- সাধারণত আপনি www.blogger.com এ লগইন করেন, তাই না? এবার www.draft.blogger.com এ গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ড্যাশবোর্ডের Layout ট্যাবে গেলে একেবারে ডানপাশে একটি নতুন লিঙ্ক দেখতে পারবেন।
- নাম Template Designer
- এক অন্যভুবনে প্রবেশ করবেন।
- এখানে স্ক্রিন দুটি অংশে বিভক্ত। উপরের অংশটি টেমপ্লেট ডিজাইনার এবং নিচে আপনার ব্লগের প্রিভিউ।
- উপরের ডিজাইনার অংশের বামপাশের মেনুটি খুব শক্তিশালী। এখানে চারটি প্রধান মেনু আছে। সেগুলো হল: Templates, Background, Layout এবং Advanced
- প্রয়োজনীয় সব কমান্ড এখান থেকেই প্রয়োগ করা সম্ভব।
- Templates মেনু থেকে আপনি মোট চার রকমের টেমপ্লেট ডিজাইন এখান থেকে পাবেন। নাম: Simple, Picture window, Awesome এবং Watermark, তবে একটির তিনটিসহ বাকীগুলোর চারটি করে ভিন্নতা আছে। অতএব আপনি মোট ১৫ রকমের ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার ব্লগের টেমপ্লেট কাস্টমাইজ করা হয়, তাহলে প্রথমে স্ক্রিণের মাঝামাঝি থাকা You've customized this template. Remove customizations লেখাতে ক্লিক করে কাস্টমাইজেশনগুলো মুছে ফেলুন।
- Background মেনু থেকে ব্লগের কালার থীম পরিবর্তন করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে বিভিন্নরকমের ছবি নির্বাচন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড থীম পরিবর্তন করার জন্য Background Image লেখার নিচের ছবিতে ক্লিক করুন।
- Abstract, The Arts, Business, Celebrations, Entertainment, Family, Food & Drink, Health & Beauty, Hobbies & Crafts, Home & Garden, Nature, Patterns, Recreation, Science, Shopping, Technology, Textures এবং Travel শিরোনামের অসংখ্য ছবি থেকে যে কোন একটাকে ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে বেছে নিতে পারবেন।
- Layout মেনু থেকে ব্লগের কলাম সংখ্যা পরিবর্তন করতে পারবেন। এতকাল যারা ডিফল্ট দুইটি কলাম নিয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য এই সুবিধাটি সত্যিই কাজে দেবে। এখান থেকে কয়টি কলাম দিয়ে ব্লগ সাজাতে চান, তা নির্বাচন করুন। এই Layout মেনুটি তিনটি সাবমেনুতে বিভক্ত। Body layout, Footer layout এবং Adjust width, ফুটার লেআউট দিয়ে ফুটারে কয়টি কলাম রাখতে চান, তা নির্বাচন করতে পারবেন। Adjust width দিয়ে ব্লগ ও সাইডবারের কলামগুলোর আকার বড়-ছোট করতে পারবেন।
- Advanced মেনু দিয়ে আপনার ব্লগের বিভিন্ন অংশের টেক্সট কালার ও ফন্ট পরিবর্তন করতে পারবেন।
- স্ক্রিণের নিচে থাকা ব্লগ প্রিভিউতে পরিবর্তনগুলো খেয়াল রাখুন। যদি পছন্দ হয়, তাহলে উপরে ডানপাশে থাকা APPLY TO BLOG লেখা বোতামে ক্লিক করে পরিবর্তনগুলো ব্লগে প্রয়োগ করুন।
- একটু লক্ষ্য করে দেখুন যে স্ক্রিণের ঠিক মাঝামাঝি অংশে Reset post to template default, যদি কোনরকম ভুলত্রুটি হয়ে যায়, তাহলে এখানে ক্লিক করে ডিফল্ট অবস্থায় ফিরে যেতে পারবেন।
Redesign your blogger template with blogger new template designer.
আমার কাছে এই নতুন টেমপ্লেট ডিজাইনগুলি সত্যিই ভাল লেগেছে। দিনে দিনে প্রযুক্তি পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের রুচি, সৌন্দর্যবোধ পাল্টাচ্ছে। সময়ে সাথে সাথে মানুষ নতুন কিছু পাবার জন্য উন্মুখ হয়ে উঠেছে। মানুষের এই নতুন চাহিদার প্রতি সম্মান করে ব্লগার তাদের ডিজাইনেও যে পরিবর্তন এনেছে, তা সত্যি প্রশংসার দাবীদার। ব্লগের বর্ডার, পোস্ট অংশ, সাইডবারের গোলাকার কর্ণার, ব্লগ বডির অর্ধস্বচ্ছ ভাব ব্লগলিখিয়েদেরকে সন্তুষ্ট করবে এ আমি জোর গলায় বলতে পারি। নতুন ওয়েব দুনিয়ায় আপনার পরিচিতিকে অন্যভাবে উপস্থাপন করতে এই বৈশিষ্ট্যগুলো সহায়তা করবে। তবে সার্বিকভাবে ব্লগ লোডিং টাইম একটু বেশি লাগছে বলেই আমার কাছে মনে হয়েছে (এটা আমার ধীরগতির ইন্টারনেট কানেকশনের জন্যও হতে পারে)।
# মনে রাখুন যে এটা blogger.com এ পাওয়া যাবে না। পাওয়া যাবে draft.blogger.com সাইটে। অর্থাৎ এখনও এই সুবিধাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কোনরকম সমস্যা হয়ে গেলে ব্লগার কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দায়িত্ব নেবে না।
নিচের ছবিটি একটি ডেমো ব্লগের। আপনাদের উদ্দেশ্যে নমুনা হিসেবে উপস্থাপন করছি।