ক্রোমিয়ামের টাস্ক ম্যানেজারের কার্যক্রম পরীক্ষা করতে গেলে দেখতে পারবেন যে, অনেক অনেক ছাগলকে ক্রোমিয়াম কোথায় যেন পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তাহলে নিচের কাজগুলো ধাপে ধাপে করুন। নিজেই ছাগলগুলোকে কোথাও পাঠিয়ে দেয়ার পরিসংখ্যান দেখে অবাক হয়ে যাবেন।
- গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দুএকটা ব্লাঙ্ক ট্যাব খুলুন।
- এবার Shift+Esc চাপুন। টাস্ক ম্যানেজার ওপেন হবে।
টাস্ক ম্যানেজারে দেখানো যে কোন একটা প্রসেসিং এর উপর মাউজের রাইট বাটন ক্লিক করুন।- খুলে যাওয়া ড্রপ ডাউন মেনুর একেবারে নিচে দেখতে পারবেন লেখা রয়েছে Goats Teleported
- এটাকে সিলেক্ট করুন।
এবার টাস্ক ম্যানেজারের মধ্যেই ছাগলগুলোকে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়ার একটি তালিকা দেখতে পারবেন। http://www.banglahacks.com- এতগুলো ছাগলকে গুগল কোথায় পাঠিয়ে দিচ্ছে, তা আপনার জানা আছে কি?

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

