ইয়াহু পেজে আপনার ফেভারিট যুক্ত করুন

 মেইল হিসেবে ইয়াহু মেইলের জনপ্রিয়তা এখনো সবার উপরেই আছে। অনেকেই মেইল বলতে এখনো ইয়াহুকেই জানে। আপনার কম্পিউটারে ফেভারিট বা বুক মার্ক করে রাখা জরুরী সাইট গুলি আপনার ইয়াহু মেইল পেজে রাখতে পারেন। বুক মার্ক করে রাখা এড্রেস গুলি বাইরে বা কোন বন্ধুর বাড়ি গিয়ে কোন প্রয়োজন হলে সে সাইট খুজে পাওয়া সম্ভব নয়। আপনি যদি ইয়াহু মেইল ব্যবহার করেন তাহলে এই ইয়াহু আপনার সেই ফেভারিট তালিকা আপনার সঙ্গে নিয়ে বেড়াবে আপনার প্রাইভেট সেক্রেটারির মত। ব্যাপারটা কি সুবিধা জনক নয়?তাহলে আসুন দেখি ইয়াহু কি ভাবে এই কাজ করছে।

১। প্রথমে yahoo.com পেজ বের করে নিন। উপরে ছবিতে দেখুন বাম পাশে উপরের দিকে Favourite এবং তার পাশে  Add লেখা আছে। Add এ ক্লিক করুন। দেখবেন একটা ছোট উইন্ডো খুলেছে, নিচের ছবি দেখুন।

২। এবার আপনার একাউন্টে সাইন ইন করুন। তারপর নিচের ছবি দেখুন।

৩। এবারে উপরে ১ নং চিহ্নিত অংশে আপনার প্রিয় বা প্রয়োজনিয় সাইটের URL দিয়ে দিন, ২ নং চহ্নিত অংশে আপনার পছন্দের নাম দিন। এবার ৩ নং চহ্নিত অংশে ক্লিক করে Add করুন। এই ভাবে আপনার প্রয়োজনিয় সব সাইটের ঠিকানা একটা একটা করে যোগ করা হলে আসুন ৪ নং চিহ্নিত Apps gallery অংশে। এখানে আপনার পছন্দের গুলি বেছে তার ডান পাশে Add বাটনে ক্লিক করুন।

৪। সব কিছু যোগ হয়ে গেলে বাম পাশে নিচে দেখুন লেখা এসেছে I have done এখানে ক্লিক করে শেষ করুন। ইয়াহুকে একটু সময় দিন। দেখবেন উপরের ছবির মত আপনার নির্বাচিত সাইট গুলি তালিকা আকারে বাম পাশের বারে দেখাচ্ছে।
ভুলে গেলে বা বাড়ির বাইরে যে কোন জায়গায় ইয়াহু আপনার প্রয়োজনিয় সাইটের ঠিকানা আপনার সঙ্গে বয়ে বেড়াবে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger