Showing posts with label SEO. Show all posts
Showing posts with label SEO. Show all posts

মেটাট্যাগ কি এবং ব্লগার.কম ব্লগে লাগানোর পদ্ধতি

'বাংলা হ্যাকস' ব্লগের একজন পাঠক জানতে চেয়েছেন ব্লগার.কম এর ব্লগে কিভাবে মেটা ট্যাগ বসাতে হয়। তার আগ্রহের প্রেক্ষিতে এই পোস্টটি লিখছি।

মেটা ট্যাগ হল বর্ণনামূলক কিছু শব্দ যার মাধ্যমে গুগল বা যে কোন সার্চ ইঞ্জিনকে সাইটটি সম্পর্কে কিছু বিশেষ ধরণের তথ্য দেয়া হয়। সার্চ ইঞ্জিনকে বিশেষ ধরণের কিছু নির্দেশনাও দেয়া যায় মেটা ট্যাগ দিয়ে।

বস্তুতঃ meta tags হল এমন একটি HTML অথবা XHTML যার মাধ্যমে ওয়েবসাইটটি সম্পর্কে কিছু মেটাডাটা সার্চ ইঞ্জিনের কাছে তুলে ধরা হয়। সাইটের <head> সেকশনের মধ্যেই মেটা ট্যাগ লিখে দিতে হয়। অর্থাৎ থেকে এর মধ্যে মেটা ট্যাগকে থাকতেই হবে। এর বাইরে থাকলে তা কোন কাজে লাগবে না।

৯০ এর দশকের প্রথমদিকে মেটা ট্যাগের ব্যবহার শুরু হয়। কোন একটি ওয়েবপেজের বৈশিষ্ট্যকে সঠিকভাবে তুলে ধরার জন্যে মেটাট্যাগ ব্যবহার করা শুরু করে ওয়েবমাস্টাররা। সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবপেজকে পরিচিত করে তুলতে তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত কাজে মেটা ট্যাগের জনপ্রিয়তা আকাশচুম্বী। অনলাইন মার্কেটিং প্লানকে সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব মেটা ট্যাগ ব্যবহারের মাধ্যমে।

মেটাট্যাগের অনৈতিক ও অনাকাঙক্ষিত ব্যবহার এত বেশি হয়ে গেছে যে, বর্তমানকালের সার্চইঞ্জিনরা এখন আর মেটাট্যাগকে অতটা গুরুত্ব দেয় না। গুগলের ডাইরেক্টর Monika Henziger ২০০২ সালে বলেছেন: "ইদানীং আমরা আর মেটাডাটাকে এর অপব্যবহারের কারণে আর বিশ্বাস করিনা। " ফলে আধুনিক সার্চ ইঞ্জিনরা মেটাট্যাগের বেশ কিছু এলিমেন্ট এড়িয়ে চলে। ওয়েবসাইটের মৌলিক লেখা, ভাল মানের লেখার পরিমাণ, পেজভিউ এবং ইউনিক ভিজিটর, ভিজিটররা কতক্ষণ সাইটে অবস্থান করছে, পুনরায় ভিজিটের পরিমাণ, সাইটের বিভিন্ন লেখা পড়ার পরিমাণ, বিভিন্ন টেকনিক্যাল ও ব্যবহারবান্ধব ফিচার, সাইটের নামের সাথে সংশ্লিষ্ট লেখা, ভৌগলিক অবস্থান ইত্যাদি দিয়ে এখন সার্চ ইঞ্জিনগুলো কোন ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে। ফলে শুধুমাত্র মেটাট্যাগের উপর নির্ভর করে সার্চইঞ্জিনের কাছে নিজের সাইটের গুরুত্ব বাড়ানোর আশা করাটা কিঞ্চিত বোকামীই হবে।

ব্লগার.কম ব্লগে কিভাবে মেটাট্যাগ বসাতে হয়?
  • গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্লগার.কম লগইন করুন।
  • Layout > HTML ট্যাবে যান।
  • সেখানে <head> থেকে </head> এর মধ্যে প্রয়োজনীয় মেটাট্যাগ বসিয়ে SAVE TEMPLATE ক্লিক করুন।
  • মনে রাখুন যে একই জায়গায় 'google-site-verification' মেটাট্যাগটিও বসাতে হয়।
মেটা ট্যাগ কয়েক প্রকারের হতে পারে। তবে সবচাইতে বহুল ব্যবহৃত তিনপ্রকারের মেটা এলিমেন্ট নিয়ে আজ আলোচনা করবো।

একঃ
প্রথমেই আসে Kewords মেটাএলিমেন্টের কথা।
আপনার ওয়েবসাইটের কীওয়ার্ড কি কি অর্থাৎ আপনার সাইটের মূল বিষয় কি কি, তা এই কীওয়ার্ড মেটাট্যাগের মাধ্যমে আপনি সার্চইঞ্জিনকে জানাতে পারেন। <head> থেকে </head> এর মধ্যে কীওয়ার্ড মেটাএলিমেন্ট বসিয়ে দিন। এর কোড নিম্নরূপঃ
<meta content='ব্লগের কীওয়ার্ড' name='keywords'/>
উল্লেখ্য যে অপ্রাসঙ্গিক কীওয়ার্ড এত বেশি ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে গেছে যে এখন সার্চ ইঞ্জিনগুলোর কাছে কীওয়ার্ডের মূল্য একেবারেই নেই। বিশেষ করে গুগলের সার্চরোবট ওয়েবসাইটের Keyword এড়িয়ে চলে। ইয়াহু এবং কিছু অপ্রধান সার্চইঞ্জিন এখনও কীওয়ার্ড দিয়ে সাইটের বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেয়। কিন্তু এখন তারাও খুব সতর্ক হয়ে গেছে। অতএব Keywords মেটা ট্যাগ ব্যবহার করুন নিজ দায়িত্বে। এর কাছ থেকে বেশি কিছু আশা করা অনুচিত হবে।

দুইঃ
দ্বিতীয় ভাগে আসে একটি প্রধান Meta Tag এর নাম। এটা হল 'Content' এই মেটাএলিমেন্টের মাধ্যমে আপনার ব্লগের বৈশিস্ট্য, শ্লোগান, সাধারণ বর্ণনা সংক্ষেপে এই মেটাট্যাগের মধ্যে লিখে দিতে হয়। এর কোড
<meta content='ব্লগের বর্ণনা' name='description'/>
গুগলের সার্চ রেজাল্টে পোস্ট বা সাইটটাইটেলের পরে এই বর্ণনাগুলির উল্লেখ থাকে। অতএব ভেবেচিন্তে বর্ণনা লিখুন।

তিনঃ
এরপর বলি একটি গুরুত্বপূর্ণ মেটাট্যাগের কথা। এর নাম ROBOTS মেটা ট্যাগ। এটার কোড
<meta content='INDEX, FOLLOW' name='ROBOTS'/>
এই মেটার মাধ্যমে আপনার ব্লগটি সার্চইঞ্জিন ইনডেক্স করবে কি না তা জানাতে হয়। এছাড়াও ব্লগে থাকা অন্য সাইটের বা নিজ সাইটের লিংকগুলো ফলো করবে কি না তা সার্চ ইঞ্জিনগুলোর রোবট এই মেটট্যাগের মাধ্যমে জেনে নেয়। আপনি ইচ্ছে করলে এখানে 'noindex' এবং 'nofollow' ব্যবহার করতে পারেন। যদি 'noindex' ব্যবহার করেন, তাহলে আপনার ব্লগটির কোন Cache সার্চ ইঞ্জিনের ডাটাবেসে থাকবে না। যদি 'nofollow' ব্যবহার করেন, তাহলে আপনার ব্লগের বিভিন্ন পোস্টে থাকা অন্য সাইটের লিংকগুলো অভিমূখে সার্চইঞ্জিন রওনা হবে না। কিন্তু পাশাপাশি যদি আপনি আপনার ব্লগেরই অন্য কোন পোস্টে লিংক করেন, তাহলে সেটাও সার্চইঞ্জিনের গতিপথের বাইরে থেকে যাবে।

মেটাট্যাগের মধ্যে আপনি নিজের নাম বা এলাকার নাম, জিপকোড বসিয়ে দিতে পারেন। এর মাধ্যমে আপনার পরিচিতি সার্চইঞ্জিনগুলোর কাছে জানা থেকে যাবে।
এর কোড এরকমঃ
<meta content='Aero River' name='author'/>
<meta content='000000' name='zipcode' />

আর একটি বিশেষ মেটাট্যাগ আছে, যার নাম Refresh
যদি আপনি পুরনো ঠিকানা বাদ দিয়ে নতুন ঠিকানায় ব্লগ লেখা শুরু করেন, তাহলে এই ট্যাগটি ব্যবহার করতে পারেন। এ বিষয়ে পড়ুন কিভাবে ব্লগার.কম এর ব্লগকে রিডাইরেক্ট করা যায় শীর্ষক পোস্টটি।

এছাড়াও সার্চরেজাল্টে আপনার ব্লগের পোস্টটিকে সঠিকভাবে তুলে ধরার জন্য টাইটেলকে সার্চইঞ্জিনের উপযোগী করে তুলতে হয়। এর পদ্ধতি জানার জন্য পড়ুন "সার্চ ইঞ্জিন উপযোগী পোস্ট টাইটেল প্রদর্শন করুন" নামক পোস্টটি।

ব্লগে আপলোড করা ছবিতে ক্যাপশন যোগ করুন

ব্লগারের ব্লগে আপলোড করা ইমেজে ক্যাপশন যোগ করার কোন অপশন এতদিন ছিল না। এ নিয়ে ব্লগ লিখিয়েদের অনেক অভিযোগের ছিল। এবার তাদের সব অভিযোগ শেষ হয়েছে। এখন থেকে ব্লগারের ব্লগে কোন ছবিফাইল আপলোড করার পর তাতে ক্যাপশন যোগ করতে পারবেন। ফলে আপনার ছবিটি গুগল সার্চে ইনডেক্স হয়ে যাবে কোনরকম ঝামেলা ছাড়াই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না।
Add caption to images in blogge.com blog.
কিভাবে ছবিতে ক্যাপশন যোগ করবেন?
Bangla Hacks
  • উপরের ছবিতে দেখুন ক্যাপশন যোগ করা হয়েছে।
Adding caption to uploaded images in Blogger.com blog
  • আপলোড করা ছবিতে ক্যাপশন যোগ করার জন্য আপনাকে draft.blogger.com ঠিকানায় গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • পোস্ট এডিটরে নতুন পোস্ট লিখতে গিয়ে কোন ছবি আপলোড করুন।
  • আপলোড করা হয়ে গেলে পোস্ট এডিটরে যখন ছবিটিকে দেখা যাবে, তখন ছবিটিতে ক্লিক করুন।
  • নিচে ছবির এডিটিং প্যানেল আসবে।
  • এখানে ছবি ছোট বড়, ডানে বামে নিয়ে যাওয়া ইত্যাদি করতে পারবেন।
  • এই বাটনগুলোর মধ্যেই একটি নতুন লিংক যোগ করা হয়েছে। নাম Add Caption
  • এই Add Caption লেখা লিংকে ক্লিক করলে ক্যাপশন লেখার জায়গা দেখা যাবে।
  • সেখানে ছবির জন্য প্রযোজ্য ক্যাপশনটি লিখে দিন।
  • পোস্ট পাবলিশ করুন।
  • # তবে মনে রাখতে হবে যে এটা ব্লগারের মূল ব্লগের (blogge.com) পোস্ট এডিটরে পাওয়া যাবে না। শুধুমাত্র draft.blogger.com এর পোস্ট এডিটরে পাওয়া যাবে। অর্থাৎ এই ফিচারটি নিয়ে এখনও নানারকম পরীক্ষা নিরীক্ষা চলছে। তাই নিজ দায়িত্বে এই ফিচারটি ব্যবহার করুন। কোনরকম সমস্যা হলে ব্লগার.কম কোন দায় স্বীকার করবে না।

গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় পোস্ট

গুগল SEO রিপোর্ট কার্ড ডাউনলোড করুন

google seo report cardসম্প্রতি গুগল একটি SEO REPORT CAED প্রকাশ করেছে। এতে সার্চ ইঞ্জিনে নিজের সাইটটি কিভাবে এবং কোন জায়গায় আছে তা জানার জন্য বেশ কয়েকটি প্রয়োজনীয় উপাদান আলোচনা করা হয়েছে। টাইটেল ট্যাগ, বর্ণনা মেটাট্যাগ, হেডিংস ট্যাগ, ওয়েব ঠিকানার পদ্ধতি ইত্যাদি বিষয়ে ব্লগার / ওয়েবমাস্টারদেরকে সচেতন করার জন্য এতে সবকটি বিষয়ে খুঁটিনাটি দিক তুলে ধরা হয়েছে। খুব সাধারণ কিছু SEO বিষয়ে সচেতন থেকেই সার্চ ইঞ্জিনের সামনে নিজের সাইটটিকে পরিচিত করে তোলা যেতে পারে।

বস্তুত গুগল সার্চ ইঞ্জিন কোন সাইট ক্রল করতে গিয়ে কি কি বিষয় খেয়াল করে, কেন করে এইসব বিষয়ই এই রিপোর্ট কার্ডের মূল আলোচ্য বিষয়।

পোস্টে হেডিংস ট্যাগ, কিওয়ার্ড, ইমেজ/ ছবির নাম/ এঙ্কর টেক্সট নিয়ে এতদিন যা আলোচনা করা হয়েছে, এই কার্ডে সেইসব বিষয় স্থান পেয়েছে।

আসলে এই ইবুকটি আরো আগেই গুগল প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু আজ করি কাল করি করে করে দেরী হয়ে গেল। এবার ওয়েবমাস্টারদের সাথে সাথে সাধারণ ব্লগাররাও গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে সচেতন হয়ে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

৪৯ পৃষ্ঠার ১.৬ মেগাবাইট সাইজের গুগল SEO রিপোর্ট কার্ডটি ডাউনলোড করে নিন। আর নিজের সামর্থ ও ব্লগ অভিজ্ঞতাকে যাচাই করে নিন । খবরটি প্রকাশিত হয়েছে Google webmaster central blog এখানে।

ডাউনলোড করুন: Google's SEO Report Card
ফাইল টাইপ: PDF

গুগল "বাংলা হ্যাকস" ব্লগকে বেশ দ্রুত ইনডেক্স করছে

Bangla hacks indexed by Google quickly"বাংলা হ্যাকস" ব্লগ ইদানীং বেশ দ্রুত গুগল সার্চে ইনডেক্স হচ্ছে। উপরের ছবিটি দেখুন। আমি এর আগে ফেব্রুয়ারি ২০১০ মাসের কয়েকটি উল্লেখ্যযোগ্য পোস্ট শীর্ষক একটি পোস্ট লিখেছিলাম। পোস্টটি প্রকাশ করার পর একবার পরীক্ষা করে দেখার ইচ্ছে হল। পরীক্ষা করে দেখে অবাক হয়ে গেলাম। মাত্র ২ (দুই) মিনিটের মধ্যেই গুগলবট 'বাংলা হ্যাকস' ব্লগের নতুন পোস্টটি ইনডেক্স করে ফেলল।

প্রিয় পাঠক, এই সাফল্যের প্রধান অংশীদার আপনি, সেকথা জানেন তো?

সম্পাদকের প্রিয় পোস্ট [সপ্তাহ ৮]

এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা। ওই পোস্টটির পর থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটি পোস্ট "বাংলা হ্যাকস" ব্লগে প্রকাশিত হয়েছে যেগুলোর দিকে আপনাদের আর একবার দৃষ্টি দেয়া প্রয়োজন। সেই প্রয়োজনীয় পোস্টগুলো নিচে উল্লেখ করলাম।

DOT Tk ডোমেইনে ব্লগারের ব্লগ সংযুক্ত করার পদ্ধতি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নীল সমুদ্র বেষ্টিত নারিকেল বীথিঘেরা ছোট্ট একটি দ্বীপদেশ Tokelau। এই দেশের টেলি কমিউনিকেশন কোম্পানী Teletok এবং BV DOT TK এর সাথে যৌথ উদ্যাগে শুরু হয় Dot tk এর অভিযাত্রা। BV DOT TK কে সরকার এক নতুন ধরণের ডোমেইন সিস্টেম রেজিস্ট্রেশন করার অনুমতি দেয়। এই কোম্পানী সারা পৃথিবীর অনলাইনকে এক নতুন রূপ দেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। নেদারল্যান্ডের আমস্টারডাম, ইংল্যান্ডের লন্ডন এবং Isle of Man এর Douglas এ এদের অফিস রয়েছে। সারা পৃথিবীর কোনে কোনে DNS রুট সার্ভার নিয়ে এরা কোটি কোটি রেজিস্টার্ড সদস্যকে সেবা দেয়ার প্রতিশ্রুতি দেয়। জনপ্রিয়তা পেতে দেরী হয়নি। যারা নিজেদের নামে .com, .org, .net প্রভৃতি টপ লেভেল ডোমেইন (Top Level Domain TLD) ঠিকানা পায়নি। তারা পেয়ে যায় নিজেদের নামে অনলাইনে পৃথিবীর সামনে উপস্থিত হবার এক দারুণ সুযোগ।
How to attach blogger blog with dot tk domain.
এতদিন Dot.tk শুধুমাত্র ফরোয়ার্ড (Forward) করার কাজ করতো। আপনার যদি ব্লগার (Blogger.com) বা বিভিন্ন ফ্রি হোস্টিং সার্ভিসগুলোতে (Free Hosting Service) ওয়েবসাইট থাকতো। তাহলে এর লম্বা URL টাকে বলতে বা লিখতে গিয়ে একটু কষ্ট হতো। সেই কষ্টটাকে লাঘব করার জন্য Dot.tk এর শরণাপন্ন হতো সবাই। যেমন: http://yoursite.blogspot.com অথবা
http://www.freehost.com/users/yourwebsite এই বড় নামগুলিকে অনায়াসে ছোট নামে ব্যবহার করা যেত Dot.tk দিয়ে। সেক্ষেত্রে নামটি হতো http://www.yoursite.tk, এই ছোট্ট নামটি বলতে সহজ আবার লিখতেও সহজ। কিন্তু ফরোয়ার্ড করার সিস্টেমে Dot.tk এর বড় সীমাবদ্ধতা ছিল যে এর ফলে ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলোর ঠিকানার কোন পরিবর্তন হতো না। যেমন: http://yoursite.blogspot.com/2010/01/post_title.html , লক্ষ্য করুন ব্লগের ঠিকানাতে tk থাকা সত্ত্বেও কোন নির্দিষ্ট পোস্ট পেজের ঠিকানাতে blogspot.com থেকে গেছে। এবার Dot.tk তে এসেছে এক ব্যাপক পরিবর্তন। এখন থেকে Dot.tk নিজস্ব Name Server ব্যবহার করার সুযোগ দিচ্ছে। ফলে আপনার সাইটের ঠিকানাতেও এর প্রভাব পড়বে। ব্লগারের ব্লগ যদি ব্যবহার করেন, তাহলে Custom Domain হিসেবে Dot.tk এর ঠিকানা ব্যবহার করার সুযোগ পাবেন। আর তাহলে পোস্ট পেজের ঠিকানা হবে http://www.yoursite.tk/2010/01/post_title.html, অর্থাৎ এখন থেকে Dot.tk একটি পূর্ণাঙ্গ ডোমেইন হিসেবেই কাজ করবে।
Today will learn how to change domain DNS settings at DOT Tk.
আজ আমরা জানবো কিভাবে Dot.tk তে Name Server বা DNS Settings পরিবর্তন করে নিতে হয়।

  • প্রথমেই Dot.tk সাইটে ভ্রমণ করুন।
  • DOT TK Homepage
  • এখানে Enter Your URL here লেখা জায়গায় আপনার পছন্দের ডোমেইন নামটি লিখে Next বাটনে ক্লিক করুন।
  • Dot TK Domain Registration
  • পরের পৃষ্ঠায় দেখা যাবে যে আপনার পছন্দের নামটি রেজিস্ট্রেশন করার জন্য শূন্য রয়েছে কি না। যদি থাকে, তাহলে লেখা থাকবে This Domain is still available , এই পাতার Next লেখা বোতামে ক্লিক করে পরবর্তি পৃষ্ঠায় চলে যান। লক্ষ্য করুন উপরের ছবির মতো পাতায় Free Domain এবং Paid Domain এই দুটোর মধ্যে আমরা Free বেছে নিয়েছি। অর্থাৎ Free Domain লেখার পাশের রেডিও বোতামে চিহ্ন দেয়া আছে।
  • Dot Tk Domain DNS Settings
  • এই পৃষ্ঠায় আপনি কিভাবে আপনার ডোমেইনটিকে ব্যবহার করতে চান, তা জানতে চাইছে। শুধু ফরোয়ার্ড করে নাকি নিজস্ব DNS ব্যবহার করে। আমরা নিজস্ব DNS ব্যবহার করার জন্য Use DNS For this Domain লেখা বোতামে ক্লিক করবো।
  • পরের পৃষ্ঠায় Use Dot TK's Free DNS Service লেখা রেডিও বোতামে ক্লিক করুন।
  • Use Free DNS Services on DOT Tk
  • আপনার পছন্দের নামযুক্ত ঘরের পাশে যে IP Address লেখা টেক্সট বক্স আছে, তা নিচের ছবির মতো তথ্য দিয়ে পূরণ করুন।
  • Use Free DOT Tk DNS Services
  • এই তথ্যগুলি ব্লগারের (Blogger.com) ব্লগ ব্যবহার করলে লিখতে হবে। আপনি যদি কোন ফ্রি হোস্ট সার্ভিস ব্যবহার করেন, অথবা কোন নিজস্ব হোস্টিং ব্যবহার করেন, তাহলে Use my own DNS Services লেখা বোতামে ক্লিক করুন। প্রযোজ্য জায়গায় Name Server এবং IP Address লিখে দিন। ব্লগার.কম এর ব্লগের ক্ষেত্রে আমরা www ছাড়া ঠিকানার ক্ষেত্রে IP Address দিব 216.239.32.21 অথবা 64.202.189.170, আর www যুক্ত ঠিকানার ক্ষেত্রে IP Address ঘরে লিখব ghs.google.com
  • শেষে আপনার ইমেইল (Email) ঠিকানা ও ক্যাপচা (Captcha) শব্দগুলি টাইপ করে next লেখা বোতামে ক্লিক করুন।
  • আপনার দেয়া ইমেইল ইনবক্সে Dot.tk থেকে একটি চিঠি এসে উপস্থিত হবে। এখানে আপনার একাউন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং শুধুমাত্র আপনার জন্য একটি বিশেষ কনফার্মেশন কোড (Confirmation Code) থাকবে। একটিভ করার জন্য প্রযোজ্য লিংকে ক্লিক করলে এই কনফার্মেশন কোডটির প্রয়োজন হবে। You will need a confirmation code to complete regstration at DOT TK.
  • DOT TK registration process confirmation code
  • কনফার্মেশন কোডটি (Confirmation Code) টেক্সটবক্সে টাইপ করে Confirm লেখা বোতামে ক্লিক করুন। Your registration process is complete now.
  • আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
  • এবার আপনাকে ব্লগার.কম এ লগইন (Login) হয়ে যে ব্লগের সাথে Dot.tk থেকে নেয়া ডোমেইনকে সংযুক্ত করতে চান, তার সেটিংস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পদ্ধতি জানুন কিভাবে ব্লগার.কম এর ব্লগকে নিজস্ব ডোমেইনের সাথে সংযুক্ত করতে হয় এই লিংক থেকে।
  • ব্যক্তিগত বা কোন অবানিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা সাইটগুলোর ডোমেইন Dot.tk থেকে রেজিস্টার করে ব্যবহার করা যেতে পারে বলে আমি মনে করি। অযথা টাকা খরচ করে ডোমেইন কেনার বিলাসিতা কি আমাদের মতো দরিদ্র দেশের নাগরিকদেরকে মানায়?
  • তবে মনে রাখতে হবে যে, Dot.tk থেকে নেয়া ফ্রি ডোমেইন ব্যবহারের শর্ত কিন্তু একটাই আছে। আর তা হল ৯০ দিনের মধ্যে কমপক্ষে ২৫টি ভিজিট হতে হবে এই ডোমেইনে। তা না হলে কিন্তু ডোমেইনটির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
  • লক্ষ্য রাখুন-- আগামীকাল লিখব বিখ্যাত co.cc থেকে নেয়া ফ্রি ডোমেইনের DNS পরিবর্তন করার পদ্ধতি
আপডেটঃ (২৮/০২/২০১০) আজ dot.tk তে একটি সাইটের রেজিস্ট্রেশন করে দিলাম। ডট.টিকে কন্ট্রোল প্যানেলে এই সাইটের DNS পরিবর্তনের তথ্য সবার সাথে শেয়ার করলাম।
dot tk control panel informationএখানে দেখুন A এবং CNAME কিভাবে পরিবর্তন করা হয়েছে। IP Adress 216.239.32.21 এর বদলে 64.202.189.170 দিয়ে কাজ হয়েছে।

গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা

এখন থেকে গত সপ্তাহ বা পূর্ববর্তি কয়েকটি দিন বা মাসের জনপ্রিয় পোস্টগুলির খবরাখবর নিয়ে পোস্ট লিখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে একটি মাত্র পৃষ্ঠা থেকে আগের দিনগুলোতে প্রকাশ হওয়া জনপ্রিয় পোস্টগুলি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। ফলে ভিজিট না করার দরুণ কোন পোস্ট অপঠিত থেকে গেলে তা আর একবার পাঠ করা যেতে পারে। আজ গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা নিয়ে পোস্ট লিখলাম।

SEO: Noarchive Meta Tag কি এবং কেন

আপনারা নিশ্চয় ইতিমধ্যেই গুগল সার্চ দিয়েই দেখেছেন যে পাতার লিঙ্কের পাশে Cached - Similar ইত্যাদি দুটি বাড়তি লিঙ্ক দেখা যাচ্ছে। নিচের ছবির মতো -
Noarchive meta tag
কি এই Cached লিঙ্ক? বিশেষ কিছুই তেমন নয়, গুগল রোবট যেকোনো ওয়েবসাইটে গেলেই সেই পাতার একটি স্ন্যাপশট জাতীয় নিয়ে রাখে এবং তা গুগলের নিজস্ব সার্ভারে সযত্নে রক্ষিত থাকে। পরে যদি সেই ওয়েবমাস্টার সেই পাতাকে আপডেট করেন, তাহলেও গুগল রোবটের নেওয়া স্ন্যাপশট এই Cached লিঙ্ক ক্লিক করলেই পুরোনো পাতার সংরক্ষিত পাতাটি দেখা যাবে। কেউ চাইলেই আপডেট করার আগের পাতাটি দেখতে পারবেন।

কিন্তু ধরুন যদি আপনি চাইছেন গুগল যেন তার সার্ভারে আপনার কষ্টের কাজের কোনো পাতাই সংরক্ষণ না করে। সহজ একটি উধারন দিই। আপনি এটা চাইতেই পারেন যদি আপনি ঘন ঘন আপনার ওয়েবসাইট আপডেট করেন, যেমন ধরুন ক্রিকেট খেলার স্কোর দিয়ে একটি ব্লগ পোস্ট দিয়েছেন যার মধ্যে আপনি ক্রমশ আপডেট করে চলেছেন সারাদিন ধরে, সেক্ষত্রে আপনি তো চাইবেন যেন পুরোনো পাতা গুগল সার্ভারে না থাকে, তাইনা? এইরকম অনেকের অনেক কারন থাকতে পারে, এবং যেকোনো ওয়েবমাস্টার/ব্লগার চাইতে পারেন যেন গুগল তাদের সাইট/ব্লগের কোনো পাতাকেই Cache না করে রাখে।

কিভাবে গুগল রোবটকে জানাবেন এই কাজ করা থেকে বিরত থাকতে? সামান্য একটি মেটা ট্যাগ দিয়েই তা করা যাবে। meta content='noarchive' name='robots' এই ট্যাগ ব্যাবহার করলেই যেকোনো সার্চ ইঞ্জিন রোবট আপনার ব্লগ/সাইট পাতাকে Cache করা থেকে বিরত থাকবে। তবে, কেবল নির্দিষ্ট একটি দুটি রোবটকে এই নির্দেশ দিতে গেলে উপরের মেটা ট্যাগে সেই রোবটের নাম লিখে দিতে হবে। ধরুন আপনি চাইছেন শুধুই গুগল রোবটকে মানা করতে, সেক্ষেত্রে এইভাবে লিখবেন -
meta content='noarchive' name='Googlebot' এইভাবে লিখে দিতে হবে রোবটের নাম।

এর জন্য আপনাকে জানতে হবে বিভিন্ন সার্চ ইঞ্জিনের রোবটের এজেন্ট নেম। গুগল সার্চ রোবটের নাম যেমন Googlebot, তেমনি ছবি ইন্ডেক্স করে যে রোবট তার নাম Googlebot-Image, মোবাইল সার্চ ইন্ডেক্স রোবটের নাম Googlebot-Mobile, গুগল এডওয়ার্ডস রোবটের নামে Adsbot-Google, এলেক্সা রোবটের নামে ia-archiver, All-The-Web রোবট হচ্ছে fast-webcrawler, Altavista রোবট হচ্ছে scooter, Inktomi রোবটের নাম
slurp@inktomi ইত্যাদি। (আমি যতোদূর জানি, এলেক্সা রোবটকে মানা করলেও সে সব ওয়েব পাতাকেই Cache করবে)

এইভাবে নিজের ওয়েবসাইট/ব্লগ লিঙ্ক সর্বদা আপডেট করে রাখুন। কেউ যেন পুরোনো রূপে দেখতে না পায়। (যথারীতি, ফ্রি ওয়ার্ডপ্রেস ইউজারদের জন্য এটা সম্ভব নয়)

*** কিছুদিন আগে হাজার হাজার ওয়েবমাস্টার/ব্লগার এর প্রয়োজনীয়তা টের পেয়েছিলেন। প্রায় কেঁদে ফেলেছিলেন অনেকেই। তাই এই পোস্ট দিলাম। একটি খবর প্রকাশ করে প্রচুর ওয়েবমাস্টার/ব্লগার আইনত ফেঁসে যেতে বসেছিলেন। কারন তাদের হদিশ পেয়ে গিয়েছিল আদালতে আবেদনকারীর উকিলরা, গুগল সার্চে এই Cache ফিচার দিয়েই। তারা ব্লগ থেকে আসল পোস্ট মুছে ফেললেও পুরোনো পোস্টের অবিকল নকল পাতা দেখা গিয়েছিল এই Cache দিয়ে। এই noarchive ব্যাপারে আগে জানলে তারা কেউ ধরা খেতেন না।

প্রতিটি পোস্টের পাশে Digg বোতাম স্থাপন করার পদ্ধতি

আমরা চাই আমাদের ব্লগের মূল্যবান লেখাগুলো যেন সর্বোচ্চ সংখ্যক পাঠকের দৃষ্টিতে পড়ে। আর এ জন্য বিভিন্ন সোশ্যাল সাইটে (Social site) পোস্ট শেয়ারের কোন বিকল্প নেই। এরকম একটি ব্লগপোস্ট বা ওয়েবপেজ শেয়ারিং সাইট (Blogpost/ Webpage sharing site) হলো Digg.com, এই সাইটে রেজিস্ট্রেশন করে আপনি আপনার পছন্দের ওয়েবপেজগুলিকে অন্যদের সাথে খুব সহজে ও দ্রুততর সময়ে শেয়ার করতে পারবেন।

আপনি ইচ্ছে করলে নিজের ব্লগের পোস্টগুলিকেও Digg.com সাইটে শেয়ার করার জন্য অন্যদেরকে উৎসাহিত করতে পারেন। আর এর জন্য প্রয়োজন ব্লগ পোস্টগুলির পাশে একটি Digg বোতাম লাগানো। পাশের ছবিটি দেখুন- এরকম একটি ডিগ বাটন (Digg button) যদি আপনার প্রতিটি ব্লগ পোস্টের পাশে থাকে, তাহলে পাঠক নিজের অজান্তেই প্রিয় পোস্টটিকে তাঁর বন্ধু/ পরিচিতজনদের সাথে ডিগিং করার মাধ্যমে শেয়ার করতে চাইবেন। এই বাটনটির একটি বিশেষ সুবিধা আছে। আর তা হলো পোস্টটি কতজন ডিগ (Digg count) করেছেন, তার সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এর জন্য আলাদা কোন কোড স্থাপন করতে হবে না। This button will show digging count automatically.

আপনিও কি আপনার ব্লগে এই ধরণের একটি বোতাম স্থাপন করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ আমরা শিখবো এই মূল্যবান বোতামটি কিভাবে ব্লগের প্রতিটি পোস্টের পাশে স্থাপন করা যায়।
  • ব্লগার.কম এ লগইন করুন।
  • Layout> Page Elements > Edit HTML ট্যাব খুলুন
  • Expand widget Templats লেখাতে একটি টিক চিহ্ন দিয়ে দিন।
  • এখানে <data:post.body/> লেখাটি খুঁজে বের করতে হবে।
  • এবার এই কোডটির ঠিক উপরে নিচের স্ক্রিপ্টটি স্থাপন করুন এবং সেভ দিন।
<div style='float:right; margin-left:10px;'><script type='text/javascript'> digg_url = '<data:post.url/>'; </script><br /> <script src='http://digg.com/tools/diggthis.js' type='text/javascript'/> </div>
অন্য ট্যাবে থাকা আপনার প্রিয় ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। দেখুন আপনার ব্লগের প্রতিটি পাতার পাশে উপরের ছবির মতো একটি Digg বোতাম দেখা যাচ্ছে। How to add digg button in blogger blog.Now your job is completed.
উল্লেখ্য যে, ব্লগপোস্টে যদি কোন ছবি থাকে, তাহলে ছবিটির উপরে দু'চার লাইনের কয়েকটি বাক্য লিখে দিবেন। তা না হলে ডিগ বোতামটির কারণে একটি বিরাট শূন্যস্থান দেখা যেতে পারে।

কিভাবে পোস্ট শিরোনামের উপরে বা নিচে Google Adsense Code লাগাবেন

ফ্লোরেন্স রিয়া

কিভাবে Google Blogger’এ খোলা ব্লগে পোস্টের শিরোনামের উপরে, নিচে এবং পোস্টের মধ্যেই adsense কোড দেবেন? যারা জানেন তাদের জন্য খুবই সহজ, অথচ যারা জানেন না এখনো, তাদের কৌতুহলের সীমা নেই। ফ্রী ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারীরা এই সুযোগ থেকে বঞ্চিত আছেন এবং তাই থাকবেন। Google Blogger ব্লগে এটি করতে পারবেন সহজেই। শিরোনামের উপরে একটি ৪৬৮x৬০ link unit, শিরোনামের নিচে একটি ৪৬৮x৬০ ad unit এবং পোস্টের শুরুতেই বাঁদিক ঘেঁষে কিম্বা ডানদিক ঘেঁষে একটি মস্তবড় ৩৩৬x২৮০ ad unit হলে কেমন হয়?

এর জন্য শুরুতেই এই তিন ধরনের adsense কোড্‌ তৈরী করে নিন এবং সেটা চালু হতে ১০ মিনিট অপেক্ষা করুন। তিনটি কোড নিয়ে নোটপ্যাডে পেস্ট করে রাখুন। এই ১০ মিনিটের মধ্যে চলুন অন্যান্য সেটিংস শিখে ফেলি। যাদের ইতিমধ্যেই কোড বানানো আছে তারা সরাসরি শুরু করে দিতে পারেন। প্রথমেই নিন 468×60 link unit কোড, অন্য ট্যাবে খুলুন HTML Parser, সেখানে বাক্সে কোড দিয়ে দিন এবং পার্স করে নিন, যে কোড হাতে পাবেন, সেটিকে আগের নোটপ্যাডে নির্দিষ্ট কোডের নিচেই পেস্ট করে রাখুন (আলাদা করার জন্য মাঝে একটা লাইন টেনে নিতে পারেন)। এইভাবে সব কোড একে একে পার্স করে নিয়ে নোটপ্যাডে রাখুন।How to insert google adsense code inside blog post or just below the post title. You need to change some code in blogger.com HTML section.
এবারে চলুন ব্লগার প্যানেলে লগ-ইন করি। লগ-ইন হয়ে গেলে চলুন Layout>Edit HTML ট্যাবে। থিম কোডের বাক্সের উপরেই ক্লিক করুন Expand Widget Templates, এবং এবারে চাপুন CTRL+F আর খুঁজে বের করুন -
<a expr:name='data:post.id'/>
এর ঠিক উপরের লাইনে পেস্ট করুন আপনার এডসেন্সের 468×15 link unit’এর পার্স করা কোড’টি। এরপরে জিনিসটি দেখাবে এমন -

এবারে আমরা শিরোনামের নিচে এবং পোস্ট বডির উপরে দেবো 468×60 ad unit’টি। তার জন্য খুঁজে বের করুন
<b:else/>
<data:post.title/>
<b:if>
এবারে আপনার তৈরী থাকা ৪৬৮x৬০ ad unit’এর পার্স করা কোড নিয়ে পেস্ট করুন -

এবারে, পোস্টের মধ্যে বাঁদিক ঘেঁষে আমরা ৩০০x২৫০ কিম্বা ৩৩৬x২৮০ একটি ad unit দেবো। উপরের পদ্ধতি থেকে সামান্য ভিন্ন হবে এটি। কারন এই ক্ষেত্রে adsense code’এর দুই পাশ ঘিরে থাকবে আপনার পোস্টের লেখা। তার জন্য alignment করার দরকার। নিচের ছবির মধ্যে যেভাবে দেখানো আছে, সেইভাবে আগে নোটপ্যাডে লিখে নিন। অথবা নিচের কোডটুকু কপি করে নিন।You don't need to do anything. Just copy the code below.
Left-aligned table with Adsense:
<table border="0"align="left><tr><td>
Google adsense code goes here
</td></tr></table>

Right-aligned table with Adsense:
<table border="0" align="right"><tr><td>
Google adsense code goes here
</td></tr></table>
বাঁদিক ও ডানদিক যেভাবে চান, সেই মতো কোড লিখবেন। মাঝে google adsense code দিয়ে দেবেন ঠিক যেখানে দেখানো আছে। এইবারে পুরোটা কপি করে নিয়ে আবার HTML Parse করে নিন। নতুন কোড’টি নিয়ে এবারে থিমের মধ্যে খুঁজে বের করুন -
<data:post.body/>
পেস্ট করে দিন পুরো কোড এইভাবে -

ব্যাস, কাজ শেষ। এতোক্ষণে google adsense code activate হয়ে যাওয়ার কথা। থিম সেভ করে নিন এবং অন্য ট্যাবে আপনার ব্লগ খুলুন। সবই ঠিকঠাক থাকার কথা, কেবল বাঁদিক ঘেঁষা কোডে গরবর হতে পারে, সেটা হলে মিলিয়ে দেখুন কোড ঠিকঠাক লিখেছিলেন কিনা!

এখানে একটু খেয়াল করুন: কোডের শেষের দিকে দেখা যাচ্ছে google_ad_section_start এবং google_ad_section_end এই দুইটি কোড, তাইনা? এই কোড’টি আপনার থিমে বিভিন্ন স্থানে ব্যাবহার করতে পারেন। এইভাবে Mediapartners-Google crawler’কে দেখানো যায় যে ব্লগের কোন কোন অংশকে আপনি গুরুত্ব দিতে বলছেন, এবং সেইসব বিষয়ের উপরে ভিত্তি করেই relevant ads পেতে পারেন আপনি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লগের বিষয়ের সাথে সামঞ্জস্য নেই এমন সব ads দেখা যাচ্ছে, এটা এড়ানোর রাস্তা এই কোড দিয়েই করা যেতে পারে। যদি ব্লগ পোস্টের ভিতরেই নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফ’কে গুরুত্ব দিতে চান, তাহলে সেই প্যারাগ্রাফের উপরে আর নিচেই এই কোড দিয়ে দিতে পারেন। এই কোড’টি relevant ads পেতে সাহায্য করবে। কোড দেওয়ার পরে অন্তত ১/২ সপ্তাহের পার নাহলে পরিবর্তন খেয়াল করা যাবেনা।This code help you to show relevant ads in blog's sidebar or in adsense unit.
এইভাবে নিজে ইচ্ছা ও পছন্দমতো adsense code দিয়ে নিন আপনার ব্লগে। এই একই ভাবে ব্লগ শিরোনামের নিচেও ৭২৮x৯০ ad unit কিম্বা link unit দিতে পারবেন। দুঃখের বিষয় যে পোস্টের একেবারে মাঝে কোড দেওয়ার উপায় আমার জানা নেই, দেওয়া যায়না মনে হয়। পোস্টের শেষের দিকেও দিতে পারেন, সেক্ষেত্রে <data:post.body/> লাইনের নিচে দেবেন কোড। এছাড়া, div align=left/center/right ইত্যাদি নিজের চাহিদা অনুযায়ী করে নেবেন এবং </div> দিয়ে কোড শেষ করতেও ভুলবেন না।

লেখা ও ছবিগুলোর মূল লিংক

ব্লগ পোস্টে ছবি যুক্ত করুন সঠিক পদ্ধতিতে

ব্লগ পোস্টে ছবি অনেক সময়েই দিয়ে থাকি আমরা। অনেক সময়ে আমরা অন্য ওয়েবসাইটের ছবি সরাসরি URL দিয়ে পোস্ট করি। কিম্বা ধরুন photobucket free image hosting নয়তো imageshack.us free image hosting ওয়েবসাইট ব্যাবহার করে থাকি আমরা। কেন আমরা এইভাবে ছবি দিই? কারন গুগল আমাদেরকে ১ জিগাবাইট webspace বিনামূল্যে দিয়েছে, সেই webspace সংরক্ষণ করতেই প্রধানত এই জাতীয় আপলোড আমরা করে থাকি। কিন্তু এর কিছু কিছু ক্ষতিকারক দিক আছে। কেন, আসুন সেটাই জেনে নিই আজকে।

ধরুন অন্য ওয়েবসাইটের ছবি আমরা direct URL upload করলাম, মনে করলাম যে তার bandwidth খরচ হল এবং আমাদেরও ১ জিগাবাইট webspace'এর কিছুটা আমরা বাঁচাতে পারলাম। কিছুদিন কিম্বা কিছু মাস পরে সেই ওয়েবসাইটের এডমিন হয়তো সেই ছবি সরিয়ে দিলেন কিম্বা মুছেই দিলেন, সেক্ষেত্রে আপনার ব্লগে আসা পাঠক আপনার পোস্টে প্রাসঙ্গিক ছবিটি দেখতেই পেলোনা। পোস্টের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেল, অথচ আপনি তা জানতেও পারলেন না, কারন আপনি যতো পোস্ট করেছেন সমস্ত পোস্ট প্রতিদিন খুলে দেখা হয়না, তাইনা?

bandwidth exceededPhotobucket, Imageshack.us ইত্যাদি free image hosting service ব্যাবহার করলেন, অথচ দেখা গেল যে আপনার ব্লগে প্রচুর পাঠক আসাতে বিনামূল্যের bandwidth খরচ হয়ে যাওয়াতে বিশ্রি একটি ডিফল্ট ছবি তারা দেখাচ্ছে যে আপনার bandwidth exceeded, get a pro account ইত্যাদি। কেমন দাঁড়াবে ব্যাপারটা, ভেবে দেখেছেন? বাঁদিকের এই ছবি কি একটুও ভালো লাগছে দেখতে?

অনেকেই তাদের ব্লগ টেমপ্লেটের বিভিন্ন ছবি এইসব বিনামূল্যের ইমেজ হোস্টিং সাইটে রাখেন এবং অনেক সময়েই এই সমস্যা দেখা দেয় যদি bandwidth সীমা অতিক্রম করে যায়। এতে সম্পুর্ণ ব্লগটিই দেখতে কদর্য আকার ধারন করে।

এইসব সমস্যার সমাধান কিভাবে? কিছু সহজ উপায় কিন্তু আছে! যেমন, সমস্ত ছবি সরাসরি নিজেই আপলোড করা। ১ জিগাবাইটের যে চিন্তা, তার সমাধান হওয়া কঠিন হবেনা। Create Google Account করে বাড়তি কিছু একাউন্ট বানিয়ে নিন, ছবি আপলোড করুন সেইসব আইডি দিয়ে। ভেবে দেখুন, ৫'টি গুগল আইডি বানালেই 5 GB webspace পেয়ে যাবেন! এইসব আইডি'কে ইনভাইট দিয়ে আপনার ব্লগের সাথে যুক্ত করে নিলেই সেইসব আইডি দিয়ে ছবি দেওয়া যাবে, পোস্ট দেওয়া যাবে। এই গেল সবচেয়ে সহজ সমাধান। কারন আপনার ব্লগ গুগলের ডমেইনে, তাদেরই সার্ভিস ব্যাবহার করাই শ্রেয়, এতে আপনার ছবি লোড হবে অন্য হোস্টিং সাইটে রাখা ছবির থেকে আরো তাড়াতাড়ি।

ব্যাবহার করতে পারেন 'Google Sites' সুবিধাটি। এতে যাবতীয় ফাইল হোস্ট করতে পারেন, unlimited bandwidth পাবেন। আপনার একটি গুগল আইডি দিয়েই বানাতে পারবেন নিজস্ব একটি সাইট যাতে রাখতে পারবেন প্রচুর ফাইল। Direct URL পাবেন, সেটি দিয়েই ব্লগে পোস্ট করে দেবেন।

এর পরের সহজ সমাধান হচ্ছে Flickr photo sharing service ব্যাবহার করতে পারেন। সেখানে যদিও বিনামূল্যে ২০০ ছবি আপলোড করা যায়, তবুও, bandwidth limitation একেবারেই নেই। দুটি সেট তৈরী করে নিন যেমন Template images আর Blog post images - এইভাবে আপলোড করতে থাকুন। ২০০ ছবির সীমার পেরিয়ে গেলে নতুন ইয়াহু আইডি বানিয়ে আরেকটি ফ্লিকার একাউন্ট করে নিন?

ওয়ার্ডপ্রেসে যারা ব্লগিং করছেন, তারা ৫ জিগাবাইট webspace এমনিতেই পাচ্ছেন, অপ্রয়োজনে বড় মাপের ছবি দেবেন না, ছবির আয়তন ছোট করে নিন; বড় মাপের দিতে হলেও তা 1024x768 পর্যন্তই সীমাবদ্ধ রাখুন। এতে ছবির সাইজ কম থাকবে, এবং আপনাদের ৫ জিগাবাইট স্পেস সঠিক ভাবেই ব্যাবহার করতে পারবেন।

এবারে আসি একটু অন্য প্রসঙ্গে। Search engine optimization for photos - ভেবে দেখুন, আপনার ব্লগের ছবিগুলো যদি হয় আপনার নিজের তোলা, আপনি কি চাইবেন না সেইসব ছবি google image search'এ পূর্ণ মর্যাদার সাথে স্থান পাক? পূর্ণ মর্যাদার জন্য প্রথমেই photo copyright information দিন photo watermarking করে। Watermark এমন স্থানেই দিন যাতে ছবি কেউ crop করলেও মূল বিষয়টি রাখার জন্য যতোটুকু সে রাখবে তার মধ্যেই transperent watermark করে দিন।

এবারে সার্চ ইঞ্জিনে ছবির স্থান করে নেওয়ার প্রসঙ্গে, আমরা একেবারেই আমল দিইনা যে জিনিসটি, সেই কথায় আসি - alt tags আর title tags for images - ব্লগে ছবি আপলোড হওয়ার পরে যদি Edit HTML দিয়ে দেখেন, তাহলে খেয়াল করবেন যে - alt="" - এইরকম একটি ট্যাগ দেখা যাচ্ছে। অথচ সেখানে কিছুই লেখা নেই। সেই শূণ্যস্থান পূরণ করে দিন, এবং তার পাশে একটি স্পেস দিয়ে title="image title" - এইটা দিয়ে দিন। Image title'এর স্থানে ছবির একটি ছোটখাটো বিবরন দিতে পারেন। সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলার রোবট ছবি দেখতে পায়না, সে দেখে এইসব alt আর title tags, সঠিক ট্যাগ পেলেই আপনার ছবি নির্দিষ্ট সার্চে ফুটে উঠবে। সুতরাং এখন থেকে সব ছবির ট্যাগ দেওয়া বাধ্যতামূলক করে ফেলুন। আর হ্যাঁ, এর থেকেও কিছু ভিজিটার পাবেন! ইন্টারনেটে অনেক ইউজার ছবি সার্চ করেন।

alt আর title tag কিভাবে দেবেন:- উপরে যে ছবি আমি দিয়েছি, সেটি Edit HTML'এ এইরকম দেখাবে নিচের মতো, যেখানে alt="" আছে কিন্তু কিছুই লেখা নেই -


আমি সেখানে alt আর title tag দিয়েছি -

ব্লগের Search Engine Ranking উন্নত করুন

প্রত্যেক ব্লগের একটি নির্দিষ্ট ইন্টারনেট ঠিকানা আছে, যেমন www.banglahacks.com এবং সবগুলি ভুক্তির আলাদা আলাদা ঠিকানা হয় যেমন www.banglahacks.com/2009/10/how-to-choose-blog-template.html - এইসবই আমরা জানি। তবু লেখার কি আছে? যেকোনো সার্চ ইঞ্জিন প্রথমেই দেখবে আপনার ব্লগ ভুক্তির ঠিকানা। বাংলাতে ব্লগিং করলেও ব্লগ ভুক্তির ঠিকানাটি দিন ইংরাজীতেই। এর জন্য, প্রথমে শিরোনাম লিখুন ইংরাজীতে, এতে আপনি how-to-choose-blog-template.html জাতীয় একটি ঠিকানা পেয়ে যাবেন; পোস্ট প্রকাশিত হওয়ার পরে এডিট করে বাংলায় শিরোনাম লিখে দেবেন। এতে ব্লগের শিরোনাম পাঠকরা বাংলায় দেখলেও blog URL থাকবে ইংরাজীতে। তফাৎ কি? বাংলায় শিরোনাম লিখে ব্লগ পোস্ট প্রকাশ করে দিলে আপনি blog পোস্টের URL পাবেন খানিকটা এইরকম blog-post.html অথবা blog-post_02.html। সেই তুলনায় দেখুন how-to-choose-blog-template.html থেকেই আপনি বুঝে যাচ্ছেন ভুক্তিটি কি বিষয়ে হতে পারে, কারন এতে আছে কিছু বোধগম্য শব্দ যা সার্চ ইঞ্জিনও ভালোই বোঝে।

ইন্টারনেটে কোনো ইউজার যখনই এই শব্দগুলি লিখে সার্চ করবে, তখন আপনার ব্লগ নিশ্চয় সেই তালিকাভুক্ত হবে যেসব ওয়েবসাইটের মধ্যে এই শব্দগুলি পাওয়া গিয়েছে। কিন্তু এতেই সব হবেনা, যেহেতু আমরা বাংলায় পোস্ট লিখছি এবং বাংলায় সার্চ করার লোক অনেক কম তাই এতে পাঠক সংখ্যায় তেমন উন্নতি দেখা যাবেনা। যারা ইংরাজীতে ব্লগিং করছেন তারা এর বেশি সুফল পাবেন। তবে আমাদেরও মন খারাপের কিছুই নেই, আমরাও যদি আমাদের বাংলা লেখার মাঝে কিছু ইংরাজী শব্দ দিয়ে বাক্য গঠন করি তাহলেও অনেকটাই ফল মিলবে। এতে সম্পুর্ণ বাংলায় ব্লগ লেখা যদিও হচ্ছেনা, দেখতেও মন্দ লাগতে পারে অনেকের চোখে, তবু, একটু হেরফের করে নিতেই হচ্ছে যেহেতু আমরা চাই আরো বেশি পাঠক আমাদের ব্লগে আসুক।

এটি এক ধরনের SEO Tips & Tricks'এর মধ্যে পড়ছে। সেই কারনেই বাংলা ব্লগের মধ্যে কিছুটা ইংরাজী লেখা। তাই ব্লগ পোস্ট লেখার আগেই সেই বিষয়ের সবচেয়ে জনপ্রিয় কীওয়ার্ড খুঁজে নিন Google Keyword Tool দিয়ে। তারপরেই ঠিক করে ফেলুন আপনার ভুক্তির ইংরাজী ঠিকানা (গুনে গুনে ৩০-৩৫'টি অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ রাখুন ইংরাজী শিরোনামটি, তাহলে বোধগম্য URL পাবেন, নতুবা অসমাপ্ত দেখাতে পারে blog URL যেমন আমি যদি লিখতাম how-to-choose-the-best-free-blog-templates তাহলে এতোখানি URL'এ আসতো না, অর্ধেক আসতো যেমন how-to-choose-the-best-free.html - এমন যাতে না হয়)

যে সমস্ত কীওয়ার্ড খুঁজে বের করেছিলেন, সেইসব শব্দ ব্লগ ভুক্তির মধ্যেও কিছুটা ব্যাবহার করুন ইংরাজীতেই। এতে দুইভাবে উপকৃত হবেন, একদিকে যেমন আপনার blog post URL থাকছে ইংরাজীতে এবং কীওয়ার্ড সহ, তেমনি সেইসব কীওয়ার্ড থাকছে ব্লগ পোস্টের ভিতরেও। কাজেই সার্চ ইঞ্জিন ক্রলার দুইভাবে আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনের উপরের দিকে স্থানান্তরিত করতে চেষ্টা করবে, পোস্টের মূল ভাষা বাংলা হওয়া সত্ত্বেও। আর, আপনারা তো জানেনই, সার্চ ইঞ্জিনের উপরের দিকে স্থান পাওয়ার অর্থই হচ্ছে আরো বেশি পরিমাণে পাঠক আপনার ব্লগে আসা। কিন্তু এতে অবাঙ্গালি বিদেশী পাঠকরাও এসে পড়বেন অনেক। তাদের জন্য ভেবে দেখতে পারেন একটি ইংরাজী শাখা রাখবেন কিনা ব্লগে, যেখানে থাকবে আপনার বাংলা পোস্টের ইংরাজী অনুবাদ আর মূল পোস্টে তার লিঙ্ক দিয়ে দিলেন! মন্দ হয়না, তাইনা?

সার্চ ইঞ্জিন উপযোগী পোস্ট টাইটেল প্রদর্শন করুন

গুগল (Google) বা বিভিন্ন সার্চ ইঞ্জিন (Search engine) যখন তাদের সার্চ রেজাল্ট (Search Result) প্রদর্শন করে তখন তারা ব্লগের নামের (Blog Name) চাইতে পোস্ট টাইটেলকে (Post Title) বেশি গুরুত্ব দেয়। আমরা যারা সাধারণ ব্লগার (Ordinary Blogger), তারা অত কিছু চিন্তা না করেই ব্লগ লিখি। কিন্তু আপনি যদি সিরিয়াস ব্লগলিখিয়ে হন (Serious Blogger), তাহলে সার্চ ইঞ্জিনকে সমীহ করে চলতেই হবে। আর এই বিষয়টিকে মাথায় রেখে আমরা আমাদের ব্লগে এমন একটি কোড (Code) বসাবো যার ফলে ব্লগের পোস্ট টাইটেলটি ব্লগের নামের আগে প্রদর্শিত হবে।

 

উপরের ছবিটিতে ব্রাউজারের (Browser) টাইটেল বারে (Title Bar) লক্ষ্য করুন। এখানে ব্লগের নামটি প্রথমে দেখাচ্ছে, আর পোস্টের নামটি পরে দেখাচ্ছে। এবার নিচের ছবিটি লক্ষ্য করুন।

এই ছবিতে ব্লগের নামটি পরে এবং পোস্টের টাইটেলটি প্রথমে দেখাচ্ছে। এই বিষয়টিকেই বলে সার্চ ইঞ্জিন উপযোগী পোস্ট টাইটেল (Search Engine Friendly Post Title)। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimisation) নিয়ে যারা চিন্তাভাবনা করেন, সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী (Search Engine Friendly) পোস্ট যারা নিজেদের ব্লগে লিখতে চান, তাদের জন্য এই ব্যাপারটি দারুণ সুবিধা এনে দেয়। সার্চ ইঞ্জিন যেমন গুগল (Google), ইয়াহু (Yahoo), বিং (Bing) এরা পোস্টের নামটিকেই ব্লগের নামের চাইতে বেশি প্রাধান্য দেয়।

এছাড়াও অনেক সময় এমন হতে পারে যে সার্চ (Search) করে আপনার ব্লগটির কোন একটি পোস্ট পাওয়া গেল। কিন্তু আপনার ব্লগের নাম (Blog Name) যদি বেশ বড় হয়, তাহলে পোস্টের টাইটেল (Post Title) হয়তো পাঠক দেখতেই পেলেন না। সেক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবেই আপনার ব্লগটিকে এড়িয়ে (Overlook) যাবেন। কিন্তু পাঠক ধরে রাখতে হলে আপনাকে নিচের কোডটি ব্লগে স্থাপন করতেই হবে। আসুন, আজ আমরা জানে নেই কিভাবে সার্চ ইঞ্জিনের উপযোগী এই বিশেষ SEO TIPS টিকে নিজেদের ব্লগে স্থাপন করতে হয়।

এই টুইকসটি (Tweaks) খুব সহজে স্থাপন করা সম্ভব। নিচের ছবিটি লক্ষ্য করুন। ব্লগের HTML পাতার প্রথম অংশেই একটি বিশেষ কোড রয়েছে।
  • নিজের গুগল আইডি (Google ID) ও পাসওয়ার্ড (Password) দিয়ে ব্লগারে লগইন (Login) করুন।
  • ড্যাশবোর্ডে (Dashboard) লেআউট (Layout) অংশের এডিট এইচটিএমএল (Edit HTML) পাতায় চলে যান। সেখানে প্রথম দিকে নিচের লাইনটি খুঁজে বের করুন।
  • <title><data:blog.pageTitle/></title>
  • লাইনটিকে সম্পূর্ণ সিলেক্ট (Select) করে নিচের কোডটি দিয়ে প্রতিস্থাপন (Replace) করুন।
  • <b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
    <title><data:blog.pageTitle/></title>
    <b:else/>
    <title><data:blog.pageName/> ~ <data:blog.title/></title>
    </b:if>
  • এবার সেভ (Save) করুন।
  • অন্য ট্যাবে (Tab) থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) ব্লগটির যে কোন পোস্টের টাইটেলে (Post Title) ক্লিক (Click) করুন। যখন শুধুমাত্র পোস্টটি দেখা যাবে তখন ব্রাউজারের টাইটেল বারে (Browser Title Bar) খেয়াল করুন। পোস্টের টাইটেলটি প্রথমে দেখাচ্ছে। আর ব্লগের নাম দেখাচ্ছে পরে।
  • এখন আপনার ব্লগ সার্চ ইঞ্জিন সহায়ক হয়ে গেছে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger