ফায়ারফক্সের চাইতে দ্রুততর ব্রাউজার Swiftfox

যারা ফায়ারফক্স (Firefox) ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য সুখবর। ফায়ারফক্সের ইঞ্জিনের উপর ভিত্তি করে একটি নতুন ব্রাউজার তৈরি করা হয়েছে। এটা এমনভাবে অপটিমাইজ করা যেন তা ফায়ারফক্সের চাইতে অপেক্ষাকৃত দ্রুততর হয়। এর নাম Swiftfox.

আমরা সাধারণত ডিফল্টভাবে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করি। কিন্তু কখনও কখনও কম্পিউটারে একাধিক ব্রাউজার থাকার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে সুইফটফক্স হতে পারে একটি দারুণ বিকল্প। আজ আমরা উবুন্টু লিনাক্সে কিভাবে Swiftfox ইনস্টল করতে হয়, তার প্রক্রিয়া জানবো। যারা অন্য লিনাক্স ব্যবহার করেন, তারা মূল সাইটে ভিজিট করে প্রয়োজনীয় ইনস্টলারটি বেছে নিতে পারবেন। কম্পিউটারে হার্ডওয়ারের উপর নির্ভর করে সুইফটফক্সের বিভিন্ন ইনস্টলার পাওয়া যায়।

উবুন্টুতে Swiftfox ইনস্টল করার পদ্ধতি:
  • সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে নিচের রিপোজিটরীটি যোগ করুন।
deb http://getswiftfox.com/builds/debian unstable non-free
  • এবার টার্মিনাল খুলে নিচের কোডটি লিখুন। (সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে কপি করে নিয়ে টার্মিনালের নির্দিষ্ট জায়গায় মাউসের মাঝের বোতামটি চাপুন।)
apt-get update && apt-get install swiftfox-i686
ইনস্টল হয়ে গেলে Applications> Internet মেনুতে Swiftfox দেখতে পারবেন। রান করে দেখুন। পার্থক্য বোঝার জন্য মোটেও কষ্ট করতে হবে না।
This is fully optimized version of Firefox browser. You can crawl website quickly then other browser.
Swiftfox এর মূল ওয়েবসাইট হল : http://getswiftfox.com/
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger