Zemanta : ব্লগ লেখার নতুন যাদু। আপনার ব্লগ পোস্টগুলো সাজিয়ে তুলুন মনের মতো

Shaheed Minar, or the Martyr's monument, in Dh...Image via Wikipedia
From Bangla Hacks
         এই ২য়  ছবিটা দেখেছেন ? বুঝতেই পারছেন এটি পোস্ট লেখার, সম্পাদনা করবার পাতা। ডানদিকে লক্ষ্য করুন। Zemanta নামে একটা গেজেট রয়েছে। তাতে ছবি দেখাচ্ছে। নিচে দরকারি কিছু কাজের লিঙ্ক। নিচের দিকে দেখুন in text link দেখাচ্ছে। Labelsএর বাক্সখানা খোলা। যেন কিছু নিজে থেকেই বেরিয়ে এসে বসে যাবার জন্যে মুখিয়ে আছে।
          এবারে নিচে ৩য়  ছবিটি দেখুন। আমাদের পুরোনো Labelএর নিচে আরো কিছু আপনাতেই দেখিয়ে যেন জিজ্ঞেস করতে চাইছে আমরা কি সেগুলোর থেকেও কিছু বাছাই করতে চাইছি? করতেই পারি । ডানদিকে একটা ছবির উপর মাউস রাখতেই সেটি বড় হয়ে যাচ্ছে। যাতে ভালো করে দেখতে পারি। এবং বাছাই করতে পারি। একই ঘটনা ঘটবে নিচের Related Articleএর উপর মাউস রাখলে। সেগুলো বড় হয়ে গিয়ে পড়তে সুবিধে করে দেবে। সেখান থেকে বাছাই করলেই সেগুলোর লিঙ্ক এসে  পোস্টের নিচে  এ ভীড় করবে। আমারা স্ক্রল ডাউন করে Look what's new in Gmail পছন্দ করে ক্লিক করতেই দেখুন নিচে কী হয়েছে। আমরা ডানদিকের ছবিগুলো থেকে একটিতে বাছাই করে ক্লিক করতেই একেবারে উপরের Wikipedia থেকে ২১এর শহিদ বেদির  ছবি এসে বসে গেছে।সম্ভবত পিকাসাকে এখনো সমর্থণ দিচ্ছে না , আমরা তাই আমাদের নিজেদের দরকারি ছবিগুলো আলাদা করেই তুলেছি। কিন্তু, আপনি My Sources এ ক্লিক করলে এমন আরো অজস্র বিকল্প পেয়ে যাবেন। মায়, ফেসবুক, টুইটারে সেয়ার করবার সহজ পথের দিশা অব্দি।একবার পোস্ট করবার পর দ্বিতীয়বার সম্পদনার পাতা খুলে দেখবেন পাশের ছবি বা নিবন্ধের লিঙ্কগুলো অনেক বেশি নির্দিষ্ট তথা আপনার পোষ্টের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে। আপনি , আবারো সেখান থেকে বাছাই করে পোষ্ট সম্পাদনা করে ফেলতে পারেন।
From Bangla Hacks
                    আপনার ব্লগ লেখাকে এমন সহজ করতে চান কি? ব্যাপারটা একেবারেই সোজা। আপনার ব্রাউসারের Tool মেনুতে গিয়ে Add onsএ টিপুন। সেখানে Get Adds on মেনু খুলে Zemanta লিখে ক্লিক করুন । ইন্সটল করুন, যেভাবে অন্য Add ons ইন্সটল করে থাকেন। আপনার কাজ হয়ে গেল। ব্রাউসার বন্ধ করে আবারো খুলে আপনার পুরোনো কোনো পোস্ট সম্পাদনার পাতা খুলে দেখুন জেমান্টা এসে গেছে। আপনারা অবশ্যি, জেমান্টার লিঙ্কটা আমাদের এই পোস্টেই সরাসরি পেয়ে যাবেন। খোঁজে নিতে পারবেনতো? নীল শব্দগুলোতে মাউস বুলিয়ে দেখুন।
               ব্লগস্পট এরকম আর বেশকিছু মজার মজার ব্যাপার চালু করেছে। যেমন, এখন সেয়ার গেজেট আলাদা ইন্সটল করতে হয় না, আপনার ব্লগ পাঠকের পুরো হিসেব (Blog statistics) সহজেই দেখতে পারেন। আমরা চেষ্টা করব একে একে তার কিছু কিছু লিখতে।
              আমাদের সবার প্রিয় এরোর অনেক দিন সাড়া শব্দ পাচ্ছি না। আশা করছি সে ভালোই আছে। এবং চট জলদি কিছু একটা ভালো খবর পাবো । কিন্তু আমাদের প্রিয় বাংলা হ্যাক্স অনেকদিন নীরব ছিল বলে দেখে ভালো লাগছিল না। তাই আমি চট জলদি এই পোস্টটা লিখে ফেললাম। আশা করছি , আপনাদের এটি ভালো লাগবে। কোনো অসুবিধে হলে লিখে জানাবেন। তাতে পরে আর বিস্তৃত জানাবার চেষ্টা করব।
Enhanced by Zemanta
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger