এক্ষুনি আপনার গুগল প্রোফাইল সম্পাদনা করুন

Start using Google Profileঅনলাইনে অন্যদের সাথে নিজের বিস্তারিত পরিচিতি শেয়ার করার জন্য একাধিক সাইট আছে। এর মধ্যে কিছু আছে অফিসিয়াল কাজের জন্য, আবার কিছু আছে ব্যক্তিগত পরিচিতির জন্য। সাইটগুলোতে আলাদা আলাদাভাবে লগইন করে রেজিস্ট্রেশন করে নিতে হয়। কিন্তু আপনার যদি একটি গুগল একাউন্ট থাকে, তাহলে আলাদা করে প্রোফাইল বা জীবনবৃত্তান্ত প্রকাশ করার জন্য কোন সাইটের দ্বারস্থ হবার কোন দরকার নেই। একটিমাত্র গুগল একাউন্ট দিয়েই http://www.google.com/profiles এর মাধ্যমে নিজেকে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারবেন।

গত ৯ ফেব্রুয়ারি ২০১০ তারিখে গুগল বাজ (Google buzz) প্রকাশিত হওয়ার পর চারিদিকে ব্যাপক সাড়া পরে যায়। ফেসবুক ও ট্যুইটারকে টেক্কা মেরে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে প্রকাশিত গুগল বাজ নিয়ে মানুষের মধ্য প্রচুর আগ্রহ ছিল। কিন্তু মানুষের প্রাইভেসিকে মুহূর্তের মধ্যে প্রকাশ করে দেয়া ও স্বয়ংক্রিয়ভাবে ইমেইল কন্টাক্টগুলোকে বন্ধু হিসেবে যোগ করে দেয়ায় গুগলের সমালোচনা কম হয়নি। ১২ তারিখে গুগল এই ভুলগুলো স্বীকার করে নেয়। এবং প্রাইভেসি বজায় রাখা ও পছন্দমতো বন্ধু বা অনুসরনকারী (Follower) যোগ করার অপশন গুগলবাজে যোগ করে। আপনারা জানেন যে জিমেইল ব্যবহার করার সাথে সাথে গুগলবাজ ব্যবহার করা সম্ভব। আবার আপনার যদি ব্লগার.কম এ কোন ব্লগ থাকে, তাহলে তার নতুন পোস্টগুলো গুগলবাজে প্রকাশ হয়ে পড়ে।
Google Buzz is integrated and automatically updating in your google profile.
এদিকে কি হয়েছে তা হয়তো খেয়াল করেননি। আপনি জানেন কি, আপনার গুগল প্রোফাইলেও বাজ নামক নতুন একটি ট্যাব যোগ হয়ে গেছে। আর সেখানেও ব্লগের নতুন পোস্টগুলোর টাইটেল ও লেখা সংক্ষিপ্তাকারে প্রকাশ হয়ে চলছে। আগ্রহী অন্যরা আপনার প্রোফাইল দেখে আপনার সম্পর্কে একটি নিজস্ব মনগড়া ধারণাও মনের মধ্যে গেঁথে নিচ্ছে। যদি তা আপনার পছন্দ না হয়ে থাকে, তাহলে দোষ কিন্তু আপনার নিজের। কারণ আপনি নিজেই গুগলে প্রোফাইল পেজটি সম্পাদনা করেননি।
Update, edit and share your google profile with others.
এখুনি http://www.google.com/profiles ভিজিট করুন। ফরমের প্রয়োজনীয় অংশগুলো পূরণ করে সেভ করুন।

সুবিধাবলীঃ
  • আপনার ছবি (অবতার) সহ একটি নিজস্ব পরিচিতি থাকছে।
  • ইমেইল না জেনেও আপনাকে ইমেইল করা যাবে।
  • গুগল বাজ নামক ট্যাবে ব্লগে যা লিখছেন বা গুগল রিডারে যা পড়ছেন তা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
  • ফ্লিকার বা পিকাসা'র ফটো এলবাম যোগ করতে পারবেন।
  • বিশ্বের কোথায় কোথায় আপনি বাস বা ভ্রমণ করেছেন, তা উল্লেখ করতে পারবেন। ম্যাপ আকারে দেখা যাবে।
  • নিজস্ব ব্লগ, রিডার ইত্যাদির লিংক প্রকাশ করতে পারবেন।
  • জীবনবৃত্তান্ত তো লিখে রাখতে পারবেনই।
  • নিজের প্রোফাইল লিংক পরিবর্তন করতে পারবেন। তবে যা ইচ্ছা তাই করতে পারবেন না। দুটো অপশনের মধ্যে একটাকে বেছে নিতে হবে। যেমন আমার ছিল
  • http://www.google.com/profiles/aero4k এবং http://www.google.com/profiles/117293144054626121660
  • নির্বাচিত লিংকটিকে আপনার ব্লগ/ সাইটের সাইডবারে, ফোরামের সিগনেচার অংশে বা ইমেইলের সিগনেচার হিসেবে ব্যবহার করতে পারেন।
  • আমার গুগলপ্রোফাইলের স্ন্যাপশট নিচে তুলে দিলাম।
Aero River Google Profileগুগল প্রোফাইলকে অসম্পাদিত হিসেবে ফেলে রাখবেন না। মাত্র কয়েক মিনিট ব্যয় করে একে প্রয়োজনীয় তথ্য দিয়ে সমৃদ্ধ করে তুলুন। অন্যদেরকে আপনার সম্পর্কে ভিন্ন ধারণা করবার অবকাশ দেবেন কেন?
আমার গুগল প্রোফাইল লিংকঃ http://www.google.com/profiles/aero4k
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger