তিনমাত্রা বা থ্রিডি গ্রাফিকস (3D Graphics) এর নাম কে না জানে? এইধরণের ভিডিও (Video) দেখতে হলে বিশেষ রকমের কিছু উপাদান লাগে। ফ্রান্সের (France) টিভির অনুষ্ঠানগুলো নাকি সব থ্রি ডাইমেনশন বৈশিষ্ট্যের। বাংলাদেশে (Bangladesh) এইধরণের ভিডিও এখনও সহজলভ্য নয়। কিন্তু কম্পিউটার থাকলে কি না হয়?
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।" আমরা বাংলাদেশীরা নিরাপত্তা, অর্থনৈতিক সমস্যাসহ নানাবিধ কারণে দেশের অভ্যন্তরে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে এখনও ততটা ঘুরে বেড়ানো (Travel) শুরু করিনি। কিন্তু যদি 'Vizerra' নামক সফটওয়ারটি কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে আর রোদে পোড়া কিংবা বৃষ্টিতে ভিজে অর্থনাশ করার আর কোন দরকার নেই। এর সাহায্যে আপনি বাড়ির কম্পিউটারেই সারা বিশ্বের বিখ্যাত সব জায়গাগুলো (Famous places) এক লহমায় ঘুরে বেড়িয়ে আসতে পারেন। তাও সবকিছু দেখা যাবে তিন মাত্রার বা থ্রি ডাইমেনশন (3 Dimention) হিসেবে। অর্থাৎ চারপাশ ঘুরে বেড়ানো বলতে যা বোঝায় আর কি।
এই সফটওয়ারটি দিয়ে আপনি পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক ও পৌরাণিক স্থাপত্যগুলো (Historical and Architectural Monuments) বাড়িতে বসেই দেখতে পারবেন। পর্যটনসুবিধাবঞ্চিত আমরা সাধারণ জনগণ দর্শনীয় স্থানগুলোতে অপার্থিবভাবে হেঁটে বেড়ানোর (Virtual Walk) মতো অনুভূতি পেতে পারি এই সফটওয়ারটির তিনমাত্রার সুবিধাটুকু ব্যবহার করে।
ভিজেরা (Vizerra) সফটওয়ারটি এই ধরণের সফটওয়ারগুলোর মধ্যে সর্বপ্রথম শিক্ষামূলক সফটওয়ার (Educational Software)। উচ্চমানের থ্রিডি কোয়ালিটির, বিস্তারিত বর্ণনাসংযুক্ত এবং কার্যকরী ম্যাপ সার্ভিস এই এপ্লিকেশনটির মধ্যে বিল্টইনভাবেই রয়েছে। সার্ভারে থাকা তথ্যকে ক্লায়েন্ট অর্থাৎ বাড়ির কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে এসে আপনাকে দেবে এক অনাস্বাদিত জগতের অভিজ্ঞতা।
এর ক্লায়েন্ট অংশে তিনটি প্রধান ফিচার রয়েছে
- ক) যে সব জায়গার থ্রিডি বর্ণনা পাওয়া সম্ভব একটি বিস্তারিত ম্যাপে সেই সব জায়গাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা আছে।
- খ) ডাউনলোড করার উপযোগী অঞ্চলভিত্তিক একটি ভার্চুয়াল এনসাইক্লোপিডিয়া (Virtual Encyclopedia)।
- গ) একজন ভার্চুয়াল গাইডের (Virtual Guide) সহায়তায় কিংবা নিজে নিজে দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়ানোর উপযোগী থ্রিডি মডেল (3D Model)।
এই সফটওয়ারটির প্রয়োজনীয়তা কি?
- প্রাত্যাহিক কাজ বা জীবনের চাপ থেকে একটু মুক্তি ও স্বস্তি দিতে পারে।
- পৃথিবীর সম্পর্কে নতুন কিছু জানার আগ্রহকে উস্কে দিতে পারে।
- ভ্রমণ করার ক্লান্তি ছাড়াই আরামে পৃথিবীখ্যাত স্থানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।
- অল্পবয়সী কিশোর-কিশোরীরা ইতিহাস, ভূগোল, স্থাপত্যবিদ্যা, শিল্পকলা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।
- স্কুলের শিশুদেরকে ভূগোল, ইতিহাস সম্পর্কে আগ্রহী করে তোলা যেতে পারে।
- যে সব অভিভাবক সন্তানদেরকে পৃথিবীখ্যাত জায়গাগুলো সম্পর্কে জানাতে চান।
- ভবিষ্যতে কোন জায়গায় যাওয়া যেতে পারে এ সম্পর্কে একজন ভ্রমণকারী বিভিন্নরকম তথ্য পেতে পারেন।
- পর্যটন ব্যবসায় নিয়োজিত ব্যক্তিবর্গ নিজেদের কার্যক্রমকে আরও আকর্ষণীয় করে গ্রাহকের কাছে উপস্থাপন করতে পারে।
- স্থানীয় পর্যটনক্ষেত্র সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য কর্তপক্ষের কাছে এর গুরুত্ব রয়েছে।
- থিডাইমেনশন ও পৃথিবীর বিখ্যাত সব ভৌগলিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থান সম্পর্কে আগ্রহী সকল ব্যক্তিবর্গ এই সফটওয়ারটির মাধ্যমে নিজেদের জ্ঞানের পরিধি বাড়াতে পারে।
ভিজেরা কি কি সুবিধা দেয়
- আপনি এই ভিজেরা সফটওয়ারটি দিয়ে দর্শনীয় স্থানসমূহকে সকল দিক থেকে পর্যবেক্ষণ করতে পারবেন।
- বিভিন্ন প্রখ্যাত জাদুঘর থেকে প্রাপ্ত তথ্য সরবরাহ করে।
- একজন ভিডিও গাইডকে ব্যবহার করার সুযোগ দেয়।
- অসাধারণ ও বাস্তবসম্মত শব্দ ও ঝকঝকে গ্রাফিক্সের স্পষ্টতা নিয়ে আপনি যেমন চান, তেমন আবহাওয়ার পরিবেশ সৃষ্টি করতে পারে।
- অপারেটিং সিস্টেম: Windows XP/Vista
- হার্ডওয়ার: Intel Core(TM)2 Quad 2.4GHz / AMD X3 8400 (2.1GHz) / AMD X3 8600 (2.3GHz)
- GeForce 9800GT 512 Mb GDDR3 / Radeon HD 4850 X2
- 2Gb RAM
- 1Gb free hard disk space
- Broadband Internet connection (at least 2560 Kbit/s)
* কম্পিউটারে আপনাকে এডমিনিস্ট্রেটর হিসেবে লগইন হয়ে থাকতে হবে।
মাত্র ৮.৪ মেগাবাইট আকারের সফটওয়ারটি ডাউনলোড করা যাবে এখান থেকে।