- স্কুলপাঠ্য বইয়ের ডিজিটাল ই-বই ডাউনলোড করার জন্য উন্মুক্ত রাখা হয়েছেঃ বাংলাদেশের বর্তমান সরকার প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবকটি বই ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য NTCB এর ওয়েবসাইটে রেখে দিয়েছে। পিডিএফ ফরমেটের এই বইগুলি মূল বইয়ের হুবহু কপি। মূল বইয়ের ছবি, পাতার নাম্বার অবিকৃতভাবে রেখে দেয়া হয়েছে। বিশ্বের যে কোন স্থান থেকে বইগুলো সংগ্রহ ও বিতরণ করা যাবে একেবারে বিনামূল্যে।
- বিল গেটস টুইটারে যোগ দিয়েছেনঃ মাইক্রোসফট কোম্পানীর সহপ্রতিষ্ঠাতা জনমানুষের সঙ্গে তাঁর নিজের যোগাযোগ বাড়ানোর জন্য সামাজিক সাইট টুইটারে যোগ দিয়েছেন।
- ব্লগার.কম এর ব্লগে Snapshot স্থাপন করুনঃ ব্লগারে খোলা ব্লগে Snapshot কিভাবে স্থাপন করা যায়, সে বিষয়ক টিউটোরিয়াল।
- আপনার ব্লগটি ইয়াহু মেসেঞ্জারের সঙ্গে যোগ করুনঃ ব্লগের শরীরে কিভাবে ইয়াহু মেসেঞ্জারকে স্থাপন করা যায়, তার পদ্ধতি এই পোস্টের প্রধান আলোচ্য বিষয়।
- ব্লগারের ব্লগে এনিমেটেড ছবি সঠিকভাবে দেখানোর পদ্ধতিঃ ব্লগার.কম এ খোলা ব্লগে এনিমেশন স্থাপন করলে তা স্থির হয়ে থাকে। মূল ছবির এনিমেশন দেখা যায় না। এর সমাধান রয়েছে এই পোস্টটিতে।
- জাবি'র ভর্তি পরীক্ষার ফল ২৫ জানুয়ারি অনলাইনে প্রকাশ হবেঃ ২৫ জানুয়ারি তারিখে সম্মান শ্রেণীতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এই পরীক্ষার ফল সংগ্রহ করা যাবে যেসব সাইট থেকে তার তালিকা।
গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা
Posted by: Aero River
এখন থেকে গত সপ্তাহ বা পূর্ববর্তি কয়েকটি দিন বা মাসের জনপ্রিয় পোস্টগুলির খবরাখবর নিয়ে পোস্ট লিখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে একটি মাত্র পৃষ্ঠা থেকে আগের দিনগুলোতে প্রকাশ হওয়া জনপ্রিয় পোস্টগুলি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। ফলে ভিজিট না করার দরুণ কোন পোস্ট অপঠিত থেকে গেলে তা আর একবার পাঠ করা যেতে পারে। আজ গত সপ্তাহের কয়েকটি জনপ্রিয় লেখা নিয়ে পোস্ট লিখলাম।