গুগল বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের লোগো পাল্টে ফেলে এটা আমরা সবাই জানি। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে গুগল তাদের লোগো পাল্টে ফেলেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১০। এই মুহূর্তে সারা পৃথিবীতে আলোচনার প্রধান বিষয় হল এটাই। মানুষ দিনে রাতে নাওয়া খাওয়া বাদ দিয়ে নিজের প্রিয় দলকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে। পত্রিকা, ম্যাগাজিনগুলো বিশ্বকাপ নিয়ে বের করছে বিশেষ সংখ্যা। গুগলেও worldcup 2010 সার্চ করলে কিছু অতিরিক্ত খবর পাওয়া যাচ্ছে। আসলে গুগলের সফলতার চাবিকাঠি এখানেই। মানুষের মনের খবর পড়ে ফেলতে গুগলের বোধহয় আর বেশি দেরী নেই।
বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষ্যে গুগল লোগো
Posted by: Aero River
গুগল বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের লোগো পাল্টে ফেলে এটা আমরা সবাই জানি। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে গুগল তাদের লোগো পাল্টে ফেলেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১০। এই মুহূর্তে সারা পৃথিবীতে আলোচনার প্রধান বিষয় হল এটাই। মানুষ দিনে রাতে নাওয়া খাওয়া বাদ দিয়ে নিজের প্রিয় দলকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে। পত্রিকা, ম্যাগাজিনগুলো বিশ্বকাপ নিয়ে বের করছে বিশেষ সংখ্যা। গুগলেও worldcup 2010 সার্চ করলে কিছু অতিরিক্ত খবর পাওয়া যাচ্ছে। আসলে গুগলের সফলতার চাবিকাঠি এখানেই। মানুষের মনের খবর পড়ে ফেলতে গুগলের বোধহয় আর বেশি দেরী নেই।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

