সারাবিশ্বের বিভিন্ন বয়সী মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উদ্দেশ্যে ব্লগার.কম এ ব্লগ খুলেছে। কেউ বিদেশে থেকে পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছে, কেউ ব্যক্তিগত ডায়রি লিখছে, কেউ সাহিত্য চর্চা করছে, কেউ রাজনৈতিক মতাদর্শ প্রচার করছে, কেউ ভ্রমণ কাহিনী লিখছে, কেউ তার অর্জিত জ্ঞান তা সে যে বিষয়েই হোক না কেন, অন্যদের সাথে শেয়ার করছে, কেউ বা অন্যদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশ করছে আবার কেউ বা শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে ব্লগ খুলে বসেছে। সবার উদ্দেশ্য সাধনে ব্লগার.কম গুরুত্বপূর্ণ সাহায্য করে চলেছে। কাউকেই নিরাশ করছে না। আসলে ব্লগার.কম এর সাফল্য এই সবার সাফল্যের সক্রিয়তার সাথে একই সূত্রে গাঁথা।
কয়েকটি সাধারণ তথ্য:
- ব্লগার.কম শুরু হয় ১৯৯৯ সালের আগস্ট মাসে।
- আজ পর্যন্ত এখানে ৩০ কোটিরও বেশি ব্লগ খোলা হয়েছে।
- প্রতিদিন প্রত্যেক মিনিটে ২৭০,০০০টি শব্দ লেখা ব্লগারের ব্লগে লেখা হয়।
- ব্লগারের তিনভাগের দুইভাগ ট্রাফিক (Traffic) আসে উত্তর আমেরিকার বাইরে থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিজিটর আসে ব্রাজিল (Brazil) থেকে, এর পর ধারাবাহিকভাবে রয়েছে তুরস্ক (Turkey), স্পেন (Spain), ক্যানাডা (Canada) এবং যুক্তরাজ্য (U.K.)।
- ব্লগারদের মধ্যে সবচাইতে প্রিয় খেলা হল ফুটবল (Football)।
এই বিষয়ে আরও কিছু জানার জন্য অফিসিয়াল গুগলব্লগে প্রকাশিত এই ঘোষণাটি একবার পড়ে দেখতে পারেন। অবশ্য একই ঘোষণা ব্লগারবাজ'তেও প্রকাশিত হয়েছে।
ব্লগার.কম কেন ব্যবহার করি সে বিষয়ে আমি নিজেও একটা লেখা পোস্ট করবো বলে ভাবছি। কিন্তু তেমন ভালো লেখক নই বলে কিছুটা দ্বিধাগ্রস্থ। কেমন হয় হোক, হয়তো একটা কিছু লিখেই ফেলবো।