Wordpress এর পোস্টগুলো Blogger এ নিয়ে আসার পদ্ধতি

move wordpress to blogger
গত ১৩ ফেব্রুয়ারি তারিখে হঠাৎ করে বিখ্যাত ব্লগলিখিয়ে ফ্লোরেন্স রিয়ার আকাশপ্রদীপ ব্লগের বিভিন্ন উইজেট (Widget) মুছে যায়। আমরা জানি, একজন ব্লগার অনেক সময় নিয়ে, অনেক কষ্ট স্বীকার করে নিজের ব্লগটিতে বিভিন্ন উইজেট/ গেজেট লাগান। এই গেজেটগুলো তাকে নানারকম প্রয়োজনীয় তথ্য দেয় এবং পাঠকদের সাথে আরও সুসম্পর্ক তৈরিতে সহায়তা করে। এখন হঠাৎ করে গেজেটগুলো মুছে যাওয়ায় রিয়ার কেমন সমস্যা হয়েছে, তা ভাবতেও আমি ভয় পাচ্ছি। আমি Wordpress.com এর এই স্বৈরাচারী আচরণের তীব্র প্রতিবাদ করছি।

Wordpress.com একটি নতুন টেমপ্লেট রিলিজ করায় রিয়া সেটা নিজের ব্লগে সেট করে নেয়। কিন্তু তাকে কোনরকম পূর্ব সতর্কতা বার্তা না জানিয়েই তার ব্লগের কয়েকটি প্রয়োজনীয় গেজেট মুছে ফেলা হয়েছে। এটা যে কতটা অন্যায় তা হয়ত ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ অনুধাবন করবে না। কারণ মাত্র ১০-২০ জন নিয়মিত bn.wordpress.com ব্যবহারকারীর জন্য তাদের মাথাব্যথা কেনই বা থাকবে, তাই না? এই কয়জনের জন্য তাদের সাপোর্ট টিম রাখার প্রশ্নই ওঠেনা। আর তাই রিয়ার গেজেট মুছে দেয়ার ফলে তাঁর কি ক্ষতি হয়ে গেল, তা নিয়ে ওয়ার্ডপ্রেসের চিন্তা থাকবে কেন? রিয়া প্রতিবাদ জানিয়ে মেইল করেছিলেন। কিন্তু তারা রিয়াকে প্রতিউত্তর দেয়ার সৌজন্যও দেখায়নি। তাঁর প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

প্রিয় ফ্রি ওয়ার্ডপ্রেস.কম (wordpress.com) ব্যবহারকারী পাঠক, একই অবস্থা আপনারও হতে পারে। বিখ্যাত ব্লগার রিয়া'র সাথে যেমন আচরন করা হয়েছে, আপনিও সেরকম মূল্যায়নের শিকার হতে পারেন। তাই এখনই সতর্ক হয়ে নিন। চলে আসুন ব্লগার.কম (blogger.com) এ। বিনেপয়সায় ব্লগ লিখতে হলে এর কোন বিকল্প এখনও অনলাইনে নেই। ব্লগার.কমে নিজের মনের মতো করে ব্লগটিকে সাজিয়ে নিতে তো পারবেনই। এছাড়াও গুগল এডসেন্স (Google Adsense) ব্যবহার করে দু'পয়সা উপার্জনও করতে পারবেন। যা আপনি ওয়ার্ডপ্রেস.কম এ কখনই পাবেন না। ওয়ার্ডপ্রেসের তুলনায় ব্লগারের লোডিং স্পিড অনেক অনেক বেশি। বিশেষ করে পোস্ট লিখতে গিয়ে বাংলাদেশের ধীরগতির নেটস্পিড দিয়ে পোস্ট এডিটর কতক্ষণে লোড হয় তার পার্থক্য নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন। আমি নিজেও আগে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতাম। কিন্তু পরে ব্লগারে চলে এসেছি। এ ব্যাপারে আর একটি পোস্ট আমি পরে লিখছি। তার আগে আজ আপনাদেরকে জানাচ্ছি, যারা ওয়ার্ডপ্রেস থেকে ব্লগারে চলে আসতে চান, তাদের জন্য একটি সুখবর।

ওয়ার্ডপ্রেসে হয়ত বেশ কিছুদিন থেকেই ব্লগ লিখে চলেছেন, এখন ব্লগারে চলে আসবেন। এখন আপনার পুরনো পোস্টগুলোর কি হবে? তাই না? সেগুলো কি ব্লগারে আবার নতুন করে লিখতে হবে? না বন্ধু। তার আর দরকার নেই। আসুন জেনে নিই কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগের লেখাগুলো ব্লগারের ব্লগে নিয়ে আসতে পারবেন? একটি সহজ ওয়েবটুল (Webtool) ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের পোস্টগুলোকে ব্লগারে অনায়াসে এক্সপোর্ট (Export) করতে পারবেন।

এই সহজ ওয়েবটুলটির ঠিকানা হলঃ http://wordpress2blogger.appspot.com/
এর জন্য আপনাকে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। কিভাবে করবেন?
  • bn.wordpress.com এ লগইন করে নিন।
  • ড্যাশবোর্ডের বামপাশের সাইডবারের নিচে Tools লেখার পাশের ড্রপডাউন তীরচিহ্নটিতে ক্লিক করুন। একটি মেনু খুলে যাবে। সেখানে Export লেখাতে ক্লিক করুন
  • wordpress tools menu
  • এরপর আর একটি পেজ আসবে।
  • wordpress export page
  • এখানে ইচ্ছে করলে নির্দিষ্ট কোন লেখকের লেখাগুলোকে ডাউনলোড করে নিতে পারে। আমরা যেহেতু ব্লগের সবগুলো পোস্টকে ডাউনলোড করবো, সেহেতু ডিফল্ট All Authors নির্বাচিত রেখে দিব।
  • Download Export File লেখা নিচের বাটনটিতে ক্লিক করুন। ব্লগের পোস্টগুলো ডাউনলোড হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস একাউন্ট থেকে লগআউট হয়ে নিন।
  • ডাউনলোডকৃত ফাইলটির নাম হবে এরকম wordpress.2010-02-15.xml
  • এই ফাইলটিকে এবার http://wordpress2blogger.appspot.com/ সাইট থেকে কনভার্ট করে নিতে হবে।
  • এই সাইটের মাঝামাঝি জায়গায় থাকা Browse বাটনে ক্লিক করে হার্ডডিস্কে থাকা wordpress.2010-02-15.xml ফাইলটিকে দেখিয়ে দিন এবং Convert বাটনে ক্লিক করুন। ফাইলটি ব্লগারে ব্যবহারের উপযোগী হয়ে কনভার্ট হয়ে যাবে। কনভার্টকৃত ফাইলটিকে হার্ডডিস্কে সেভ করে নিন। ফাইলটির নাম হবে এরকম blogger-export.xml
  • এবার blogger.com এ লগইন করুন।
  • ব্লগারের ড্যাশবোর্ডে যে ব্লগটিতে ওয়ার্ডপ্রেস ব্লগের লেখাগুলোকে নিয়ে আসতে চান, সেই ব্লগের নামের নিচে লেখা Settings ক্লিক করুন।
  • blogger settings import
  • দেখুন Blog Tools এর পাশে Import blog, Export blog, Delete blog লেখা রয়েছে। এখানে Import blog লেখা লিংকে ক্লিক করুন।
  • এখানে কনভার্ট করা blogger-export.xml নামক ফাইলটিকে Browse বাটনে ক্লিক করে দেখিয়ে দিন।
  • ক্যাপচার বর্ণগুলো সঠিকভাবে টাইপ করুন।
  • আমদানি করা পোস্টগুলোকে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করতে চান, তাহলে Automatically publish all imported posts লেখার পাশের টিক বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। অথবা যদি imported হিসেবে রেখে দিতে চান, তাহলে টিকচিহ্ন দেয়ার দরকার নেই।
  • ইমপোর্ট হয়ে গেলে Posting> Edit Posts এ Imported নামে আলাদা একটি ট্যাব পাবেন।
  • এবার ধীরে ধীরে পোস্টগুলোতে প্রয়োজনমতো সম্পাদনা করে নিয়ে পাবলিশ করতে পারবেন
  • ব্যস হয়ে গেল। ওয়ার্ডপ্রেস থেকে ব্লগস্পটে আপনার ব্লগটি ব্লগপোস্ট, বিভিন্ন লেখা, পাঠকের মন্তব্য, ক্যাটাগরি, ট্যাগসহ আমদানি করা হয়ে গেল।
  • এবার অনুভব করা শুরু করে দিন মনের মতো করে ব্লগিং করা।
সুবিধাঃ
  • ওয়ার্ডপ্রেসের সীমাবদ্ধতার বন্দীদশা থেকে মুক্ত হয়ে গেলেন। এবার মনের মতো করে ব্লগটির টেমপ্লেট পরিবর্তন করুন, সাজিয়ে নিন।
  • যা খুশি, যেরকমের খুশি HTML বা Javascript গেজেট ব্যবহার করুন।
  • Google Adsense ব্যবহার করে দুটো অতিরিক্ত পয়সা আয় করুন।
  • চিন্তা করবেন না, ওয়ার্ডপ্রেসে থাকাকালীন ব্লগে পাঠকদের করা সবকটি মন্তব্য থেকে যাবে। একটাও মুছে যাবে না।
  • ওয়ার্ডপ্রসের ক্যাটাগরী ব্লগারে লেবেল হিসেবে থেকে যাবে।
অসুবিধাঃ
  • ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরীর পাশাপাশি ট্যাগ নামে আর একটি পোস্ট চিহ্নিতকরন ব্যবহার করতেন। ব্লগার.কম এ ট্যাগ নামে কোন কিছু নেই। তাই পুরনো ব্লগের ট্যাগগুলো ক্যাটাগরির সাথে লেবেল হিসেবে পরিবর্তিত হয়ে যাবে।
  • উল্লেখ্য যে, ওয়ার্ডপ্রেস থেকে Export করা xml ফাইলটির সাইজ ১ মেগাবাইটের কম হতে হবে। ১ মেগাবাইটের চেয়ে আকার বেশি হলে এই ওয়েবটুলটি কাজ করবে না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger