বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষ্যে গুগল লোগো

বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে গুগলের লোগোগুগল বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের লোগো পাল্টে ফেলে এটা আমরা সবাই জানি। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে গুগল তাদের লোগো পাল্টে ফেলেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১০। এই মুহূর্তে সারা পৃথিবীতে আলোচনার প্রধান বিষয় হল এটাই। মানুষ দিনে রাতে নাওয়া খাওয়া বাদ দিয়ে নিজের প্রিয় দলকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে। পত্রিকা, ম্যাগাজিনগুলো বিশ্বকাপ নিয়ে বের করছে বিশেষ সংখ্যা। গুগলেও worldcup 2010 সার্চ করলে কিছু অতিরিক্ত খবর পাওয়া যাচ্ছে। আসলে গুগলের সফলতার চাবিকাঠি এখানেই। মানুষের মনের খবর পড়ে ফেলতে গুগলের বোধহয় আর বেশি দেরী নেই।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger