উবুন্টুতে এইসব অপ্রয়োজনীয় ফাইলগুলো মোছার জন্য একটা শক্তিশালী সফটওয়ার হল BleachBit, এর মাধ্যমে সিস্টেমে ইনস্টল থাকা একাধিক ব্রাউজারের ক্যাশ, হিস্টোরি, কুকি, পাসওয়ার্ড, সেশন রিস্টোর, ডাউনলোড এবং ফরম হিস্টোরি, ওপেন অফিসের রিসেন্ট ফাইল, টেম্পোরারি ফাইল, জিনোম এর রান এবং হিস্টোরির তালিকাসহ নানারকমের অপ্রয়োজনীয় ফাইল একেবারে মুছে ফেলতে পারবেন।
Bleachbit এপ্লিকেশনটিকে পাবার জন্য আপনাকে মোটেও কষ্ট করতে হবে না, কোন রকম কমান্ড টাইপ করতেও হবে না। উবুন্টুর সফটওয়ার সেন্টারেই রয়েছে। সেখানে Bleachbit লিখে সার্চ করুন। পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল হলে খুঁজে পাবেন মূল মেনুতেই:
- Applications> System Tools> BleachBit