উবুন্টুতে ব্যবহৃত বিভিন্ন এ্যপলেটগুলোকে কাজের সময় খুঁজে পেতে একটু সমস্যায় পড়তে হয়। তাই যদি এই টুলগুলোর একটি ম্যানেজার থাকতো তাহলে খুব ভাল হত। এরকম একটি কাজের কাজী হল 'উবুন্টু কন্ট্রোল সেন্টার'। ডিফল্টভাবে উবুন্টুতে কোন কন্ট্রোল সেন্টার থাকে না। কিন্তু আমরা দু'একটি ডেব প্যাকেজ ডাউনলোড করে একটি শক্তিশালী 'কন্ট্রোল সেন্টার' পেতে পারি। উবুন্টুর জন্য এই কন্ট্রোল সেন্টারটির আইডিয়া এসেছে ম্যানড্রিভা থেকে। আর এটা Gnome 2x এ দারুণভাবে কাজ করে।কি কি আছে?
- Software Management:
- Ubuntu Software Center
- System updater
- Manage software sources
- System Cleaner
- Generate bootable USB Key
- Hardware:
- System Information
- Configure proprietary drivers
- Display Properties
- Sound configuration
- Keyboard Layout
- Mouse and touchpad
- joystick Calibration
- Network and Internet
- System
- Local Disks
- Account Preferences
http://sites.google.com/site/ubuntucontrolcenter/downloadsএখানে থাকা Ubuntu control center 0.2 32 bit লিংকের ডেব ফাইলটি ডাউনলোড করে নিন।
- ইনস্টল হওয়ার পর কন্ট্রোল সেন্টারটিকে Applications >System Tools মেনুতে পাওয়া যাবে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

