উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) এর ডিফল্ট ওয়ালপেপার

ubuntu lucid lynx default wallpaperআগামী উবুন্টু ১০.০৪ এর ওয়ালপেপার তৈরির কাজ চলছে। এরকম একটি খসড়া ওয়ালপেপার আজ প্রকাশ করলাম। দেখুন তো কেমন লাগছে? (উপরের ছবিটি ১২৮০×১০২৪ পিক্সেলের)

আপনি কি নিজের কোন ছবিকে আগামী উবুন্টুর (লুসিড লিঙ্কস) এর জন্য প্রস্তাব করতে চান? তাহলে এখনই ফ্লিকারের উবুন্টু আর্টওয়ার্ক গ্রুপে যোগ দিন। অন্যদের কাজের সাথে সাথে নিজেরটাও তুলনা করতে পারবেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger