ব্লগার ব্লগে উবুন্টুর কাউন্টডাউন বোতাম লাগানোর পদ্ধতি

উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙক্স) এই এপ্রিল মাসের ২৯ তারিখে প্রকাশ হতে যাচ্ছে। ইতিমধ্যে সারা পৃথিবীর ওপেন সোর্স প্রেমীদের মধ্যে এই নিয়ে সাড়া পড়ে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে উবুন্টু'র এই নতুন রিলিজটির জন্য।

আশা করি আপনিও নতুন উবুন্টু'র রূপ দেখার জন্য বেশ উত্তেজনা বোধ করছেন। অন্যান্য রিলিজের চাইতে এই রিলিজটি নিয়ে আলোচনা, সমালোচনার ঝড় একটু বেশি দেখা যাচ্ছে। এর কারণ শুধু যে উবুন্টু ১০.০৪তে দীর্ঘ মেয়াদী সাপোর্ট রয়েছে সে জন্য নয়। এটা ছাড়াও এবার বেশ কিছু নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। কি কি পরিবর্তন আসতে যাচ্ছে, তার সংক্ষিপ্তাসার জানতে "বাংলা হ্যাকস" ব্লগের উবুন্টু লেবেলটিতে একবার চোখ বুলিয়ে দেখতে পারেন।

আগামী ২৯ তারিখে উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) প্রকাশিত হবে এটা পুরনো খবর। কিন্তু ঠিক কখন এটা ডাউনলোডের জন্য অনলাইনে ছাড়া হবে, তার নির্দিষ্ট কোন সময় নেই। তাই হয়তো যখন আপনি খবরটা জানলেন, তখন হয়তো ইতিমধ্যে অনেকের হাতে পৌঁছে যাবে। আপনি পিছনে পড়ে যাবেন। তাছাড়াও নির্দিষ্ট সময়ক্ষণটি হয়তো আপনি আপনার ব্লগের পাঠকদেরকে জানাতে চান। কিন্তু কিভাবে? সেই উপায়টিই আজ আমি আপনাদের জানাবো।

উল্লেখ্য যে এখনও উবুন্টু ১০.০৪ এর জন্য কোন কাউন্টডাউন ব্যানার/ ওয়েববাটন প্রকাশ করা হয়নি। আগামী দু'একদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে নিচের কোডটিই বসিয়ে দিতে পারেন। একই কোড দিয়ে ১০.০৪ এর ওয়েববাটন কাজ করবে।

ব্লগের HTML/ Javascript গেজেটে নিচের ডিজাইন তিনটির মধ্যে যেটা পছন্দ হয়, সেটার সংশ্লিষ্ট কোড কপি করে পেস্ট করে দিন। একটি ওয়েব বাটন দিনক্ষণ ও সময় প্রতিদিন পরিবর্তন হয়ে ঠিক ঠিক ভাবে জানিয়ে দেবে। আপনি ও আপনার ব্লগ পাঠক সঠিক সময়টি তাৎক্ষণিকভাবে জেনে নিতে পারবেন।

উবুন্টুর মূল সাইট থেকে তিনপ্রকার ডিজাইনের বাটন পাওয়া যাচ্ছে। আপনার যেটা পছন্দ হয়, তার ঠিক নিচের কোডটি ব্লগের HTML/ Javascript Gadget এর মধ্যে স্থাপন করুন।

ডিজাইন ০১:
Ubuntu countdown banner
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display.js"></script>
ডিজাইন ০২:
Ubuntu countdown button
<script type="text/javascript" src="http://www.ubuntu.com/files/countdown/display2.js"></script>
ডিজাইন ০৩:
Ubuntu countdown static button
<a href="http://www.ubuntu.com/"><img src="http://www.ubuntu.com/files/countdown/static.png" width="180" height="150" alt="Ubuntu: For Desktops, Servers, Netbooks and in the cloud" border="0" /></a>
যাদের ব্লগ বা সাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, (বিশেষতঃ ফ্রি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী ব্লগারদের জন্য এই বাটনটি) তারা এই কোডটি ব্যবহার করুন।

আপনি ইচ্ছে করলে উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য আনফিসিয়াল বাটন ব্যবহার করতে পারেন। এর জন্য ভিজিট করুন এই লিংক। এখানে জার্মান ও ইংরেজি দুইভাষার বাটন রয়েছে। বাটনটি দেখতে নিচের ছবির মতোঃ
Ubuntu 10.04 Lucid Lynx countdown webbuttonএই সাইটে থাকা তিনরকম বাটনের কোড নিচে দেয়া হল।
205x135 আকারের, ভাষা: ইংরেজি:

<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php" />
205x135 আকারের, ভাষা: জার্মান:

<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php?lang=de" />

180x150 আকারের, ভাষা: ইংরেজি:
<img alt="Ubuntu 10.04 Countdown" src="http://countdown.immanuel-peratoner.de/index.php?type=smallrect" />

আপনার পছন্দ ও ব্লগের সাইডবারের আকার অনুযায়ী যে কোন একটা ব্যবহার করুন।

# বাটনগুলি নেয়া হয়েছে উবুন্টু সাইটের এই পাতা থেকে।
# যেসব বাটন প্রস্তাব করা হয়েছে, সেগুলো দেখতে ভিজিট করুন এই পাতাটি
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger