How to attach blogger blog with dot tk domain.
এতদিন Dot.tk শুধুমাত্র ফরোয়ার্ড (Forward) করার কাজ করতো। আপনার যদি ব্লগার (Blogger.com) বা বিভিন্ন ফ্রি হোস্টিং সার্ভিসগুলোতে (Free Hosting Service) ওয়েবসাইট থাকতো। তাহলে এর লম্বা URL টাকে বলতে বা লিখতে গিয়ে একটু কষ্ট হতো। সেই কষ্টটাকে লাঘব করার জন্য Dot.tk এর শরণাপন্ন হতো সবাই। যেমন: http://yoursite.blogspot.com অথবা
http://www.freehost.com/users/yourwebsite এই বড় নামগুলিকে অনায়াসে ছোট নামে ব্যবহার করা যেত Dot.tk দিয়ে। সেক্ষেত্রে নামটি হতো http://www.yoursite.tk, এই ছোট্ট নামটি বলতে সহজ আবার লিখতেও সহজ। কিন্তু ফরোয়ার্ড করার সিস্টেমে Dot.tk এর বড় সীমাবদ্ধতা ছিল যে এর ফলে ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলোর ঠিকানার কোন পরিবর্তন হতো না। যেমন: http://yoursite.blogspot.com/2010/01/post_title.html , লক্ষ্য করুন ব্লগের ঠিকানাতে tk থাকা সত্ত্বেও কোন নির্দিষ্ট পোস্ট পেজের ঠিকানাতে blogspot.com থেকে গেছে। এবার Dot.tk তে এসেছে এক ব্যাপক পরিবর্তন। এখন থেকে Dot.tk নিজস্ব Name Server ব্যবহার করার সুযোগ দিচ্ছে। ফলে আপনার সাইটের ঠিকানাতেও এর প্রভাব পড়বে। ব্লগারের ব্লগ যদি ব্যবহার করেন, তাহলে Custom Domain হিসেবে Dot.tk এর ঠিকানা ব্যবহার করার সুযোগ পাবেন। আর তাহলে পোস্ট পেজের ঠিকানা হবে http://www.yoursite.tk/2010/01/post_title.html, অর্থাৎ এখন থেকে Dot.tk একটি পূর্ণাঙ্গ ডোমেইন হিসেবেই কাজ করবে।
Today will learn how to change domain DNS settings at DOT Tk.
আজ আমরা জানবো কিভাবে Dot.tk তে Name Server বা DNS Settings পরিবর্তন করে নিতে হয়।
- প্রথমেই Dot.tk সাইটে ভ্রমণ করুন।
- এখানে Enter Your URL here লেখা জায়গায় আপনার পছন্দের ডোমেইন নামটি লিখে Next বাটনে ক্লিক করুন।
- পরের পৃষ্ঠায় দেখা যাবে যে আপনার পছন্দের নামটি রেজিস্ট্রেশন করার জন্য শূন্য রয়েছে কি না। যদি থাকে, তাহলে লেখা থাকবে This Domain is still available , এই পাতার Next লেখা বোতামে ক্লিক করে পরবর্তি পৃষ্ঠায় চলে যান। লক্ষ্য করুন উপরের ছবির মতো পাতায় Free Domain এবং Paid Domain এই দুটোর মধ্যে আমরা Free বেছে নিয়েছি। অর্থাৎ Free Domain লেখার পাশের রেডিও বোতামে চিহ্ন দেয়া আছে।
- এই পৃষ্ঠায় আপনি কিভাবে আপনার ডোমেইনটিকে ব্যবহার করতে চান, তা জানতে চাইছে। শুধু ফরোয়ার্ড করে নাকি নিজস্ব DNS ব্যবহার করে। আমরা নিজস্ব DNS ব্যবহার করার জন্য Use DNS For this Domain লেখা বোতামে ক্লিক করবো।
- পরের পৃষ্ঠায় Use Dot TK's Free DNS Service লেখা রেডিও বোতামে ক্লিক করুন।
- আপনার পছন্দের নামযুক্ত ঘরের পাশে যে IP Address লেখা টেক্সট বক্স আছে, তা নিচের ছবির মতো তথ্য দিয়ে পূরণ করুন।
- এই তথ্যগুলি ব্লগারের (Blogger.com) ব্লগ ব্যবহার করলে লিখতে হবে। আপনি যদি কোন ফ্রি হোস্ট সার্ভিস ব্যবহার করেন, অথবা কোন নিজস্ব হোস্টিং ব্যবহার করেন, তাহলে Use my own DNS Services লেখা বোতামে ক্লিক করুন। প্রযোজ্য জায়গায় Name Server এবং IP Address লিখে দিন। ব্লগার.কম এর ব্লগের ক্ষেত্রে আমরা www ছাড়া ঠিকানার ক্ষেত্রে IP Address দিব 216.239.32.21 অথবা 64.202.189.170, আর www যুক্ত ঠিকানার ক্ষেত্রে IP Address ঘরে লিখব ghs.google.com
- শেষে আপনার ইমেইল (Email) ঠিকানা ও ক্যাপচা (Captcha) শব্দগুলি টাইপ করে next লেখা বোতামে ক্লিক করুন।
- আপনার দেয়া ইমেইল ইনবক্সে Dot.tk থেকে একটি চিঠি এসে উপস্থিত হবে। এখানে আপনার একাউন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং শুধুমাত্র আপনার জন্য একটি বিশেষ কনফার্মেশন কোড (Confirmation Code) থাকবে। একটিভ করার জন্য প্রযোজ্য লিংকে ক্লিক করলে এই কনফার্মেশন কোডটির প্রয়োজন হবে। You will need a confirmation code to complete regstration at DOT TK.
- কনফার্মেশন কোডটি (Confirmation Code) টেক্সটবক্সে টাইপ করে Confirm লেখা বোতামে ক্লিক করুন। Your registration process is complete now.
- আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
- এবার আপনাকে ব্লগার.কম এ লগইন (Login) হয়ে যে ব্লগের সাথে Dot.tk থেকে নেয়া ডোমেইনকে সংযুক্ত করতে চান, তার সেটিংস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পদ্ধতি জানুন কিভাবে ব্লগার.কম এর ব্লগকে নিজস্ব ডোমেইনের সাথে সংযুক্ত করতে হয় এই লিংক থেকে।
- ব্যক্তিগত বা কোন অবানিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা সাইটগুলোর ডোমেইন Dot.tk থেকে রেজিস্টার করে ব্যবহার করা যেতে পারে বলে আমি মনে করি। অযথা টাকা খরচ করে ডোমেইন কেনার বিলাসিতা কি আমাদের মতো দরিদ্র দেশের নাগরিকদেরকে মানায়?
- তবে মনে রাখতে হবে যে, Dot.tk থেকে নেয়া ফ্রি ডোমেইন ব্যবহারের শর্ত কিন্তু একটাই আছে। আর তা হল ৯০ দিনের মধ্যে কমপক্ষে ২৫টি ভিজিট হতে হবে এই ডোমেইনে। তা না হলে কিন্তু ডোমেইনটির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
- লক্ষ্য রাখুন-- আগামীকাল লিখব বিখ্যাত co.cc থেকে নেয়া ফ্রি ডোমেইনের DNS পরিবর্তন করার পদ্ধতি
এখানে দেখুন A এবং CNAME কিভাবে পরিবর্তন করা হয়েছে। IP Adress 216.239.32.21 এর বদলে 64.202.189.170 দিয়ে কাজ হয়েছে।