আপনারা জানেন প্রথম আলো সহ কিছু পত্রিকা ইতিমধ্যে নিজেদের সাইটের লিংক (Site Link) পরিবর্তন করে ফেলেছে। তাই আগের 'পরশমণি' এডঅনটি এইসব পত্রিকাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারতো না। নতুন ও আপডেটেড পরশমণিতে এই সমস্যাটির সমাধান করা হয়েছে।
এডঅনটি মজিলার অফিসিয়াল (Official) এডঅন সাইট (Addons) থেকে ফায়ারফক্সে ইনস্টল (Install) করে নিতে পারেন। কিংবা এডঅনটি ডাউনলোড (Download) করে কম্পিউটারে (Computer) হার্ডডিস্কে (Harddisk) রেখে দিয়ে ফায়ারফক্সে ইনস্টল করে নিতে পারেন।
ফায়ারফক্স ৩.০ এর জন্য 'পরশমণি' ডাউনলোড করার অফিসিয়াল সাইট হল:
https://addons.mozilla.org/en-
আর ফায়ারফক্স ৩.৫ এর জন্য নতুন মডিফাই করা পরশমণি ডাউনলোড করুন নিচের ঠিকানা থেকে:
http://www.mediafire.com/?
ডাউনলোডকৃত এডঅন ইনস্টল করার পদ্ধতি:
উপরে দেয়া লিংক থেকে poroshmoni-0_3-haxxored-by-invarbrass.xpi ফাইলটি ডাউনলোড করে হার্ডডিস্কে রেখে দিন। এবার ফায়ারফক্স চালু করে File menu থেকে Open File সিলেক্ট করে হার্ডডিস্কে থাকা poroshmoni-0_3-haxxored-by-invarbrass.xpi ফাইলটি দেখিয়ে দিন। Open কললেই এডঅনটি ইনস্টল হয়ে যাবে।
এবার প্রথম আলোসহ অন্যান্য পত্রিকা দেখতে পাবেন একেবারে স্পষ্টভাবে। আর পত্রিকার কোন লেখা কপি করলেও তা আর ভেঙে যাবে না। ইউনিকোড ফরমেটেই কপি হয়ে যাবে।
আপগ্রেডেট ফায়ারফক্স এক্ষুনি ডাউনলোড করে নিন। এখানে ক্লিক করে অফিসিয়াল ৩.৫ ভার্সনটি সংগ্রহ করুন।
কৃতজ্ঞতা:
আপডেট: একজন পাঠক মন্তব্য করেছেন যে পরশমনি ফাইলটি তিনি ডাউনলোড করতে পারছেন না। আপনি কি দয়া করে আর একবার নিচের দুটি থেকে আর একবার ডাউনলোড করার চেষ্টা করবেন?
ফাইল নং -১ .7z file. size: 8.7KB
ফাইল নং -২ zip file. size: 9KB