"বাংলা হ্যাকস" ব্লগ ইদানীং বেশ দ্রুত গুগল সার্চে ইনডেক্স হচ্ছে। উপরের ছবিটি দেখুন। আমি এর আগে ফেব্রুয়ারি ২০১০ মাসের কয়েকটি উল্লেখ্যযোগ্য পোস্ট শীর্ষক একটি পোস্ট লিখেছিলাম। পোস্টটি প্রকাশ করার পর একবার পরীক্ষা করে দেখার ইচ্ছে হল। পরীক্ষা করে দেখে অবাক হয়ে গেলাম। মাত্র ২ (দুই) মিনিটের মধ্যেই গুগলবট 'বাংলা হ্যাকস' ব্লগের নতুন পোস্টটি ইনডেক্স করে ফেলল।প্রিয় পাঠক, এই সাফল্যের প্রধান অংশীদার আপনি, সেকথা জানেন তো?

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

