অপরাধীদের জন্য পাতা বিধিনিষেধের জালে সাধারণ পাঠকরা অনেকসময় আটকা পড়ে যান। ফলে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও কোন একটি ভাল পোস্ট পড়ে মন্তব্য করতে পারেন না। কিন্তু যদি ব্লগলেখক একটু সচেতন হন, তাহলে কিন্তু সমস্যাটিকে অনায়াসে এড়ানো যায়।
উপরে দেয়া ছবিটি দেখুন। কোন পাঠক মন্তব্য করতে গেলে তাকে কোন না কোন সাইটে লগইন (Login) করতে হবে। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে, Google, Livejournal, Wordpress, Typepad, AIM, OpenID এর কোনটাতেই একজন পাঠক লগইন করা নেই। নেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ব্লগে এসে হাজির হয়েছেন। আর পোস্টটি ভাল লাগায়, তাতে কমেন্ট করতে চাচ্ছে। কিন্তু এখন যদি তাকে কোন না কোন একটা সাইটে লগইন হয়ে আবার এই ব্লগে আসতে হয়, তাহলে তো তার মন্তব্য করার ইচ্ছাটাই চলে যাবে। এবং তিনি মন্তব্য না করে আবার অনলাইনে অজানার উদ্দেশ্যে ঘুরতে বের হয়ে যাবেন। এই পাঠকের মন্তব্য যা আপনার পাওয়ার কথা ছিল, তা একটু সাধারণ অসচেতনতার জন্য আপনি পেলেন না। তাহলে কি করা, তাইনা? আর এই প্রশ্নটার উত্তর দেয়ার জন্যই আমি এত কথার অবতারণা করলাম। তো আসল কথায় আসি।
So change blogsetting to comment your blog reader very easily.
ব্লগার.কম এর ব্লগগুলোর পোস্টে ডিফল্টভাবে এই বিধিনিষেধ থাকে স্প্যামারদের হাত থেকে রক্ষা পাবার জন্য। ব্লগে স্প্যামিং (Spamming) বেশি হয় সাধারণত ইংরেজি ব্লগগুলোতে। বাংলা ব্লগে যে হয়না, তা নয়। তবে তার পরিমাণ খুবই কম। আর আপনি যদি সতর্ক থাকেন, তাহলে কি আর কেউ আপনার ক্ষতি করতে পারবে?
Be alert, Then nobody will harm your blog and your identity.
আমার পরামর্শ হলো যে আপনার ব্লগের মন্তব্য করার অধিকার উন্মুক্ত রাখুন। সবাই যেন কোনরকম ঝামেলা ছাড়াই মন্তব্য করতে পারে, তার জন্য সুযোগ করে দেয়ার দায়িত্ব আপনার।
উপরের ছবিতে দেখুন। এটা 'বাংলা হ্যাকস' ব্লগের কমেন্টস ফরম। এখানে দুইটি অতিরিক্ত অপশন আছে। Name/URL এবং Anonymous -এই দুটো অপশন নির্বাচিত করার জন্য পাঠককে কোথাও লগইন করতে হবে না। শুধু নাম (আর যদি ব্লগ থাকে তার ঠিকানা) অথবা নামহীন অবস্থায় নিজেকে লুকিয়ে রেখেও পাঠক মন্তব্য করতে পারবে। আমি মন্তব্য করার কোন সুযোগ বন্ধ করে রাখিনি। ফলে দেখবেন অনেক Anonymous হিসেবে করা মন্তব্য বাংলা হ্যাকস ব্লগে রয়েছে।
পাঠককে মন্তব্য করার উন্মুক্ত অধিকার দেবার এই সুবিধাটা আপনাকে ব্লগের Settings ট্যাব এর Comments অংশ থেকে একটিভ করতে হবে।
একানে Who Can Commet? লেখাটির পাশের চারটি অপশনের মধ্যে Anyone লেখার পাশের রেডিও বোতামটি সিলেক্ট করে Save লেখাতে ক্লিক করে পরিবর্তনটি সংরক্ষণ করুন। এবার আপনার ব্লগের কোন পোস্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পাঠকরা সমস্যায় পড়বে না।
আপনি হয়তো ভয় পাচ্ছেন যে, আপনার ব্লগে কখন কে বাজে মন্তব্য করে যায়, সেটা জানবো কিভাবে। ব্লগে যখন কেউ মন্তব্য করবে তা তাৎক্ষণিকভাবে ইমেইলের মাধ্যমে জেনে যাওয়ার সুবিধাটি ব্যবহার করুন। তাহলে যখনই কেউ মন্তব্য করবে, তখনই তা আপনার ইনবক্সে এসে জমা হবে।
এছাড়াও ব্লগের Settings ট্যাব এর Comments অংশের নিচে থাকা Comment Moderation এর পাশের
- Always
- Only on posts older than ...... days
- Never