Gravatar ব্যবহার করে সারা পৃথিবীর সাথে পরিচিত হয়ে উঠুন

Gravatar Logoঅনলাইনে নিজের নামের সাথে একটি ছোট্ট ইমেজ (Image) আমরা কমবেশি সবাই ব্যবহার করি। একে অবতার (Avatar) বলে। হিন্দুধর্মের ভগবান যুগে যুগে কালে কালে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীতে আসতো। এই ধারণাটিকে মাথায় রেখে অনলাইনে অবতারের ব্যবহার শুরু হয়েছে। এখানেও আমরা অনলাইন ইউজাররা (User) বিভিন্ন সাইটে বিভিন্ন নামে বিভিন্ন কাজ করে থাকি। আর এজন্য বিভিন্ন একাউন্টের জন্য ব্যবহার করি বিভিন্নরকম অবতার। অনেকে আবার এটা পছন্দ করেননা। তাঁরা নিজ নাম ও ছবি দিয়েই সব সাইটে লগইন বা মন্তব্য করেন।

False Gravatar _ False Gravatar _ False Gravatar _ False Gravatar
তা সে যাই হোক। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে, কোন কোন সাইট/ ব্লগে মন্তব্য করার পর অবতারের জায়গায় বিদঘুটে কিছু ইমেজ দেখা যায়। উপরের ছবিগুলো দেখুন। নিশ্চয় আপনার কাছে ছবিগুলো কেমন উদ্ভট মনে হচ্ছে, তাই না। তার চেয়ে যদি এমন হতো যে আপনি নিজের পছন্দমতো কোন ছবি মন্তব্য'র পাশে অবতার হিসেবে দেখালেন। তা সে সত্যি হোক আর মিথ্যাই হোক। নিজের নামে বিদঘুটো ছবি না দেখিয়ে যদি পছন্দমতো অবতার প্রদর্শন করাতে চান, তাহলে এই পোস্ট আপনারই জন্য।
Now use gravatar as your global face or avatar.
এই অসাধারণ ফিচারটি আপনার জন্য সরবরাহ করছে Gravatar ।এদের দেয়া দারুণ সুবিধাটি আপনি মাত্র একটি একাউন্ট খুলেই করতে পারবেন। আপনার ইমেইলের সাথে যে ছবিটি অবতার হিসেবে নির্বাচিত হয়ে থাকবে, ঠিক সেটাই আপনি পৃথিবীর সব সাইটে মন্তব্য করার সময় নিজের নামের পাশে দেখতে পাবেন। অবশ্য একই ইমেইল ঠিকানা সবসময় ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি একাধিক ইমেইল দিয়ে একাধিক একাউন্ট গ্রাভাটারে খোলেন এবং প্রত্যেকটা একাউন্টের সাথে আলাদা আলাদা ইমেজ অবতার হিসেবে সিলেক্ট করেন, তাহলে সবসময় নির্দিষ্ট ইমেইলের সাথে নির্দিষ্ট ছবিটি দেখা যাবে। এতে আপনার নাম বা আইডি'টির একটি নিজস্ব অবতার সারা পৃথিবীর কাছে পরিচিত হয়ে যাবে।
Using gravatar is very easy. It is integrated with wordpress.
বিশ্বের বেশিরভাগ ব্লগ প্লাটফরম গ্রাভাটার সাপোর্ট করে। আপনার যদি ওয়ার্ডপ্রেসে (Wordpress) একটি একাউন্ট থাকে, তাহলে সেটাই গ্রাভাটার একাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। বিপরীতভাবে গ্রাভাটার একাউন্টকে ওয়ার্ডপ্রেস একাউন্ট হিসেবেও ব্যবহার কর যাবে। আগে খোলা ওয়ার্ডপ্রেস একাউন্টে কোন প্রোফাইল (Profile) ইমেজ থাকলে সেটাই আপনার গ্রাভাটার অবতার হিসেবে ব্যবহৃত হবে। ওয়ার্ডপ্রেস ছাড়াও দ্রুপাল (Drupal), জুমলা (Joomla) প্রভৃতি প্লাটফর্মে গ্রাভাটার ব্যবহার করা যায়। এগুলো ছাড়া অন্য প্লাটফর্মগুলোতে ব্যবহারের জন্য রয়েছে প্লাগইন। এর তালিকা দেখতে এই পাতাটি ভ্রমণ করতে পারেন।

এবার তাহলে আসুন, আমরা জেনে নিই কিভাবে গ্রাভাটারে একাউন্ট খুলতে হয় ও তার সাথে একটি পছন্দসই ইমেজ অবতার হিসেবে নির্বাচন করে রাখা যায়।

# প্রথমেই http://en.gravatar.com সাইটে যান। সাইটটি দেখতে নিচের ছবিটির মতো।
Gravatar Website# এখানে নিচে লেখা বামপাশে "Get your Gravatar today" লেখা বাটনটিতে ক্লিক করুন। পরের পাতায় চলে আসবেন।
Signup to get own gravatar# আপনার যে ইমেইলের সাথে Gravatar সংযুক্ত করতে চান, তা লিখে Signup লেখা বোতামে ক্লিক করুন।
confirmation email was sent# প্রদত্ত ইমেইল ঠিকানায় একটি কনফার্মেশন ইমেইল পাঠানো হয়েছে বলে জানানো হচ্ছে।
# এবার ইমেইলটির ইনবক্স খুলুন। সেখানে নতুন একটি মেইল Gravatar থেকে এসেছে। সেখানে লেখা রয়েছে..
Welcome to gravatar!

To activate your account, simply click on the link below or paste into the url field on your favorite browser:

http://en.gravatar.com/accounts/activate/youremailid@gmail.com/abcd******
# নিচের লিংকটিতে আপনার ইমেইল ও একটি বিশেষ নাম্বার লেখা থাকবে। এই লিংকে ক্লিক করুন।
finish creating account at gravatar# এবার যে পাতাটি ওপেন হবে, সেখানে সাবধানতার সাথে ফরমটি পূরণ করুন। যে নামটি নিতে চান, তা অাপনার আগে অন্য কেউ নিয়ে নিয়েছে কি না তা Check লেখা বোতামে ক্লিক করে জেনে নিতে পারবেন। ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে signup লেখাতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান।
Gravatar account# গ্রাভাটারে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। মনে রাখুন যে, আপনার দেয়া ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ডটি (Password) ওয়ার্ডপ্রেস একাউন্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন।
You can use gravatar id and password as a wordpress account.
এমতাবস্থায় আপনার একাউন্টের সাথে কোন ইমেজকে সংযুক্ত করা হয়নি। এখন যদি আপনি এই ইমেইল দিয়ে কোন ওয়েবসাইটে মন্তব্য করেন, তাহলে নিচের ছবিটি আপনার অবতার হিসেবে প্রদর্শিত হবে।
No Gravatar Imageএটা নিশ্চয় আপনি আশা করেন না। তাই এবার একটি পছন্দের ছবি অবতার হিসেবে নির্বাচন করার পালা।

পূর্বের ধাপে
Add one by clicking here লেখাতে ক্লিক করে এগিয়ে যান।
আপনি যে কোন জায়গায় থাকা যে কোন ইমেজ ফাইলকে (Image file) অবতার (Avatar) হিসেবে নির্বাচন করতে পারবেন। নিচের ছবি দেখুনঃ
Choose image from any sourceমোট চারটি অপশন রয়েছে।
  • কম্পিউটারের হার্ডডিস্কে থাকা কোন ছবির ফাইল।
  • ইন্টারনেটে কোথাও হোস্ট (Hosted online) করা ইমেজ ফাইল। এটার ডাইরেক্ট লিংক (Direct link) ব্যবহার করতে হবে।
  • নিজের কম্পিউটারে থাকা ওয়েবক্যাম (Webcam) দিয়ে এক্ষুনি একটা ছবি তুলে নিতে পারবেন।
  • অন্যরা আগেই অবতার হিসেবে ব্যবহার করেছে এমন কোন ছবি।
আমি এই পোস্টের প্রয়োজনে "My computer's hard drive" অপশনটি ব্যবহার করেছি। যে কোন সাইজের ছবি আপলোড (Upload) করে নিতে পারবেন। আপলোডের পর মাপমতো কেটে (Crop) নেয়ার অপশন আসবে। তাই আগেভাগেই ছবিটি নির্বাচন করে নিন।
crop gravatar image# ছবির উপরে/ নীচে বামপাশে Crop and Finish লেখাতে ক্লিক করুন।
আরও একটি বিশেষ কাজ বাকী রয়ে গেছে।
Rate your gravatarআগের ধাপে Crop and Finish বোতামে ক্লিক করলে উপরের ছবির মতো আর একটি পেজ আসবে। আপনার ছবিটি নীতি নৈতিকতার দিক থেকে কোন মানের তা নির্বাচন (Rating) করতে হবে। এজন্য G, PG, R, X এই চারটির মধ্যে যে কোন একটিকে বেছে নিন। আমি G বেছে নিয়েছি। এর অর্থ হল আমার ছবিটি সবধরণের সাইটে প্রদর্শনের জন্য উপযুক্ত। কোনরকম হিংস্রতা, অশ্লীলতা, নগ্নতা বা আক্রমণাত্মক ভঙ্গি ছবিটিতে নেই।
Final Gravatarপছন্দের রেটিং করার পর এই পাতাটি এসে জানিয়ে দেবে যে আপনার Gravatar একাউন্টে একটি অবতার নির্বাচন করা সম্পন্ন হয়েছে। এখন থেকে যে কোন ওয়েবসাইটে মন্তব্য করার সময় এই ইমেইলটি ব্যবহার করলে (নাম যাই দিন না কেন) এই ছবিটি অবতার হিসেবে প্রদর্শিত হবে।
  • ইচ্ছে করলে আপনি আরও ইমেইল এই একই একাউন্টে যোগ করতে পারবেন।
  • যে কোন সময় ছবিটি পাল্টাতে পারবেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger