আগামী উবুন্টু ১০.০৪ এর ওয়ালপেপার তৈরির কাজ চলছে। এরকম একটি খসড়া ওয়ালপেপার আজ প্রকাশ করলাম। দেখুন তো কেমন লাগছে? (উপরের ছবিটি ১২৮০×১০২৪ পিক্সেলের)আপনি কি নিজের কোন ছবিকে আগামী উবুন্টুর (লুসিড লিঙ্কস) এর জন্য প্রস্তাব করতে চান? তাহলে এখনই ফ্লিকারের উবুন্টু আর্টওয়ার্ক গ্রুপে যোগ দিন। অন্যদের কাজের সাথে সাথে নিজেরটাও তুলনা করতে পারবেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

