





এর আগের একটি পোস্ট দিয়েছিলাম যার নাম দারুণ দারুণ আকর্ষণীয় ওয়ালপেপারের সাইট। এই পোস্টে বেশ কিছু আকর্ষণীয় ডেস্কটপ ওয়ালপেপারের খবর জানিয়েছিলাম। কিন্তু ওয়ালপেপারগুলোর প্রাপ্তিস্থানের ঠিকানা দিলেও ছবিগুলোর সরাসরি ডাউনলোড লিংক দেইনি। এবার কয়েকটি আকর্ষণীয় ওয়ালপেপার সরাসরি আপলোড করে দিলাম। উপরের থাম্বনেইলে ক্লিক করলে বড় ছবি ওপেন হবে। সেটাতে মাউসের ডান বোতাম ক্লিক করে সরাসরি হার্ডডিস্কে সেভ করে নিন।