলোড করেন নাই। তাহলে ব্লগারে প্রবেশ করার সাথে সাথে যদি কোন সতর্কবার্তা দেখা যায়, সেখানে লেখা Dismiss লিংকটিতে ক্লিক করে দিন। আপনি যেহেতু নিশ্চিত যে এর ফলে আপনার কোন ক্ষতি হবে না, সেহেতু অযথা দুঃশ্চিন্তিত হবার কোন কারণ নেই।
আরও তথ্যের জন্য ব্লগারের এই হেল্প পাতাটি একবার দেখে নিতে পারেন।