১৯৭১ সাল আমাদের মুক্তির সাল। এই বৎসরে পাকিস্তানী শাসকদের লেলিয়ে দেয়া সেনাবাহিনীর নির্মম অত্যাচার ও বর্বর নির্যাতনের বিরুদ্ধে রক্ত দিয়ে রুখে দাঁড়িয়ে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতার লাল-সবুজের পতাকা। বাঙালির স্বাধিকার সংগ্রামের বিরুদ্ধে সেদিন বাংলাদেশি কিছু রাজাকার-আলবদর পাকিস্তানীদের পক্ষাবলম্বন করেছিল। তারা এ দেশের স্বাধীনতা চায়নি। বাঙালির সাংস্কৃতিক কিংবা অর্থনৈতিক মুক্তি চায়নি। হিংস্র রাজাকাররা তাদের পাকিস্তানী প্রভুদের সাথে সাথে নিজেরাও নিরীহ বাঙালিদের উপর হত্যা-নির্যাতন চালিয়েছে। আমাদের মা-বোনদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের পর এত বৎসর হয়ে গেল আমরা এদেশীয় রাজাকার-আলবদরদের বিচার করতে পারিনি। বর্তমান সময়ে এর একটি সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন প্রজন্ম এখন অনেক বেশি সচেতন ও দেশপ্রেমিক। দেশকে ভালোবেসে, দেশের প্রতি অপার মমতায় তারা বিশ্বজয় করতে চায়। কিন্তু তার আগে চায় যারা এ দেশের অভ্যুদয়ে বিরোধীতা করেছে, তাদের বিনাশ।
এই অনুভূতি থেকে একটি গেম অনলাইনে সবার নজর কেড়ে নিয়েছে। এটা একটি ফ্লাশভিত্তিক গেম। গেমটির মূল থীম হল- অনবরত জন্ম নেয়া রাজাকারদেরকে এক এক করে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে। এদেরকে যত বেশি সম্ভব সমূলে বিনাশ করতে হবে।
সাইটের উপরে আবেদন হিসেবে লেখা আছে
This is 1971. The rajakars are attacking a village. It's your turn to kill them and save the village.সাইটে ভিজিট করলেই গেমটি শুরু হবে। আলাদাভাবে কোন গেমিং জ্ঞান থাকতে হবে না। আর গেম খেলার জন্য বয়সের কোন বাধানিষেধ নেই।
গেমটি খেলার জন্য কোন আলাদা বৈশিষ্ট্যের কম্পিউটার থাকতে হবে না। আপনি যে কনফিগারেশনের কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন, যে ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারছেন, তা দিয়েই খেলতে পারবেন।
এই প্রসঙ্গে বাংলাদেশ ১৯৭১ এর ইতিহাস নিয়ে ওয়েবসাইট পোস্টটি একবার দেখে নিতে পারেন।
বাংলাদেশি কারো তৈরি এরকম দেশপ্রেমভিত্তিক মজার গেম সম্ভবত এটাই প্রথম। এক্ষুনি নিচের ঠিকানা ভিজিট করুন আর যত বেশি সম্ভব রাজাকার হত্যা করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরিতে ভূমিকা রাখুন।
আমি এই পোস্টের নিচে সাইটটিকে যোগ করে দিলাম। ইচ্ছে করলে এখানেও খেলতে পারেন।