বাংলাদেশী কিশোরের অসামান্য সাফল্য

আজকের প্রথম আলো পত্রিকায় একটা খবর দেখলাম। আপনাদের সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। বাংলাদেশি কিশোর 'শেহজাদ' নিজেই একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছে। গুগল, ইয়াহু সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের দৌড়ে বাংলাদেশের এই নিজস্ব ইঞ্জিনটি অনলাইনের কোন কোণায় পড়ে থাকবে কে জানে। কিন্তু তারপরও আমাদের মেধাবী তরুণরা যে ধীরে ধীরে অনলাইনের বিভিন্ন এপ্লিকেশন তৈরিতে বিশ্বমানের প্রোগ্রামারদের পাশাপাশি নিজস্ব প্রতিভার স্বাক্ষর রাখছে, তাই বা কম কিসে? প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরটি সম্পূর্ণ তুলে দিলাম।

সার্চ ইঞ্জিনটি ঠিকানা www.searchw3.net

বাংলাদেশি কিশোরের সার্চ ইঞ্জিন
নাসির খান
শেহজাদ নামের বাংলাদেশি এক কিশোর অল্প কিছুদিন আগে ইন্টারনেটে তথ্য খোঁজার একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছে। সাইটটির ঠিকানা হলো www.searchw3.net। এটি একটি মেটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ এটির নিজেস্ব কোনো ডেটাবেইস বা তথ্যভাণ্ডার নাই। এক বা একাধিক পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিনের ফলাফল এ ধরনের সার্চ ইঞ্জিনে দেখানো হয়। তথ্য সমন্বয়ের মাধ্যমে সঠিক ফলাফলটি দেখানোর জন্য এখানে বিভিন্ন ধরনের যাচাই-বাছাই (ফিল্টার) ও ব্যবস্থাপনাপদ্ধতি ব্যবহার করা হয়। যেমন, এই সার্চ ইঞ্জিনে মূলত ইয়াহু! তথ্যভাণ্ডার (ডেটাবেইস) ব্যবহার করা হয়। সেই সঙ্গে এখানে আলটাভিস্তা, মাইক্রোসফট বিং এবং আস্ক সার্চ ইঞ্জিনের ফলাফলগুলো সমন্বয় করা হয়। অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ফলাফলগুলো সার্চ পাতার নিচে একটি আলাদা অংশে দেখানো হয়। একটি বিশেষ ব্যবস্থাপনা-পদ্ধতির মাধ্যমে সার্চের ফলাফলগুলো বাছাই করে দেখানো হয়। শেহজাদের তৈরি সার্চ ইঞ্জিনের সবচেয়ে ভালো দিক হলো, সাইটটি খুব দ্রুত কাজ করে। এর চেহারাটাও চমৎকার।
মিতা নূর ও শাহনূর রহমান মজুমদারের দুই সন্তানের মধ্যে বড় শেহজাদ নূর কয়েক বছর ধরে সাইটটি তৈরির পরিকল্পনা এবং এর জন্য প্রয়োজনীয় কাজগুলো করেছে। চার-পাঁচ মাস ধরে সাইটটি সে নিয়মিত হালনাগাদ করছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়ালে পড়ার সময় থেকেই শেহজাদ এ কাজটি শুরু করে। গত বছর সে সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়। বর্তমানে সে সপ্তম শ্রেণীর ছাত্র। শেহজাদ জানায়, গেম খেলা দিয়ে তার কম্পিউটার ব্যবহার শুরু হলেও এখন সে পুরোপুরি সফটওয়্যার তৈরির কাজ করছে। তার একার প্রচেষ্টায় সে এটি তৈরি করেছে। ফিল্টার ও তথ্য ব্যবস্থাপনার সিস্টেমটিও সম্পূর্ণ তার নিজের ডিজাইন করা।
সাইটটি গত এপ্রিল মাস থেকে চালু করা হয়েছে। তবে পাঁচ মাস আগে তৈরি করা হলেও বেশ কিছু দরকারি বিষয় এখানে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি বলে প্রাথমিকভাবে দেখা গেছে। যেমন সার্চ করা ফলাফলগুলোর সঙ্গে এক লাইনের অতি সংক্ষিপ্ত একটি বর্ণনা থাকে। আরও বিস্তারিত থাকলে ভালো হতো। নির্দিষ্টভাবে ছবি বা ভিডিও খোঁজার কোনো অপশনও এতে রাখা হয়নি।
শেহজাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সুবিধাগুলোর ত্রুটি সংশোধন করা ছাড়াও নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজনের কাজও করা হচ্ছে। যেমন, বিশেষ শব্দ (কি-ওয়ার্ড) ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট খোঁজা। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনের সব বৈশিষ্ট্যই এখানে পাওয়া যাবে। সার্চ ইঞ্জিনের ইনফো পৃষ্ঠায় (www.searchw3.net/info.html) এটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
খবরটি প্রথম আলো পত্রিকার ২১ আগস্ট, ২০০৯ সংখ্যার এই পাতায় প্রকাশিত হয়েছে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger