RSS (Rich Site Summery) কি কেন এবং কি ভাবে এর সাথে নিজের ব্লগ সংযুক্ত করতে হয় তাই নিয়েই লিখছি। আপনার লক্ষ্য করেছেন বিভিন্ন ব্লগ বা ওয়েব সাইটে এই আরএসএস কথাটা লেখা থাকে। তার সাথে subscribe শব্দটাও থাকে। প্রশ্ন হচ্ছে এটা কি? এটা আসলে এমন এক ব্যবস্থা যাতে করে প্রতিনিয়ত বিভিন্ন ওয়েব সাইটে যেসব সংবাদ, প্রবন্ধ, নিবন্ধ বা নানা তথ্য প্রকাশিত হচ্ছে সে গুলি যথা স্থানে পৌছে দেয়া। যারা নিয়মিত বিভিন্ন ওয়েব সাইটে ভ্রমন করে থাকে তাদের বেশ কিছু সময় এবং পরিশ্রম কমে যায়। তারা কোন সাইট বা ব্লগে সাবস্ক্রাইব করলে সে সাইট বা ব্লগ যাই প্রকাশ করুক না কেন তা সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী প্রাপকের মেইলে পৌছে যায়। তখন ওই ব্যক্তিকে ভিন্নভাবে প্রতিটা সাইট ভ্রমনের কোন দরকার হয় না, সে যেখানে সাবস্ক্রাইব করেছে সেখান থেকে এই আরএসএস সে প্রকাশনাগুলি তার মেইলে পৌছে দিচ্ছে। এমনকি কত জন পাঠক আপনার ফীড গ্রহন করছে তাও দেখা যায়।
এটা বিশেষ একটা গুরুত্ব পূর্ণ বিষয়। আপনার ব্লগের লিঙ্ক যেখানে বা যার কাছে রয়েছে সে সঙ্গে সঙ্গে আপনার হালনাগাদ অবস্থা জেনে নিতে পারবে। ব্লগ এবং বিভিন্ন প্ল্যাট ফর্মের জন্য বিভিন্ন আরএসএস পাঠ পদ্ধতি রয়েছে। যেমন মাই ইয়াহু, গুগল রিডার, ব্লগলাইন এরকম আরো অনেক আছে। যেখানে RSS, XML কিংবা RDF লেখা বা চিহ্ন দেখা যাবে সেখানে এই ব্যবস্থা রয়েছে।
যাই হোক এ নিয়ে অনেক কিছু লেখা যায়, তবে মোটামুটি একটা ধারনা পাওয়া গেল। এবারে আমরা দেখি আমাদের ব্লগ কি ভাবে RSS এর সাথে যুক্ত করা যায়ঃ কাজটা কঠিন না হলেও বেশ সময় নিয়ে বসবেন, অন্তত ১ ঘন্টা।
১। নিজের ব্লগে সাইন ইন করে সেটিং অংশে আসুন
২। এখানে site feed সিলেক্ট করুন, নিচে দেখুন আপনার ফীড URL লেখার একটা বক্স রয়েছে, এখনি এখানে কিছু লিখবেন না। তার নিচেই Feed Burner লেখার নিচে (১ নং ছবিতে লাল দাগ দেয়া) ক্লিক করে সরাসরি ফীড বার্নার পেজ খুলে এখানে আবার সাইন ইন করুন। আপনার যে একাউন্ট সেই একাউণ্ট/পাসওয়ার্ড দিয়ে।
৩। উপরে ২ নং ছবিতে দেখুন ভিন্ন উইন্ডোতে একটা My feeds লেখা পেজ ওপেন হয়েছে। এখানে আপনি কোন সাইটের ফীড বার্ন করতে চাইছেন তার URL লিখে (নমুনা দেয়া আছে) নেক্সট> ক্লিক করুন।
৪। এখানেও একটা নতুন পেজ এসেছে (৩ নং ছবি) Identify feed source লেখা। RSS বোতাম চিহ্নিত করে নেক্সট> ক্লিক করুন।
৫। (৪ নং ছবি) Welcome! Let us burn feed for you লেখা নতুন পেজ ওপেন হয়েছে, এখানে দেখবেন আপনার ব্লগের ফীড URL এসেছে, এটা কপি করে ওই যে সেটিং অংশে সাইট ফীড পেজে যেখানে ফীড ইউআরএল দেখেছেন যেটা ফাকা রেখে এসেছেন ওখানে পেস্ট করে দিন। আবার নেক্সট> ক্লিক করুন।
৬।(৫ নং ছবি)। Congrates! Your FeedBurner Feed is now live. Want to dress it up a little? আবার নেক্সটে> ক্লিক করুন।
৭। (৬ নং ছবি) Get more gusto from your feed traffic statistics. এখানে নিচের Click through এবং I want more!Have feed burner stats also track এই বোতাম দুটিতে টিক দিয়ে আবার নেক্সট> ক্লিক করুন
৮। (ছবি নং ৭) You have successfully updated the feed পেজ খুলবে। এখানে You have লেখার পাশে টিক চিহ্নের নিচে এবং লাল কালিতে লেখা “এবার এনালাইজিং শুরু করুন” এর উপরে analyze এ ক্লিক করুন।
৯। (ছবি নং ৮) Analyze এর নিচে যে কয়টি অপশন আছে subcribers থেকে Configure stats পর্যন্ত সেগুলির ডানে টিক দিয়ে একটিভেট করুন। যদি আপনার সাইট বা ব্লগ নতুন হয় তাহলে এগুলি এখন করতে দিবে না, ৪/৫টা পোস্টিং দেয়ার পর করে নিবেন। সেক্ষেত্রে Analyze এর ডান পাশে Optimize এ ক্লিক করে পেজ এগিয়ে যান।
১০। (ছবি নং ৯) পাতার বাম পাশে Your feed থেকে Summery burner পর্যন্ত সব গুলিতে ক্লিক করে পাতার নিচে মাঝামাঝি যায়গার বক্সে activate করে দিন। এই পেজ এর কাজ শেষ, এবার Optimize এর ডানে Publicize লেখায় ক্লিক করে পরের পাতায় চলে যান।
১১। (ছবি নং ১০) এখানে আবার ওই বাম পাশের মার্জিনে Headline Animator থেকে শুরু করে Nolndex পর্যন্ত সব গুলি ঘরে ক্লিক করে আপনার পছন্দের চিকলেট, রঙ, মাপ ইত্যাদি বেছে নিন। এখানে কিছু কোড দিবে সেগুলি আপনার ব্লগে আপনার পছন্দের বারে Layout অংশে html/java script গেজেটে যুক্ত করে নিন।
নিচ থেকে দ্বিতীয় Password Protector যার পাশে লাল X দেয়া আছে ওতে কিছু করবেন না। তাহলে কেবল মাত্র যাদের পাসওয়ার্ড দিবেন কেবল তারা ছাড়া আপনার সাইট অন্যকেও ওপেন করতে পারবে না। Geotag your feed এর জায়গায় যদি আপনার অবস্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ জানা থাকে তাহলে পুরন করবেন নতুবা ফাকা রেখে দিন।
১২। (ছবি নং ১১) এবার মনিটাইজ, এটা ইচ্ছা হলে আপনি এখন করতে পারেন বা পরে এডসেন্স একাউন্টে সাইন ইন করে করে নিলেই হবে।
১৩। (ছবি নং ১২)এখানে এলেই যা বলবে তা দেখতেই পাচ্ছেন। এইত নতুন ব্লগ এখনই আবার কি হলো?
১৪। এবার আপনি এখান থেকে সাইন আউট হয়ে ব্লগে সব কিছু ঠিকঠাক মত হয়েছে কিনা দেখে নিন।
বিঃদ্রঃ যাদের ব্লগে অনেক পোস্টিং দেয়া হয়েছে সেগুলিতে এভাবে করা যাবে না।
যদি কারো অসুবিধা হয় তাহলে কোথায় কি ভাবে কি করেছেন বিস্তারিত লিখে জানালে যথাসাধ্য চেষ্টা করব সমাধান দেয়ার।