




তা সে যাই হোক। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে, কোন কোন সাইট/ ব্লগে মন্তব্য করার পর অবতারের জায়গায় বিদঘুটে কিছু ইমেজ দেখা যায়। উপরের ছবিগুলো দেখুন। নিশ্চয় আপনার কাছে ছবিগুলো কেমন উদ্ভট মনে হচ্ছে, তাই না। তার চেয়ে যদি এমন হতো যে আপনি নিজের পছন্দমতো কোন ছবি মন্তব্য'র পাশে অবতার হিসেবে দেখালেন। তা সে সত্যি হোক আর মিথ্যাই হোক। নিজের নামে বিদঘুটো ছবি না দেখিয়ে যদি পছন্দমতো অবতার প্রদর্শন করাতে চান, তাহলে এই পোস্ট আপনারই জন্য।
Now use gravatar as your global face or avatar.
এই অসাধারণ ফিচারটি আপনার জন্য সরবরাহ করছে Gravatar ।এদের দেয়া দারুণ সুবিধাটি আপনি মাত্র একটি একাউন্ট খুলেই করতে পারবেন। আপনার ইমেইলের সাথে যে ছবিটি অবতার হিসেবে নির্বাচিত হয়ে থাকবে, ঠিক সেটাই আপনি পৃথিবীর সব সাইটে মন্তব্য করার সময় নিজের নামের পাশে দেখতে পাবেন। অবশ্য একই ইমেইল ঠিকানা সবসময় ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি একাধিক ইমেইল দিয়ে একাধিক একাউন্ট গ্রাভাটারে খোলেন এবং প্রত্যেকটা একাউন্টের সাথে আলাদা আলাদা ইমেজ অবতার হিসেবে সিলেক্ট করেন, তাহলে সবসময় নির্দিষ্ট ইমেইলের সাথে নির্দিষ্ট ছবিটি দেখা যাবে। এতে আপনার নাম বা আইডি'টির একটি নিজস্ব অবতার সারা পৃথিবীর কাছে পরিচিত হয়ে যাবে।
Using gravatar is very easy. It is integrated with wordpress.
বিশ্বের বেশিরভাগ ব্লগ প্লাটফরম গ্রাভাটার সাপোর্ট করে। আপনার যদি ওয়ার্ডপ্রেসে (Wordpress) একটি একাউন্ট থাকে, তাহলে সেটাই গ্রাভাটার একাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। বিপরীতভাবে গ্রাভাটার একাউন্টকে ওয়ার্ডপ্রেস একাউন্ট হিসেবেও ব্যবহার কর যাবে। আগে খোলা ওয়ার্ডপ্রেস একাউন্টে কোন প্রোফাইল (Profile) ইমেজ থাকলে সেটাই আপনার গ্রাভাটার অবতার হিসেবে ব্যবহৃত হবে। ওয়ার্ডপ্রেস ছাড়াও দ্রুপাল (Drupal), জুমলা (Joomla) প্রভৃতি প্লাটফর্মে গ্রাভাটার ব্যবহার করা যায়। এগুলো ছাড়া অন্য প্লাটফর্মগুলোতে ব্যবহারের জন্য রয়েছে প্লাগইন। এর তালিকা দেখতে এই পাতাটি ভ্রমণ করতে পারেন।
এবার তাহলে আসুন, আমরা জেনে নিই কিভাবে গ্রাভাটারে একাউন্ট খুলতে হয় ও তার সাথে একটি পছন্দসই ইমেজ অবতার হিসেবে নির্বাচন করে রাখা যায়।
# প্রথমেই http://en.gravatar.com সাইটে যান। সাইটটি দেখতে নিচের ছবিটির মতো।



# এবার ইমেইলটির ইনবক্স খুলুন। সেখানে নতুন একটি মেইল Gravatar থেকে এসেছে। সেখানে লেখা রয়েছে..
Welcome to gravatar!# নিচের লিংকটিতে আপনার ইমেইল ও একটি বিশেষ নাম্বার লেখা থাকবে। এই লিংকে ক্লিক করুন।
To activate your account, simply click on the link below or paste into the url field on your favorite browser:
http://en.gravatar.com/accounts/activate/youremailid @gmail.com/abcd******


You can use gravatar id and password as a wordpress account.
এমতাবস্থায় আপনার একাউন্টের সাথে কোন ইমেজকে সংযুক্ত করা হয়নি। এখন যদি আপনি এই ইমেইল দিয়ে কোন ওয়েবসাইটে মন্তব্য করেন, তাহলে নিচের ছবিটি আপনার অবতার হিসেবে প্রদর্শিত হবে।

পূর্বের ধাপে Add one by clicking here লেখাতে ক্লিক করে এগিয়ে যান।
আপনি যে কোন জায়গায় থাকা যে কোন ইমেজ ফাইলকে (Image file) অবতার (Avatar) হিসেবে নির্বাচন করতে পারবেন। নিচের ছবি দেখুনঃ

- কম্পিউটারের হার্ডডিস্কে থাকা কোন ছবির ফাইল।
- ইন্টারনেটে কোথাও হোস্ট (Hosted online) করা ইমেজ ফাইল। এটার ডাইরেক্ট লিংক (Direct link) ব্যবহার করতে হবে।
- নিজের কম্পিউটারে থাকা ওয়েবক্যাম (Webcam) দিয়ে এক্ষুনি একটা ছবি তুলে নিতে পারবেন।
- অন্যরা আগেই অবতার হিসেবে ব্যবহার করেছে এমন কোন ছবি।

আরও একটি বিশেষ কাজ বাকী রয়ে গেছে।


- ইচ্ছে করলে আপনি আরও ইমেইল এই একই একাউন্টে যোগ করতে পারবেন।
- যে কোন সময় ছবিটি পাল্টাতে পারবেন।