প্রথম আলোসহ অন্যান্য পত্রিকা ফায়ারফক্সে ইউনিকোডে পড়ার পদ্ধতি

আমরা জানি যে প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা আছে যারা নিজস্ব ফন্ট ব্যবহার করে। এই ফন্টগুলো ইউনিকোডভিত্তিক নয়। ফলে সেই পত্রিকাগুলো পড়তে হলে তাদের নিজস্ব ফন্ট ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হয়। কিন্তু 'পরশমণি' নামক একটি এডঅন (Addon) যদি ফায়ারফক্সে ইনস্টল করে নেয়া যায়, তাহলে আর আলাদা আলাদা পত্রিকার জন্য আলাদা আলাদা ফন্ট ইনস্টল করতে হবে না। এই প্রয়োজনীয় এডঅনটি তৈরি করেছে 'ভিস্তাআর্ক'। নতুন ফায়ারফক্স ৩.৫ (Firefox 3.5) এর জন্য আপডেটেড (Updated) পরশমণি এখন পাওয়া যাচ্ছে।

আপনারা জানেন প্রথম আলো সহ কিছু পত্রিকা ইতিমধ্যে নিজেদের সাইটের লিংক (Site Link) পরিবর্তন করে ফেলেছে। তাই আগের 'পরশমণি' এডঅনটি এইসব পত্রিকাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারতো না। নতুন ও আপডেটেড পরশমণিতে এই সমস্যাটির সমাধান করা হয়েছে।

এডঅনটি মজিলার অফিসিয়াল (Official) এডঅন সাইট (Addons) থেকে ফায়ারফক্সে ইনস্টল (Install) করে নিতে পারেন। কিংবা এডঅনটি ডাউনলোড (Download) করে কম্পিউটারে (Computer) হার্ডডিস্কে (Harddisk) রেখে দিয়ে ফায়ারফক্সে ইনস্টল করে নিতে পারেন।

ফায়ারফক্স ৩.০ এর জন্য 'পরশমণি' ডাউনলোড করার অফিসিয়াল সাইট হল:
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975

আর ফায়ারফক্স ৩.৫ এর জন্য নতুন মডিফাই করা পরশমণি ডাউনলোড করুন নিচের ঠিকানা থেকে:
http://www.mediafire.com/?jn0nazya1zz


ডাউনলোডকৃত এডঅন ইনস্টল করার পদ্ধতি:
উপরে দেয়া লিংক থেকে poroshmoni-0_3-haxxored-by-invarbrass.xpi ফাইলটি ডাউনলোড করে হার্ডডিস্কে রেখে দিন। এবার ফায়ারফক্স চালু করে File menu থেকে Open File সিলেক্ট করে হার্ডডিস্কে থাকা poroshmoni-0_3-haxxored-by-invarbrass.xpi ফাইলটি দেখিয়ে দিন। Open কললেই এডঅনটি ইনস্টল হয়ে যাবে।
এবার প্রথম আলোসহ অন্যান্য পত্রিকা দেখতে পাবেন একেবারে স্পষ্টভাবে। আর পত্রিকার কোন লেখা কপি করলেও তা আর ভেঙে যাবে না। ইউনিকোড ফরমেটেই কপি হয়ে যাবে।

আপগ্রেডেট ফায়ারফক্স এক্ষুনি ডাউনলোড করে নিন। এখানে ক্লিক করে অফিসিয়াল ৩.৫ ভার্সনটি সংগ্রহ করুন।

কৃতজ্ঞতা:
  1. আমাদের প্রযুক্তি
  2. প্রজন্ম ফোরাম
আপডেট: একজন পাঠক মন্তব্য করেছেন যে পরশমনি ফাইলটি তিনি ডাউনলোড করতে পারছেন না। আপনি কি দয়া করে আর একবার নিচের দুটি থেকে আর একবার ডাউনলোড করার চেষ্টা করবেন?
ফাইল নং -১ .7z file. size: 8.7KB
ফাইল নং -২ zip file. size: 9KB
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger