উবুন্টু'র জন্য একটি এক্সট্রা ওয়ালপেপার প্যাকেজ

Free ubuntu extra wallpaper packageএবার আপনাদেরকে জানাচ্ছি একটা ফ্রি ওয়ালপেপার প্যাকেজের (Free wallpaper package) খবর। এটা .deb ফাইল ফরমেটে আছে, তাই ডেবিয়ানভিত্তিক (Debian) সবধরণের লিনাক্স সিস্টেমে (Linux System) ইনস্টল করা যাবে।

এই ওয়ালপেপারগুলো প্রস্তুত করা হয়েছে উবুন্টু'র ওয়ালপেপার প্রতিযোগিতার জন্য। কিন্তু ফ্লিকারের গ্রুপ থেকে এখন এগুলো নিজস্ব PPA তে নিয়ে যাওয়া হয়েছে। Kenneth Wimer এই ওয়ালপেপারগুলো উন্মুক্ত লাইসেন্সের অধীনে সবাইকে এই ওয়ালপেপার প্যাকেজটি ব্যবহার করতে অনুরোধ করেছেন।

আগ্রহীরা এই লিংক থেকে ডাউনলোড করে নিজের উবুন্টু সিস্টেমে ইনস্টল করে নিন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger