উবুন্টু ১০.০৪ এ হিউম্যান থীম বাদ যাচ্ছে

গত ১৯ ফেব্রুয়ারি ২০১০ তারিখে দেয়া এক সাক্ষাৎকারে উবুন্টু লিনাক্সের প্রতিষ্ঠাতা Mark Shuttleworth জানিয়েছেন যে উবুন্টু ১০.০৪ থেকে এতদিন থেকে চলে আসা ডিফল্ট হিউম্যান থীমটি পাল্টানো হবে। উবুন্টু তার জন্মলগ্ন থেকে Human theme ব্যবহার করে আসছে। এবার এই ঐতিহ্যবাহী থীমটিকে পাল্টিয়ে এক নতুন থীম দিয়ে উবুন্টু ১০.০৪'র ডেস্কটপ সজ্জিত হবে। সাক্ষাৎকারে Mark বলেছেন:
আমরা আগামী পাঁচ বৎসরের জন্য এক নতুন স্টাইল দিয়ে (উবুন্টুকে) শুরু করতে চাই। গত পাঁচ বৎসর হিউম্যান থীম নিয়ে ছিলাম। এবার আগামী পাঁচ বৎসর হালকা কিছু নিয়ে থাকতে চাই।
জোর গুজব রয়েছে যে, মার্ক Elementary theme এর কথাই বলেছেন। তাকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল Lucid Linx এর আর্ট ওয়ার্ক নিয়ে। তিনি তেমন কোন তথ্য দিতে চাননি। শুধু বলেছেন যে উইন্ডোর বর্ডারগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে এবং কিছু নতুন আইকন যোগ করা হয়েছে।

ঠিক কি কি পরিবর্তন ঘটে তা জানার জন্য আমাদেরকে আসলে এখনও আরো দুইমাস অপেক্ষা করতে হবে।

নিচে তাঁর সাক্ষাৎকারের ভিডিওটি যোগ করা হল:
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger