"বাংলা হ্যাকস" ব্লগ ইদানীং বেশ দ্রুত গুগল সার্চে ইনডেক্স হচ্ছে। উপরের ছবিটি দেখুন। আমি এর আগে ফেব্রুয়ারি ২০১০ মাসের কয়েকটি উল্লেখ্যযোগ্য পোস্ট শীর্ষক একটি পোস্ট লিখেছিলাম। পোস্টটি প্রকাশ করার পর একবার পরীক্ষা করে দেখার ইচ্ছে হল। পরীক্ষা করে দেখে অবাক হয়ে গেলাম। মাত্র ২ (দুই) মিনিটের মধ্যেই গুগলবট 'বাংলা হ্যাকস' ব্লগের নতুন পোস্টটি ইনডেক্স করে ফেলল।
প্রিয় পাঠক, এই সাফল্যের প্রধান অংশীদার আপনি, সেকথা জানেন তো?
সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্স, টিউটোরিয়াল, হ্যাক্স, টেমপ্লেট বা থিম্স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....