Add caption to images in blogge.com blog.
কিভাবে ছবিতে ক্যাপশন যোগ করবেন?
Bangla Hacks |
- উপরের ছবিতে দেখুন ক্যাপশন যোগ করা হয়েছে।
Adding caption to uploaded images in Blogger.com blog |
- আপলোড করা ছবিতে ক্যাপশন যোগ করার জন্য আপনাকে draft.blogger.com ঠিকানায় গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- পোস্ট এডিটরে নতুন পোস্ট লিখতে গিয়ে কোন ছবি আপলোড করুন।
- আপলোড করা হয়ে গেলে পোস্ট এডিটরে যখন ছবিটিকে দেখা যাবে, তখন ছবিটিতে ক্লিক করুন।
- নিচে ছবির এডিটিং প্যানেল আসবে।
- এখানে ছবি ছোট বড়, ডানে বামে নিয়ে যাওয়া ইত্যাদি করতে পারবেন।
- এই বাটনগুলোর মধ্যেই একটি নতুন লিংক যোগ করা হয়েছে। নাম Add Caption
- এই Add Caption লেখা লিংকে ক্লিক করলে ক্যাপশন লেখার জায়গা দেখা যাবে।
- সেখানে ছবির জন্য প্রযোজ্য ক্যাপশনটি লিখে দিন।
- পোস্ট পাবলিশ করুন।
- # তবে মনে রাখতে হবে যে এটা ব্লগারের মূল ব্লগের (blogge.com) পোস্ট এডিটরে পাওয়া যাবে না। শুধুমাত্র draft.blogger.com এর পোস্ট এডিটরে পাওয়া যাবে। অর্থাৎ এই ফিচারটি নিয়ে এখনও নানারকম পরীক্ষা নিরীক্ষা চলছে। তাই নিজ দায়িত্বে এই ফিচারটি ব্যবহার করুন। কোনরকম সমস্যা হলে ব্লগার.কম কোন দায় স্বীকার করবে না।