ফায়ারফক্স দিয়ে বিশ্বকাপ ২০১০ এ পছন্দের দলকে জিতিয়ে দিন

পারসোনা দিয়ে সাজানো আমার ফায়ারফক্স
ফায়ারফক্স দিয়ে সাজানো আমার ফায়ারফক্স

বিশ্বকাপ ২০১০ নিয়ে যখন সারা পৃথিবীর মানুষ উন্মাদনায় মাতাল, তখন আমাদের সবার প্রিয় ফায়ারফক্স ব্রাউজার ৩২ দলের মধ্যে প্রিয় দলটিকে জিতিয়ে দেবার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আপনি সেই লড়াইয়ে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন একটি 'ফায়ারফক্স কাপ'। সত্যিই তাই। এবার ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দের দলকে সমর্থন করুন। কিভাবে? ফায়ারফক্সকে পারসোনা দিয়ে সাজিয়ে তোলার পদ্ধতি আপনারা জানেন। এবার সেই পারসোনা দিয়েই ফায়ারফক্সকে বর্ণিল করে তুলুন পছন্দের দলের পতাকা দিয়ে। ফায়ারফক্স কাপ সাইটটিতে গেলেই প্রিয় দলের পতাকা পাবেন।
ফায়ারফক্স কাপ সাইট
ফায়ারফক্সকাপ সাইট
নির্দিষ্ট পতাকার উপরে মাউস দিয়ে ক্লিক করলেই সেটা ফায়ারফক্সের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। আপনার পছন্দের দল যদি জিতে যায়, তাহলে আপনি পাবেন একটি "ফায়ারফক্স কাপ"।
ফায়ারফক্স কাপ
ফায়ারফক্স কাপ
এ পর্যন্ত ৫০ এর বেশি সমর্থন যে দলগুলো পেয়েছে, সেই দলগুলোর পরিসংখ্যান নিচে দেয়া হলঃ
  • Brazil      2,483
  • Argentina     1,886
  • Mexico     1,190
  • Germany     1,037
  • Spain     639
  • England     343
  • Serbia     326
  • Italy     290
  • Chile     211
  • Uruguay     108
  • United States     98
  • Netherlands     78
  • France     67
  • Algeria     65
  • Portugal     60
  • Paraguay     59
  • Greece     55
  • South Korea     55
  • Honduras     52
এই  FootieFox এডঅনটিও সেই সাথে ইনস্টল করে নিতে পারেন।
# আপনার কম্পিউটারে ফায়ারফক্স ব্রাউজার ইনস্টল করা না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
(উপরের ছবিতে নমুনা হিসেবে আর্জেন্টিনার পতাকাটি ব্যবহার করা হয়েছে। এই ছবিটির মাধ্যমে নির্দিষ্ট কোন দলের প্রতি আমার পক্ষপাত প্রকাশ পায় না)
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger