কিভাবে পোস্ট শিরোনামের উপরে বা নিচে Google Adsense Code লাগাবেন

ফ্লোরেন্স রিয়া

কিভাবে Google Blogger’এ খোলা ব্লগে পোস্টের শিরোনামের উপরে, নিচে এবং পোস্টের মধ্যেই adsense কোড দেবেন? যারা জানেন তাদের জন্য খুবই সহজ, অথচ যারা জানেন না এখনো, তাদের কৌতুহলের সীমা নেই। ফ্রী ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারীরা এই সুযোগ থেকে বঞ্চিত আছেন এবং তাই থাকবেন। Google Blogger ব্লগে এটি করতে পারবেন সহজেই। শিরোনামের উপরে একটি ৪৬৮x৬০ link unit, শিরোনামের নিচে একটি ৪৬৮x৬০ ad unit এবং পোস্টের শুরুতেই বাঁদিক ঘেঁষে কিম্বা ডানদিক ঘেঁষে একটি মস্তবড় ৩৩৬x২৮০ ad unit হলে কেমন হয়?

এর জন্য শুরুতেই এই তিন ধরনের adsense কোড্‌ তৈরী করে নিন এবং সেটা চালু হতে ১০ মিনিট অপেক্ষা করুন। তিনটি কোড নিয়ে নোটপ্যাডে পেস্ট করে রাখুন। এই ১০ মিনিটের মধ্যে চলুন অন্যান্য সেটিংস শিখে ফেলি। যাদের ইতিমধ্যেই কোড বানানো আছে তারা সরাসরি শুরু করে দিতে পারেন। প্রথমেই নিন 468×60 link unit কোড, অন্য ট্যাবে খুলুন HTML Parser, সেখানে বাক্সে কোড দিয়ে দিন এবং পার্স করে নিন, যে কোড হাতে পাবেন, সেটিকে আগের নোটপ্যাডে নির্দিষ্ট কোডের নিচেই পেস্ট করে রাখুন (আলাদা করার জন্য মাঝে একটা লাইন টেনে নিতে পারেন)। এইভাবে সব কোড একে একে পার্স করে নিয়ে নোটপ্যাডে রাখুন।How to insert google adsense code inside blog post or just below the post title. You need to change some code in blogger.com HTML section.
এবারে চলুন ব্লগার প্যানেলে লগ-ইন করি। লগ-ইন হয়ে গেলে চলুন Layout>Edit HTML ট্যাবে। থিম কোডের বাক্সের উপরেই ক্লিক করুন Expand Widget Templates, এবং এবারে চাপুন CTRL+F আর খুঁজে বের করুন -
<a expr:name='data:post.id'/>
এর ঠিক উপরের লাইনে পেস্ট করুন আপনার এডসেন্সের 468×15 link unit’এর পার্স করা কোড’টি। এরপরে জিনিসটি দেখাবে এমন -

এবারে আমরা শিরোনামের নিচে এবং পোস্ট বডির উপরে দেবো 468×60 ad unit’টি। তার জন্য খুঁজে বের করুন
<b:else/>
<data:post.title/>
<b:if>
এবারে আপনার তৈরী থাকা ৪৬৮x৬০ ad unit’এর পার্স করা কোড নিয়ে পেস্ট করুন -

এবারে, পোস্টের মধ্যে বাঁদিক ঘেঁষে আমরা ৩০০x২৫০ কিম্বা ৩৩৬x২৮০ একটি ad unit দেবো। উপরের পদ্ধতি থেকে সামান্য ভিন্ন হবে এটি। কারন এই ক্ষেত্রে adsense code’এর দুই পাশ ঘিরে থাকবে আপনার পোস্টের লেখা। তার জন্য alignment করার দরকার। নিচের ছবির মধ্যে যেভাবে দেখানো আছে, সেইভাবে আগে নোটপ্যাডে লিখে নিন। অথবা নিচের কোডটুকু কপি করে নিন।You don't need to do anything. Just copy the code below.
Left-aligned table with Adsense:
<table border="0"align="left><tr><td>
Google adsense code goes here
</td></tr></table>

Right-aligned table with Adsense:
<table border="0" align="right"><tr><td>
Google adsense code goes here
</td></tr></table>
বাঁদিক ও ডানদিক যেভাবে চান, সেই মতো কোড লিখবেন। মাঝে google adsense code দিয়ে দেবেন ঠিক যেখানে দেখানো আছে। এইবারে পুরোটা কপি করে নিয়ে আবার HTML Parse করে নিন। নতুন কোড’টি নিয়ে এবারে থিমের মধ্যে খুঁজে বের করুন -
<data:post.body/>
পেস্ট করে দিন পুরো কোড এইভাবে -

ব্যাস, কাজ শেষ। এতোক্ষণে google adsense code activate হয়ে যাওয়ার কথা। থিম সেভ করে নিন এবং অন্য ট্যাবে আপনার ব্লগ খুলুন। সবই ঠিকঠাক থাকার কথা, কেবল বাঁদিক ঘেঁষা কোডে গরবর হতে পারে, সেটা হলে মিলিয়ে দেখুন কোড ঠিকঠাক লিখেছিলেন কিনা!

এখানে একটু খেয়াল করুন: কোডের শেষের দিকে দেখা যাচ্ছে google_ad_section_start এবং google_ad_section_end এই দুইটি কোড, তাইনা? এই কোড’টি আপনার থিমে বিভিন্ন স্থানে ব্যাবহার করতে পারেন। এইভাবে Mediapartners-Google crawler’কে দেখানো যায় যে ব্লগের কোন কোন অংশকে আপনি গুরুত্ব দিতে বলছেন, এবং সেইসব বিষয়ের উপরে ভিত্তি করেই relevant ads পেতে পারেন আপনি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লগের বিষয়ের সাথে সামঞ্জস্য নেই এমন সব ads দেখা যাচ্ছে, এটা এড়ানোর রাস্তা এই কোড দিয়েই করা যেতে পারে। যদি ব্লগ পোস্টের ভিতরেই নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফ’কে গুরুত্ব দিতে চান, তাহলে সেই প্যারাগ্রাফের উপরে আর নিচেই এই কোড দিয়ে দিতে পারেন। এই কোড’টি relevant ads পেতে সাহায্য করবে। কোড দেওয়ার পরে অন্তত ১/২ সপ্তাহের পার নাহলে পরিবর্তন খেয়াল করা যাবেনা।This code help you to show relevant ads in blog's sidebar or in adsense unit.
এইভাবে নিজে ইচ্ছা ও পছন্দমতো adsense code দিয়ে নিন আপনার ব্লগে। এই একই ভাবে ব্লগ শিরোনামের নিচেও ৭২৮x৯০ ad unit কিম্বা link unit দিতে পারবেন। দুঃখের বিষয় যে পোস্টের একেবারে মাঝে কোড দেওয়ার উপায় আমার জানা নেই, দেওয়া যায়না মনে হয়। পোস্টের শেষের দিকেও দিতে পারেন, সেক্ষেত্রে <data:post.body/> লাইনের নিচে দেবেন কোড। এছাড়া, div align=left/center/right ইত্যাদি নিজের চাহিদা অনুযায়ী করে নেবেন এবং </div> দিয়ে কোড শেষ করতেও ভুলবেন না।

লেখা ও ছবিগুলোর মূল লিংক
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger