প্রতিটি পোস্টের পাশে Digg বোতাম স্থাপন করার পদ্ধতি

আমরা চাই আমাদের ব্লগের মূল্যবান লেখাগুলো যেন সর্বোচ্চ সংখ্যক পাঠকের দৃষ্টিতে পড়ে। আর এ জন্য বিভিন্ন সোশ্যাল সাইটে (Social site) পোস্ট শেয়ারের কোন বিকল্প নেই। এরকম একটি ব্লগপোস্ট বা ওয়েবপেজ শেয়ারিং সাইট (Blogpost/ Webpage sharing site) হলো Digg.com, এই সাইটে রেজিস্ট্রেশন করে আপনি আপনার পছন্দের ওয়েবপেজগুলিকে অন্যদের সাথে খুব সহজে ও দ্রুততর সময়ে শেয়ার করতে পারবেন।

আপনি ইচ্ছে করলে নিজের ব্লগের পোস্টগুলিকেও Digg.com সাইটে শেয়ার করার জন্য অন্যদেরকে উৎসাহিত করতে পারেন। আর এর জন্য প্রয়োজন ব্লগ পোস্টগুলির পাশে একটি Digg বোতাম লাগানো। পাশের ছবিটি দেখুন- এরকম একটি ডিগ বাটন (Digg button) যদি আপনার প্রতিটি ব্লগ পোস্টের পাশে থাকে, তাহলে পাঠক নিজের অজান্তেই প্রিয় পোস্টটিকে তাঁর বন্ধু/ পরিচিতজনদের সাথে ডিগিং করার মাধ্যমে শেয়ার করতে চাইবেন। এই বাটনটির একটি বিশেষ সুবিধা আছে। আর তা হলো পোস্টটি কতজন ডিগ (Digg count) করেছেন, তার সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এর জন্য আলাদা কোন কোড স্থাপন করতে হবে না। This button will show digging count automatically.

আপনিও কি আপনার ব্লগে এই ধরণের একটি বোতাম স্থাপন করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ আমরা শিখবো এই মূল্যবান বোতামটি কিভাবে ব্লগের প্রতিটি পোস্টের পাশে স্থাপন করা যায়।
  • ব্লগার.কম এ লগইন করুন।
  • Layout> Page Elements > Edit HTML ট্যাব খুলুন
  • Expand widget Templats লেখাতে একটি টিক চিহ্ন দিয়ে দিন।
  • এখানে <data:post.body/> লেখাটি খুঁজে বের করতে হবে।
  • এবার এই কোডটির ঠিক উপরে নিচের স্ক্রিপ্টটি স্থাপন করুন এবং সেভ দিন।
<div style='float:right; margin-left:10px;'><script type='text/javascript'> digg_url = '<data:post.url/>'; </script><br /> <script src='http://digg.com/tools/diggthis.js' type='text/javascript'/> </div>
অন্য ট্যাবে থাকা আপনার প্রিয় ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। দেখুন আপনার ব্লগের প্রতিটি পাতার পাশে উপরের ছবির মতো একটি Digg বোতাম দেখা যাচ্ছে। How to add digg button in blogger blog.Now your job is completed.
উল্লেখ্য যে, ব্লগপোস্টে যদি কোন ছবি থাকে, তাহলে ছবিটির উপরে দু'চার লাইনের কয়েকটি বাক্য লিখে দিবেন। তা না হলে ডিগ বোতামটির কারণে একটি বিরাট শূন্যস্থান দেখা যেতে পারে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger