ট্যুইটার এখন শুকিয়ে যাওয়া নদী

জনপ্রিয় সোসিয়াল নেটওয়ার্ক ওয়েবসাইট "ট্যুইটার" এখন জনপ্রিয়তা হারানোর পথে তীব্র বেগে এগিয়ে চলেছে। এলেক্সা র‌্যাঙ্ক অনুযায়ী এই মুহুর্তে বিশ্বের দ্বাদশ স্থানে আছে ট্যুইটার.কম।
  • সর্বোচ্চ নতুন নিবন্ধনকারী (unique user) সংখ্যা ছিলো ২০০৯ সালের জুলাই মাসে। তার পরে থেকে এটি নেমে এসেছে ২০% হারে।
  • সাধারন একজন ট্যুইটার ব্যবহারকারীর অনুসরনকারীর (follower) গড় সংখ্যা ২৭, গত বছরে এটাই ছিল ৪২।
  • ৮০% ট্যুইটার ব্যবহারকারী ১০'টির বেশি ট্যুইট করেননি
  • নিয়মিত ট্যুইট করছেন এমন ব্যবহারকারীর সংখ্যা এখন মাত্র ১৭%
  • ২৫% ব্যবহারকারীর একজনও অনুসরনকারী নেই
  • ৪০% নিবন্ধনকারী একাউন্ট খুললেও একটিও ট্যুইট করেননি
উল্লেখিত তথ্য উঠে এসেছে একটি জরিপ থেকে। সমীক্ষা করা হয়েছিলো ৫০ হাজার ব্যবহারকারীর রেকর্ড এবং ২০ লক্ষ ট্যুইট। জরিপ চালিয়েছেন RJMetrics নামের সংস্থা। ২০০৯ সালে যেখানে ফেসবুকের ব্যবহারকারী ৩৫০ মিলিয়ন ছাড়িয়েছিলো, সেখানে ট্যুইটার ব্যবহারকারী ৭৫ মিলিয়ন মাত্র।

অনেকেই বলতে পারেন, তাহলে যে তারকাদের কয়েক লক্ষ করে অনুসরনকারী, সেইগুলি তাহলে কিকরে হলো? উত্তরটা মনে হয় আমরা অল্প অল্প বুঝি! আজকাল ফ্রি ইমেইল আইডি বানানো কি বা এমন বড় ব্যাপার? দিনে পাঁচটা করে একাউন্ট আমরা বানালে এবং ট্যুইটারে নিবন্ধন করলে, এই হারে প্রতি মাসের শেষে গিয়ে আমাদেরই ১৫০ করে অনুসরনকারী বাড়তে থাকবে। তাইনা? (বিশাল সংখ্যক ট্যুইটার অনুসরনকারী তালিকা অল্প দামেই কিনতে পাওয়া যায় আজকাল, যে কেউ চাইলেই কিনে নিয়ে নিজের অনুসরনকারী বাড়িয়ে ফেলতে পারবে, তারকারা কিনতে পারবেনা কেন?)

 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger