গতবছরের এপ্রিল মাসে উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে (Ubuntu Operating System) কিভাবে মোবাইল ফোন (Mobile phone) সংযুক্ত করতে হয় সে সম্পের্কে একটি লেখা পোস্ট করেছিলাম। উবুন্টুর নতুন ভার্সন (New Version) রিলিজ হবার পর সেই পদ্ধতিটি এখন আর ততটা প্রয়োজন নেই। এখন এই উবুন্টু ৯.০৪ (Ubuntu 9.04) ভার্সনে মোবাইল ফোন সংযুক্ত করা খুব সহজ। এখন আর আপনাকে কোনরকম পরিশ্রম করতে হবে না। নিচের ছবিগুলো ধারাবাহিকভাবে লক্ষ্য করুন।
১।উবুন্টু ইনস্টল করার পর ইউএসবি ক্যাবল (USB Cable) দিয়ে মোবাইল ফোনটি সিস্টেমের সাথে সংযুক্ত করার সঙ্গে সঙ্গে উপরের বার্তাটি প্রদর্শিত হবে। এখানে 'Forward' লেখা বোতামে ক্লিক (Click) করে এগিয়ে যান।
২।আপনার মোবাইল ব্রডব্যান্ডের সার্ভিস প্রোভাইডার (Mobile broadband service provider) কে তা সিলেক্ট (Select) করে দিন। আমার গ্রামীণ ফোন, তাই Grameen phone লেখাটি সিলেক্ট করে Forward বোতামে চাপ দিয়েছি।
৩।আপনাকে কোন APN বসাতে হবে না। উবুন্টু সিস্টেমে ডিফল্টভাবে (Default) সবকিছু লিখে দেয়া আছে। আপনাকে শুধু সিলেক্ট করতে হবে। উপরে দেয়া ছবিতে গ্রামীণ ফোন নির্বাচিত হয়ে গেছে। নাম হিসেবে ডিফল্টটাই রাখতে পারেন কিংবা সংক্ষেপে GP বা যে কোন শব্দ লিখে দিতে পারেন।
৪।উপরের বার্তাটি প্রদর্শন করে এটা জানানো হচ্ছে যে নতুন কনফিগারেশন (New Configuration) তৈরি হয়ে গেছে। নেটওয়ার্ক ম্যানেজার এপলেটটি (Network manager applet) সাধারণত উপরের মেনুর ডানকোণায় (Right side of upper menu) থাকে। না থাকলে আপনি ইচ্ছে করলে তৈরি করে নিতে পারেন। এই এপলেটটিতে ক্লিক করেই আপনাকে মোবাইল ব্রডব্যান্ডে সংযুক্ত হতে হবে।
৫।নেটওয়ার্ক ম্যানেজার এপলেটটিতে (Network manager applet) মাউসের বাম বোতাম (Left button) দিয়ে ক্লিক (Click) করলে একটি ড্রপ ডাউন মেনু (Drop down menu) আসবে। এখানে Grameen phone বা যে নাম দিয়েছেন তাতে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়ে যাবেন।
৬।উপরের বার্তাটি আমাদেরকে এটাই জানাচ্ছে যে, কম্পিউটারটি ইন্টারনেটে সংযুক্ত হয়ে গেছে।
এবার ফায়ারফক্স (ডাউনলোড করুন) চালু করে অনলাইনের (Online) দুনিয়ার ভ্রমণ করা শুরু করে দিন।
উবুন্টুতে খুব সহজে মোবাইল ফোন সংযুক্ত করুন
Posted by: Aero River
Labels:
Info,
Internet,
Tutorial,
Ubuntu,
অনলাইন,
ইন্টারনেট,
টিউটোরিয়াল,
মোবাইল ফোন,
লিনাক্স