লেবেলগুলিকে সংখ্যাবিহীন দেখানোর নতুন পদ্ধতি

এর আগের একটি পোস্টে কিভাবে ব্লগের লেবেলগুলোকে (Blog label) সংখ্যাবিহীন দেখানো যায়, তার একটি টিউটোরিয়াল লিখেছিলাম। এবার ব্লগার.কম (Blogger.com) নতুন একটি পদ্ধতি প্রকাশ করেছে, ফলে সেই আগের পদ্ধতিতে ব্লগের HTML কোডে কোনরকম পরিবর্তন করার আর প্রয়োজন নেই। খুব সহজে একটি লেবেলের অন্তর্ভুক্ত কতগুলো পোস্ট রয়েছে তা লুকিয়ে রাখতে পারবেন।

লেবেলের অন্তর্ভূক্ত পোস্ট সংখ্যা আড়াল করার পদ্ধতিটি ধারাবাহিকভাবে জানাচ্ছি:-
  • ব্লগার.কম এ লগইন (Login)করুন।
  • Page Elements পাতায় আপনার লেবেল গেজেটটিতে (Label Gadget) ক্লিক করুন।
  • যে উইন্ডোটি আসবে সেখানে লক্ষ্য করুন
  • Show number of posts per label
  • উপরের লেখাটির পাশের টিক চিহ্নটি (Tick mark) উঠিয়ে দিন।
  • সেভ করুন (Save)।
  • আপনার লেবেলগুলির পাশে আর কোন সংখ্যা দেখা যাবে না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger