আজকের পোস্টে আমি আপনাদের সামনে উবুন্টুর প্রথম রিলিজ থেকে আজ এবং আগামী পর্যন্ত যে কটি কোডনাম এবং মাসকট হিসেবে যে প্রাণীগুলোকে ব্যবহার করেছে, তার সবকটির ছবি উপহার দেব। উল্লেখ্য যে উবুন্টুর প্রত্যেকটি রিলিজ ছয় মাস পরপর নিয়মিতভাবে প্রকাশ করা হয়। এবং তার সময়ক্ষণ নির্দিষ্ট আছে। বৎসরের এপ্রিল ও অক্টোবার মাসকে উবুন্টুর নতুন ভার্সনের প্রকাশের মাস বলে ঠিক করে রাখা আছে।
Ubuntu 4.10 Warty Warthog
Ubuntu 5.04 Hoary Hedgehog
Ubuntu 5.10 Breezy Badger
Ubuntu 6.06 Dapper Drake
এই রিলিজটি দুইমাস পরে প্রকাশ হয়েছে। কিন্তু এটাতে ৫ বৎসরের সাপোর্ট ছিল।
Ubuntu 6.10 Edgy Eft
Ubuntu 7.04 Feisty Fawn
Ubuntu 7.10 Gutsy Gibbon
Ubuntu 8.04 Hardy Heron
Ubuntu 8.10 Intrepid Ibex
Ubuntu 9.04 Jaunty Jackalope
Ubuntu 9.10 Karmic Koala
Ubuntu 5.04 Hoary Hedgehog
Ubuntu 5.10 Breezy Badger
Ubuntu 6.06 Dapper Drake
এই রিলিজটি দুইমাস পরে প্রকাশ হয়েছে। কিন্তু এটাতে ৫ বৎসরের সাপোর্ট ছিল।
Ubuntu 6.10 Edgy Eft
Ubuntu 7.04 Feisty Fawn
Ubuntu 7.10 Gutsy Gibbon
Ubuntu 8.04 Hardy Heron
Ubuntu 8.10 Intrepid Ibex
Ubuntu 9.04 Jaunty Jackalope
Ubuntu 9.10 Karmic Koala
এই এপ্রিল মাসের ২৯ তারিখে উবুন্টুর লং টার্ম সাপোর্টযুক্ত রিলিজ প্রকাশিত হতে যাচ্ছে। এর কোড নাম Lucid Lynx (লুসিড লিংক্স)
সময়ের ধারাবাহিকতা মেনে এই বৎসরের অক্টোবর মাসে প্রকাশিত হবে উবুন্টু ১০.১০ রিলিজ। এর কোড নাম নির্বাচন করা হয়েছে Maverick Meerkat
আপনারা উবুন্টুর কোডনামগুলোর সংক্ষিপ্ত বর্ণনা ও আগামীর উবুন্টু রিলিজগুলোর কোডনামের বিস্তারিত খবরাখবর পাবেন উবুন্টু উইকি থেকে।
আপনি কি আগামী রিলিজগুলোর ( ১১.০৪, ১১.১০, ১২.০৪, ১২.১০) জন্য কোন নাম প্রস্তাব করতে চান? তাহলে তাও করতে পারেন। বিস্তারিত দেখুন উবুন্টু উইকির পাতাটিতে।
পোস্টটি লিখতে এই লেখাটির সাহায্য নেয়া হয়েছে।