এর আগে আমরা
উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) ডিফল্ট ডেস্কটপ ওয়ালপেপার দেখেছি। জানা গেছে যে, এর সারা শরীর জুড়ে বাদামী রঙের ছটা অনেকেরই পছন্দ হয়নি। তাই আগ্রহী ওয়ালপেপার ডিজাইনাররা আরও কিছু ওয়ালপেপার তৈরি করেছেন। এগুলো উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) (Ubuntu 10.04 Lucid Lynx) এর জন্য তৈরি করা। কিন্তু অফিসিয়াল সাপোর্ট নেই। আজ উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য তৈরি করা আনঅফিসিয়াল ওয়ালপেপারগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি।

আগামী উবুন্টু ১০.০৪ (লুসিড লিংক্স) এর জন্য তৈরি করা ডিফল্ট ওয়ালপেপারের নীলাভ রঙের ভার্সন। ডাউনলোড করুন
এখান থেকে।
আরও একটি প্রস্তাবিত ওয়ালপেপার ডিজাইন হল এটাঃ

এই ছবিটাকে দিনের বিভিন্ন সময় অনুযায়ী একাধিক রঙে রাঙানো হয়েছে। নিচে নমুনাগুলো দেখুন।

Night of Ubuntu

Dusk of Ubuntu

Dawn of Ubuntu

Noon of Ubuntu
উপরের ছবিগুলো .deb ফাইলেও পাওয়া যাচ্ছে।
এখানে ক্লিক করে ২.৮ মেগাবাইট আকারের ডেব ফাইলটি ডাউনলোড করে নিন। (
সূত্র)
Download this nice wallpapers for your linux and windows desktop.
আর একটি শান্ত ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার। এই ছবিটি ১৯২০×১২০০ পিক্সেলের। মূল ছবিটি আপলোড করা হয়েছে। ছবিতে ক্লিক করলে বড় ছবি ওপেন হবে। সেই বড় ছবিটিতে মাউসের ডান বোতামে ক্লিক করে
Save as করে কম্পিউটারে সেভ করে নিন। ওয়ালপেপারটির
ডাইরেক্ট লিঙ্ক। তৈরি করেছে
Rubmyubuntuতবে শেষে একটা কথা বলতে চাই। উবুন্টুর জন্য তৈরি করা বলে উইন্ডোজ ব্যবহারকারীরা এই ওয়ালপেপারগুলো ব্যবহার করতে পারবে বলে কোন শর্ত কিন্তু আরোপ করা নেই। অতএব যে কেউ এই ছবিগুলো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।