Showing posts with label Wallpaper. Show all posts
Showing posts with label Wallpaper. Show all posts

কয়েকটি চোখ ধাঁধানো লিনাক্স ওয়ালপেপার

আপনার লিনাক্স সিস্টেমের জন্য ডাউনলোড করুন কয়েকটি অসাধারণ ও আকর্ষণীয় ওয়ালপেপার।
লিনাক্স মিউজ
লিনাক্স মিউজ
জেন্টু লিনাক্স ওয়ালপেপার
জেন্টু লিনাক্স ওয়ালপেপার
শুধু লিনাক্সের জন্য
শুধু লিনাক্সের জন্য
লিনাক্স চিহ্ন
লিনাক্স চিহ্ন
সেই পুরনো ডেবিয়ান লিনাক্স
ডেবিয়ান ভেঙে চুরমার
মনকে উন্মুক্ত করে দিন
মনকে উন্মুক্ত করে দিন
রুট
রুট
থ্রু আউট দ্যাট ক্র্যাপ
থ্রু আউট দ্যাট ক্র্যাপ
সুডো
সুডো
সুডো নীল
নীল সুডো
এই আকর্ষণীয় ওয়ালপেপারগুলো সংগ্রহ করেছি 25 Fresh and Cool Linux Wallpapersপোস্ট থেকে। এখানে আরও আছে লিনাক্সের জন্য মিনিমাল ওয়ালপেপার, নেটবুক কম্পিউটারের জন্য ওয়ালপেপার, ম্যানড্রিভা লিনাক্সের জন্য ওয়ালপেপার এবং স্ল্যাকওয়ার লিনাক্সের জন্য দারুণ দারুণ চোখধাঁধানো ওয়ালপেপার। পছন্দেরটি এখনই ডাউনলোড করে নিন।
# উপরের প্রতিটি ছবিই বড় আকারের। তাই ডাউনলোড করার জন্য পছন্দের ছবিতে ক্লিক করুন। বড় আকারের ছবিটি ওপেন হবে। ছবিটিতে রাইট ক্লিক করে সেভ এজ (Save as) করে হার্ডডিস্কে সংরক্ষণ করুন।

প্রথম থেকে আজ পর্যন্ত উবুন্টু'র ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার

লিনাক্সকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল "উবুন্টু" লিনাক্সের। সাধারণ ব্যবহারকারীর জন্য আরো সহজ, আরো সুবিধাজনক করে তৈরি করার জন্য উবুন্টু ক্রমাগত নিজেকে উন্নত থেকে উন্নততর করে চলেছে। শুরু হয়েছিল ২০০৪ সালের অক্টোবর মাস থেকে। সেই থেকে প্রত্যেক ছয় (৬) মাস পরপর উবুন্টুর এক একটি রিলিজ বের হচ্ছে। আরো বেশি সফটওয়ার, ড্রাইভার নিয়ে উবুন্টু ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। ফলে সারা বিশ্বের সাধারণ ব্যবহারকারীদের মনোযোগ আকৃষ্ট হতে দেরী হয়নি। "মানুষের জন্য লিনাক্স" - এই শ্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলা 'উবুন্টু' লিনাক্স তার অগ্রযাত্রায় প্রত্যেক নতুন রিলিজে বিভিন্ন এপ্লিকেশন, ড্রাইভার ও সুবিধার সাথে ব্যবহারকারীকে একটি নতুন ওয়ালপেপার উপহার দিয়েছে। উবুন্টু ৪.১০ থেকে আজ পর্যন্ত যে সব ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে সেইগুলো একত্রিত করে আজকের লেখাটি প্রকাশ করলাম।

Ubuntu 4.10 Warty WarthogUbuntu 4.10 Warty Warthog
প্রথম উবুন্টুর ডিফল্ট ওয়ালপেপার। খুব গাঢ় বাদামী রঙের এই ওয়ালপেপারের ডানপাশে নিচে ততোধিক গাঢ় রঙে উবুন্টুর লোগো লেখা আছে।
Ubuntu 5.04 Hoary HedgehogUbuntu 5.04 Hoary Hedgehog
উবুন্টু ৫.০৪ এ এসে ডিফল্ট ওয়ালপেপারের মাঝে একটি আলোর ঝলক চোখে পড়ছে। চারপাশের আঁধারের মাঝে উবুন্টু একটি আলোর আশা নিয়ে সূর্যের মতো উদিত হতে চলেছে- এরকম আশাবাদ এতে প্রতিফলিত হয়েছে।
Ubuntu 5.10 Breezy BadgerUbuntu 5.10 Breezy Badger
উবুন্টু ৫.১০ তে এসে আলোর রোশনাই একটু বেশি উজ্জ্বল। মাঝখান থেকে আলোর উৎস চারপাশে রশ্মি ছড়িয়ে দিচ্ছে এরকমই বোধহয় দর্শনটি ছিল। মাঝে যথারীতি উবুন্টুর লোগো লেখা আছে। তবে এটাই শেষ। এর পর ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপারে আর কখনও উবুন্টুর লোগো লেখা হয়নি।
Ubuntu 6.06 Dapper DrakeUbuntu 6.04 Dapper Drake
উবুন্টু ৬.০৪ এ এসে আবার গাঢ় কালচে বাদামী রঙ চারপাশ ছেয়ে ফেলেছে। মনে হচ্ছে কোন অশনী সংকেত যেন। কিন্তু তার মধ্যেও আলোর ছটা হারিয়ে যায়নি। বরং নিজেকে তীব্রভাবে প্রকাশ করার একটা বাসনা রয়েছে যেন।
Ubuntu 6.10 Edgy EftUbuntu 6.10 Edgy Eft
উবুন্টু ৬.০৬ এর ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপারে আলো উজ্জ্বলতা বেড়ে গেছে অনেকগুণ। মনে হয় মানুষের মুখের উজ্জ্বলতার একটা প্রতিফলন।
These are Ubuntu Linux's default desktop wallpaper since 4.10.
Ubuntu 7.04 Feisty FawnUbuntu 7.04 Feisty Fawn
উবুন্টু ৭.০৪ এর ওয়ালপেপারের উজ্জ্বলতা পূর্ববর্তী রিলিজের মতোই। এবারে আলোর রশ্মিগুলো একটু এদিক ওদিক দিক পরিবর্তন করেছে মাত্র।
Ubuntu 7.10 Gutsy GibbonUbuntu 7.10 Gutsy Gibbon
উবুন্টু ৭.১০তে গাঢ় রঙের ব্যাকগ্রাউন্ডে তীব্র আলোর ঝলকানি স্পষ্টভাবে লক্ষ্যনীয়।

Ubuntu 8.04 Hardy HeronUbuntu 8.04 Hardy Heron
উবুন্টু'র প্রত্যেকটা রিলিজের নাম আফ্রিকার কোন না কোন প্রাণীর নামে রাখা হয়। কিন্তু সেইসব প্রাণীর কোন ছবি ডেস্কটপ ওয়ালপেপারে এই প্রথম উবুন্টু ৮.০৪ এ ব্যবহার করা হল। এবারের সারস পাখিটি শিরদাঁড়া সোজা করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ডেস্কটপ কম্পিউটারের জগতে লিনাক্স এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, এ বোধহয় তারই নিদর্শন।
Ubuntu 8.10 Intrepid IbexUbuntu 8.10 Intrepid Ibex
পোড়া মাটির রঙে সাজানো উবুন্টু ৮.১০ এর ডেস্কটপ ওয়ালপেপার। আফ্রিকার তীব্র রোদে পোড়া মাটির স্পষ্ট প্রতিচ্ছবি যেন এবারের ওয়ালপেপারটি।

Ubuntu 9.04 Jaunty JackalopeUbuntu 9.04 Jaunty Jackalope
উবুন্টু ৯.০৪ লিনাক্সের ডেস্কটপ ওয়ালপেপারটি আগের ওয়ালপেপারগুলির ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। এবারেরটি কেমন যেন হতাশার রঙে ডোবানো।
Ubuntu 9.10 Karmic Koala
বাদামী রঙের রাজত্ব যেন শেষ হয়ে গেছে উবুন্টু ৯.১০তে এসে। আমি নিজেও প্রথমবার বুট করে অবাক হয়ে গেছি। প্রথম কয়েক মিলিসেকেন্ড বুঝতেই পারছিলাম না এটা উবুন্টু নাকি অন্য কোন ডিস্ট্রো। এক উজ্জ্বল কমলা রঙে রাঙানো এবারের ডেস্কটপ ওয়ালপেপার। তাকিয়ে থাকতে থাকতে নিমেষেই মন ভালো হয়ে যায়।

এই রিলিজটিই বর্তমানে চলছে। আগামীতে আসছে উবুন্টু ১০.০৪। এই রিলিজের ডেস্কটপ ওয়ালপেপার কেমন হবে, তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলেছিল। শেষে একটি সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। এবং তা সবার সামনে প্রকাশও করা হয়ে গেছে। দেখতে কেমন সেই আগামী এপ্রিল মাসের ২৮ তারিখে প্রকাশ হওয়া উবুন্টুর ডেস্কটপ ওয়ালপেপার? তা জানতে উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার শীর্ষক পোস্টটি একবার পড়ে দেখুন।

(পোস্টে ব্যবহৃত এই ছবিগুলো ছোট আকারের, তাই ডেস্কটপ হিসেবে ব্যবহার উপযোগী নয়।)

উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার

উবুন্টু ১০.০৪(লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপারইতিমধ্যে আপনারা জেনেছেন যে উবুন্টু ১০.০৪ লুসিড লিঙ্কস লিনাক্সের আলফা ভার্সন প্রকাশিত হয়েছে। আর এই নতুন রিলিজের থীম নিয়েও যে নতুন ভাবনা তার সাথেও আপনারা পরিচিত হয়েছেন। জেনেছেন যে লুসিড লিঙ্কস থেকে পাঁচ বছরের পুরনো হিউম্যান থীম বাদ যাচ্ছে। কিন্তু এই নতুন LTS এর ডিফল্ট ডেক্সটপ কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা ছিল। আমরা ভেবেছিলাম যে উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) এর ডিফল্ট ওয়ালপেপার হয়তো লিঙ্কস এর ছবি দিয়েই হবে। কিন্তু এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার প্রকাশ করা হয়েছে।

উপরের ছবিটিই উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) এর ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার। বাদামী রঙের হালকা প্রলেপ একে আকর্ষণীয় করেছে সন্দেহ নেই। কিন্তু ম্যাকের মতো দেখতে বলে এর সমালোচনাও কম হচ্ছে না।
Ubuntu 10.04 (Lucid Lynx) default wallpaper has published.
উপরের ছবিটিতে ক্লিক করলে বড় ছবি খুলে যাবে। সেখান থেকে মাউসের রাইট বোতাম ক্লিক করে Save as করুন। অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

রেজুলুশন: ১৬০০×১০০০ পিক্সেল, সাইজ ১.৪ মেগাবাইট

এই ইমেজটির নাম "warty" । কারণ প্রথম যখন warty রিলিজ প্রকাশ করা হল, তখন সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে উবুন্টুর পরবর্তী সবকটি রিলিজের ডিফল্ট ওয়ালপেপারের নাম "warty" রাখা হবে।

কয়েকটি আকর্ষণীয় ওয়ালপেপার

_____

এর আগের একটি পোস্ট দিয়েছিলাম যার নাম দারুণ দারুণ আকর্ষণীয় ওয়ালপেপারের সাইট। এই পোস্টে বেশ কিছু আকর্ষণীয় ডেস্কটপ ওয়ালপেপারের খবর জানিয়েছিলাম। কিন্তু ওয়ালপেপারগুলোর প্রাপ্তিস্থানের ঠিকানা দিলেও ছবিগুলোর সরাসরি ডাউনলোড লিংক দেইনি। এবার কয়েকটি আকর্ষণীয় ওয়ালপেপার সরাসরি আপলোড করে দিলাম। উপরের থাম্বনেইলে ক্লিক করলে বড় ছবি ওপেন হবে। সেটাতে মাউসের ডান বোতাম ক্লিক করে সরাসরি হার্ডডিস্কে সেভ করে নিন।

উবুন্টু'র জন্য একটি এক্সট্রা ওয়ালপেপার প্যাকেজ

Free ubuntu extra wallpaper packageএবার আপনাদেরকে জানাচ্ছি একটা ফ্রি ওয়ালপেপার প্যাকেজের (Free wallpaper package) খবর। এটা .deb ফাইল ফরমেটে আছে, তাই ডেবিয়ানভিত্তিক (Debian) সবধরণের লিনাক্স সিস্টেমে (Linux System) ইনস্টল করা যাবে।

এই ওয়ালপেপারগুলো প্রস্তুত করা হয়েছে উবুন্টু'র ওয়ালপেপার প্রতিযোগিতার জন্য। কিন্তু ফ্লিকারের গ্রুপ থেকে এখন এগুলো নিজস্ব PPA তে নিয়ে যাওয়া হয়েছে। Kenneth Wimer এই ওয়ালপেপারগুলো উন্মুক্ত লাইসেন্সের অধীনে সবাইকে এই ওয়ালপেপার প্যাকেজটি ব্যবহার করতে অনুরোধ করেছেন।

আগ্রহীরা এই লিংক থেকে ডাউনলোড করে নিজের উবুন্টু সিস্টেমে ইনস্টল করে নিন।

উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) এর ডিফল্ট ওয়ালপেপার

ubuntu lucid lynx default wallpaperআগামী উবুন্টু ১০.০৪ এর ওয়ালপেপার তৈরির কাজ চলছে। এরকম একটি খসড়া ওয়ালপেপার আজ প্রকাশ করলাম। দেখুন তো কেমন লাগছে? (উপরের ছবিটি ১২৮০×১০২৪ পিক্সেলের)

আপনি কি নিজের কোন ছবিকে আগামী উবুন্টুর (লুসিড লিঙ্কস) এর জন্য প্রস্তাব করতে চান? তাহলে এখনই ফ্লিকারের উবুন্টু আর্টওয়ার্ক গ্রুপে যোগ দিন। অন্যদের কাজের সাথে সাথে নিজেরটাও তুলনা করতে পারবেন।

উবুন্টুর জন্য একটি দারুণ ওয়ালপেপার ডাউনলোড করুন

আপনার উবুন্টু'র জন্য একটি দারুণ ডেস্কটপ ওয়ালপেপার খুঁজে বের করলাম। এটা তৈরি করেছেন GrafTrahula, তাঁর অন্যান্য কাজগুলো পাবেন GNOME-look.org এর এখানে

এখানে দেয়া ছবিটি বড় আকারের। ১৬৩৩×১০৫০ পিক্সেলের এই ছবিটি সম্পূর্ণ আপলোড করেছি। উপরের ছবিতে ক্লিক করে বড় আকারের ছবি ওপেন করুন এবং সেখান থেকে Save as করে ডাউনলোড করে নিন।

দারুণ দারুণ আকর্ষণীয় ওয়ালপেপারের সাইট

দারুণ দারুণ আকর্ষণীয় ডেস্কটপ ওয়ালপেপার দিয়ে আমরা সবাই নিজেদের কম্পিউটার সাজাতে পছন্দ করি। আর এর জন্য এই সাইট সেই সাইট কত জায়গায় না ঘুরে বেড়াই। কিন্তু মনের মতো ওয়ালপেপার খুঁজে পাওয়া কি যে কঠিন, তা আমরা সবাই জানি।

আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের খোঁজ দিচ্ছি, যেখানে অসাধারণ ও প্রচন্ড সুন্দর সুন্দর ডেস্কটপ ওয়ালপেপার (Desktop Wallpaper) আপনার ডাউনলোডের (Download) জন্য অপেক্ষা করছে। আর এর সবগুলো ছবিই একেবারে বিনেপয়সায় ডাউনলোড (Free to download) করা যাবে।
____________________

উপরে আমি মাত্র ২০টি থাম্পনেইল দিলাম। কোনটাতে লিঙ্ক নেই। বাকী শত শত ওয়ালপেপারে মধ্যে পছন্দেরটি ডাউনলোড করার জন্য মূল GNOME Backgrounds সাইটে ভ্রমণ করুন।
Download cute, beautiful and attractive wallpapers from" Gnome background".
GNOME Desktop Environment এর নিজস্ব উদ্যোগে এই ওয়ালপেপারগুলো লিনাক্স ব্যবহারকারীদেরকে উপহার দেয়া হয়েছে। উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের (Microsoft) এমন কোন উদ্যাগ বা অবদান নেই। তাই লিনাক্স (Linux) ব্যবহারকারীরা এই মজার ও আকর্ষণীয় ওয়ালপেপারগুলো ব্যবহারের সুখ একাই অনুভব করেন। আজ আমি এই দারুণ ওয়েবসাইটটির লিঙ্ক সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। সব অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা এখান থেকে ওয়ালপেপারগুলো একেবারে বিনেপয়সায় ডাউনলোড করে নিজের কম্পিউটারের ডেস্কটপটিকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন।
ওয়েব ঠিকানাঃ http://art.gnome.org/backgrounds
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger