আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের খোঁজ দিচ্ছি, যেখানে অসাধারণ ও প্রচন্ড সুন্দর সুন্দর ডেস্কটপ ওয়ালপেপার (Desktop Wallpaper) আপনার ডাউনলোডের (Download) জন্য অপেক্ষা করছে। আর এর সবগুলো ছবিই একেবারে বিনেপয়সায় ডাউনলোড (Free to download) করা যাবে।





















উপরে আমি মাত্র ২০টি থাম্পনেইল দিলাম। কোনটাতে লিঙ্ক নেই। বাকী শত শত ওয়ালপেপারে মধ্যে পছন্দেরটি ডাউনলোড করার জন্য মূল GNOME Backgrounds সাইটে ভ্রমণ করুন।
Download cute, beautiful and attractive wallpapers from" Gnome background".
GNOME Desktop Environment এর নিজস্ব উদ্যোগে এই ওয়ালপেপারগুলো লিনাক্স ব্যবহারকারীদেরকে উপহার দেয়া হয়েছে। উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের (Microsoft) এমন কোন উদ্যাগ বা অবদান নেই। তাই লিনাক্স (Linux) ব্যবহারকারীরা এই মজার ও আকর্ষণীয় ওয়ালপেপারগুলো ব্যবহারের সুখ একাই অনুভব করেন। আজ আমি এই দারুণ ওয়েবসাইটটির লিঙ্ক সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। সব অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা এখান থেকে ওয়ালপেপারগুলো একেবারে বিনেপয়সায় ডাউনলোড করে নিজের কম্পিউটারের ডেস্কটপটিকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন।
ওয়েব ঠিকানাঃ http://art.gnome.org/backgrounds