Image via Wikipedia
From Bangla Hacks |
এবারে নিচে ৩য় ছবিটি দেখুন। আমাদের পুরোনো Labelএর নিচে আরো কিছু আপনাতেই দেখিয়ে যেন জিজ্ঞেস করতে চাইছে আমরা কি সেগুলোর থেকেও কিছু বাছাই করতে চাইছি? করতেই পারি । ডানদিকে একটা ছবির উপর মাউস রাখতেই সেটি বড় হয়ে যাচ্ছে। যাতে ভালো করে দেখতে পারি। এবং বাছাই করতে পারি। একই ঘটনা ঘটবে নিচের Related Articleএর উপর মাউস রাখলে। সেগুলো বড় হয়ে গিয়ে পড়তে সুবিধে করে দেবে। সেখান থেকে বাছাই করলেই সেগুলোর লিঙ্ক এসে পোস্টের নিচে এ ভীড় করবে। আমারা স্ক্রল ডাউন করে Look what's new in Gmail পছন্দ করে ক্লিক করতেই দেখুন নিচে কী হয়েছে। আমরা ডানদিকের ছবিগুলো থেকে একটিতে বাছাই করে ক্লিক করতেই একেবারে উপরের Wikipedia থেকে ২১এর শহিদ বেদির ছবি এসে বসে গেছে।সম্ভবত পিকাসাকে এখনো সমর্থণ দিচ্ছে না , আমরা তাই আমাদের নিজেদের দরকারি ছবিগুলো আলাদা করেই তুলেছি। কিন্তু, আপনি My Sources এ ক্লিক করলে এমন আরো অজস্র বিকল্প পেয়ে যাবেন। মায়, ফেসবুক, টুইটারে সেয়ার করবার সহজ পথের দিশা অব্দি।একবার পোস্ট করবার পর দ্বিতীয়বার সম্পদনার পাতা খুলে দেখবেন পাশের ছবি বা নিবন্ধের লিঙ্কগুলো অনেক বেশি নির্দিষ্ট তথা আপনার পোষ্টের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে। আপনি , আবারো সেখান থেকে বাছাই করে পোষ্ট সম্পাদনা করে ফেলতে পারেন।
From Bangla Hacks |
ব্লগস্পট এরকম আর বেশকিছু মজার মজার ব্যাপার চালু করেছে। যেমন, এখন সেয়ার গেজেট আলাদা ইন্সটল করতে হয় না, আপনার ব্লগ পাঠকের পুরো হিসেব (Blog statistics) সহজেই দেখতে পারেন। আমরা চেষ্টা করব একে একে তার কিছু কিছু লিখতে।
আমাদের সবার প্রিয় এরোর অনেক দিন সাড়া শব্দ পাচ্ছি না। আশা করছি সে ভালোই আছে। এবং চট জলদি কিছু একটা ভালো খবর পাবো । কিন্তু আমাদের প্রিয় বাংলা হ্যাক্স অনেকদিন নীরব ছিল বলে দেখে ভালো লাগছিল না। তাই আমি চট জলদি এই পোস্টটা লিখে ফেললাম। আশা করছি , আপনাদের এটি ভালো লাগবে। কোনো অসুবিধে হলে লিখে জানাবেন। তাতে পরে আর বিস্তৃত জানাবার চেষ্টা করব।