'রবীন্দ্র রচনাবলী' পড়ুন অনলাইনে

Rabindra rachanabali
রবীন্দ্র রচনাবলী এখন অনলাইনে। জীবনের প্রতিটি পর্বে, প্রতিটি দুঃখ-হাসি-কান্নায় যাকে পাশে পাওয়া যায়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর অনলাইন সংস্করণ প্রকাশিত হয়েছে। ইউনিকোড ৫ শব্দবিন্যাসে এই রচনাবলীর প্রতিটি লেখা তৈরি করা হয়েছে।
  • এই অনলাইন রচনাবলীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে। ফলে উৎসাহী পাঠকের পক্ষে তার উদ্দিষ্ট রচনাটি খুঁজে পাওয়া খুব সহজ হবে।
  • ইচ্ছে করলে বন্ধুকে ইমেইল করে নির্দিষ্ট রচনাটি পাঠাবার সুবিধা এর সঙ্গে যোগ করা হয়েছে।
  • এছাড়া প্রিন্ট করার সহজ অপশন তো রয়েছেই।
  • একটি শক্তিশালী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট শব্দ বা শব্দাবলী ইনপুট দিয়ে সেই শব্দগুলো কোন কোন রচনায় রয়েছে, তা খুব সহজে বের করা যায়।
  • এছাড়াও রয়েছে বর্ণানুক্রমিক সূচী। এর মাধ্যমে 'অ' থেকে শুরু করে 'ঢ়' পর্যন্ত বর্ণগুলো দিয়ে তৈরি শব্দ খুঁজে বের করা খুব সহজ।
রবীন্দ্র রচনাবলীর ঠিকানা http://www.rabindra-rachanabali.nltr.org
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger